প্রশ্ন সমাধান: ইসলামি বিমার উপাদানসমুহ আলোচনা কর, ইসলামি বিমার উপাদানসমূহ কি কি?, ইসলামি তাকাফুলের উপাদানসমূহ বর্ণনা কর।
ভূমিকা : ইসলামি বিমা “আকিলা” পদ্ধতির ভিত্তিতে প্রতিষ্ঠিত। এটা একটা কল্যাণমূলক ব্যবস্থাপনা। এ ব্যবস্থাপনায় সর্বাধিক গুরুত্ব পায় ইসলামের ইহসান নীতি, দলবদ্ধভাবে তহবিল গঠন করে যৌথ অংশীদারিত্বে শরিকদের যে কারো দুর্ঘটনা মোকাবিলা করা ইসলামি বিমার গুরুত্বপূর্ণ মূলনীতি। এ বিমার উপাদানসমূহ ব্যাখ্যা বিশ্লেষণ করলে বিষয়টি সুস্পষ্ট হয়ে যাবে।
নিম্নে প্রশ্নের আলোকে এ সম্পর্কে উপস্থাপন করা হলো-
১. পারস্পরিক সংহতি ও ঐক্য : ইসলামের প্রধান মূলনীতি। মহান আল্লাহ কুরআন ঘোষণা করেছেন- “তোমরা সকলে আল্লাহর রজ্জুকে পাতার ধারণ কর, বিচ্ছিন্ন হয়ো না ।” ইসলামি বিমার ক্ষেত্রে এ নাতি অনুসরণ করা হয়ে থাকে। বিমাভুক্ত সদস্যরা পারস্পরিক সংহতি ও ঐক্যের মাধ্যমে সমষ্টিগত স্বার্থের পক্ষে কাজ করে থাকে। কাজেই তাদের একজনের লাভ হলে সকলেই লাভবান হয়। একজন ক্ষতিকর হলে সবাই সে ক্ষতি মেনে নেয় ।
২. দায়িত্বের অংশীদারিত্ব : ইসলামি বিমার মূল উপাদান হলো পরস্পরের মধ্যে দায়িত্বের অংশীদারিত্ব। এ ব্যবস্থায় বিমারে সদস্যরা একজন অন্যজনের ব্যবসা-বাণিজ্য। জীবন-সম্পদ এবং স্বার্থ সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করে। একজন সদস্য কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হলে বিমাভুক্ত প্রত্যেকে তার দায়িত্ব নেয়। তাই কেউ এককভাবে ব্যাপক ক্ষতির শিকার হয় না ।
৩. ক্ষতিপূরণের যৌথব্যবস্থা: যৌথব্যবস্থা ইসলামি বিমার অন্যতম উপাদান। মানুষের জীবনে নানারকম ঝুঁকি, লোকসান এবং ক্ষতির আশঙ্কা রয়েছে। কিছু কিছু ক্ষতি-লোকসান এমন হয় যা কারো একার পক্ষে পূরণ করা সম্ভব হয় না। বিমাচুক্তিতে এ ধরনের ক্ষতি যৌথভাবে পূরণের অঙ্গীকার থাকে। ইসলামি বিমা ঝুঁকি ও ক্ষতি মোকাবিলায় যৌথ অংশীদারিত্বের এ বিষয়টিকে অনিবার্য হয়ে থাকে ।
আরো ও সাজেশন:-
৪. পারস্পরিক আস্থা ও বিশ্বাস : ইসলামি বিমার অন্যতম প্রধান উপাদান হলো পারস্পরিক আস্থা ও বিশ্বাস। বিমা প্রতিষ্ঠান বিমাকারীদের ওপর, বিমাকারীগণ বিমা প্রতিষ্ঠানের ওপর এবং বিমাপ্রতিষ্ঠান ও বিমাকারী নিজেদের ওপর আস্থা রাখে বলেই বিমা সম্পন্ন করা সম্ভব হয়ে থাকে ।
৫. সকলের স্বার্থ সংরক্ষণ : ইসলামি বিমাভুক্ত ব্যক্তিদের মধ্যে কারো ক্ষতি লোকসান হলে সম্মিলিতভাবে যে ক্ষতিপূরণ করা হয় ঠিকই, কিন্তু কোনভাবেই তা কারো স্বার্থহানি করে না। ইসলামি বিমার মূল উপাদান হলো বিমাভুক্ত সকলের স্বার্থ সংরক্ষণ করা কারো স্বার্থহানি করে অন্যের উপকার করা ইসলামের নীতি নয়।
৬. আইনসম্মত প্রতিদান : প্রতিদান হলো কোনোকিছুর বিনিময়ে কিছু ত্যাগ করা। কেউ অন্য একজনের নিকট থেকে কিছু পেতে চাইলে তার জন্য তাকে কিছু দিতে হয়। এর কিছু দেয়াকেই প্রতিদান বলে। বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দেয়ার অঙ্গীকার করে আর বিমাগ্রহীতা প্রিমিয়াম প্রদান করে
৭. শর্তাবলির নির্দিষ্টতা : ইসলামি বিমাচুক্তির বিষয়বস্তু এবং শর্তাবলি সৃষ্ট ও নির্দিষ্ট হতে হবে। ক্ষতিপূরণ দেয়ার ক্ষেত্রে। প্রিমিয়ামের হার। পরিশোদের নিয়মপদ্ধতি, পলিসির মেয়াদ, সময়মতো পরিশোধ না করলে তার প্রতিবিধান প্রভৃতি বিষয় চুক্তিনামায় নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- লিভারেজ ইজারার সুবিধা ও অসুবিধা সমূহ লিখ
- লিভারেজ ইজারা বলতে কি বুঝ বিস্তারিত আলোচনা করো
- IAS 17 ও IFRS 16 পার্থক্য, IAS 17 vs IFRS 16 পার্থক্য, IAS 17 ও IFRS 16 মধ্যে পার্থক্য আলোচনা
- আইএফআরএস ১৬ ও আইএসি ১৭ পার্থক্য । আইএফআরএস ১৬ vs আইএসি ১৭ পার্থক্য
- আই এ এস (IAS) অনুযায়ী ইজারা গ্রহীতার হিসাববিজ্ঞানের নীতিসমূহ লেখ
- এসি কারেন্ট ও ডিসি কারেন্ট