প্রশ্ন সমাধান: উৎপাদন প্রক্রিয়ার ধারণা দাও, উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা কর, উৎপাদন নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ আলোচনা কর, উৎপাদন নিয়ন্ত্রণের প্রক্রিয়াসমূহ উল্লেখ কর
উৎপাদন প্রক্রিয়ার ধারণা দাও, উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা কর
উৎপাদন প্রক্রিয়া আলোচনার পূর্বে উৎপাদন কি সে বিষয়টি জানা প্রয়োজন। উৎপাদন হচ্ছে কাঁচামাল বা উপকরণকে পণ্য বা সেবায় পরিণত করার একটি প্রক্রিয়া। উৎপাদন করতে হলে সে উপকরণসমূহ প্ৰয়োজন যাকে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে মানুষের ব্যবহারের উপযুক্ত পণ্য বা সেৱায় রূপান্তর করা যায় ৷
উৎপাদন প্রক্রিয়ার সংজ্ঞা : উৎপাদন কার্যক্রম যে বিশেষ প্রক্রিয়ায় সম্পন্ন করা হয় তাকে উৎপাদন প্রক্রিয়া বলে। নিম্নে উৎপাদন প্রক্রিয়া কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো :
Ahuja বলেন, “উৎপাদনের উপকরণসমূহ সমন্বিতভাবে ব্যবহারের মাধ্যমে দ্রব্য ও সেবা উৎপাদনের প্রক্রিয়াকে উৎপাদন প্রক্রিয়া বলে ।”
E. S. Buffa-এর মতে, “আমরা উৎপাদন প্রক্রিয়াকে এরূপ উপায়ে সংজ্ঞায়িত করতে পারি যা দ্বারা আমরা সম্পদ ও ইনপুটগুলোকে রূপান্তর করে প্রয়োজনীয় দ্রব্য ও সেবা সৃষ্টি করতে পারি ।”
S. S. Khanka বলেন, “উদ্দেশ্য অর্জনের জন্য পদ্ধতিগতভাবে কার্যসম্পাদনের উপায়ই হচ্ছে প্রক্রিয়া।”
উপসংহার : পরিশেষে বলা যায় যে প্রক্রিয়ায় কাঁচামাল বা উপকরণসমূহকে পণ্য বা সেবায় রূপান্তর ঘটানো হয় তাকে উৎপাদন প্রক্রিয়া বলা হয় ।
আরো ও সাজেশন:-
উৎপাদন নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ আলোচনা কর, উৎপাদন নিয়ন্ত্রণের প্রক্রিয়াসমূহ উল্লেখ কর
দ্রব্যের প্রকৃতি, উৎপাদন পদ্ধতির বিভিন্নতা অনুযায়ী উৎপাদন নিয়ন্ত্রণ ব্যবস্থায় কিছুটা তারতম্য দেখা যায়। এ সকল তারতম্য অনুযায়ী উৎপাদন নিয়ন্ত্রণ পদ্ধতিকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে।
১. ফরমায়েশ নিয়ন্ত্রণ পদ্ধতি : সবিরাম উৎপাদন প্রক্রিয়া যে কারখানায় চালু আছে সেখানে ফরমায়েশ নিয়ন্ত্রণ পদ্ধতি বেশি কার্যকর। ক্রেতার ফরমায়েশের উপর ভিত্তি করে নির্দিষ্ট মানের পণ্য নির্ধারিত সময়ে উৎপাদন ও সরবরাহের লক্ষ্যে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর তাকে ফরমায়েশ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে ৷
২. প্রবাহ নিয়ন্ত্রণ পদ্ধতি : যে সকল প্রতিষ্ঠানে অবিরাম পদ্ধতিতে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় সে সকল ক্ষেত্রে প্রবাহ নিয়ন্ত্রণ পদ্ধতিতে উৎপাদন নিয়ন্ত্রণ কার্য চালান হয় ।
৩. বোঝা নিয়ন্ত্রণ পদ্ধতি : সাধারণত মিশ্র উৎপাদন ব্যবস্থায় বোঝা বা লোড নিয়ন্ত্রণ পদ্ধতি কার্যকর। মিশ্র পদ্ধতিতে মেশিনের ক্ষমতা অনুযায়ী কার্যভার বণ্টন করা হয়। লোড নিয়ন্ত্রণ ব্যবস্থায় উৎপাদনে নিয়োজিত সকল মেশিনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৪. পিন্ড নিয়ন্ত্রণ পদ্ধতি : ব্লক বা পিন্ড নিয়ন্ত্রণ পদ্ধতি প্রবাহ নিয়ন্ত্রণ পদ্ধতির মতো। প্রবাহ নিয়ন্ত্রণ পদ্ধতিতে যেমন একই রকেমের পণ্য উৎপাদন করা হয়, পিণ্ড পদ্ধতিতেও একই রকমের পণ্যই উৎপাদন করা হয়। তবে পণ্যের আকার ও স্টাইলের মধ্যে পার্থক্য দেখা যায় ।
“
৫. প্রকল্প নিয়ন্ত্রণ পদ্ধতি : কর্মসূচির পৃথক পৃথক ক্ষুদ্ৰ কার্যাংশকে প্রকল্প বলে। যে প্রক্রিয়ায় একটি বৃহৎ প্রকল্পের কাজ নিয়ন্ত্রণ করা হয় তাকে প্রকল্প নিয়ন্ত্রণ পদ্ধতি বলে ৷
উপসংহার : পরিশেষে বলা যায় যে, উৎপাদন নিয়ন্ত্রণের উপরিউক্ত পদ্ধতিগুলো সকল প্রতিষ্ঠান একত্রে ব্যবহার করে না। এটা নির্ভর করেপ্রতিষ্ঠানের উৎপাদনের প্রকৃতি, কাঁচামাল, ক্রেতার চাহিদা ইত্যাদির উপর। এগুলো ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান তাদের উৎপাদন কার্যক্রমকে নিয়ন্ত্রণ করতে পারে ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization