আমির মুনজিরের পরিচয় দাও, আমির মুনজির কে ছিলেন ,আমির মুনজির সম্পর্কে যা জান লিখ

আমির মুনজিরের পরিচয় দাও, আমির মুনজির কে ছিলেন ,আমির মুনজির সম্পর্কে যা জান লিখ

উত্তর : ভূমিকা : প্রথম মুহাম্মদের মৃত্যুর পর তার পুত্র মুনজির কর্ডোভার সিংহাসনে আরোহণ করেন। তার দুই বছর এর শাসনামলে পিতার রাজত্বকালের বিদ্রোহ বিশৃঙ্খলা বিরাজমান থাকে। মুনজির সাহসী, বুদ্ধিমান ও সমরকুশলী হলেও স্বল্পকালের রাজত্বকাল হওয়ায় তার প্রতিভার পূর্ণ বিকাশ হতে পারেনি।

→ আমির মুনজিরের পরিচয় : আমির মুনজির ছিলেন স্পেনের উমাইয়া শাসকদের মধ্যে পঞ্চম শাসক। তিনি ছিলেন স্পেনের আমির প্রথম মুহাম্মদের পুত্র। ৮৮৬ খ্রিস্টাব্দে পিতা প্রথম মুহাম্মদের মৃত্যু হলে মুনজির স্পেনের সিংহাসনে আরোহণ করেন। 

তিনি ছিলেন বিদ্যান, সমরকুশলী ও সাহসী শাসক । মাত্র দুই বছর তিনি শাসনকার্য পরিচালনা করেন। নানা বিদ্রোহের কারণে তিনি উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত সাম্রাজ্য নিয়ে হিমশিম খাচ্ছিলেন। স্পেনের প্রায় জনগণই ছিল তার অবাধ্য। 


আরো ও সাজেশন:-

কয়েকটি ক্ষুদ্র রাজ্যের উদ্ভব ঘটে। গথিক মার্চে ফ্রাঙ্কগণ তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করে। স্পেনের দক্ষিণাঞ্চলে ইবনে হাফসুন ছিল অপরাজিত এবং দেশের একটা বিরাট অঞ্চল ছিল তার অধিকারে। আল মুনজির সর্বপ্রথম ওমর বিন হাফসুনের মিত্র আর্কিডোনার নেতা আইশুন নামক জনৈক নব মুসলিম বিদ্রোহীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। 

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

তার রাজত্বকালের প্রধান ঘটনা ওমর বিন হাফসুনের বিরুদ্ধে সমরাভিযান। কিন্তু দুর্ধর্ষ বীর ওমরের বিরুদ্ধে সমরাভিযানে সফলকাম হতে পারেননি। ভাই আব্দুল্লাহর চক্রান্তে চিকিৎসক কর্তৃক বিষ প্রয়োগে ৮৮৮ খ্রিস্টাব্দে তিনি অকালে মৃত্যু বরণ করেন।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, আমির মুনজির একজন যোগ্য শাসক ছিলেন কিন্তু তার যোগ্যতার প্রমাণ রাখার সুযোগ তিনি পাননি। তাই ঐতিহাসিক ডোজির মতে, “আমির অতি তেজস্বী, বুদ্ধিমান ও সাহসী ছিলেন। উমাইয়াগণ মনে করতেন যে, যদি তিনি আরও একটি বছর জীবিত থাকতেন তবে দক্ষিণের সমস্ত বিদ্রোহীদিগকে অস্ত্রত্যাগ করতে বাধ্য করতেন।”

Leave a Comment