উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য আলোচনা কর, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্যসমূহ বর্ণনা করুন, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য
উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য আলোচনা কর, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্যসমূহ বর্ণনা করুন, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য কী?, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা লিখো, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য আলোচনা করুন,
উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য :-
শিল্প-কারখানার উৎপাদিত পণ্যের এককপ্রতি উৎপাদন ব্যয় নির্ণয় করার লক্ষ্যে উৎপাদন ব্যয় হিসাবের উন্মেষ ঘটেছিল। আধুনিককালে উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান শুধু উৎপাদন ব্যয় নির্ণয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিশ্বায়নের যুগে নিজ দেশের এক প্রতিষ্ঠানের সাথে অন্য প্রতিষ্ঠানের প্রতিযোগিতাই শুধু নয়, এখন এক দেশের সাথে অন্য দেশের প্রতিযোগিতাও বিবেচনায় আনতে হচ্ছে। এজন্য ব্যয় কমা, ব্যয় নিয়ন্ত্রণ, মুনাফা বৃদ্ধি ইত্যাদিও উৎপাদন হিসাবের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে।
সার্বিক দিক বিবেচনা করে উৎপাদন হিসাবের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। সার্বিক দিক বিবেচনা করে উৎপাদন বায় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য নিম্নে বর্ণনা করা হলোঃ
১. উৎপাদন ব্যয় নির্ণয় ( Ascertaining Cost) :
পণ্য ও সেবার একক প্রতি উৎপাদন ব্যায় নির্ণয় করা উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। এক্ষেত্রে কাঁচামাল, শ্রম এবং উপরিবারের প্রত্যক্ষ ও পরোক্ষ খরচ নির্ণয় এবং চলতি কার্যের মূল্য নির্ণয় করা হয়।
২. ব্যয় নিয়ন্ত্রণ (Controlling Cost) :
আদর্শ মানের সাথে তুলনা করে বিচ্যুতি বা কম-বেশী ব্যয় নির্ণয় করে। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে নিয়ন্ত্রণ বলে। আদর্শমানের সাথে প্রকৃত ব্যয়ের তুলনা করে উৎপাদন ব্যয়, প্রশাসনিক ব্যয় এবং বিপণন ব্যয়কে নিয়ন্ত্রিত সীমার মধ্যে রাখা ব্যয় হিসাববিজ্ঞানের অন্যতম মূল উদ্দেশ্য। সমজাতীয় শিল্প-কারখানার ব্যয়ের সাথে তুলনা করেও বায় নিয়ন্ত্রণ করা যায়। ফলে বেহুদা খরচ নিয়ন্ত্রিত হয় এবং উৎপাদন খাতে মিতব্যয়িতা অর্জন সম্ভব হয়।
৩. দ্রব্যমূল্য নির্ধারণ ( Pricing of Product) :
উৎপাদন খরচের সাথে প্রশাসনিক ও বিপণন ব্যয় যোগ করে প্রত্যাশিত মুনাফা যোগ করে দ্রব্যমূল্য নির্ণয় করতে হয়। এক্ষেত্রে চাহিদা এবং সরকারী বিধিনিষেধ বিবেচনায় আনতে হয়। প্রতিযোগিতায় টিকে থাকার বিষয় বিবেচনায় এনে মূলতঃ দ্রব্যমূল্য নির্ধারণ করতে হয়। সুতরাং পণ্য ও সেবার যথার্থ প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করা উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য।
৪. মুনাফা নির্ধারণ (Ascertaining Profit) :
উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান বিভাগভিত্তিক বা দ্রব্যভিত্তিক মোট ব্যয়, বিক্রয়, চলতি কার্য, সমাপনী মজুত প্রভৃতি নির্ণয় করে প্রত্যেক বিভাগ বা প্রতিটি দ্রব্যভিত্তিক লাভ-লোকসান নির্ণয় করতে পারে। সুতরাং একক বিভাগ বা প্রতিটি দ্রব্যভিত্তিক লাভ-লোকসান নির্ণয় করা উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য। এর মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ সহজতর হয়।
৫. দরপত্র মূল্য নির্ধারণ (Fixing Tender Price) :
অনেক সময় প্রতিষ্ঠানের পণ্য বা সেবা সরবরাহ করার জন্য সরকার বা অন্য কোন বৃহৎ কোম্পানীর নিকট দরপত্র প্রেরণ করতে হয়। এ জন্য পণ্য তৈরী করার পূর্বেই অতীত ব্যয় বিশ্লেষণ করে মোট ব্যয় ও দরপত্র মূল্য নির্ণয় করতে হয়। উৎপাদন ব্যয় হিসাবের এ দরপত্র মূল্য নির্ধারণ করাও একটি উদ্দেশ্য।
৬. পরিকল্পনা প্রণয়ন (Planning) :
উৎপাদন সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনার জন্য উৎপাদন প্রতিষ্ঠানকে চলতি উৎপাদন, বিক্রয় এবং এর সাথে জড়িত বিভিন্ন ব্যয় ও ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে ভবিষ্যৎ উৎপাদনের পূর্বাভাস ও সম্ভাবনা বিবেচনা করে পরবর্তী সময়ে পরিকল্পনা তৈরী করতে হয়। এ পরিকল্পনা প্রণয়নও উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য।
৭. প্রতিযোগিতা মোকাবেলা করা (Meeting Competition) :
অন্যান্য প্রতিযোগী যারা কম দামে পণ্য বাজারে ছাড়ে বা ছাড়তে পারে তাদের মোকাবেলায় টিকে থাকতে প্রতিষ্ঠানকে নিজস্ব পণ্যের দাম হ্রাস, ব্যয় নিয়ন্ত্রণ বা প্রয়োজনে অলাভজনক পণ্য বন্ধ করতে হয়। এ সব ব্যাপারে সিদ্ধান্তের জন্য তথ্য সরবরাহ করে উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান। এভাবে প্রতিযোগিতা মোকাবেলা করাও উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের একটি উদ্দেশ্য।
উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য আলোচনা কর, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্যসমূহ বর্ণনা করুন, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য কী?, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা লিখো, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য আলোচনা করুন,