প্রশ্ন সমাধান: ইসলামী ব্যাংকের বিনিয়োগের খাতসমূহ উল্লেখ কর, ইসলামি ব্যাংকের বিনিয়োগের খাত কী কী?,ইসলামিক বিনিয়োগ সেবা, বিনিয়োগের খাতসমূহ ইসলামি ব্যাংকের, ইসলামি ব্যাংকগুলো বিনিয়োগ খাতসমূহ উল্লেখ কর
ইসলামি ব্যাংক তহবিলের সঠিক ও লাভজনক বিনিয়োগের উপরই ব্যাংকের সফলতা নির্ভর করে। ব্যাংকের একদিকে যেমন প্রয়োজনাতিরিক্ত তারল্য নীতি ক্ষতিকর তেমনি লাভের আশায় অধিক বিনিয়োগ করাও ঝুঁকিপূর্ণ। ইসলামি ব্যাংকের যেমন বিভিন্ন বিনিয়োগ পদ্ধতি রয়েছে তেমনি এর বেশকিছু গুরুত্বপূর্ণ বিনিয়োগ খাতও রয়েছে। ইসলামি ব্যাংকের বিনিয়োগের খাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য খাতসমূহ নিম্নে আলোচনা করা হলো-
১. গৃহসামগ্রী বিনিয়োগ খাত : ইসলামি ব্যাংকের অতি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে গৃহসামগ্রী বিনিয়োগ খাত। বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের, বিশেষ সীমিত আয়ের চাকরিজীবীগণ অর্থনৈতিক টানাপোড়েনে সংসারের ব্যয় মিটাতেও হিমশিম খায়। এমতাবস্থায় তাদের জন্য প্রয়োজনীয় গৃহসামগ্রী যেমন— খাট, রেফ্রিজারেটর, আলমিরা, ওয়ারড্রোব, সোফাসেট, প্রেসার কুকার, সেলাই মেশিনসহ যাবতীয় আসবাবপত্র ক্রয় করা সম্ভব হয় না। অথচ এসব গৃহসামগ্রী আধুনিক জীবনযাত্রার মানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ইসলামি ব্যাংক সীমিত আয়ের চাকরিজীবীদের সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘গৃহসামগ্রী নিয়োগ প্রকল্প/পাত নামে একটি একজ চালু করেছে যা ইতোমধ্যে সর্বসাধারনের নিকট ব্যাপক সাড়া পেয়েছে। এ খাতে দুই বছরের জন্য বিনিয়োগ করা হয়।
২.চিকিৎসা খাত: মৌল মানবিক চাহিमর অন্যতম হচ্ছে চিকিৎসা। অথচ চিকিৎসার সুযোগ-সুবিধা অত্যন্ত সীমিত। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে পাস করা ডাক্তারদের আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে ইসলামি ব্যাংক অর্থ বিনিয়োগ করে থাকে। দেশের সর্বস্তরের জনগণের নিকট সূচিকিৎসা পৌঁছে দেওয়া এ খাতের মূল লক্ষ্য। এছাড়াও দেশের প্রবীণ বিশেষজ্ঞ ডাক্তারদের প্রয়োজনীয় আধুনিক ও উন্নতমানের চিকিৎসা সরঞ্জাম কিনে দেওয়ার ব্যবস্থা করে সেবার মান আরো বৃদ্ধি করা হয়। এ খাতে পাঁচ বছরের জন্য অর্থ বিনিয়োগ করা আগ্রহী ডাক্তারদের এবং ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারীদের ব্যাংকের নির্ধারিত ফরমে নিকটতম শাখার মাধ্যমে আবেদন করতে হয়। হয় ৷
৩. ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ খাত : দেশের এক বিপুল অংশ কর্মক্ষম যুব সমাজ। দারিদ্র্য, অর্থাভাব ও প্রয়োজনীয় সুযোগ- সুবিধার অভাবে তারা নিজেদের ভাগ্যোন্নয়ন করতে পারছে না। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী, পুঁজির অভাবে স্বাবলম্বী ও সচ্ছল করে তোলার উদ্দেশ্যে ক্ষুদ্র ব্যবসা বিনিয়োগ খাত/প্রকল্প নামে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। ক্ষুদ্র ব্যবসায়ী বিনিয়োগ খাতের মধ্যে গবাদিপশু, পাখি, মৎস্যচাষ, কৃষি প্রক্রিয়াকরণ, শিল্প ও বিবিধ উৎপাদন, ব্যবসা, দোকান, সেবা প্রভৃতি উল্লেখযোগ্য ।
আরো ও সাজেশন:-
৪. গৃহায়ন বিনিয়োগ খাত : ইসলামি ব্যাংকের বিনিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে গৃহায়ন বা আবাসন । গৃহায়ন মানুষের অন্যতম মৌলিক চাহিদা। গৃহ সুখের নীড়, সুখময় গৃহায়নের সুব্যবস্থা করতে ইসলামি ব্যাংক এ খাতে বিনিয়োগ করে থাকে। আধুনিক বিশ্বে শহরাঞ্চলে গৃহ সংকট প্রকট আকার ধারণ করছে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং কখনো উচ্চ মধ্যবিত্তদের পক্ষেও সীমিতা আয়ের মধ্যে এ সমস্যার সমাধান সম্ভব হয় না। দেশের আবাসন/গৃহায়ন সমস্যা লাঘবে সীমিত আয়ের চাকরিজীবী ও পেশাজীবীদের গৃহায়নে সহায়তা দানের লক্ষ্যে ইসলামি ব্যাংক এ প্রকল্প চালু করেছে। এ খাতের সুযোগ লাভের জন্য গ্রাহককে বিশেষ যোগ্যতার অধিকারী হতে হয়। এ খাতে ১৫ বছরের জন্য বিনিয়োগ করা হয় ।
৫. পরিবহণ খাত : ইসলামি ব্যাংকের বিনিয়োগের আরেকটি খাত পরিবহণ। সড়ক ও নৌ পরিবহণ ব্যবস্থায় নিয়োজিত অভিজ্ঞ সফল ব্যবসায়ী ও যোগ্য নতুন উদ্যোক্তাদের পরিবহণ বিনিয়োগ খাত এর আওতায় বিভিন্ন প্রকার যানবাহন ক্রয়ে সহজশর্তে বিনিয়োগ সুবিধা প্রদান করা হয়। এছাড়াও এ খাতে রয়েছে বহুজাতিক ব্যবসায়িক সংস্থা, সচ্ছল চাকরিজীবী ও পেশাজীবীদেরকে যানবাহনের মালিকানা লাভের সুবিধাসহ ভাড়া প্রদানের সুব্যবস্থা। পরিবহণ হস্তান্তরের পর থেকে সর্বোচ্চ তিন বছরের জন্য এ খাতে বিনিয়োগ করা হয়।
৬. রিয়েল এস্টেট: রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ইসলামি ব্যাংকের এক বিশেষ বিনিয়োগ খাত। এ কর্মসূচির আওতায় গৃহায়ন বিনিয়োগ খাতের বাইরে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী ও ব্যবসায়ীদের বাড়ি নির্মাণ, নির্মিত বাড়ি মেরামত ও বর্ধিতকরণ, ব্যবসাকেন্দ্র, বিপণি বিতান নির্মাণ, এপার্টমেন্ট ফ্ল্যাট নির্মাণে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে বাণিজ্যিক ভিত্তিতে দেশের সকল পৌর এলাকায় অবস্থিত শাখার কমান্ড এরিয়ার মধ্যে বিনিয়োগ করা হয়।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৭. কার বিনিয়োগ : ইসলামি ব্যাংকের বিনিয়োগের এক বিশেষ খাত কার বিনিয়োগ। আধুনিক যুগে কার/গাড়ি ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী ও পেশাজীবীদের জন্য অত্যন্ত জরুরি। এ শ্রেণির মানুষ নিজস্ব অর্থ দ্বারা এককালীন সম্পূর্ণ মূল্যের বিনিময়ে গাড়ি ক্রয় করতে পারেন না। সরকারি, আধা সরকারি সংস্থা ও কর্পোরেশনের কর্মকর্তা, কোনো বড় কোম্পানি কিংবা ব্যবসা-প্রতিষ্ঠানের পরিচালক এবং পেশাজীবীদের সহজ শর্তে পরিবহণ চাহিদা মিটানোর জন্য ইসলামি ব্যাংক এ খাতে বিনিয়োগ করে।
৮. পল্লি উন্নয়ন খাত : ইসলামি ব্যাংকের আরেকটি বিনিয়োগ খাত পল্লি উন্নয়ন। পল্লি জনগোষ্ঠীর এক বিরাট অংশ দারিদ্র্য সীমার নিচে বাস করে। প্রয়োজনীয় কর্মসংস্থানের অপ্রতুলতা এবং জীবনযাপনের ন্যূনতম চাহিদা মেটানোর জন্য সম্পদের অভাবে গ্রামের কর্মক্ষম জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়ে। পল্লি জনগোষ্ঠীর দারিদ্র্য মোচন, কর্মসংস্থান, গরিব কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন ও আদর্শ গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামি ব্যাংক ‘পল্লি উন্নয়ন’ খাতে বিনিয়োগ করে।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
৯. কৃষি সরঞ্জাম : ‘কৃষি পণ্য সরঞ্জাম’ ইসলামি ব্যাংকের বিনিয়োগের বিশেষ খাত। সনাতনী চাষ পদ্ধতির পরিবর্তে আধুনিক যন্ত্রপাতি ও সার প্রয়োগ করে এক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সম্ভব। ইসলামি ব্যাংক এ লক্ষ্য পূরণে কৃষি সরঞ্জাম খাতে অর্থ বিনিয়োগ করে থাকে। এ প্রকল্পের আওতায় কৃষিপণ্য উৎপাদন ও বৃদ্ধির উদ্দেশ্যে কৃষকদের কৃষি সরঞ্জাম সরবরাহ ও বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে পাওয়ার টিলার ও পাওয়ার পাম্প সরবরাহ করে থাকে। এ খাতে বিনিয়োগের মেয়াদ দুই বছর ।
১০. ক্ষুদ্রশিল্প-বিনিয়োগ : ইসলামি ব্যাংকের অপর এক গুরুত্বপূর্ণ খাত ক্ষুদ্রশিল্প। ক্ষুদ্রশিল্প প্রতিষ্ঠা ও সম্প্রসারণ দেশে অধিক বিনিয়োগ সৃষ্টি ও আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্পখাত সম্প্রসারণের লক্ষ্যে ইসলামি ব্যাংক বিভিন্ন মাকার মাধ্যমে ক্ষুদ্রশিল্প বিনিয়োগ প্রকল্প চালু করেছে। যেসব উদ্যোক্তা নতুন শিল্প প্রতিষ্ঠা ও পুরাতন শিল্প পুনরায় চালু করতে আগ্রহী তারা ব্যাংকের এ খাত থেকে বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে পারেন। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ইসলামি ব্যাংকের আমানত সংগ্রহ ও বিনিয়োগ খাত সুদমুক্তখাত হিসেবে বিবেচিত। শোষণের হাতিয়ার সুদি ব্যাংক ব্যবস্থার যাঁতাকলে পিষ্ট মুসলিম উম্মাহর জন্য ইসলামি ব্যাংকিং ব্যবস্থা আজ আশার আলো,
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- কিং কোড কি?
- উত্তম কর্পোরেট গভর্নেন্স চর্চার উদ্দেশ্যমূলক কোড সমূহ আলোচনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডারদের অসুবিধা সমূহ বর্ণনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডার টি সুবিধা সমূহ বর্ণনা কর
- OECD নীতি শেয়ার হোল্ডারদের অধিকারের তালিকা সমূহ লিখ
- ইজারার দাতার বইতে ইজারা হিসাব সমূহ কেমন ধরনের হয়ে থাকে