প্রশ্ন সমাধান: আর্থিক বা মুদ্রানীতির সীমাবদ্ধতা/ ত্রুটি সমূহ বর্ণনা কর, আর্থিক নীতির সীমাবদ্ধতা সমূহ বর্ণনা কর, মুদ্রানীতির সীমাবদ্ধতা সমূহ বর্ণনা কর, আর্থিক নীতির ত্রুটি সমূহ বর্ণনা কর, মুদ্রানীতির ত্রুটি সমূহ বর্ণনা কর
উন্নয়নশীল দেশে আর্থিক ও মূলধন বাজার উন্নত নয়। ফলে এ সকল দেশে মুদ্রানীতির কার্যকারিতা অনেকটা সীমিত।
নিম্নে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে আর্থিক নীতির সীমাবদ্ধতাসমূহ আলােচনা করা হলাে :
১. অসংগঠিত ও অনুন্নত অর্থ বাজার : মুদ্রাস্ফীতি প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়ােজন উন্নত অর্থ ও মূলধন বাজার। কিন্তু বেশির ভাগ উন্নয়নশীল দেশে এসব বাজার উন্নত নয়। ফলে এসব দেশে মুদ্রানীতির কার্যকারিতা কম।
২. জনগণের অর্থ ধরে রাখার প্রবণতা : বাংলাদেশের ম উন্নয়নশীল দেশে মুদ্রানীতির সীমাবদ্ধতার আরেকটি পরে কারণ আছে। এসব দেশে মুদ্রা সরবরাহের একটি বড় আর জনগণের হাতে রক্ষিত মুদ্রা। কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন অতি হাতিয়ার ঋণের উপর প্রতিক্রিয়া প্রকাশ করে। কিন্তু ঐগুলো কারেন্সীর উপর তেমন প্রভাব সৃষ্টি করতে পারে না। ফলে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতি এসব দেশে অর্থের মােট যােগানের একটি অংশ প্রভাবিত করতে পারে মাত্র ।
আরো ও সাজেশন:-
৩. সমন্বয়ের অভাব : মুদ্রানীতির কার্যকারিতার জন্য দরকার বিভিন্ন সংগঠনের পারস্পরিক কাজের মধ্যে সমন্বয় । কিন্তু বেশির ভাগ উন্নয়শীল দেশ মুদ্রানীতি প্রয়ােগের ক্ষেত্রে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয়ের অভাব আছে।
৪. আর্থিক সংযমের অভাব : অনেক উন্নয়নশীল দেশে দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার স্বার্থে আর্থিক সংযম প্রয়ােজন। কিন্তু তা সরকারের অতিরিক্ত ব্যয় এবং বিভিন্ন সরকারি সংস্থার ঋণ গ্রহণের ফলে লঘু হয়ে যায়। স্বাধীনতার পর আর্থিক নীতির কার্যকারিতার ব্যাপারে বাংলাদেশের অভিজাত্যতা এর প্রকৃষ্ট উদাহরণ।
৫. মুক্ত বাজার ব্যবস্থায় হস্তক্ষেপ : আর্থিক নীতি দাম প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে কাজ করার কথা। কিন্তু বাংলাদেশের মত বেশির ভাগ উন্নয়নশীল দেশে পরিকল্পনার উদ্ভব এবং বাজার ব্যবস্থার কার্যক্রমে সরকারি হস্তক্ষেপ অবাধ বাজার ব্যবস্থা ব্যাহত করে। ফলে মুক্ত বাজার এসব দেশে ততটা কার্যকরি হয় না।
৬. আর্থিকায়নের অভাব ও বাংলাদেশের গ্রামীণ খাতের এক বৃহৎ অংশ এখনও ব্যাংকিং কার্যক্রমের আওতায় আনা সম্ভব হয়নি। গ্রামাঞ্চলে এসব দেশে ব্যাংক ব্যবস্থার সুযােগ-সুবিধা সম্প্রসারণ করা সম্ভব হয়নি। এ অবস্থায় আর্থিক নীতি কার্যকরভাবে প্রয়ােগের পথে অন্যতম বাধা হিসেবে কাজ করছে।
৭. মুদ্রাস্ফীতি দূর করার ব্যর্থতা : বাংলাদেশের মতাে। উন্নয়নশীল দেশগুলােতে মুদ্রাস্ফীতি রােধ করতে আর্থিক নীতি তেমন কার্যকরি ভূমিকা রাখতে পারে না। এসব দেশের চাহিদার তুলনায় দ্রব্য ও সেবার উৎপাদন কম বলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। ফলে এসব দেশে আর্থিক নীতি সঠিকভাবে কার্যকরি হয় না।
উপসংহার : উপরিউক্ত সীমাবদ্ধা ছাড়াও অনুন্নত দেশগুলােতে মুদ্রানীতির হাতিয়ার গুলাের কার্যকারিতার বড় বাধা হচ্ছে জনগণের উন্নয়ন ও নিয়ন্ত্রণ সম্পর্কে অজ্ঞতা।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডারদের অসুবিধা সমূহ বর্ণনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডার টি সুবিধা সমূহ বর্ণনা কর
- OECD নীতি শেয়ার হোল্ডারদের অধিকারের তালিকা সমূহ লিখ
- ইজারার দাতার বইতে ইজারা হিসাব সমূহ কেমন ধরনের হয়ে থাকে
- স্বল্প বিক্রয়ের সুবিধা লিখ, স্বল্প বিক্রয়ের সুবিধা আলোচনা করো
- ইজারা অর্থায়নের বিকল্প হিসেবে অর্থায়নের প্রক্রিয়া আলোচনা কর,ইজারা অর্থায়নের বিকল্প হিসেবে অর্থায়নের প্রক্রিয়া