বিষয়: ইসলামি ব্যাংকের বিনিয়োগ ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর, ইসলামি ব্যাংকের বিনিয়োগ বিশ্লেষণের পদক্ষেপসমূহ আলােচনা কর, বিনিয়োগ ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ ইসলামি ব্যাংকের, বিনিয়োগ বিশ্লেষণের পদক্ষেপসমূহ আলােচনা কর
ইসলামি ব্যাংকের বিনিয়োগ ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর, ইসলামি ব্যাংকের বিনিয়োগ বিশ্লেষণের পদক্ষেপসমূহ আলােচনা কর
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিনিয়ােগ হলাে পণ্য ও সেবার মাধ্যমে একটি অর্থনীতির মূলধন বৃদ্ধির প্রক্রিয়া যা পরবতী উৎপাদন কাজে ব্যবহৃত হয় অর্থাৎ উৎপাদনের জন্য মূলধনের পরিমাণ বৃদ্ধিই হচ্ছে অর্থনৈতিক বিনিয়ােগ, স্থাপনা, যন্ত্রপাতি ও কাঁচামাল আকারে নতুন উৎপাদনমুখী মূলধন গঠন হচ্ছে এক ধরনের বিনিয়ােগ। ইসলামি ব্যাংককে বিনিয়ােগ বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ আলােচ্য বিষয়।
ইসলামি ব্যাংকের বিনিয়ােগ বিশ্লেষণের পদক্ষেপ : ইসলামি ব্যাংক মুনাফা বৃদ্ধি, নিরাপত্তা, তারল্য সংরক্ষণ ও ঝুঁকির বহুধাকরণের উদ্দেশ্যে তার তহবিলের অংশবিশেষ বিনিয়ােগ করে থাকে। নিম্নে ইসলামি ব্যাংকের বিনিয়ােগ বিশ্লেষণের কতিপয় পদক্ষেপ আলােচনা করা হলাে
১. বিনিয়ােগযােগ্য তহবিল নির্ধারণ : ইসলামি ব্যাংকের বিনিয়ােগ সাধারণত স্বল্পমেয়াদি হয়। বিনিয়ােগ সিদ্ধান্ত গ্রহণের সময় ইসলামি ব্যাংককে প্রথমেই বিনিয়ােগযােগ্য বিলের পরিমাণ নির্ধারণ করতে হয়। এ নির্ধারিত তহবিল কোথায় কত সময়ের জন্য বিনিয়ােজিত হবে তাও নির্ধারণ করতে হবে। সুতরাং বিনিয়ােগযােগ্য তহবিল নির্ধারণ ইসলামি ব্যাংক বিনিয়ােগ বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
২. বাজারে প্রচলিত দলিলাদি সম্পর্কে তথ্যসহ : প্রচলিত দুলিলাদি সম্পর্ক তথ্যসংগ্রহ হলাে ইসলামি ব্যাংকের বিনিয়ােগ বিশ্লেষণের দ্বিতীয় পদক্ষেপ। বাজারে যেসব লগ্নিপত্র বিরাজমান সে সম্পর্কে তথ্যসংগ্রহ করতে হবে। বাজারে প্রচলিত দলিলাদি সম্পর্কে তথ্যসংগ্রহ খুবই একটি গুরুত্বপূর্ণ আলােচ্য বিষয়।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)] |
৩. তথ্য বিশ্লেষণ : ইসলামি ব্যাংকের বিনিয়ােগের ক্ষেত্রে তথ্য বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সাধারণত সংগৃহীত তথ্যাদির ভিত্তিতে বিভিন্ন বিল, বন্ড, সিকিউরিটিজ ইত্যাদির পৃথক পৃথক মূল্যায়ন করে এর ভিত্তিতে বিনিয়ােগ ক্ষেত্রে প্রস্তাবনা কি ধরনের হবে তার একটি তালিকা তৈরি করা হয়। তাই বলা যায়, বিনিয়ােগের ক্ষেত্রে তথ্য বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
৪. ইস্যুকারী প্রতিষ্ঠানের প্রকৃতি বিবেচনা : কোম্পানির শেয়ার ও ঋণপত্র ক্রয়ে প্রতিষ্ঠানের সুনাম, সামর্থ্য আর্থিক সচ্ছলতা বিগত সময়ের প্রদত্ত লভ্যাংশ ইত্যাদি বিষয়াদি বিবেচনা করা প্রয়ােজন। সরকারি বিল, বন্ড ইত্যাদিতে বিনিয়ােগে খুব একটা ঝুঁকি বিরাজ করে না।
৫, সিকিউরিটিজের প্রকৃতি বিবেচনা : কোনাে প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত বিল, বন্ড ইত্যাদির সুদের হার, মেয়াদ ও অন্যান্য শর্ত বিবেচনায় এনে তা ক্রয় ইসলামি ব্যাংকের জন্য সুবিধাজনক হবে কিনা তা বিবেচনা করতে হয়। সুতরাং বলা যায় যে বিনিয়ােগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আলােচ্য বিষয় হলাে সিকিউরিটিজ বিবেচনা করা। |
৬. আয় সম্ভাবনা বিবেচনা : মূল্য বৃদ্ধিজনিত মুনাফা হবার সম্ভাবনা ও সুদ বা লভ্যাংশ প্রাপ্তির সম্ভাবনা এবং বিনিয়ােগ থেকে মােট মুনাফার পরিমাণ বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে কিনা তা বিশেষভাবে বিবেচনা করতে হবে।
৭. ঝুঁকি বিবেচনা : শেয়ার ক্রয়ের সময় ব্যাংক স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রাথমিক শেয়ার ক্রয়ের চেষ্টা করে, ঋণ প্রদানের ক্ষেত্রে যে ঝুঁকি বিদ্যমান তা কমানাের উদ্দেশ্য নিয়েই ব্যাংক তার তহবিলের বিশেষ অংশ লাভজনক খাতে বিনিয়ােগ করে থাকে।
৮. অর্থ ফেরত প্রাপ্তির বিষয় বিবেচনা : প্রয়ােজনের তাগিদে ক্রয়কৃত বন্ড, সিকিউরিটিজ ইত্যাদি বিক্রয় করে তা কেন্দ্রীয় ব্যাংকে জমা রেখে অর্থ সংগ্রহ করা যাবে কিনা তা বিবেচনায় আনতে হবে। ব্যাংক তার বিনিয়ােগের যে পাের্টফোলিও তৈরি করে তাকে কোনাে বিনিয়োেগ থেকে কখন অর্থ ফেরত আসবে তা উল্লেখ করে।
অতএব আলােচনা পরিশেষে বলা যায় যে, ব্যাংক আয়ও বাড়াতে চায় আবার ঝুঁকির পরিমাণও কমিয়ে আনতে চায়। এসব বিপরীতমুখী কার্যক্রমের মধ্যে সমন্বয় ঘটাতে ইসলামি ব্যাংকের বিনিয়ােগ বিশ্লেষণ করতে হয়। অতএব ইসলামি ব্যাংক মুনাফা বৃদ্ধি; নিরাপত্তা, তারল্য সংরক্ষণও ঝুঁকির বহুধাকরণের উদ্দেশ্য তার তহবিলের অংশবিশেষ বিনিয়োেগ করে থাকে।
Paragraph & Composition/Application/Emali | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক |
আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক | প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক |
এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- Hon‘s 2nd: Business Communication & Report Writing
- Degree 3rd Year Exam Marketing 5th paper Suggestion