ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট এন্ড মেজারিং ইন্সট্রুমেন্ট -১

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল)
সেমিস্টারঃ ৬ষ্ঠ পর্ব
কোর্স টিচার :-মো:আশরাফুল আলম

বিষয়ঃ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট এন্ড মেজারিং ইন্সট্রুমেন্ট -১

আলোচ্য বিষয় : অ্যামিটার ও ভোল্টমিটার এর ধারণা (৫ম অধ্যায়)

অ্যামিটার:-

► কোনো বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করার যন্ত্রকে অ্যামিটার বলে।
► কোনো বৈদ্যুতিক যন্ত্রের বিদ্যুৎ প্রবাহের পরিমাপ করতে অ্যামিটার সিরিজে সংযোগ করতে হয়।

► অ্যামিটারের সঙ্গে সমান্তরালে একটি কম মানের রোধ যুক্ত থাকে; একে সান্ট বলে।

► সান্টের রোধ কম হয়। কোনো কোনো ক্ষেত্রে অ্যামিটার গ্যালভানোমিটারের সঙ্গেও একটি রোধ যুক্ত থাকে সিরিজে, যা অ্যামিটারকে নষ্টের হাত থেকে রক্ষা করে।
► অ্যামিটার প্রবাহকে অ্যাম্পিয়ার এককে প্রদর্শন করে অর্থাৎ একক অ্যাম্পিয়ার। অ্যামিটারের গায়ে অ্যাম্পিয়ার এককে দাগাঙ্কিত থাকে।

ভোল্টমিটার:-

► কোনো বিদ্যুৎ উৎসের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করার যন্ত্রকে ভোল্টমিটার বলে।

► উৎসের ভোল্টের ক্ষেত্রে এর দুই প্রান্তের সঙ্গে যুক্ত করতে হয়। দেখতে সিরিজ সংযোগের মতোই, কিন্তু কোনো যন্ত্রের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতে এর দুই প্রান্তের সঙ্গে সমান্তরালে সংযোগ করতে হয়।

► ভোল্টমিটারের সঙ্গে সিরিজে একটি উচ্চমানের রোধ যুক্ত থাকে।

► ভোল্টমিটারে সান্ট থাকে না, তবে কোনো কোনো ক্ষেত্রে গ্যালভানোমিটার অংশে সান্ট থাকতে পারে, যা ভোল্টমিটার পুড়ে যাওয়া থেকে রক্ষা করে।

► ভোল্টমিটারের গায়ে ভোল্ট এককে দাগ কাটা থাকে অর্থাৎ ভোল্টমিটারের একক ভোল্ট।

Leave a Comment