প্রশ্ন সমাধান: উৎপাদন কাকে বলে?, মোট উৎপাদন কাকে বলে?, প্রান্তিক উৎপাদন কাকে বলে?, সেবাগত উৎপাদন কাকে বলে?, স্থানগত উৎপাদন কাকে বলে?, রূপগত উৎপাদন কাকে বলে?, সময়গত উৎপাদন কাকে বলে?, মালিকানাগত উৎপাদন কাকে বলে?, উৎপাদন ব্যয় কাকে বলে?
উৎপাদন কাকে বলে?
উৎপাদন বলতে মূলত উপযোগ সৃষ্টি করাকে বোঝায়।
বিভিন্ন উৎপাদনের সংজ্ঞা :
মোট উৎপাদন কাকে বলে?
বিভিন্ন উপকরণ নিয়োগের দ্বারা যে উৎপাদন পাওয়া যায়, তাকে মোট উৎপাদন বলে।
গড় উৎপাদন কাকে বলে?
মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ দ্বারা ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যায়।
আরো ও সাজেশন:-
প্রান্তিক উৎপাদন কাকে বলে?
এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের (অর্থাৎ শ্রম বা মূলধন) ফলে উৎপাদনের যে পরিবর্তন হয়, তাকে প্রান্তিক উৎপাদন বলে।
সেবাগত উৎপাদন কাকে বলে?
মানুষ তার সেবা দ্বারা যে উৎপাদন সৃষ্টি করে, তাকে সেবাগত উৎপাদন বলে।
স্থানগত উৎপাদন কাকে বলে?
যে দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করলে উপযোগ বৃদ্ধি পায়, তাকে স্থানগত উৎপাদন বলে।
রূপগত উৎপাদন কাকে বলে?
দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাকে রূপগত উৎপাদন বলে।
সময়গত উৎপাদন কাকে বলে?
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সময়ের ব্যবধানে যেসব জিনিসের উৎপাদন ও উপযোগ বাড়ে, তাকে সময়গত উৎপাদন বলে।
মালিকানাগত উৎপাদন কাকে বলে?
অর্থনৈতিক দ্রব্য ও সেবার মালিকানা পরিবর্তন করে অতিরিক্ত উৎপাদন সৃষ্টি করাকে মালিকানাগত উৎপাদন বলে।
উৎপাদন ব্যয় কাকে বলে?
কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য বিভিন্ন উপাদান সংগ্রহ করে উৎপাদন কাজ পরিচালনার জন্য যে খরচ হয় তাকে ‘উৎপাদন ব্যয়’ (Cost of Production) বলে। উৎপাদন কাজ পরিচালনার জন্য উদ্যোক্তাকে বিভিন্ন উপকরণ নিয়োগ করতে হয়। উৎপাদন প্রক্রিয়ায় নিয়োজিত বিভিন্ন উপকরণের মূল্য বাবদ অর্থ ব্যয় করতে হয়। যেমন- ভূমির জন্য খাজনা, শ্রমিকের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ, সংগঠকের জন্য মুনাফা, কাঁচামাল ক্রয়, পরিবহন খরচ, বিজ্ঞাপন খরচ ইত্যাদি বাবদ অর্থ ব্যয় করতে হয়। এ সকল ব্যয়ের সমষ্টিই হচ্ছে ‘উৎপাদন ব্যয়’।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- উত্তম কর্পোরেট গভর্নেন্স চর্চার উদ্দেশ্যমূলক কোড সমূহ আলোচনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডারদের অসুবিধা সমূহ বর্ণনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডার টি সুবিধা সমূহ বর্ণনা কর
- OECD নীতি শেয়ার হোল্ডারদের অধিকারের তালিকা সমূহ লিখ
- ইজারার দাতার বইতে ইজারা হিসাব সমূহ কেমন ধরনের হয়ে থাকে
- স্বল্প বিক্রয়ের সুবিধা লিখ, স্বল্প বিক্রয়ের সুবিধা আলোচনা করো