প্রশ্ন সমাধান: ইসলামি ক্ষুদ্র অর্থায়নের বৈশিষ্ট্য আলোচনা কর, ইসলামি মাইক্রো ফাইন্যান্সের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর,ইসলামি ক্ষুদ্র অর্থায়নের মূলনীতিসমূহ সংক্ষেপে আলোচনা কর, ইসলামি মাইক্রো ফাইন্যান্সের মূলনীতিসমূহ বর্ণনা কর, ইসলামি ক্ষুদ্র অর্থায়নের মূলনীতিসমূহ সংক্ষেপে আলোচনা কর ,ইসলামি মাইক্রো ফিন্যান্স এর মূলনীতিসমূহ বর্ণনা কর।,ইসলামি মাইক্রো ফিন্যান্স এর নীতিমালাসমুহ আলোচনা কর,ইসলামি ক্ষুদ্র অর্থায়নের মূলনীতিসমূহ লেখ
ইসলামি ক্ষুদ্র অর্থায়নের বৈশিষ্ট্য আলোচনা কর, ইসলামি মাইক্রো ফাইন্যান্সের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ভূমিকা : ইসলামি ক্ষুদ্র অর্থায়নের কতিপয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলো :
১. স্বনির্ভর হওয়ার প্রেরণা : প্রচলিত বিশ্বাসের বিপরীত ইসলামি ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে ভিক্ষা নয়, বরং স্বনির্ভর হওয়ার আহ্বান জানানো হয়। সকল সক্ষম গরিব মানুষ বৈধ উপায়ে তাদের জীবিকার্জনের চেষ্টা করবে এটাই ইসলামের দাবি। এ সকল কারণে মুসলিম সমাজে অর্থনৈতিক কার্যক্রমের পরিধি বহুদূর বিস্তৃত হবে ।
২. স্বনিয়োজিত কাজে অগ্রাধিকার প্রদান : ইসলামি ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচি স্বনিয়োজিত কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে তাদের জীবিকার্জনে সাহায্য করে থাকে ৷
৩. নারীদের অর্থনৈতিক অধিকার অর্জনের সহায়তা : ইসলামে নারীরা শরিয়াহ সীমার মধ্যে থেকে ইসলামি ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির আওতায় অর্থনৈতিক উন্নয়নের প্রত্যক্ষ জোরালোও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
৪. সামাজিক বিনিয়োগ : ইসলামি মাইক্রো ফাইন্যান্সের সামাজিক দায়বদ্ধতাকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয় ।
৫. টার্গেট গ্রুপ এ্যাপ্রোচ : ইসলামি মাইক্রো ফাইন্যান্স অর্থায়ন সুবিধা পেতে হলে গ্রুপ গঠন করতে হয় ।
৬. ইসলামি বিনিয়োগ পদ্ধতি অনুসরণ : ক্ষুদ্র ব্যতীত বিপুলসংখ্যক ইসলামিক অর্থায়ন বিনিয়োগ পদ্ধতি ইসলামি ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সমগ্র দুনিয়াব্যাপী বর্তমান ব্যবহৃত হচ্ছে।
৭. ইসলামি যৌক্তিকতা : ইসলামি ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ইলামি যৌক্তিকতা অনুসৃত হয়। ইসলামি যৌক্তিকতা পরিচালিত হয় ইসলামি মূল্যবোধ দ্বারা ।
৮. ইসলামি মূল্যবোধ : ইসলামি ক্ষুদ্র অর্থায়ন আর্থিক সেবা গ্রহণকারী স্বাধীনতা স্বীকৃত তবে তা অবশ্যই শরিয়াহর সীমারেখার মধ্যে। যেকোনো হারাম দ্রব্যসামগ্রী উৎপাদন ও বাজারজাত করবে না, বরং যা করলে ইহকাল ও পরকালে আল্লাহর সর্বোচ্চ সন্তুষ্টি পাওয়া যাবে তাই করবে।
৯. অপরিহার্য সামগ্রী তৈরির উপর গুরুত্বারোপ : অপরিহার্য সামগ্রী তৈরির উপর গুরুত্বারোপ ইসলামি ক্ষুদ্র অর্থায়নের অন্যতম বৈশিষ্ট্য ।
১০. সম্পদের পূর্ণ ব্যবহার : গরিবদের যা সম্পদ আছে তার দক্ষতাপূর্ণও পূর্ণ ব্যবহারের জন্য উদ্বুদ্ধকরণ কৌশল অবলম্বন করা হয় ।
আরো ও সাজেশন:-
ইসলামি ক্ষুদ্র অর্থায়নের মূলনীতিসমূহ সংক্ষেপে আলোচনা কর, ইসলামি মাইক্রো ফাইন্যান্সের মূলনীতিসমূহ বর্ণনা কর
উত্তর : ভূমিকা : ইসলামি ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রমে সুদ নিষিদ্ধ। এ সুদ প্রতিরোধ করতে ইসলামি ক্ষুদ্র অর্থায়নের নীতিমালা পাঁচটি । যথা-
(i) শোষণহীনতা : লেনদেনের ক্ষেত্রে একপক্ষ অপরপক্ষকে শোষণ করবে না।
(ii) সহযোগিতা : শরিয়াহ বিমার মধ্যে থেকে সমাজের বিপুল সংখ্যক চরিত্র মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক পরামর্শও সহযোগিতা প্রদানই হলো অন্যতম মূলনীতি ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
(iii) পণ্যের রূপান্তর : অর্থকে পণ্যে রূপান্তরিত করতে হবে। অন্যকথায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থ পণ্য বা সেবার রূপান্তরিত হয়ে অর্থব্যবস্থাতে মূল্য সংযোজন করতে হবে ।
(iv) ঝুঁকিতে অংশগ্রহণ : বিনিয়োগ হতে হলে ইসলামি ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠান ও গ্রহীতার মধ্যে সঠিক তথ্য বিনিময় হতে হবে। এতে ক্ষুদ্র অর্থায়নের ঝুঁকি উভয়ের মধ্যে বণ্টন করা যায় ।
(v) অবৈধ পণ্য নিষিদ্ধ : ইসলামি শরিয়াহ নির্দেশনা অনুযায়ী অবৈধ কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে অর্থায়ন করা যাবে না ।
উপসংহার : আলোচনার পরিশেষে আমরা বলতে পারি যে, ইসলামি ক্ষুদ্র অর্থায়নের উপরিউক্ত মূলনীতিসমূহ লক্ষ্য করা যায় ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization