আমির দ্বিতীয় আব্দুল্লাহর পরিচয় দাও,আমির দ্বিতীয় আব্দুল্লাহ কে ছিলেন,আমির দ্বিতীয় আব্দুল্লাহ সম্পর্কে টীকা লিখ
ভূমিকা : স্পেনের ইতিহাসে আমির আব্দুল্লাহর শাসনকাল সুপরিচিত। তিনি ষড়যন্ত্র করে নিজ ভাই আমির মুনজিরকে হত্যা করে সিংহাসনে আরোহণ করেন। তার রাজত্বকাল ছিল রাজনৈতিক অরাজকতাপূর্ণ ।
→ দ্বিতীয় আব্দুল্লাহর পরিচয় : দ্বিতীয় আব্দুল্লাহ ছিলেন আমির প্রথম মুহাম্মদের পুত্র। আমির প্রথম মুহাম্মদের জ্যেষ্ঠপুত্র মুনজির ৮৮৬ খ্রিস্টাব্দে পিতার মনোনয়ন অনুসারে স্পেনের সিংহাসনে আরোহণের মাত্র দুই বছর পর ভাই আব্দুল্লাহ তাকে বিষপ্রয়োগে হত্যা করে।
আরো ও সাজেশন:-
কেননা আল মুনজিরের কোনো পুত্র সন্তান ছিল না। অতঃপর আব্দুল্লাহ ৮৮৮ খ্রিস্টাব্দে স্পেনের সিংহাসনে আরোহণ করেন। তার রাজত্বকালে আরব, অনারব, মুদারীয়, হিমারীয়, মুসলিম ও নব-মুসলিম, খ্রিস্টান, বার্বার ধর্মান্ধ খ্রিস্টান, মোজারব প্রভৃতি দল ও উপদলের মধ্যে কোন্দল তীব্র আকার ধারণ করে ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
আমির আব্দুল্লাহ কঠোর হস্তে বিদ্রোহ দমন করেন। সেভিল ও এলভিরার বিদ্রোহ নির্মূল করা হয়। কিন্তু তার প্রধান কৃতিত্ব ছিল ওমর বিন হাফসুনের মতো বিশ্বাসঘাতক, বিদ্রোহী নেতাকে পরাজিত করে তার ক্ষমতা হ্রাস করা ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, আমির দ্বিতীয় আব্দুল্লাহ ২৬ বছর ধরে অগৌরবের সাথে স্পেনে রাজত্ব করেন। নানা ব্যর্থতায় তিনি বিখণ্ডিত ও হৃতসর্বস্ব রাজ্যটি তার নাতি আব্দুর রহমানকে দিয়ে ৯১২ খ্রিস্টাব্দে ইহলোক ত্যাগ করেন। এভাবে স্পেনে উমাইয়া সাম্রাজ্য প্রায় ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। অন্যথায় এখানেই স্পেনে উমাইয়া সাম্রাজ্যের পতন ঘনীভূত হতো ।