শ্রেণি: ১১শ/hsc/ উন্মুক্ত-2021 বিষয়: ইতিহাস প্রথম পত্র এসাইনমেন্টেরের উত্তর 2021 |
---|
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 03 বিষয় কোডঃ 1861 |
বিভাগ: মানবিক শাখা |
এসাইনমেন্ট শিরোনামঃ ইসলামী পরিবারের প্রয়োজনীয়তার কতিপয় দিক বিশদভাবে বর্ণনা করুন।
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
পরিরিবার মানব সমাজের প্রাথমিক ভিত্তি এবং মানব সভ্যতার সূচনাগার। পরিবার এর ধারণা দিতে গিয়ে সমাজবিজ্ঞানী ম্যাকাইবার বলেন- “স্বামী-স্ত্রীর মিলনের মাধ্যমে সন্তান উৎপাদন ও প্রতিপালনের অতি সংক্ষিপ্ত অথচ স্থায়ী প্রতিষ্ঠান হচ্ছে পরিবার”।
মনীষী অ্যারিস্টটলের মতে- “ পরিবার একটি অতি স্বাভাবিক মানবীয় সংস্থা। কেননা এর মূল নিহিত রয়েছে মানুষের নিত্যনৈমিত্তিক প্রয়োজনের গভীরে”।
ইসলামি পরিবারের পরিচয়
ইসলামি পরিবারের সংজ্ঞা হচ্ছে “যে পরিবার ইসলামি ভাবধারা, ইসলামি নীতিমালা ও ইসলামি বিধি-বিধানের ভিত্তিতে গড়ে উঠে এবং পরিচালিত হয় তাকে ইসলামি পরিবার বলে।” ইসলামি পরিবারের প্রত্যেক সদস্যকেই মুসলিম হতে হবে। অমুসলিম ব্যক্তি ইসলামি পরিবারের সদস্য হতে পারবে না। অর্থাৎ স্বামী-স্ত্রীর মধ্যে কেউ যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তা ইসলামি পরিবার হবে না। এমনিভাবে পরিবারের সন্তানাদি বা অন্য কেউ যদি ইসলাম গ্রহণ না করে বা ত্যাগ করে, তখন সে আর ইসলামি পরিবারের সদস্য থাকবে না।
প্রথম মানব ও নবী হযরত আদম (আ) এবং তাঁর স্ত্রী হযরত হাওয়া (আ) এর মাধ্যমে প্রথম পরিবার গঠিত হয়। পবিত্র یٰ ۤ ادَمُ اسْكُنْ أ َنتَ وَزَوْ جُكَ الْجَنَّةَ وَ كُلاَ مِنْھَا رَ غَدًا حَیْثُ شِئْتُمَاলনবে তা‘আলা আল্লাহ রকে লক্ষ কদ্বেয়্যসদস ররপেরিবা মথপ্র এ- অনুযায়ী বাণী নরকেুরআ “ হে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর এবং যেখান থেকে ইচ্ছে স্বচ্ছন্দেআহার কর।”(সূরা বাকারা ২:৩৫) এভাবেই গড়ে উঠেছিল মানব ইতিহাসের প্রথম ও আদি পরিবার। আর এ পরিবার থেকেই বিশ্বময় কালক্রমে ছড়িয়ে পড়েছে অগণিত মানব-মানবী।
মানব পরিবার গঠন সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়েছে- فَانكِحُوا مَاطَابَ لَكُم مِّنَ النِّسَا ٓ ءِ “বিবাহকরবে নারীদের মধ্যে যাকে তোমাদের ভাল লাগে,।” (সুরা নিসা ৪: ৩) রাসূলুল্লাহ (স.) বলেছেনঃ النِّ كَ احُ مِ ن سُ نَّ تِ يْ فَ مَ نْ لَ مْ یعمل بسنّ تِ ي فَ لَ یْ سَ مِ نِّ يْ “ বিবাহ হচ্ছে আমার সুন্নাত, যে আমার সুন্নাত মোতাবেক আমল করে না সে আমার উম্মত নয়।” ( মুসনাদে আহমদ) নর-নারীর মধ্যে বিবাহের মাধ্যমে পরিবার গঠন করা হয়। যা বিশ্বপ্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। বিশ্বপ্রকৃতির সবকিছুই আল্লাহ তা‘আলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ তা‘আলা বলেন
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
سُبْحٰ نَا ل َّذِي خَلَقَ الأْ َزْ وَ اجَ كُل َّھَا مِمَّا تُنب ِتُ الأْ َرْ ضُ وَ مِنْ أ َنف ُسِھِمْ وَ مِمَّا لاَ یَعْلَمُونَ “পবিত্র ও মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং তারা যাদেরকে জানে না তাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জোড়া জোড়া করে।” (সূরা ইয়াসিন ৩৬: ৩৬) ইসলামি পরিবারের বৈশিষ্ট্য
বিয়ে ও দাম্পত্য জীবন বিশ্ব প্রকৃতির এক স্বভাব সম্মত বিধান। এটা এক চিরন্তন ও শাশ্বত ব্যবস্থা যা কার্যকর রয়েছে বিশ্ব প্রকৃতির প্রতিটি জীব ও জড়বস্তুর মধ্যেও । আল্লাহ তা‘আলা বলেন- وَ مِن كُلِّ شَيْ ءٍخَلَقْنَازَوْ جَ یْنِ “প্রত্যেক বস্তু আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি”। (সূরা যারিয়াত৫১ :৪৯)
কুরআন ও সুন্নাহ ভিত্তিক
ইসলামি পরিবার কুরআন সুন্নাহর নীতির ভিত্তিতে তথা ইসলামি জীবন বিধান অনুসারে গড়া। আল্লাহর বিধানের আওতায়ই স্বামীস্ত্রী দাম্পত্য বন্ধনে আবদ্ধ হয় এবং সন্তান জন্মদান করে। আর এ বিধানের আলোকেই একে অন্যের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকে।
ইসলাম পারিবারিক জীবনে পুরুষকে পরিবারের কর্তা বা অভিভাবক নিযুক্ত করে তার উপর ভরণ-পোষণ, শান্তি শৃঙ্খলা রক্ষার দায়দায়িত্ব অর্পণ করেছে। আল্লাহ তা‘আলা বলেন- اَ لرِّ جَالُ قَوّٰ مُونَ عَلَى النِّسَا ٓ ءِ “পুরুষরা নারীর কর্তা।”(সূরা নিসা৪ :৩৪)
পারস্পরিক দায়িত্বসম্পন্ন মুসলিম পরিবারের প্রত্যেক সদস্যেরই যথারীতি দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পরিবার প্রধান ইসলামি ভাবধারায় পরিবার পরিচালনা করবে। মহানবী (স) বলেন-“ব্যক্তি তার পরিবারের প্রতি দায়িত্বশীল। সুতরাং সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে।” (মুসলিম)।
ভক্তি-সম্মান ও স্নেহ-মমতাসম্পন্ন মুসলিম পরিবার ছোট-বড় নির্বিশেষে সকল সদস্যের প্রতি দাবী করে শ্রেণিমত ভক্তি- সম্মান, শ্রদ্ধা আদর-স্নেহ এবং মমতামাখা আচরণ। বড়রা ছোটদের স্নেহের পরশ দিয়ে মানুষরূপে গড়ে তুলবে। আর ছোটরা বড়দের সাথে সম্মান দিয়ে তাদের মেনে চলবে।
আর্থ-সামাজিক নিরাপত্তাযুক্ত পরিবারবিহীন মহা শূন্যতা ও নিরাপত্তাহীনতা মানুষকে নোঙরবিহীন নৌকার মতো স্থিতিহীন করে দেয়। তাই ইসলামি পরিবারে প্রত্যেকে সামর্থ অনুযায়ী কাজ করে এবং একটি যৌথ তহবিল গঠন করে। ফলে, ইসলামি পরিবারে আর্থ-সামাজিক নিরাপত্তা বিদ্যমান থাকে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সুষ্ঠু,সুন্দর, সুখী ও সমৃদ্ধশালী আদর্শ জাতি ও সমাজ বিনির্মাণ ইসলামি পারিবারিক জীবনের অন্যতম উদ্দেশ্য। আদর্শ জাতি গঠনের জন্য আদর্শ পারিবারিক জীবন অপরিহার্য। প্রাথমিককালে মুসলিম জাতির যে অভ্যুদয় ঘটে তার মূলে ছিল পারিবারিক দৃঢ়ভিত্তি এবং পারিবারিক জীবনের সুস্থতা ও পবিত্রতা। সুতরাং পারিবারিক জীবনই হল ইসলামি সমাজের রক্ষাদুর্গ।
সমাজ জীবনের প্রাথমিক ইউনিট
বৃহত্তর সমাজজীবনের প্রাথমিক প্রতিষ্ঠান পরিবার। ব্যক্তি জীবনে যে সব সৎ গুণ অর্জন করা হয়, পারিবারিক জীবনেই তার পরিচর্যা হয়ে থাকে। ব্যক্তি জীবন ভালো না হলে যেমন ভালো পরিবার গঠিত হয় না,তেমনি ভালো পরিবার না হলে,আদর্শ ও সুন্দর সমাজ গঠিত হয় না। ইসলামি পরিবারে বল্গাহীনতা,দায়িত্বহীনতা এবং উচ্ছৃঙ্খলার কোন স্থান নেই। ধৈর্য,সহিষ্ণুতা,সমঝোতা, সহযোগিতা,স্নেহ-মমতা,প্রেম-প্রীতি,শ্রদ্ধা,ভালোবাসা ইত্যাদি গুণাবলি আদর্শ সমাজ গঠনের পূর্বশর্ত। আর এ সব গুণের অনুশীলন ও পরিচর্যা পরিবারেই হয়ে থাকে। সুতরাং ইসলামি সমাজ গঠনে ইসলামি পরিবারের গুরুত্ব অপরিসীম।
মানব জীবনের পরিপূর্ণতার জন্য
মানব জীবনকে পরিপূর্ণতা দান, মানব সৃষ্টির ধারা অব্যাহত রাখার জন্যে এবং তাদের ওপর খিলাফতের দায়িত্ব অর্পণের উদ্দেশ্যে আল্লাহ তা‘আলা আদম ও হাওয়া (আ)-কে সৃষ্টি করেছিলেন। আর তাদের মধ্যে এক মধুর বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। সৃষ্টির শুরু থেকেই নারী-পুরুষ একে অপরের পরিপূরক,একে অপরের ভূষণ। এ পবিত্র উদ্দেশ্যে মহান আল্লাহ আদম (আ)-এর দেহের অংশ থেকে হাওয়া (আ)-কে সৃষ্টি করেছেন। আল্লাহ তা’আলা বলেন- یٰ ۤ ا َ یُّھَا النَّاسُ اتَّق ُوْ ا رَبَّ كُمُ ال َّذِي خَلَقَكُمْ مِّ نْ نَّ فْسٍ وَّ احِدَةٍ وَّ خَلَقَ مِنْھَا زَوْ جَھَا وَ بَثَّ مِنْھُمَا رِجَالاً كَثِیرًا وَّ نِسَا ٓ ءً “হে মানবমণ্ডলী ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর যিনি তোমাদেরকে এক ব্যক্তিহতে সৃষ্টি করেছেন ও যিনি তার হতে তার স্ত্রী সৃষ্টি করেন, যিনি তাদের দুইজনহতে বহু নর-নারী ছড়িয় দেন।” (সূরা নিসা৪ : ১)
পূত-পবিত্র জীবন যাপনের জন্য
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ইসলামি পারিবারিক জীবন নারী-পুরুষকে কুপ্রবৃত্তি, অশ্লীলতা, ব্যভিচার, উচ্ছৃঙ্খলতা ইত্যাদি থেকে রক্ষা করে। মহান আল্লাহর বাণী- ھُنَّ لِبَاسٌ ل َّكُمْ وَ أ َنتُ مْ لِبَاسٌ ل َّھُنَّ “তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ।” (সূরা বাকারা ২ : ১৮৭)
সুশৃঙ্খল জীবনের জন্য
সমাজে সুখে শান্তিতে সুশৃঙ্খল জীবন যাপনের জন্য পরিবার এবং পারিবারিক বন্ধনের গুরুত্ব অপরিসীম। মুসলিম পরিবারের ভূমিকা আরও বেশি। পারিবারিক জীবন মানুষের কুপ্রবৃত্তি, পশুবৃত্তি,উচ্ছৃঙ্খলতা,সীমালংঘন,অধিকার হরণ, প্রভৃতি পশু-চরিত্র থেকে মুক্ত ও পবিত্র করে। মানুষকে সুনিয়ন্ত্রিত,সুশৃঙ্খল,কল্যাণকর ও পবিত্র গুণবৈশিষ্ট্যের অধিকারী করে।
ইসলামি পরিবারে সকল সদস্যদের নিরাপত্তা নিশ্চিৎ থাকে। খাওয়া-পরা, শিক্ষা-দীক্ষা, মান-সম¥ান, সাহায্য-সহানুভূতি ইত্যাদি দায়িত্ব পারিবারিকভাবে পালন করা হয়ে থাকে। একজন অক্ষম হলে অপরজন তা আন্তরিকভাবেই পালন করে থাকে।
জাতি গঠন ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য
ইসলামি পরিবারে সদস্যদের মধ্যে প্রেম-প্রীতি,স্নেহ-মমতা,সমঝোতা, সহানুভূতি,শ্রদ্ধা, ভালোবাসা,মান-মর্যাদা,আদবকায়দা,সাহায্য-সহযোগিতা এবং পারস্পরিক দায়িত্ব ও কর্তব্যবোধ সৃষ্টি হয়। যা বৃহত্তর সমাজ ও জাতি গঠনে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহ তা‘আলা বলেন- وَ مِنْ اٰ یٰ تِھ ◌ۤ أ َنْ خَلَقَ لَكُمْ مِّنْ أ َنْف ُسِكُمْ أ َزْ وَ اجًا ل ِّ تَسْكُنُواۤ إ ِلَیْھَا وَجَعَلَ بَیْنَكُمْ مَ وَ دَّةً وَّ رَحْمَةً “আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টিকরেছেন তোমাদের সংগিনীদেরকে যাতে তোমরা তাদের নিকট শান্তি পাও এবংতোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। (সূরা রূম ৩০ : ২১)
মানব সভ্যতার অস্তিত্বের জন্য
সভ্যতার অস্তিত্বের জন্য অপরিহার্য গুণাবলির বিকাশ ও লালন ক্ষেত্র হচ্ছে সুশৃঙ্খল,বৈধ ও সুনিয়ন্ত্রিত বৈবাহিক সূত্রে গাথা পূত-পবিত্র পরিবারিক জীবন। এ পবিত্র পরিবারিক জীবন মানব জীবনকে সুনিয়ন্ত্রিত, কল্যাণমুখী এবং পূত-পবিত্র করতে সহায়তা করে।
পশুত্ব ও মানবেতর জীবন থেকে পরিত্রাণের জন্য
বল্গাহীন,অবাধ,অনিয়ন্ত্রিত মেলামেশা মানুষকে পশুত্ব ও মানবেতর জীবনের অতল অন্ধকারের আবর্তে নিক্ষেপ করে। ইসলামি পরিবার প্রথা মানুষকে পশুত্ব ও মানবেতর জীবন থেকে পরিত্রাণ দেয় এবং সুখী-সুন্দর, পূত-পবিত্র জীবন যাপনের দিকে ধাবিত করে।
মানব শিশুর দৈহিক-মানসিক বিকাশ ও প্রশিক্ষণের জন্য
মানব শিশু অত্যন্ত দুর্বল ও অসহায় অবস্থায় জন্ম গ্রহণ করে। পরিবারের মায়া মমতা ও স্নেহ-যত্নে সে শারীরিক ও মানসিকভাবে বৃদ্ধি লাভ করে। পারিবারিক দৃঢ় বন্ধন ও লালন পালন ছাড়া তার দৈহিক ও মানসিক বৃদ্ধি ও উন্নতি সম্ভব নয়। মাতা-পিতা সন্তানদের শুধু লালন পালনই করে না, তাদের লেখা-পড়া,আদব-কায়দা, শিক্ষা-সংস্কৃতি ইত্যাদির ব্যবস্থা করে তাদের সুন্দর জীবন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন
এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-
- ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,
৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :
- মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
- degree 3rd year philosophy 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান
- degree 3rd year psychology 6th paper super suggestion, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০০% কমন মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন, ডিগ্রি ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র স্পেশাল সাজেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ৩য় বর্ষ মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র পরিক্ষার প্রশ্ন ও সমাধান
- ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট NU Degree 1st Year Result
- ডিগ্রী ২য় বর্ষের সাজেশন pdf
- Degree 2nd year suggestion
- Degree 2nd Year Math 4th paper Suggestion