আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর, আর্থিক পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর, আর্থিক পরিকল্পনা প্রয়োজনীয়তা আলোচনা করো

প্রশ্ন সমাধান: আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর, আর্থিক পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর, আর্থিক পরিকল্পনা প্রয়োজনীয়তা আলোচনা করো

প্রতিষ্ঠানের ভবিষ্যৎ আর্থিক চাহিদা নির্ধারণ ও তা মেটানোই আর্থিক পরিকল্পনার কাজ। আর্থিক পরিকল্পনা প্রতিষ্ঠানের ভবিষ্যতের আর্থিক প্রয়োজন নির্ধারণ করত। তার সংগ্রহ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করে। তাই সুষ্ঠুভাবে প্রণীত আর্থিক পরিকল্পনার যথাযথ বাস্তবায়নের উপরই একটি প্রতিষ্ঠানের সাফল্য অনেকাংশে নির্ভর করে। সুতরাং প্রতিষ্ঠানের জন্য আর্থিক পরিকল্পনার গুরুত্ব অপরিসীম ।

নিম্নে আর্থিক পরিকল্পনার গুরুত্ব আলোচনা করা হলো :

১. অপচয়ের সম্ভাবনা হ্রাস : আর্থিক পরিকল্পনা প্রণয়নের সময় জটিল বিষয়সমূহের বিচার বিশ্লেষণ করা হয় এবং প্রাসঙ্গিক সকল প্রকার উপাদানের প্রতি আলোকপাত করে সম্ভাব্য ক্ষতি বা বাধা দূর করা সহজতর করে ।

২. সমন্বয়ের সুবিধা : ব্যবসায়ের প্রত্যেকটি কাজই পরস্পর নির্ভরশীল। সকল কাজের সাথেই আর্থিক লেনদেনের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক থাকে। তাই আর্থিক পরিকল্পনা প্রণয়নের সময় সবগুলো সম্পর্কযুক্ত ও নির্ভরশীল কাজের প্রতি বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ করা হয় এবং ফলে এতে সমন্বয়ের সুবিধা হয়।

৩. ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণে সহায়তা : আর্থিক পরিকল্পনা অতীত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থান বিশ্লেষণ করে এবং এগুলোর সাহায্যে ভবিষ্যতের প্রতি আলোকপাত করে। ফলে এটা ভবিষ্যতে সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুতি গ্রহণে সহায়তা করে ৷


আরো ও সাজেশন:-

৪. উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনাকে সহায়তা : আর্থিক পরিকল্পনা বিভিন্ন বিভাগের এবং দায়িত্বশীল ব্যক্তিগণের লক্ষ্য ও কার্যসীমা নির্ধারণ করে দেয়। ফলে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণ উক্ত সময় ক্ষেপনকারী কার্য হতে কিছুটা অব্যাহতি পেয়ে থাকেন ।

৫. লাভজনক প্রকল্পে তহবিল বিনিয়োগ : আর্থিক পরিকল্পনা কেবলমাত্র তহবিল সংগ্রহেই সাহায্য করে না লাভজনক বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগের জন্য দিকনির্দেশনা দান করে। ফলে লাভজনক বিনিয়োগ সহজ হয় ।

৬. তহবিল সংরক্ষণে সহায়তা : ঝুঁকি ও অনিশ্চয়তা মোকাবিলা করার জন্য আর্থিক পরিকল্পনা বিশেষভাবে সহায়তা করে। সঠিক আর্থিক পরিকল্পনার মাধ্যমেই ঝুঁকির মুনাফার সমন্বয় করে তহবিল সংরক্ষণ করা সম্ভব হয়।

৭. সর্বাধিক মুনাফার্জনে সহায়ক : আর্থিক পরিকল্পনা সংগৃহীত অর্থের সর্বোত্তম ও যথাযথ ব্যবহার নিশ্চিত করত। প্রতিষ্ঠানের জন্য সর্বাধিক মুনাফার্জনে সহায়ক ভূমিকা পালন করে

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৮. সংশয় দূরীকরণে সহায়তা : আর্থিক পরিকল্পনা প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যাবলির বণ্টন ও তাদের নিয়ন্ত্রণের সহায়ক হয় এবং ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে নিয়োজিত নির্বাহীদের মধ্যে নানা প্রকার সংশয় দূরীকরণে সহায়তা করে ।

৯. গবেষণা ও উন্নয়নমূলক কার্যে সহায়তা : পরিকল্পনা গবেষণা ও উন্নয়নমূলক কাজ এবং মূলধন জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় তহবিল সরবরাহের নিশ্চয়তা বিধান করে সহায়তা করে থাকে।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, একটি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও অভীষ্ট লক্ষ্যঅর্জনের সোপান হিসেবে আর্থিক পরিকল্পনার গুরুত্ব অনস্বীকার্য।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment