প্রশ্ন সমাধান: উন্নত ও উন্নয়নশীল পার্থক্য, উন্নত vs উন্নয়নশীল পার্থক্য, উন্নত ও উন্নয়নশীল তুলনামূলক আলোচনা, উন্নয়নশীল ও উন্নত মধ্যে পার্থক্য, উন্নত ও উন্নয়নশীল কাকে বলে,তুলনা উন্নত: উন্নত ও উন্নয়নশীল আলোচনা
বর্তমান পৃথিবীতে মোট 31টি দেশ ‘উন্নত দেশ’এর কাতারে পড়ে।বাদবাকি অধিকাংশ দেশই উন্নয়নশীল দেশ হিসাবে পরিচিত।কিছু অতিপরিচিত উন্নত দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান,ব্রিটেন,ফ্রান্স,অস্ট্রেলিয়া ইত্যাদি।ভারত,বাংলাদেশ,পাকিস্তান হলো উন্নয়নশীল দেশে । তাই বলা যায় উন্নত ও উন্নয়নশীল দেশ গুলোর মধ্যে পার্থক্য বিদ্যমান রয়েছে ।
উন্নত এবং উন্নয়নশীল দেশের মধ্যে পার্থক্যঃ
১। উন্নত দেশের পরিকাঠামো(যেমন রাস্তাঘাট,ব্রিজ,জল সরবরাহের ব্যাবস্থা,টেলিকমিউনিকেশন, বিদ্যুৎ সরবরাহ,নিকাশি ব্যাবস্থা ইত্যাদি) উন্নয়নশীল দেশের তুলনায় অনেক বেশি উন্নত এবং বিস্তৃত হয়।
২। উন্নত দেশের মাথাপিছু জিডিপি এবং মাথাপিছু আয় উন্নয়নশীল দেশের তুলনায় অবাক বেশি হয়ে থাকে।যেমন উন্নত দেশ লুক্সেমবার্গ এর মাথাপিছু জিডিপি $125,364 হলেও উন্নয়নশীল দেশ ভারতের মাথাপিছু জিডিপি মাত্র $2,036 ।
৩। উন্নত দেশের সাক্ষরতার হার উচ্চ(100%) হলেও উন্নয়নশীল দেশের সাক্ষরতার হার কম হয়।উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার মান অনেক ভালো হয়।
৪। উন্নত দেশে জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা অনেক বেশি হয়, সরকারি পরিষেবা ভালো হয়।এক্ষেত্রে উন্নয়নশীল দেশের অবস্থান উল্টোটা।
৫। উন্নত দেশগুলিতে শিশুমৃত্যুর হার,জন্মহার কম হয় এবং মানুষের গড় আয়ু অনেক বেশি হয়।উন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রে বিষয়গুলি উল্টো।
৬। উন্নত দেশে অধিকাংশ রাজস্ব আসে সাধারণত ইনডিস্ট্রিয়াল সেক্টর থেকে আসলেও উন্নয়নশীল দেশে সার্ভিস সেক্টর থেকে আসে।
৭। উন্নত দেশগুলির জীবনযাত্রার মান এবং মানব উন্নয়ন সূচকে অবস্থান উন্নয়নশীল দেশের থেকে অনেক উচ্চ হয়।
উন্নয়নশীল দেশ
উন্নয়নশীল দেশ বলতে সাধারণতঃ সেই সকল স্বল্পোন্নত দেশ অথবা এলডিসি হিসেবে আখ্যায়িত প্রধানত নিম্নআয়ের দেশ বোঝায়। যে সকল দেশের জীবনযাত্রার মান কম, অণুন্নত শিল্পাঞ্চলভিত্তিক এবং মানব উন্নয়ন সূচক অপরাপর দেশের তুলনায় নিম্নমূখী সেগুলো উন্নয়নশীল দেশরূপে চিহ্নিত করা হয়। আবার, যে সকল দেশের অর্থনীতি অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় অধিকতর অগ্রগামী কিন্তু উন্নত দেশের সমপর্যায়ের নয়, তারা নব শিল্পাঞ্চলভিত্তিক দেশ বা উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে পরিচিত।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
উন্নত দেশ
উন্নত দেশ বলতে সেই সকল সার্বভৌম দেশকে বুঝায় যারা অর্থনৈতিক উন্নয়ন এবং উচ্চতর প্রযুক্তিগত অবকাঠামোর সর্বোচ্চ স্তর বা নির্দিষ্ট সীমারেখায় অবস্থানসহ স্বল্পোন্নত দেশসমূহ থেকে অনেকাংশেই এগিয়ে রয়েছে। উন্নত দেশকে অনেকে অধিক উন্নত দেশ নামে আখ্যায়িত করে থাকেন। অনেক উপায়ে উন্নত দেশের সংজ্ঞা নিরূপিত করা হয়। অর্থনৈতিক উন্নয়ন হিসেবে জনগণের মাথাপিছু আয়, মোট দেশজ উৎপাদন, শিল্পায়নের স্তর, বিস্তৃত অবকাঠামোর বিন্যাস এবং সাধারণ জীবনযাত্রার মান এর প্রধান মাপকাঠি। এছাড়াও, মানব উন্নয়ন সূচকের মাধ্যমে উন্নত দেশকে নির্ধারিত করা হয়। তবে, কোন দেশটি কি মানদণ্ডে, কোন শ্রেণীবিন্যাসের মাধ্যমে উন্নত দেশের মর্যাদা পাবে এটি প্রকৃতই বিতর্কিত বিষয়। সাধারণতঃ উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতের উৎপাদন ও এর মাথাপিছু ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন ও আধুনিক হাসপাতাল, সুন্দর ব্যবস্থাসম্পন্ন চমৎকার গণশৌচাগার উন্নত দেশসমূহে বিদ্যমান থাকে। সেই দেশগুলোকে উন্নত দেশ বলে ।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization