প্রশ্ন সমাধান: ইক্যুইটি মূলধনের বৈশিষ্ট্যগুলো কি কি?, ইক্যুইটি মূলধনের গুণাবলি উল্লেখ কর
ব্যবসায় অর্থায়নের দুটি উৎস রয়েছে। যার একটি মালিকের মূলধন এবং অন্যটি হলো ঋণকৃত মূলধন। মালিকের মূলধনকেই ইক্যুইটি মূলধন বলা হয়। প্রাথমিক পর্যায়ে উদ্যোক্তাগণ এই মূলধন সরবরাহ করলেও পরবর্তীতে বিভিন্নভাবে এই মূলধনের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। ইক্যুইটি মূলধনের কিছু বৈশিষ্ট্যের কারণে তা ঋণ মূলধন অপেক্ষা অধিক গ্রহণযোগ্য নিম্নে এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো :
১. মালিক কর্তৃক প্রদত্ত : ব্যবসায় প্রতিষ্ঠান গঠনে সময় এর উদ্যোক্তারা ইক্যুইটি মূলধনের একটি অংশ সরবরাহ করে। পরবর্তীতে অভ্রন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন উপায়ে এই মূলধনের পরিমাণ বাড়ানো যায় ।
২. অবণ্টিত মুনাফা ও সংরক্ষিত তহবিল দ্বারা বৃদ্ধি : ব্যবসায়ের মুনাফা অবণ্টিত অংশ এবং বিভিন্ন প্রকার তহবিল থেকে এই মূলধন বৃদ্ধি পায়। যেমন- লাভ-ক্ষতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত, সাধারণ সঞ্চিতি, লভ্যাংশ সমতাকরণ তহবিল ইত্যাদি বিভিন্ন প্রকার তহবিল এই মূলধনেরই অংশ।
৩. অবশিষ্টাংশ : প্রকৃতপক্ষে ব্যবসায় প্রতিষ্ঠানের মোট সম্পত্তি হতে বিভিন্ন পক্ষের দায়-দেনা বাদ দেয়ার পর যা অবশিষ্ট থাকে তাকেই ইক্যুইটি মূলধন বলা হয় ।
আরো ও সাজেশন:-
৪. লাভ-ক্ষতি দ্বারা পরিবর্তন : ইক্যুইটির পরিমাণ কারবারের লাভ-ক্ষতি দ্বারা পরিবর্তিত হয়। অর্থাৎ, প্রতিষ্ঠানের লাভের পরিমাণ বেশি হলে ইক্যুইটি বৃদ্ধি পায় এবং ক্ষতি হলে ইক্যুইটির পরিমাণ হ্রাস পায় ।
৫. অধিকার : ইক্যুইটি মূলধেনের উপর কেবলমাত্র এর মালিক বা শেয়ারহোল্ডার দেরই অধিকার থাকে। আর এ অধিকার বলে শেয়ারহোল্ডারগণ কোম্পানির নিয়ন্ত্রক হযে থাকে ।
৬. ঝুঁকিমুক্ত মূলধন ব্যয় : কারবারের মূলধনের যেসব উৎস রয়েছে তার মধ্যে ইক্যুইটি মূলধনই ঝুঁকিমুক্ত। কারণ কারবারের লাভ হলেই কেবল শেয়ারহোল্ডার বা লভ্যাংশ পাবে অর্থাৎ লাভ না হলে লভ্যাংশ দেয়ার প্রশ্ন অবান্তর। তাই এটি ঝুঁকিমুক্ত তহবিল ।
৭. স্থায়িত্বের প্রতীক : ইক্যুইটি মূলধন কারবারের জীবদ্দশায় ফেরত দিতে হয় না বিধায় এ মূলধন কারবারের স্থায়িত্বের প্রতীক। যে কারবারের ইক্যুইটি মুলধন শক্তিশালী যে কারবারের স্থায়িত্বও তত বেশি ।
উক্তরিউক্ত আলোচনা থেকে বুঝা যায় ইক্যুইটি মূলধনের বৈশিষ্ট্যকে কারবারের প্রাণ বলা হয়।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization