আমাদের সবসময় ব্যবহার করা ফোন কি শুরু থেকেই স্মার্ট ফোন ছিলো?? নিশ্চয়ই নয়।
আচ্ছা ঠিক আছে।এখন বলুনতো কে কে টি এন্ড টি ঐ সেট টি দেখেছেন যেটি ঘুরিয়ে ঘুরিয়ে কল করা হতো❓ তারপর এলো ডিজিটাল ফোন অর্থাৎ টি এন্ড টি এরই Update version।
মানে এবার আর ঘুরিয়ে ঘুরিয়ে কল করতে হয়না নম্বর চেপে চেপে কল করতে হয়। তারপর আর টি এন্ড টি নিজেকে update করতে পারেনি।😭😭
ফলে আজকের যুগে তাকে সবাই ভুলে গেছে।😭😭
এরপর এলো বোতাম টেপা মোবাইল ফোন। যেখানে কল করা ছাড়াও সুন্দর রিংটোন শুনতাম, গেমস খেলতাম🙈
কিন্তু একসময় এটাতেও একঘেয়েমি চলে আছে। ঠিক তখনই হাতে এলো স্মার্ট ফোন যেখানে চাপাচাপির চিন্তা নাই শুধু টাচ্ করলেই হয়। কত্ত বড় একটা স্ক্রিন 😱😱
এই মোবাইল এলো ঠিকই নিজেকে সে কিন্তু কিছুদিন পরপর আপডেট করছে। কখনো অটো আপডেট হচ্ছে কখনোবা আপডেট করতে হচ্ছে আমাদের প্রয়োজনে।
এই পৃথিবীতে প্রত্যেকটি যন্ত্রই আপডেট করতে হয়।কারণ একঘেয়েমি কাজ কেউ করতে চায়না।
আচ্ছা বলুনতো একই ধরনের পোষ্ট যদি রোজ করি তাহলে কি কেউ আমার পোষ্ট পড়বে নাকি পোষ্ট এপ্রুভ হবে??
তাহলে এখন প্রশ্ন হলো কিভাবে নিজেকে আপডেট করবো❓❓
পড়াশুনার মাধ্যমেই নিজেকে আপডেট রাখতে হবে। প্রতিদিনই পড়ালেখার অভ্যাস রাখতে হবে।নতুন কিছু জানার চেষ্টা করতে হবে।
মাইক্রোসফট এর মালিক বিল গেটস যদি সাত দিনে একটা বই শেষ করতে পারে তাহলে আমি কি বিল গেটস এর চেয়েও নিজেকে ব্যস্ত দাবী করছি❓❓
নিজের উন্নয়ন ঘটাতে চাইলে নিজেকে অবশ্যই আপডেট করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমি আপনাদের রিকা আপু
টাঙ্গাইলের মেয়ে
জানা অজানা
- অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অষ্টম অধ্যায়ে ‘ব্লিচিং পাউডার’-এর কথা উল্লেখ আছে
- ২০১৭ সালের ৩০শে অক্টোবর এই ভাষণকে বিশ্ব ঐতিহ্যের ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিক সংস্থাটির নাম কী?
- গল্প- হ্যামিলনের বাঁশিওয়ালা
- টাঙ্গাইলের চমচম
- হ্যামিলনের বাঁশিওয়ালা
- ফাইনাল পরিক্ষায় উত্তর উপস্থাপন, লেখার সময়, লেখার কায়দা।
- ৬-দফার ভিত্তিতে শাসনতন্ত্র প্রণয়নের কথা স্পষ্টভাবে জানিয়ে দেন বঙ্গবন্ধু। এই বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
- সর্বকালের সবচেয়ে দর্শকপ্রিয় ৭ ছবি
- পড়াশুনার কোন বয়স নাই চলো সবাই পড়তে যাই
- অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অষ্টম অধ্যায়ে ‘ধৈঞ্চা’