এইচএসসি কৃষিশিক্ষা ২য় পত্র সাজেশন ২০২৪
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সুপার সাজেশন ২০২৪ বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি [ ২০২৪ এর সিলেবাস অনুযায়ী] কৃষিশিক্ষা ২য় পত্র (Agricultural 2nd paper) সুপার সাজেশন ২০২৪ subject code: 240 |
২০২৪ এর এইচএসসি ১০০% কমন সাজেশন |
এইচএসসি কৃষিশিক্ষা ২য় পত্র সাজেশন,কৃষিশিক্ষা ২য় পত্র এইচএসসি সাজেশন, চূড়ান্ত সাজেশন এইচএসসি কৃষিশিক্ষা ২য় পত্র, hsc কৃষিশিক্ষা ২য় পত্র সাজেশন pdf, এইচএসসি ১০০% কমন কৃষিশিক্ষা ২য় পত্র সাজেশন
এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
কৃষিশিক্ষা ২য় পত্র এইচএসসি সাজেশন ২০২৪
প্রথম অধ্যায়: মাৎস্য চাষ
জ্ঞানমূলক প্রশ্ন:
১. মাৎস্য চাষের ইংরেজি প্রতিশব্দ- Aquaculture.
২. পৃথিবীতে বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে স্বাদু পানির আছে- ৪০ ভাগ।
৩. অভ্যন্তরীণ জলাশয়ের মধ্যে মুক্ত জলাশয়ের আওতাভুক্ত এলাকা- ৮৩%।
৪. বাংলাদেশের মুক্ত জলাশয়ের আয়তন প্রায় ৪০ লক্ষ হেক্টর।
৫. বদ্ধ জলাশয়ের মধ্যে চিংড়ির খামারের আয়তন– ৩৪%।
৬. সমুদ্রে বাংলাদেশের একান্ত অর্থনৈতিক এলাকা- ৪০০ নটিক্যাল মাইল।
৭. বাংলাদেশে বাঁওড়ের সংখ্যা- ৮০ টি।
৮. বোয়াল, চিতল, শোল, টাকি ইত্যাদি হলো- রাক্ষুসে মাছ।
৯. আদর্শ পুকুরের পানির গভীরতা- ১.৫ মিটার।
১০. বাংলাদেশে মাছের কৃত্রিম প্রজননের কাজ প্রথম শুরু করেন ড . ইউসুফ আলী— ১৯৬৬ সালে।
১১. রুই, কাতলা, মৃগেল হলো- দেশি প্রজাতির মাছ।
১২. রাজপুটি, তেলাপিয়া, মাগুর হলো -বিদেশি প্রজাতির মাছ।
১৩. অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান -চতুর্থ।
১৪. থাই সরপুঁটি বলা হয়— রাজপুঁটি মাছকে।
১৫. জলাশয়ের উপরের স্তরে বসবাসকারী মাছ— রাজপুঁটি।
১৬. রাজপুঁটি চাষের জন্য পুকুরের মাটির উত্তম pH হলো- ৬ থেকে ৮।
১৭. পুকুরে মাটি ও পানির অম্লত্ব দূর করতে ব্যবহার করা হয়- চুন।
১৮. মাছের পোনাকে ২-৩ % লবণ দ্রবণে গোসল করাতে হয়- পুকুরে মজুদের পূর্বে।
এইচ. এস. সি. কৃষিশিক্ষা ২য় পত্র জ্ঞানমূলক প্রশ্ন
১৯. রাক্ষুসে মাছ দমনে পুকুরে রোটেনন পাউডার প্রয়োগ করা হয় শতক প্রতি- ২০-৩০ গ্রাম।
২০. রাজপুঁটি মাছের দৈহিক ওজনের ভিত্তিতে সম্পূরক খাদ্য দিতে হয় – ৪-৬ % হারে।
২১. ড্যাফনিয়া, কপিপোড, রটিফার ইত্যাদি হলো- জুপ্লাংকটন।
২২. রাজপুঁটি মাছের আঁইশ খসা রোগের কারণ- Aeromonas ব্যাকটেরিয়া।
২৩. রাজপুঁটি মাছের ক্ষতস্থান থেকে আঠালো পদার্থ বের হয়— পরজীবীঘটিত সাদা দাগ রোগে।
২৪. নাইলোটিকা মাছ থাইল্যান্ড থেকে বাংলাদেশে আনা হয়- ১৯৭৪ সালে।
২৫. নাইলোটিকা মাছ প্রজননক্ষম হয় – ৩ মাস বয়সে।
২৬. বিপদের সময় স্ত্রী মাছের মুখে ডিম থাকে- নাইলোটিকার।
২৭. নাইলোটিকার ব্রুড সংগ্রহ করা হয়- মার্চ – অক্টোবরে।
২৮. পুকুরে প্রতি শতকে নাইলোটিকার পোনা মজুদ করা হয় – ২৫০ টি।
২৯. মাছের উঁকুন রোগের লক্ষণ- Argulas নামক বহিঃপরজীবী।
৩০. নাইলোটিকা মাছের পেটে তরল পদার্থ জমা হয়- উদর বা শোঁথ রোগে।
৩১. নাইলোটিকা মাছ ভারসাম্যহীনভাবে চলাফেরা করে- ক্ষতরোগে।
৩২. প্রতিদিন আমিষ গ্রহণ করা উচিত কমপক্ষে- ৪৫.৩ গ্রাম।
৩৩. প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মাছের অবদান- শতকরা ৬০ ভাগ।
৩৪. অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী, মোট দেশজ উৎপাদনে মৎস্য খাতের অবদান– ৩.৫৭%।
৩৫. আমাদের দেশে মৎস্য উপখাত থেকে আসে রপ্তানি আয়ের- ১.৫১%।
৩৬. প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভরশীল মোট জনসংখ্যার- ১১%।
৩৭. মৎস্য সেক্টরে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে নারী হলো- প্রায় ১৫ লক্ষ।
৩৮. রাজপুঁটি সর্বপ্রথম বাংলাদেশে আমদানি করা হয়- ১৯৭৭ সালে।
৩৯. কর্ডাটা পর্বের প্রাণী- চিংড়ি।
৪০. White gold বলা হয়- চিংড়িকে।
৪১. বাংলাদেশে প্রতি বছর চিংড়ি হতে আসে রপ্তানিকৃত মৎস্য ও মৎস্যজাত পণ্যের প্রায় -৫৮%।
৪২. মিঠা পানির চিংড়ির প্রাতি সংখ্যা- ২৪ টি।
৪৩. সামুদ্রিক চিংড়ি প্রজাতির সংখ্যা- ৩৬ টি।
৪৪. চিংড়ির জীবন বিভক্ত– ৪ ধাপে।
৪৫. গলদা চিংড়ির হ্যাচারির সংখ্যা- ৩৬ টি।
৪৬. বাগদা চিংড়ির হ্যাচারির সংখ্যা- ৪৯ টি।
৪৭. চিংড়ির শিরোবক্ষ গঠিত— ১৩ টি খণ্ডকের সমন্বয়ে।
৪৮. চিংড়ির দেহ আবৃত থাকে— কাইটিন দ্বারা।
৪৯. গলদা চিংড়ির বৈজ্ঞানিক নাম- Macrobrachium rosenbergii.
৫০. গলদা চিংড়ির ডিম ফোটে— বিকেলে।
৫১. ধানক্ষেতে গলদা চিংড়ির পোনা ছাড়তে হয় ধান রোপণের- ১০-১৫ দিন পর।
৫২. গলদা চিংড়ির ক্যালসিয়ামের অভাবজনিত রোগ— নরম খোলস।
৫৩. গলদার লেজ ও ফুলকায় পচন দেখা যায় – মেলানোসিস রোগে।
৫৪. গলদা চিংড়ির পোনার খোলসে আড়াআড়িভাবে কালচে দাগ থাকে- ২-৫টি।
৫৫. গলদা চিংড়ি প্রজননে সক্ষম হয়- ৬-৭ মাসে।
৫৬. পুকুরে প্রতি শতকে গলদা চিংড়ির পোনা মজুদ করা যায়— ৬০ টি।
৫৭. গলদা চিংড়ি বাজারজাতকরণের উপযোগী হয়— ৬-৮ মাসে।
৫৮. ধানক্ষেতে চিংড়ি চাষের ফলে ধানের উৎপাদন বৃদ্ধি পায়— ১০%।
৫৯. ঘেরে গলদা চিংড়ি চাষের সময় পানির লবণাক্ততা হতে হবে- ০ থেকে ৪ পিপিএম।
৬০. গলদা চিংড়িকে দৈনিক খাবার দিতে হয়— ২ বার।
৬১. পুকুরে গলদা চিংড়িকে খাবার দিতে হয় মোট ওজনের– ৩-৫% হারে।
৬২. বাংলাদেশে রপ্তানিযোগ্য চিংড়ির মধ্যে গলদার অবদান প্রায় ২৩%।
৬৩. চিংড়ির সবচেয়ে মারাত্মক রোগ- সাদা দাগ রোগ।
৬৪. বাগদা চিংড়ির অপর নাম— ব্ল্যাক টাইগার।
৬৫. উপকূলীয় আধা লবণাক্ত জলাশয়ের ঘেরে প্রচুর চিংড়ি ধরা পড়ে— মে – আগস্ট মাসে।
৬৬ . বাংলাদেশে উৎপাদিত চিংড়িতে বাগদার অবদান – ৫২%।
৬৭. বাগদা চিংড়ির চাষের ঘেরের মাটির pH হবে – ৭.০ এর বেশি।
৬৮. বাগদা চিংড়ির চাষের ঘেরের গভীরতা হবে— ১.২-১.৫ মিটার।
৬৯. বাগদা চাষে পানির উপযুক্ত লবণাক্ততা— ১০-১৫ ppt.
৭০. উন্নত আধা নিবিড় পদ্ধতিতে শতকপ্রতি বাগদার পোনা মজুদ করা যায়- ৫০০-১০০০ টি।
৭১. বাগদা চিংড়ি আহরণের উপযুক্ত হয়— ৪-৫ মাসে।
৭২. বাগদার বিবরিওসিস রোগ সংক্রমণের কারণ– ব্যাকটেরিয়া।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
কৃষিশিক্ষা ২য় পত্র এইচএসসি সুপার সাজেশন pdf download ২০২৪
বহুনির্বাচনি প্রশ্ন:
১. মাছের শ্বসন অঙ্গ কোনটি?
ক. ফুসফুস ● ফুলকা গ. অ্যালভিওলাস ঘ. বায়ুথলি
২. পৃথিবীতে প্রাপ্ত বিভিন্ন প্রজাতির মাছের মোট কত ভাগ স্বাদু পানির?
● ৪০ খ. ৫৯ গ. ৫০ ঘ. ৪৪
৩. বাংলাদেশে মৎস্য সম্পদের উৎস কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৫টি ● ৪টি
৪. বাৎসরিক মৎস্য উৎপাদনের প্রায় কত ভাগ অভ্যন্তরীণ উৎস হতে পাওয়া যায়?
ক. ৫০ ভাগ খ. ৬০ ভাগ ● ৭০ ভাগ ঘ. ৮০ ভাগ
৫. বাংলাদেশে অভ্যন্তরীণ জলাশয়ের শতকরা কত ভাগ মুক্ত জলাশয়ের আওতাভুক্ত?
ক. ৬৮.৪৫% খ. ৭৮.৪৫% ● ৮৩% ঘ. ৯৮.৪৫%
৬. বাংলাদেশে অভ্যন্তরীণ জলাশয়ের শতকরা কত ভাগ বদ্ধ জলাশয়ের অন্তর্ভুক্ত?
● ১৭% খ. ১৩.৫৫% গ. ১৫.৫৫% ঘ. ১৭.৫৫%
৭. অভ্যন্তরীণ জলাশয়ের মাছের মধ্যে কত প্রজাতির মাছ অতি বিপন্নাবস্থায় রয়েছে?
ক. ২৩ খ. ৩৩ গ. ৫৪ ● ১২
৮. বাংলাদেশের মুক্ত জলাশয়ের আয়তন প্রায় কত লক্ষ হেক্টর?
ক. ২৩ খ. ৩৩ গ. ৫৪ ● ৪০
৯. মুক্ত জলাশয়ের মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি?
ক. নদী ও মোহনা খ. বিল-হাওর গ. লেক ● প্লাবনভূমি
১০. মুক্ত জলাশয়ের মধ্যে কাপ্তাই লেকের আয়তন শতকরা কত ভাগ?
● ১.৫% খ. ১.৫৫% গ. ৫.৫৫% ঘ. ১.৫৫%
১১. মুক্ত জলাশয়ের মধ্যে প্লাবনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?
● ৫৮% খ. ৫৫% গ. ৫.৫৫% ঘ. ১৫%
১২. বদ্ধ জলাশয়ের মধ্যে চিংড়ি খামারের আয়তন শতকরা কত ভাগ?
● ৩৪% খ. ৫৫% গ. ৫.৫৫% ঘ. ১৫%
১৩. সামুদ্রিক জলাশয়ের আয়তন প্রায় কত বর্গ কিমি?
● ১১৮৮১৩ খ. ১১৮৮১২ গ. ১১৮৮৮৩ ঘ. ১১৮৮৪৩
১৪. সামুদ্রিক জলাশয় থেকে উৎপাদিত মৎস্যের পরিমাণ কত মেট্রিক টন?
● ৫,৮৮,৯৮৮ খ. ৫,৭৮,৯৮৮ গ. ৫,৯৮,৯৮৮ ঘ. ৫,৯৯,৯৮৮
১৫. ১ নটিক্যাল মাইল সমান কত মাইল?
● ১.১১৫ খ. ১.১১৮ গ. ১.১১২ ঘ. ১.১১৩
১৬. সমুদ্রে বাংলাদেশের একান্ত অর্থনৈতিক এলাকা কত নটিক্যাল মাইল?
● ২০০ খ. ১১২ গ. ৮৮৩ ঘ. ১১৩
১৭. বাংলাদেশে মৌসুমি জলাশয়ের পরিমাণ শতকরা কত ভাগ?
● ১৭% খ. ৫৫% গ. ৫.৫৫% ঘ. ১৫%
১৮. স্থান ও আবাসভেদে মাছ চাষ পদ্ধতি কত প্রকার?
ক. ১ খ. ৩ গ. ৪ ● ২
১৯. নিবিড়তা ভেদে মাছ চাষ পদ্ধতি কত প্রকার?
ক. ১ ● ৩ গ. ৪ ঘ. ২
২০. দেশের প্রায় কতটি নদ-নদীর অববাহিকা ৭০ ভাগ মাছের উৎস?
ক. ৯৩ খ. ৩৫ গ. ৪৬ ● ৫০
২১. মাছে খাদ্য উপাদান হিসেবে থাকে –
i. আমিষ
ii. শর্করা
iii. ভিটামিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. মলাস্কা শ্রেণির অন্তর্ভুক্ত –
i. শামুক
ii. ঝিনুক
iii. কাঁকড়া
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজন –
i. পরিচর্যা
ii. নিয়ন্ত্রিত আহর
iii. অভয়াশ্রম সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii
২৪. অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়ের অন্তর্ভুক্ত —
i. পুকুর-দিঘি
ii. খাল-বিল
iii. উপকূলীয় চিংড়ি খামার
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. দেশি প্রজাতির মাছ হলো—
i. মৃগেল
ii. তেলাপিয়া
iii. রুই
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. শীতের প্রারম্ভে পুকুরে ডলোচুন ও লবণ দিলে কোন রোগের থেকে রক্ষা পাওয়া যায়?
ক. ফুলকা পচা রোগ ● ক্ষতরোগ গ. পাখনা পচা রোগ ঘ. চোখ ফোলা রোগ
২৭. নাইলোটিকা চাষের সঙ্গে শতকরা কত ভাগ মৎস্য চাষি জড়িত?
● ৬০ খ. ১৫ গ. ৪২ ঘ. ২৪
২৮. বাংলাদেশের কতটি হ্যাচারিতে নাইলোটিকার পোনা পাওয়া যায়?
● ১০২৯ খ. ১৫৫৫ গ. ৪২৮৬ ঘ. ২৪৩৭
২৯. বাংলাদেশে বদ্ধ জলাশয়ের অন্তর্ভুক্ত হলো-
i. বিল
ii. চিংড়ি ঘের
iii. পুকুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও :
আমাদের দেশে এক প্রকার জলাশয় রয়েছে যা অন্য জলাশয়ের সাথে যুক্ত নয়। দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৩৯ ভাগ আসে এ প্রকার জলাশয় হতে।
৩০. উদ্দীপকে কোন জলাশয়ের কথা বলা হয়েছে?
ক. অভ্যন্তরীণ মুক্ত জলাশয় খ. অভ্যন্তরীণ যুক্ত জলাশয়
● অভ্যন্তরীণ বদ্ধ জলাশয় ঘ. সামুদ্রিক উন্মুক্ত জলাশয়
৩১. এ প্রকার জলাশয়ের অন্তর্ভুক্ত —
i. উপকূলীয় চিংড়ি খামার
ii. পুকুর-দিঘি
iii. খাল-বিল
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও :
এক সময় এদেশের জলাশয়গুলোতে প্রচুর মাছ দেখা যেত। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ ও প্রতিকূল পরিবেশের দরুন মৎস্য সম্পদের অনেক প্রজাতি আজ বিলুপ্ত হয়েছে।
৩২. উল্লিখিত সম্পদের অনেক প্রজাতি বিলুপ্ত হওয়ার অন্যতম কারণ কী?
ক. সনাতন পদ্ধতিতে চাষাবাদ ● বিল ডোবা-পুকুর ভরাট করে চাষাবাদ
গ. সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ ঘ. বিদেশে রপ্তানি
৩৩. এ সমস্যা নিরসনে প্রয়োজন-
i. আধুনিক প্রযুক্তি ও কৌশলের ব্যবহার
ii. নিবিড় চাষ ব্যবস্থাপনা
iii. নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. কোনটি থাই সরপুঁটি নামে পরিচিত?
ক. তেলাপিয়া ● রাজপুঁটি গ. টেংরা ঘ. পাবদা
৩৫. কত মাস বয়সে রাজপুঁটি মাছ বিক্রয়যোগ্য হয়?
ক. ৯ ● ৬ গ. ৪ ঘ. ২
৩৬. রাজপুঁটির ওজন ৬ মাসে কত গ্রাম হয়?
ক. ৫০-৬৬ খ. ৯০-১০০ ● ১০০-১৫০ ঘ. ৩০-১০০
৩৭ কোন মাটির পুকুর রাজপুঁটি চাষের জন্য উপযোগী?
● দোআঁশ ও পলি দোআঁশ খ. বেলে দোআঁশ গ. এঁটেল ঘ. বেলে
৩৮. রাজপুঁটি চাষের পুকুরের ১০০ গ্রাম মাটিতে কত মিলিগ্রাম নাইট্রোজেন থাকা দরকার?
ক. ৫-৬ খ. ৯-১০ ● ৮-১০ ঘ. ৩-৭
৩৯. পানির কোন বর্ণ পুকুরে রাজপুঁটি চাষের অধিক উৎপাদনশীলতা নির্দেশ করে?
ক. হালকা বাদামী খ. সবুজ ● হালকা সবুজ ঘ. গাঢ় সবুজ
৪০. রাজপুটি চাষের পুকুরের আয়তন কত শতক হওয়া উত্তম?
ক. ৫০-৭৬ খ. ৯৫-১০০ ● ২৫-১০০ ঘ. ৩০-৭০
৪১. রাক্ষুসে মাছ দমনে প্রতি শতকে কত গ্রাম রোটেনন প্রয়োগ করতে হবে?
ক. ৫০-৭৬ খ. ৯৫-১০০ ● ২০-৩০ ঘ. ৩০-৭০
৪২. রাজপুঁটি চাষের ক্ষেত্রে পুকুরের pH কত এর বেশি হলে চুল প্রয়োগের প্রয়োজন হয় না?
ক. ৯.৭ ● ৮.৫ গ. ৪.৭ ঘ. ২.৫
৪৩. রাজপুঁটি মাছের পুকুরে প্রতি শতকে কত কেজি চুন প্রয়োগ করতে হয়?
ক. ৫-৭
খ. ৯-১০
● ১-২
ঘ. ৩-৭
৪৪. রাজপুঁটির পুকুরে প্রতি শতকে কত গ্রাম ইউরিয়া প্রয়োগ করতে হয়?
ক. ৫০-৭৬ খ. ৯৫-১০০ ● ১০০-১৫০ ঘ. ৩০-৭০
৪৫. রাজপুঁটির পুকুরে প্রতি শতকে কত গ্রাম টিএসপি প্রয়োগ করতে হয়?
ক. ৫০-৭৬ খ. ৯৫-১০০ ● ৮০-১০০ ঘ. ৩০-৭০
৪৬. সার প্রয়োগের কত দিনের মধ্যে রাজপুঁটি মাছের পোনা মজুদ করতে হয়?
ক. ৯ ● ৭ গ. ৪ ঘ. ২
৪৭. পুকুরে ছাড়ার জন্য রাজপুঁটির পোনার আকার কত সেমি হতে হয়?
ক. ৯-১০ ● ৫-৭ গ. ৪-৭ ঘ. ২-৮
৪৮. রাজপুঁটির দৈহিক ওজনের ভিত্তিতে শতকরা কত হারে সম্পূরক খাদ্য দিতে হয়?
ক. ৯-১০ ● ৪-৬ গ. ৪-৭ ঘ. ২-৮
৪৯. রাজপুঁটি মাছের হেক্টর প্রতি ফলন কত টন?
ক. ৯-১০ ● ১.৫-২ গ. ৪.৭-৬.৭ ঘ. ২.৬-৮.৯
৫০. রাজপুঁটির পুকুরে রাক্ষুসে মাছ দমনে প্রতি শতকে প্ৰয়োগ করতে হয়-
i. ১০-২০ গ্রাম অ্যাঙ্গালোমাইসিন
ii. ২০-৩০ গ্রাম রোটেনন
iii. ৪টি ফসটক্সিন ট্যাবলেট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii
দ্বিতীয় অধ্যায়: পোল্ট্রি পালন
জ্ঞানমূলক প্রশ্ন:
১. পোল্ট্রি খাতকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে ঘোষণা করা হয়— ১৯৯৪ সালে।
২. একজন স্বাভাবিক মানুষের দৈনিক মাংস খাওয়া প্রয়োজন — ১২০ গ্রাম।
৩. এক বছরের কম বয়সের বাড়ন্ত বয়সের মোরগকে বলা হয় – ককরেল।
৪. বছরে একজন মানুষের ডিম খাওয়া প্রয়োজন — ২৫০-৩০০টি।
৫. একটি দেশি মুরগি বছরে ডিম দেয়— ৪০-৫০টি।
৬. ব্রয়লারের খাদ্য রূপান্তর দক্ষতা – ২ঃ ১।
৭. ৫০০ টি মুরগি থেকে বছরে জৈব সার পাওয়া যায়— ১২-১৫ টন।
৮. বাংলাদেশের পোল্ট্রি শিল্পের প্রধান সমস্যা- উন্নত জাতের অভাব।
৯. হাঁস – মুরগির খামারে কেবল খাদ্যে ব্যয় হয়— শতকরা ৬৫-৭০ ভাগ।
১০. ডিম উৎপাদনের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মুরগির জাত- হোয়াইট লেগহর্ন।
১১. স্ট্রেইরান চিক মুরগির পুরুষ ও স্ত্রী বাচ্চার বয়স হতে হয়— একদিন।
১২. মুরগির জাতকে বিভিন্ন উপজাতে ভাগ করা হয়— পালকের বর্ণ ও ঝুঁটির ভিত্তিতে।
১৩ . আসিল মুরগির নামের অর্থ— খাঁটি বা আসল।
১৪. পায়ের নালায় পালক থাকে— ব্রাহমা মুরগির।
১৫. মাংস উৎপাদনের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হাঁসের জাত পেকিন।
১৬. গৃহপালিত হাঁসের মোট প্রকার হলো– ২২ টি।
১৭. মিসেস ক্যাম্বেল খাঁকি ক্যাম্বেল জাতের হাঁস আবিষ্কার করেন— ১৯০১ সালে, ইংল্যান্ডে।
১৮. ইন্ডিয়ান রানারের উৎপত্তিস্থল হলো- ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।
১৯. হাঁসের ডিম উৎপাদনের জন্য বিখ্যাত জাত- জিনডিং।
২০. মাংস উৎপাদনের জন্য বিখ্যাত কবুতরের জাত— গোলা।
২১. পাখা গজায়নি এমন কবুতর ছানাকে বলে— স্কোয়াব।
২২. আকাশে ডিগবাজী খাওয়া কবুতরের জাত হলো— গিরিবাজ।
২৩. লোটন কবুতরকে বলা হয়— রোলিং কবুতর।
২৪. জমির মূল্য, মুরগির বাসস্থান, অফিস, গুদাম, যন্ত্রপাতি, শ্রমিকের ঘর ইত্যাদি খরচ হলো- স্থায়ী খরচ।
২৫. বাংলাদেশে প্রতিষ্ঠিত সর্বপ্রথম বেসরকারি পোল্ট্রি খামারের নাম- Egg and Hens Ltd.
২৬. মুরগির সুস্বাস্থ্য ও নিরাপত্তার পূর্বশর্ত হলো— আদর্শ ঘর।
২৭. মুরগির খাদ্য খরচ , টিকা ও ওষুধের মূল্য , বিজ্ঞাপন ব্যয় ইত্যাদি হলো- আবর্তক খরচ।
২৮. মুরগির বাচ্চাকে তাপ দেওয়ার ঘরকে বলা হয়- ব্রুডার হাউজ।
২৯. বাড়ন্ত ব্রয়লার মুরগিকে প্রতিদিন আলো সরবরাহ করা হয়— ২৩ ঘণ্টা।
৩০. লিটার পদ্ধতিতে প্রতি বর্গমিটারে ব্রয়লার মুরগি রাখা যায়- ১০ ১২ টি।
৩১. প্রতিদিন পূর্ণবয়স্ক একটি ব্রয়লার মুরগিকে খাদ্য দিতে হবে— ১১০-১২০ গ্রাম।
৩২. ব্রয়লারের বিক্রি উপযোগী বয়স হলো – ৫ সপ্তাহ।
৩৩. লেয়ার মুরগির ডিম ফুটানোর জন্য আদর্শ তাপমাত্রা- ১০-২৬° সে.।
৩৪. ইনকিউবেটর যন্ত্রে একসাথে ফুটানো যায়- ৪০০-৫০০ টি ডিম।
৩৫. মুরগির বাচ্চা ফুটানোর জন্য আদর্শ ডিমের ওজন হতে হবে— ৫০-৫৫ গ্রাম।
৩৬. ব্রুডার হাউজে তাপ দেওয়া হয় – ১ থেকে ২১ দিনের বাচ্চাকে।
৩৭. ফুটানোর জন্য ডিম গ্রীষ্মকালে সংরক্ষণ করা যাবে না- ৫ থেকে ৭ দিনের বেশি।
৩৮. ডিম সংরক্ষণের আদর্শ তাপমাত্রা হলো- ১০° সে.।
৩৯. মুরগির ডিম ফুটার হার বেশি হয় যদি সংরক্ষণের আপেক্ষিক আর্দ্রতা হয়— ৫৮% থেকে ৬০%।
৪০ . মুরগির ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে— ২১ দিন।
৪১. ডিম ফুটানোর ট্রেতে ডিম বসাতে হয়— ৪৫° কোণে।
৪২. ডিম অনুর্বর হয়— ভিটামিন ডি এর অভাবে।
৪৩. মুক্ত পালন পদ্ধতিতে মুরগি পালা যায় একত্রে- ১৫-২০টি।
৪৪. অর্ধমুক্ত পালনে মুরগির জন্য বিচরণের জায়গা— ১৫০-২০০ বর্গফুট।
৪৫. ডিপ লিটার পদ্ধতিতে বর্ষাকালে লিটারের পুরুত্ব — ৮ ইঞ্চি।
৪৬. তিলের খৈলে উপস্থিত অ্যামাইনো এসিড- মিথিওনাইন।
৪৭. শুষ্ক রক্তচূর্ণতে আমিষের পরিমাণ – ৭৫-৮০%।
৪৮. ফসফরাসের অন্যতম উৎস- হাঁড়ের গুঁড়া।
৪৯. মুরগির গামবোরো রোগটি সর্বপ্রথম শনাক্ত করা হয়— আমেরিকায়।
৫০. মুরগির চুনের মতো মলত্যাগ করে- নিউক্যাসল রোগে।
৫১. ৪-৬ দিন বয়সের মুরগির বাচ্চাকে দেওয়া হয়— BCRDV টিকা।
৫২. মুরগির বসন্ত রোগটি পরিচিত— ফাউল পক্স নামে।
৫৩. মুরগি ম্যারেকস রোগে আক্রান্ত হয় – ৪-৭ সপ্তাহ বয়সে।
৫৪. মুরগির এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগটি পরিচিত— বার্ড ফ্লু নামে।
৫৫. মুরগির রাতকানা রোগ হয় – ভিটামিন ‘এ’ এর অভাবে।
৫৬. বাচ্চা হাঁস পালনের জন্য উপযোগী— আবদ্ধ পদ্ধতি।
৫৭. মুরগির তুলনায় হাঁস ডিম বেশি পাড়ে- ৪০ থেকে ৪৫ টি।
pdf download কৃষিশিক্ষা ২য় পত্র এইচএসসি সুপার সাজেশন ২০২৪
বহুনির্বাচনি প্রশ্ন:
১. পৃথিবীতে পাখির প্রজাতির সংখ্যা কত?
ক. ৭ হাজার ● ৯ হাজার গ. ৮ হাজার ঘ. ১০ হাজার
২. এক বছরের কম বয়সের বাড়ন্ত বয়সের মোরগকে কী বলে?
ক. বেবি চিক ● ককরেল গ. পুলেট ঘ. কেপন
৩. এক বছরের কম বয়সের হাঁসকে কী বলে?
ক. গোটলিং খ. বাকলিং গ. ডোলিং ● ডাকলিং
৪. অস্ত্রোপচারের মাধ্যমে খাসি করা মোরগকে কী বলে?
ক. বেবি চিক খ. ককরেল গ. পুলেট ● কেপন
৫. এক বছরের কম বয়সের (স্ত্রী) মুরগিকে কী বলে?
ক. বেবি চিক খ. ককরেল ● পুলেট ঘ. কেপন
৬. পোল্ট্রি বলতে পাখির ঐ সমস্ত গৃহপালিত প্রজাতিকে বোঝায় যারা-
i. ডিম উৎপাদন করে
ii. মাংস উৎপাদন করে
iii. মানুষের তত্ত্বাবধানে ধীরে বংশবৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. ব্রয়লার মুরগি —
i. অল্প সময়ে উৎপাদন যোগ্য
ii. শক্ত মাংস সমৃদ্ধ
iii. ৬-৮ সপ্তাহ বয়সের হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :
সাজু গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে এক ধরনের পাখির খামার দেখলো । তার চাচা বললো এরা মাংস উৎপাদন করে যা ৬-৮ সপ্তাহে বিক্রয় উপযোগী হয় মানুষ এই পাখিগুলো পালন করে তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারে।
৮. সাজুর গ্রামের খামারটি কোন প্রকারের?
ক. লেয়ার মুরগির খ. কোয়েল পাখির ● ব্রয়লার মুরগির ঘ. কবুতরের
৯. উদ্দীপকে উল্লিখিত খামারের ক্ষেত্রে—
i. কারিগরি ব্যবস্থাপনার দরকার হয় না
ii. প্রজাতিভেদে ব্যবস্থাপনা করতে হয়
iii. উৎপাদিত পণ্যভেদে ব্যবস্থাপনা প্রয়োজন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii
১০. ২০১৬-১৭ অর্থবছরে উৎপাদিত মোট ডিমের পরিমাণ কত মিলিয়ন ছিল?
ক. ৮৬৯ টি খ. ৮৭২ টি ● ১৪৯৩৩.১০ টি ঘ. ৮৮৯ টি
১১. ২০১৬-১৭ অর্থবছরে পোল্ট্রি খাতে খণ্ডকালীন কর্মসংস্থান হয় কত শতাংশ লোকের?
ক. ৪৫ ● ৫০ গ. ৫৫ ঘ. ৬৫
১২. পোল্ট্রিখাত থেকে ২০১৬-১৭ অর্থবছরে কত মিলিয়ন মেট্রিক টন মাংস উৎপাদিত হয়?
ক. ৪.৫৭৫ ● ৭.১৫৪ গ. ৫.৫৭৬ ঘ. ৬.৫৩৫
১৩. লেয়ার মুরগি ডিম দেওয়া শুরু করে কত মাস বয়সে?
ক. ৪ ● ৫ গ. ২ ঘ. ৬
১৪. ব্রয়লার মুরগি বিক্রয়ের উপযোগী হয় কয় সপ্তাহে?
ক. ৪-৫ ● ৬-৮ গ. ৫-৫ ঘ. ৬-৯
১৫. শোভাবর্ধনকারী পাখি হলো –
i. তিতির
ii. রাজহাঁস
iii. মাস্কোভি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii
১৬. বিগত ৬ বছরে পোল্ট্রির ক্ষেত্রে মাংস ও ডিমের গড় উৎপাদন বৃদ্ধির হার খুব বেশি না হওয়ার কারণ –
i. পোল্ট্রি খাদ্যের মূল্য বৃদ্ধি
ii. পোল্ট্রির রোগ কমে যাওয়া
iii. ডিমের দাম কমে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও :
ঝন্টুদের কৃষি শিক্ষক তাদের ক্লাসে বললেন গৃহপালিত পাখি আমাদের পরিবেশের উচ্ছিষ্ট খাদ্য খেয়ে পরিবেশের উন্নয়ন করে। এছাড়া উক্ত পাখির পচানো বিষ্ঠা এক ধরনের সার হিসেবে ব্যবহৃত হয় যা গোবর সারের তুলনায় প্রায় ৩ গুণ বেশি নাইট্রোজেন সরবরাহ করে।১৭. ঝন্টুদের কৃষি শিক্ষক কোন সারের কথা বলেন?
ক. রাসায়নিক সার খ. অজৈব সার ● জৈব সার ঘ. ইউরিয়া সার
১৮. উদ্দীপকে উল্লিখিত পাখি-
i. খাদ্য ও পুষ্টির উৎস
ii. থেকে মাছের খাদ্য পাওয়া যায় না
iii. শিল্প উন্নয়নের উৎস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. দেশে বর্তমানে পোল্ট্রি খামারের সংখ্যা কত হাজার?
ক. ৪৭-৫৯ ● ৭৫-৮০ গ. ৫৫-৫৯ ঘ. ৬০-৮৮
২০. দেশে সরকারি ও বেসরকারি খামারে বছরে প্রায় কত কোটি হাঁস-মুরগির বাচ্চা উৎপাদিত হয়?
ক. ৪ ● ১ গ. ২ ঘ. ৬
২১. প্রতিবছর এদেশে আমদানিকৃত প্যারেন্ট স্টকের সংখ্যা কত?
ক. ৪-৫ ● ৭-৮ গ. ৫-৯ ঘ. ৬-৮
২২. হাঁস-মুরগির খামারে খাদ্য বাবদ ঘরের শতকরা হার কত?
ক. ৪৭-৫৯ ● ৬৫-৭০ গ. ৫৫-৫৯ ঘ. ৬০-৮৮
২৩. বাংলাদেশে পোল্ট্রি শিল্প উন্নয়নের প্রধান সমস্যা হলো-
i. উন্নত জাতের অভাব
ii. সুষম খাদ্যের অভাব
iii. পোল্ট্রি আইনের অসম্পূর্ণতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii
২৪. পোল্ট্রির ক্ষেত্রে অসম্পূর্ণতা রয়েছে-
i. পশু রোগ আইনে
ii. পশু সংগনিরোধ আইনে
iii. পশু মান নিয়ন্ত্রণ আইনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও :
বিপ্লব কৃষি বিষয়ক প্রশিক্ষণে বাংলাদেশে হাঁস-মুরগি পালনের বাধাসমূহ সম্পর্কে জানতে পারল। সে আরো জানলো মোট ব্যয়ের একটি বড় অংশ ব্যয় হয় এদের খাদ্যে।
২৫. উদ্দীপকে উল্লিখিত শিল্পে মোট খরচের শতকরা কত ভাগ খাদ্যের জন্য ব্যয় হয়?
ক. ৪৭-৫৯ ● ৬৫-৭০ গ. ৫৫-৫৯ ঘ. ৬০-৮৮
২৬. বিপ্লবের জানা অন্যান্য বাধাসমূহ হলো –
i. টিকা বীজের অভাব
ii. বিদেশি জাতের মুরগির মাংস গ্রহণে বেশি আগ্রহ
iii. উন্নত জাতের অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. পোল্ট্রিকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে ঘোষণা করা হয় কবে?
ক. ১৯৯২ ● ১৯৯৪ গ. ১৯৯৬ ঘ. ১৯৯৯
২৮. মানুষের দৈনিক মাথাপিছু কত গ্রাম মাংসের প্রয়োজন?
ক. ১৯২ ● ১২০ গ. ১৯৯ ঘ. ১০৯
২৯. দেশি মুরগি বছরে কতটি ডিম দেয়?
ক. ৪৭-৫৯ ● ৪০-৫০ গ. ৫৫-৫৯ ঘ. ৬০-৮৮
৩০. হ্যাচারিসহ কেন্দ্রীয় মুরগির খামার ঢাকার কোথায় অবস্থিত?
● মিরপুর
খ. মতিঝিল
গ. রামপুরা
ঘ. গাবতলী
৩১. সরকারি কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার কোথায় অবস্থিত?
● নারায়ণগঞ্জে খ. সিলেটে গ. দিনাজপুরে ঘ. খুলনায়
৩২. পোল্ট্রির উন্নত জাতের অভাব দূরীকরণে প্রয়োজন –
i. নিজস্ব জাত উদ্ভাবন করা
ii. উন্নত জাত আমদানি করা
iii. পোল্ট্রিকে অধিক খাবার প্রদান করা
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. পোল্ট্রির প্রশিক্ষণ দেওয়া যাবে-
i. যুব প্রশিক্ষণ কেন্দ্রে
ii. শিশু বিষয়ক মন্ত্রণালয়ে
iii. মহিলা বিষয়ক মন্ত্রণালয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
শফিক উদ্দিন একটি মুরগির খামার তৈরি করলেন। কিন্তু রোগের প্রাদুর্ভাবে অধিকাংশ মুরগি মরে গেল এবং তিনি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেন।
৩৪. শফিক উদ্দিন মুরগিগুলোকে কীভাবে রোগ থেকে রক্ষা করতে পারতেন?
● টিকা দিয়ে খ. কুঁড়া প্রদান করে
গ. আদর্শ ঘরে রেখে ঘ. পর্যাপ্ত আলো-বাতাসে রেখে
৩৫. শফিকউদ্দিনের সমস্যা সমাধানে প্রয়োজন –
i. সুষম খাবার ব্যবস্থা
ii. রোগ প্রতিরোধ ব্যবস্থা
iii. হাইব্রিড জাত ব্যবহার না করা
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. উৎপত্তিস্থানের ওপর ভিত্তি করে মুরগির জাতকে কত ভাগে ভাগ করা হয়?
● ৪ খ. ১ গ. ২ ঘ. ৬
৩৭. বিশেষ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে প্রজননকারী কর্তৃক ন্যূনতম ৫টি বংশ পরম্পরায় আন্তঃপ্রজননের মাধ্যমে সৃষ্ট বিশেষ নামধারী মুরগিগুলোকে কী বলা হয়?
ক. শ্রেণি খ. জাত ● স্ট্রেইন ঘ. উপজাত
৩৮. উদ্দেশ্যের ওপর ভিত্তি করে মুরগির জাতকে কয় ভাগে ভাগ করা হয়?
● ৩ খ. ১ গ. ২ ঘ. ৬
৩৯. কোন প্রজাতির মুরগির পালকের রং লাল?
ক. নিউ হ্যাম্পশায়ার ● রোড আইল্যান্ড রেড গ. প্লাইমাউথ রক ঘ. লেগহর্ন
৪০. প্লাউমাউথ রক জাতের কয়টি উপজাত রয়েছে?
● ৭ খ. ৮ গ. ৯ ঘ. ৬
৪১. ফাউমি জাতের মুরগির উৎপত্তিস্থল কোনটি?
ক. ইতালি ● মিশর গ. কুয়েত ঘ. ইরান
৪২. মিনকা জাতের মুরগির উৎপত্তিস্থল কোনটি?
ক. ইতালি ● স্পেন গ. কুয়েত ঘ. ইরান
৪৩. ফাউমি জাতের মুরগি বছরে কয়টি ডিম দেয়?
ক. ৪৭০-৫৯০ ● ১৮০-২০০ গ. ৫০৫-৫৯০ ঘ. ৬০০-৮৮৮
৪৪. মিনকা জাতের মুরগি বছরে কয়টি ডিম দেয়?
ক. প্রায় ১০০ ● প্রায় ২০০ গ. প্রায় ৪০০ ঘ. প্রায় ৩০০
৪৫. অ্যানকোনা জাতের মুরগি বছরে প্রায় কয়টি ডিম দেয়?
● ২০০ খ. ১০০ গ. ২৬৬ ঘ. ৬৫৫
৪৬. অস্ট্রালপ জাতের মুরগির উৎপত্তিস্থল কোনটি?
● গ্রেট ব্রিটেন খ. ইতালি গ. স্পেন ঘ. মিশর
৪৭. কর্নিশ জাতের মুরগির উৎপত্তিস্থল কোনটি?
● ইংল্যান্ড খ. ইতালি গ. স্পেন ঘ. মিশর
৪৮. কর্নিশ জাতের মুরগির আসল নাম কী?
● ইন্ডিয়ান গেম খ. চীনা গ. গ্রে চিটাগং ঘ. ইন্ডিয়ান রেস
৪৯. সাসেক্স জাতের মুরগি কোন শ্রেণিভুক্ত?
ক. এশীয় খ. ভূমধ্যসাগরীয় গ. আমেরিকান ● ইংলিশ
৫০. কোন জাতের মুরগির পায়ের নালায় পালক থাকে?
● ব্রাহমা খ. অ্যানকোনা গ. মিনকা ঘ. লেগহর্ন
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
তৃতীয় অধ্যায়: পশু পালন
জ্ঞানমূলক প্রশ্ন:
১. ২০১৬-১৭ অর্থবছর অনুযায়ী বাংলাদেশের কৃষিখাতের জিডিপিতে প্রাণিসম্পদ উপখাতের অবদান– ১৪.৩১%।
৪৮. (১৫০ × ১৫০ × এবং ১৮০) ঘন সেমি আয়তনের খোঁয়াড় প্রয়োজন -১ জোড়া ছাগলের জন্য।
২. আদর্শ খাদ্য বলা হয়— দুধকে।
৩. অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুযায়ী , জনপ্রতি দৈনিক দুধ ও মাংসের চাহিদা যথাক্রমে- ২৫০ মিলি ও ১২০ গ্রাম।
৪. হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুর দুধে চর্বির পরিমাণ – ৩.৫-৪%।
৫. গরুর মাংসল জাত হলো– ডেবন ও বিফ মাস্টার।
৬. দেহের তুলনায় মাথা ছোট, শিং মোটা ও ভোঁতা বৈশিষ্ট্যসম্পন্ন গরুর জাত— লাল সিন্ধি।
৭. হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু দুধ প্রদান করে— ৩০ লিটারের বেশি।
৮. জার্সি জাতের গরুর উৎপত্তিস্থল— ইংল্যান্ড।
৯. হলস্টেইন ফ্রিজিয়ান, জার্সি, শাহিওয়াল, লালসিন্ধি ইত্যাদি গরুর— দুধাল জাত।
১০. হারিয়ানা, মালভি, অমৃত মহল ইত্যাদি হলো গরুর — ভারবাহী জাত৷
১১. গাভির দুধে চর্বির পরিমাণে বেশি— জাফরবাদী জাতে।
১২. জন্ম থেকে ৩ মাস বয়স্ক বাছুরের মাংসকে বলে – ভিল।
১৩. এক বছরের কম বয়সের গরুর স্ত্রী বাচ্চাকে বলে— বকনা বাছুর।
১৪. প্রাপ্তবয়স্ক পুরুষ মহিষকে বলে- বাফেলো বুল।
১৫. মুররা মহিষের উৎপত্তিস্থল -ভারত।
১৬. মহিষের পুরুষ ও স্ত্রী উভয় বাচ্চাকে বলা হয়- বাফেলো কাফ।
১৭. বাংলাদেশের পূর্বাঞ্চলে ও উপকূলীয় অঞ্চলের মহিষ হলো- কাদাপানির বা জলাভূমির মহিষ।
১৮ . প্রজননক্ষম পুরুষ ছাগলকে বলে— পাঁঠা।
১৯. বাচ্চা দেওয়া প্রাপ্ত বয়স্ক স্ত্রী ছাগলকে বলে— ডো।
২০. ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রজননের উপযুক্ত হয় –৭ থেকে ৮ মাস বয়সে।
২১. উৎকৃষ্ট চামড়া উৎপাদনকারী ছাগলের জাত- এ্যাঙ্গোরা।
২২. যমুনা পাড়ি ছাগল পরিচিত— রামছাগল নামে।
২৩. শিং বিহীন ছাগলের জাত- অ্যাংলো নুবিয়ান।
২৪. পূর্ণবয়স্ক খাসির মাংসকে বলে- মাটন।
২৫. গবাদিপশুর দানাদার খাদ্যে প্রোটিন থাকা প্রয়োজন- ১৫ থেকে ১৬ ভাগে।
২৬. ১০০ কেজি দৈহিক ওজনের জন্য গরুর রাফেজের প্রয়োজন— ২ কেজি।
২৭. একটি দেশি জাতের গরুকে দৈনিক কাঁচা ঘাস খাওয়াতে হয়— ৮ থেকে ১০ কেজি।
২৮. ১ টি দেশি দুগ্ধবতী গাড়িকে দৈনিক দানাদার খাদ্য সরবরাহ করতে হয়- ১.৫-২ কেজি।
২৯. সাইলেজ তৈরিতে ঘাসকে রসালো অবস্থায় সংরক্ষণে সহায়তা করে— ল্যাকটিক এসিড।
৩০. ১৫-২০% পানি এবং ৮০-৮৫% শুষ্ক পদার্থ থাকে- হে দ্রব্যে।
৩১. গরুর তড়কা রোগের জীবাণুর নাম— Bacillus anthracis নামক ব্যাকটেরিয়া।
৩২. জলাতঙ্ক রোগে আক্রান্ত পশুর লক্ষণ প্রকাশ পায় ৭-১০ দিনের মধ্যে।
৩৩. ট্রোকার ক্যানুলার দ্বারা চিকিৎসা করা হয় গবাদিপশুর -পেটফাঁপা রোগের।
৩৪. ক্ষুরারোগে আক্রান্ত হলে পশুর শরীরের তাপমাত্রা বাড়ে— ২১ ° পর্যন্ত।
৩৫. গবাদিপশুর খিঁচুনি, শ্বাস – প্রশ্বাস দ্রুত ও গভীর হয়, নাক, কান ও মলদ্বার দিয়ে কালো রক্তযুক্ত ফেনা বের হয় -তড়কা রোগ হলে।
৩৬. বাছুরের হাড় ও দাঁতের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়— ভিটামিন ডি এর অভাবে।
৩৭. বায়ুনিরোধক স্থানে সংরক্ষিত সবুজ ঘাসকে বলে— সাইলেজ।
৩৮. সবুজ ঘাসের অভাব হলে ১ টি মহিষকে শুকনো খড় দিতে হয়- ৫-৮ কেজি।
৩৯. তড়কা রোগে আক্রান্ত মহিষের শরীরে তাপমাত্রা বাড়ে- ১০৪ – ১০৫° পর্যন্ত।
৪০. মহিষে Actinobacillus lignieresii ব্যাকটেরিয়ার আক্রমণে হয়— শক্ত জিহ্বা রোগ।
৪১. হাম্প সোর বা চূড়ার ক্ষতরোগ হয়— ফিল্যারিয়া গোলকৃমি দ্বারা।
৪২. পূর্ণবয়স্ক মহিষের খাদ্যে সবুজ ঘাসের পরিমাণ– ১৫-৩০%।
৪৩. একটি ছাগলকে দৈনিক দানাদার খাদ্য প্রদান করতে হয়– ২৫০ ৩০০ গ্রাম।
৪৪. একটি সুস্থ ও স্বাভাবিক ছাগলের শরীরের তাপমাত্রা হওয়া প্রয়োজন — ৩৯.৫ ডিগ্রি সে.।
৪৫. ছাগলের পুরো নিউমোনিয়া রোগের ইনজেকশন— টেট্রাসাইক্লিন।
৪৬. ছাগলের প্লেগ রোগের জন্য দায়ী ভাইরাস- Morvilivirus.
৪৭. পি পি আর রোগে আক্রান্ত ছাগলের মৃত্যুর হার ৯০ ভাগ।
২০২৪ কৃষিশিক্ষা ২য় পত্র এইচএসসি সাজেশন পিডিএফ ডাউনলোড
বহুনির্বাচনি প্রশ্ন:
১. ২০১৬-১৭ অর্থবছরে প্রাণিসম্পদ উপখাতে প্রবৃদ্ধির হার কত শতাংশ?
ক. ১.৫ খ. ১.৫৫ গ. ১.৫৯ ● ৩.৩২
২. ২০১৬-১৭ অর্থবছর অনুযায়ী কৃষিখাতে প্রাণিসম্পদের অবদান কত?
ক. ১৬.৫ খ. ১৪.৫৫ গ. ১০.৫৯ ● ১৪.৩১
৩. ২০১৬-১৭ অর্থবছরে জাতীয় আয়ের কত শতাংশ গবাদি পশুর চামড়া রপ্তানি থেকে এসেছে?
ক. ১.৫ খ. ১.৫৫ গ. ১.৫৯ ● ৩.৬
৪. দেশের বেকারদের আত্মকর্মসংস্থানে প্রাণিসম্পদ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মোট কত শতাংশ অবদান রাখে?
ক. ৯৫ খ. ৫৫ গ. ১৯ ● ৭০
৫. বাংলাদেশের বৃহত্তম দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান কোনটি?
● মিল্ক ভিটা খ. স্টার মিল্ক গ. আড়ং ঘ. ডেনিশ
৬. চাষাবাদে কত ভাগ পশু শক্তির ব্যবহার করা হয়?
ক. ৯৫ খ. ৫৫ গ. ৭০ ● ৫০
৭. একজোড়া বলদ দিয়ে ১ বিঘা জমি চাষ করতে কত ঘণ্টা সময় লাগবে?
ক. ১-২ খ. ২-৯ ● ২-৩ ঘ. ৪-৭
৮. গৃহস্থালী জ্বালানির কতভাগ গোবর হতে আসে?
ক. ৯৫ খ. ৫৫ গ. ৭০ ● ২৫
৯. গ্রামীণ পরিবহনে প্রাণিসম্পদের ব্যবহার কতভাগ?
ক. ৯৫ খ. ৫৫ গ. ৭০ ● ৫০
১০. পশুর টাটকা মাংসে আমিষের পরিমাণ শতকরা কতভাগ?
ক. ২১-৬২ খ. ২০-২৫ ● ১৫-২০ ঘ. ৫৪-৭৮
১১. কোনটিকে আদর্শ খাদ্য বলা হয়?
ক. মাংস খ. ডিম ● দুধ ঘ. সবজি
১২. অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুযায়ী দৈনিক জনপ্রতি দুধের চাহিদা কত মিলি?
ক. ৯১৫ খ. ৭৫৫ গ. ৫৭০ ● ২৫০
১৩. পশু সম্পদ ভূমিকা রাখে –
i. পুষ্টির চাহিদা পূরণে
ii. বৈদেশিক মুদ্রা অর্জনে
iii. দারিদ্র্য দূরীকরণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii
১৪. ২০১৬-১৭ অর্থবছরে প্রাণিসম্পদের-
i. জিডিপিতে অবদান ১.৬০%
ii. জিডিপিতে প্রবৃদ্ধির হার ১.৮%
iii. জাতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধির হার ৩.৩২%
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. বাংলাদেশে চাষাবাদে যান্ত্রিক শক্তির বিকল্প হিসেবে ব্যবহার হয়-
i. গরু
ii. ছাগল
iii. মহিষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. আমাদের স্বাস্থ্য রক্ষায় পশু হতে পাই –
i. আমিষ
ii. শর্করা
iii. অ্যামাইনো এসিড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. পশুর উপজাত দ্রব্য (শিং, ক্ষুর ও হাড়) ব্যবহার হয় —
i. পাখির খাদ্য হিসেবে
ii. জমিতে সার হিসেবে
iii. জ্বালানি হিসেবে
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. পশুর রক্ত ব্যবহৃত হয়-
i. আমিষের উৎস হিসেবে
ii. পশু পাখির খাদ্য হিসেবে
iii. ভিটামিনের উৎস হিসেবে
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
যান্ত্রিক শক্তির অপ্রতুলতার কারণে হাশেম তার ২ বিঘা জমিতে বিকল্প হিসাবে একজোড়া বলদ ব্যবহার করে জমি চাষ দিয়ে ফসল রোপণ করুন।
১৯. হাশেমের জমি চাষ করতে কত ঘণ্টা সময় লাগবে?
ক. ১-২ খ. ২-৯ ● ৪-৬ ঘ. ৪-৭
২০. হাশেমের ব্যবহৃত বিকল্প উপায় আরো কাজে লাগে —
i. শস্য মাড়াই করতে
ii. শস্য বপন করতে
iii. শস্য পরিবহনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii ● i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও।
বাংলাদেশের কৃষির একটি অন্যতম খাত রয়েছে, যার উপজাত বিভিন্ন উপাদান তৈরিতে ব্যবহৃত হয় এবং এগুলো রপ্তানি করে বৈদেশিক মু অর্জন করা যায়।
২১. উদ্দীপকে কৃষির কোন খাত সম্পর্কে বলা হয়েছে?
● পশু খ. ফসল গ. পাখি ঘ. মাছ
২২. এ উপজাত বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে-
i. উত্তম শীত বস্ত্রের উপাদান হিসেবে
ii. গহনা, বোতাম, চিরুনি তৈরির উপাদান হিসেবে
iii. পশু খাদ্য হিসেবে
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও।
আমিষের অভাব দেখা যাওয়ায় ডাক্তার মনিষাকে খাদ্য হিসেবে আদর্শ খাদ্য গ্রহণ করতে বলেন।
২৩. ডাক্তার মনিষাকে কোন খাদ্যটি গ্রহণ করতে বলেছিল?
ক. মাংস ● দুধ গ. হিমায়িত মাংস ঘ. সবজি বিদ্যমান
২৪. ডাক্তারের পরামর্শকৃত খাদ্যে রয়েছে-
i. ভিটামিন ‘বি’
ii. খনিজ পদার্থ
iii. আমিষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii
২৫. উৎপাদন ও কর্মশক্তির ভিত্তিতে গরুকে কতভাগে ভাগ করা হয়েছে?
ক. ৯ খ. ৫ গ. ৭ ● ৪
২৬. অধিক মাংস উৎপাদনের জন্য কোন জাতটি উপযুক্ত?
ক. শাহীওয়াল খ. লাল সিদি গ. ব্রাউন সুইস ● ভেবন
২৭. ফলস্টেইন ফ্রিজিয়ান গরুর দুধে কত শতাংশ চর্বি থাকে?
ক. ১.০-২ খ. ২.৮-৯ ● ৩.৫-৪ ঘ. ৪.৯-৭
২৮. প্রজননের জন্য রক্ষিত প্রাপ্ত বয়স্ক ষাঁড়কে কী বলে?
ক. বুল কাফ খ. বলদ ● স্টাড ষাঁড় ঘ. স্টাড।বলদ
২৯. খোঁজাকৃত প্রজনন শক্তি রহিত পুরুষ গরুকে কী বলে?
ক. বুল কাফ খ. হেইফার কাফ গ. ষাঁড় ● বুলক
৩০. জমি চাষের জন্য কোন জাতের গরুটি উপযোগী?
ক. শাহীওয়াল খ. হারফোর্ড ● অমৃত মহল ঘ. রেডপোল
৩১. কোন জাতের গরুর দুধ ও মাংস উৎপাদন ক্ষমতা তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে?
ক. দেশি খ. বিদেশি ● উন্নত সংকর ঘ. ভারবাহী
৩২. গায়ের রং লাল এবং নাসারন্তু গোলাপি বৈশিষ্ট্যের গরু কোন জাতের?
ক. লাল সিন্ধি ● রেড চিটাগং গ. হরিয়ানা ঘ. ব্রাহ্মণ
৩৩. কোন জাতের গরুটির উৎপত্তি পাঞ্জাবস্থল প্রদেশে?
● শাহীওয়াল খ. হারফোর্ড গ. অমৃত মহল ঘ. রেডপোল
৩৪. কোনটি লাল সিন্ধি জাতের গরুর বৈশিষ্ট্য?
ক. রং তামাটে খ. কুজ নেই ● শিং মোটা ও ভোতা ঘ. শিরদাঁড়া সোজা
৩৫. দেহের গঠন চৌকাকার, পা খাটো ও শিং ছোট। এটি কোন জাতের গরুর বৈশিষ্ট্য?
● বিফ মাস্টার খ. লাল সিন্ধি গ. হরিয়ানা ঘ. জার্সি
৩৬. আত্মকর্মসংস্থানে প্রাণিসম্পদ প্রত্যক্ষভাবে ভূমিকা রাখে?
ক. ৯৫ খ. ৫৫ গ. ৭০ ● ২০
৩৭. একটি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু দৈনিক কত লিটার দুধ দিতে পারে?
ক. ৯৫ খ. ৫৫ গ. ৭০ ● ৩০
৩৮. গরুর এক বছরের কম বয়সী পুরুষ বাচ্চাকে বলা হয় –
i. বকনা বাছুর
ii. এঁড়ে বাছুর
iii. বুল কাফ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. গাভির ওলানে যক্ষ্মা রোগ হলে দুধের রং পরিবর্তিত হয়ে কোন রং হয়?
ক. লালচে খ. নীলচে গ. লালচে হলুদ ● হলদে সবুজ
৪০. হালটানা মহিষের কোন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি?
ক. গলাফোলা খ. ওলান প্রদাহ ● চূড়ার ক্ষত রোগ ঘ. ক্ষতরোগ
৪১. মহিষের চূড়ার ক্ষত রোগ অন্য কোন নামে পরিচিত?
● হাম্প সোর খ. নিউ সোর গ. এনথ্রাক্স সোর ঘ. বেসিলাস সোর
৪২. তারপিন তেল ব্যবহার করে কোন রোগের জন্য ভালো ফল পাওয়া যায়?
ক. গলাফোলা খ. ওলান প্রদাহ ● চূড়ার ক্ষত রোগ ঘ. ক্ষতরোগ
৪৩. নবজাতক মহিষের বাচ্চা শালদুধের মাধ্যমে কোন কৃমি দ্বারা আক্রান্ত হতে পারে?
ক. ফিতাকৃমি খ. গোলকৃমি গ. পাতাকৃমি ● কেঁচোকৃমি
৪৪. ‘এডিমা’ বলতে কী বুঝ?
ক. গলাফুলে যাওয়া খ. জিহ্বা বের হয়ে যাওয়া
● শরীরে বিভিন্ন স্থানে পানি জমা ঘ. শরীরের বিভিন্ন স্থানে চর্বি জমা
৪৫. কেঁচোকৃমিতে আক্রান্ত মহ্যিকে কী খাওয়াতে হবে?
ক. সালফোনোজেন খ. অপটিকয়টেনল
গ. ক্যালসিয়াম গ্লুকোনেট ● লেভানিড
৪৬. বিফ মাস্টার জাতের গরুর-
i. প্রজনন ক্ষমতা কম
ii. দেহের গঠন চৌকাকার
iii. মাংস দেশি গরুর চেয়ে কম হয়
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. হলস্টেইন ফ্রিজিয়ান গরুর –
i. কুঁজ উঁচু
ii. গায়ের রং সাদা-কালো ছাপ মেশানো
iii. দুধ দিনে ৩০ লিটারের বেশি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৮ ও ৪৯ নং প্রশ্নের উত্তর দাও।
নদী ভাঙনে গফুরের সব জমি নদীতে বিলীন হয়ে যায়। এমতাবস্থায় তার বন্ধুর পরামর্শে এনজিও থেকে কিছু টাকা ঋণ করে মাংস ও দুধ বেশি পাওয়া যায় এমন একটি জাতের গরু কেনে। কয়েক বছর যেতেই তার সংসারের অভাব দূর হয়ে সচ্ছলতা ফিরে আসে।
৪৮. গফুরের ক্রয়কৃত গরুর জাত কোনটি?
ক. আয়ারশায়ার খ. ব্রাউন সুইস ● হারিয়ানা ঘ. মালতি
৪৯. গফুরের কেনা গরুটির-
i. জিহ্বা ও লেজ কালো
ii. গায়ের রং লাল
iii. উৎপত্তি মিসিসিপিতে
নিচের কোনটি সঠিক?
● i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৫০ নং প্রশ্নের উত্তর দাও।
চট্টগ্রামের ছেলে হাসিব এবার ছুটিতে বাসায় গিয়ে দেখল তার দাদা লাল রংয়ের একটি ছোট ও চ্যাপ্টা শিংওয়ালা গরু ক্রয় করেছে। সে তার দাদার কাছে গরুটি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারল।
৫০. হাসিবের দাদার ক্রয়কৃত গরুটি কোন জাতের?
ক. লাল সিন্ধি ● রেড চিটাগাং গ. হরিয়ানা ঘ. হলস্টেইন ফ্রিজিয়ান
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, বরিশাল,সিলেট দিনাজপুর,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড, এর কমন সাজেশন ২০২৪
চতুর্থ অধ্যায়: বনায়ন
জ্ঞানমূলক প্রশ্ন:
১. প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় একটি দেশে বনভূমি দরকার -মোট আয়তনের ২৫%।
২. বাংলাদেশে মাথাপিছু বনভূমির পরিমাণ- ০.০২ হেক্টর।
৩. আমাদের দেশে প্রাপ্ত উদ্ভিদ প্রজাতির সংখ্যা -প্রায় ৭০০০ টি।
৪. জাতীয় উদ্যান অবস্থিত- ভাওয়াল ও মধুপুরে।
৫. নীল সাগর অবস্থিত— নীলফামারীতে।
৬ . বনবিভাগ নিয়ন্ত্রিত পাহাড়ি বনভূমির পরিমাণ— ৬.৫ লক্ষ হেক্টর।
৭. সমতলভূমির বনের পরিমাণ আমাদের মোট ভূমির- ০.৮১%।
৮. বাংলাদেশের সর্ববৃহৎ বন সুন্দরবন এর আয়তন – ৩,২৮,৬৮০ একর।
৯. ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে– ১৯৯৭ সালে।
১০. পার্বত্য এলাকা ও সিলেটের পাহাড়ি বন অন্তর্ভুক্ত -চিরসবুজ বনের।
১১. আমাদের দেশের পত্রঝরা বনের প্রধান বৃক্ষ- শাল / গজার।
১২. আমলকী, বহেরা ও হরীতকীকে একত্রে বলা হয়— ত্রিফলা।
১৩. বৈজ্ঞানিক পদ্ধতিতে বনভূমিতে গাছ লাগানো , পরিচর্যা ও সংরক্ষণকে বলা হয় – বনায়ন।
১৪. পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন— সুন্দরবন।
১৫. চট্টগ্রামের বেতাগীতে ভূমিহীনদের নিয়ে সামাজিক বনায়ন কার্যক্রম শুরু হয় – ১৯৭৯ সালে।
১৬. সামাজিক বনের উপকারভোগীরা লভ্যাংশ হিসেবে পাবে বনের মোট আয়ের – ৫০ থেকে ৬০ ভাগ।
১৭. ফসলের জমির মাঝে, আইলে যে বৃক্ষ রোপণ করা হয় তাকে বলে– কৃষি বন।
১৮. চারা রোপণের উপযুক্ত সময়- বর্ষাকাল।
১৯. গাছের দৈহিক বৃদ্ধি ঠিক রাখতে ঘনত্ব কমানোকে বলে— থিনিং।
২০. চারা রোপণের প্রথম ধাপ হচ্ছে- স্থান নির্বাচন।
২১. চারা রোপণ স্থানের মাটির আদর্শ অম্লমান- ৬-৭।
২২. ছোট আকারের চারা রোপণ গর্তের আয়তন- ৩০ x ৩০ x ৩০ ঘন সেমি।
২৩. চারার গোড়ায় কচুরিপানা, লতাপাতা বা ঘাস দিয়ে ঢেকে দেওয়াকে বলে- মালচিং।
২৪. নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো গাছের অপ্রয়োজনীয় গাছপালা কর্তন করা হলো- প্রুনিং।
২৫. প্রুনিং পদ্ধতি প্রধানত – ৫ প্রকার।
২৬. কোনো গাছকে একটি শক্ত সুন্দর কাঠামো দেওয়ার জন্য গাছের ডালপালা কর্তন করা হলো- ট্রেনিং।
২৭. ট্রেনিং করা হয় -প্রধানত ৪ ধরনের।
২৮. কাঠ প্রদানকারী গাছসমূহের উচ্চতা বৃদ্ধিতে ট্রেনিং পদ্ধতি- প্রধানত উচ্চ কেন্দ্র ট্রেনিং।
HSC /Alim Common Suggestion 2024
বহুনির্বাচনি প্রশ্ন:
১. ন্যূনতম কী পরিমাণ বনভূমি থাকলে একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে?
ক. ১৫% খ. ২০% ● ২৫% ঘ. ৩৫%
২. বাংলাদেশে মাথাপিছু বনভূমির পরিমাণ কত হেক্টর?
ক. ০.০৭ খ. ০.০৯ গ. ০.১২ ● ০.০২
৩. বাংলাদেশ বনবিভাগ নিয়ন্ত্রিত জমির পরিমাণ কত লক্ষ হেক্টর?
ক. ১৫ খ. ২০ ● ১৬ ঘ. ৩৫
৪. বাংলাদেশের কতটি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই?
ক. ৩৫ খ. ২৮ ● ২৯ ঘ. ৩৫
৫. বাংলাদেশে বনবিভাগ নিয়ন্ত্রিত জমির মধ্যে কত লক্ষ হেক্টর রিজার্ভ বন রয়েছে?
ক. ১৫.৯ খ. ২০.৩ ● ১৪.৩ ঘ. ৩৫.৬
৬. সার্কভুক্ত দেশসমূহের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?
● ভুটান খ. ভারত গ. বাংলাদেশ ঘ. নেপাল
৭. আমাদের দেশে ২০১৭ সালে আহরিত জ্বালানি কাঠের পরিমাণ কত লক্ষ ঘনফুট?
ক. ২২ খ. ২০ ● ১১ ঘ. ৩৫
৮. আমাদের দেশে ২০১৭ সালে আহরিত মধুর পরিমাণ কত হাজার কেজি?
ক. ২২ খ. ২০ ● ৮২ ঘ. ৩৫
৯. আমাদের দেশে ২০১৭ সালে আহরিত গেওয়া কাঠের পরিমাণ কত?
ক. ০.৮ হাজার ঘনফুট ● ০.৭ হাজার ঘনফুট
গ. ১.১ হাজার ঘনফুট ঘ. ১.৩ হাজার ঘনফুট
১০. কর্ণফুলী পেপার মিলে বছরে কত হাজার টন বাঁশ সরবরাহ করতে হয়?
ক. ২২ খ. ২০ ● ৪৬ ঘ. ৩৫
১১. কর্ণফুলী পেপার মিলে বছরে কমপক্ষে কী পরিমাণ কাঠ সরবরাহ করতে হয়?
ক. ৪৩ হাজার ঘনমিটার ● ৫৩ হাজার ঘনমিটার
গ. ৩৫ হাজার ঘনমিটার ঘ. ৪৫ হাজার ঘনমিটার
১২. খুলনা নিউজপ্রিন্ট মিলে বার্ষিক প্রায় কত হাজার ঘনমিটার গেওয়া কাঠ প্রয়োজন হয়?
ক. ২২ খ. ২০ ● ১৬ ঘ. ৩৫
১৩. আমলকী, বহেড়া ও হরীতকীকে একসাথে কি বলা হয়?
ক. ত্রিপদী ● ত্রিফলা গ. ত্রিধারা ঘ. সিনকোনা
১৪. বন বলতে বোঝায়, যা –
i. শুধুমাত্র প্রাকৃতিকভাবে সৃষ্ট
ii. আদি, ব্যাপক ও নিরবিচ্ছিন্ন
iii. বিভিন্ন গাছপালায় আচ্ছাদিতনিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii
১৫. বনের বিশেষ বৈশিষ্ট্য –
i. নিচু বা কাষ্ঠল বৃক্ষ থাকে
ii. পশু-পাখি বাস করে
iii. পোকামাকড় বাস করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii ● ii ও iii ঘ. i, ii ও iii
১৬. চারা রোপণের স্থানের pH মান কত হওয়া প্রয়োজন?
ক. ৪-৫ ● ৬-৭ গ. ৭-৮ ঘ. ৮-৯
১৭. চারা রোপণ করার আগে হালকা রোদে রেখে দেওয়াকে কী বলে?
ক. মালচিং খ. প্রুনিং ● হার্ডেনিং ঘ. থিনিং
১৮. মাঝারি আকারের চারার ক্ষেত্রে গর্তের আকার কত ঘন সেমি হয়?
ক. ৯০ X ৯০ X ৯০ ● ৭০ X ৭০ X ৭০
গ. ৮০ X ৮০ X ৮০ ঘ. ৬০ X ৬০ X ৬০
১৯. ছোট আকারের চারা রোপণের ক্ষেত্রে কত ঘন সেমি আকারের গর্ত তৈরি করতে হয়?
ক. ৯০ X ৯০ X ৯০ ● ৫০ X ৫০ X ৫০
গ. ৮০ X ৮০ X ৮০ ঘ. ৬০ X ৬০ X ৬০
২০. বিভিন্ন প্রকার জীবের প্রাকৃতিক উপস্থিতি, বিস্তৃতি এবং আনুপাতিক ও পারস্পরিক সহাবস্থানকে কী বলে?
ক. জীববিজ্ঞান ● জীববৈচিত্র্য গ. জীব পরিবেশ ঘ. জীবমিথষ্ক্রিয়া
২১. বেসরকারি মতে আমাদের দেশের প্রকৃত বনভূমির পরিমাণ কত শতাংশ?
ক. ২২ খ. ২০ ● ১১ ঘ. ৩৫
২২. এক হেক্টর সবুজ বনভূমি থেকে দৈনিক কত কেজি অক্সিজেন পাওয়া যায়?
ক. ২২০-৫৫০ খ. ২০০-৫০০ ● ৬০০-৬৫০ ঘ. ৩৫০-৫০০
২৩. বাংলাদেশের কোন জেলায় নীলসাগর অবস্থিত?
ক. দিনাজপুর খ. সিলেট গ. লালমনিরহাট ● নীলফামারী
২৪. হিমছড়ি কোন জেলায় অবস্থিত?
ক. দিনাজপুর খ. সিলেট গ. লালমনিরহাট ● কক্সবাজার
২৫. সোহাগ দিনাজপুর জেলায় বাস করে। নিচের কোনটি সোহাগদের জেলার প্রাকৃতিক ভ্রমণ কেন্দ্র?
● রামসাগর খ. নীলসাগর গ. বোটানিক্যাল গার্ডেন ঘ. বলধা গার্ডেন
২৬. আমাদের দেশে প্রায় কত প্রজাতির পাখি রয়েছে?
ক. ২২৯ খ. ২০৬ ● ৫৭৯ ঘ. ৩৫৮
২৭. বাংলাদেশে প্রায় কত প্রজাতির উভচর প্রাণী রয়েছে?
ক. ২২ খ. ২০ ● ১৯ ঘ. ৩৫
২৮. আমাদের দেশে প্রায় কত প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে?
ক. ২২৮ খ. ২০৫ ● ১২৫ ঘ. ৩৫৮
২৯. বাংলাদেশে প্রায় কত প্রজাতির মাছ পাওয়া যায়?
ক. ২২০০ খ. ২০০০ ● ৫০০০ ঘ. ৩৫০০
৩০. আমাদের দেশে প্রায় কত প্রজাতির সরীসৃপ রয়েছে?
ক. ২২০ খ. ২০০ ● ১২৪ ঘ. ৩৫০
৩১. বৃষ্টিপাত বৃদ্ধির কারণ—
i. গাছের প্রস্বেদন বৃদ্ধি
ii. ঘন নিবিড় বনাঞ্চল
iii. জলীয় বাষ্পের আধিক্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ● i, ii ও iii
৩২. রোপণ গর্তে ইউরিয়া সার প্রয়োগের কতদিন পর চারা রোপণ করতে হয়?
ক. ৪-৫ ● ২-৩ গ. ৭-৮ ঘ. ৮-৯
৩৩. কখন চারা রোপণ করতে হয়?
ক. সকালে ● বিকালে গ. দুপুরে ঘ. রাতে
৩৪. চারা রোপণ পরবর্তী পরিচর্যা কোনটি?
ক. গর্ত খনন খ. রোপণ গর্তে সার প্রয়োগ গ. স্থান নির্বাচন ● পানি সেচ
৩৫. শুষ্ক মৌসুমে কতদিন পর পর চারার গোড়ায় পানি দিতে হবে?
ক. ২ খ. ৩ ● ১ ঘ. ৫
৩৬. বনায়নের ক্ষেত্রে চারার বেড়াটি কত সেমি উঁচু হওয়া প্রয়োজন?
ক. ৭৮৬ খ. ৫৬০ ● ১০০ ঘ. ৯৯৫
৩৭. গাছকে একটি শক্ত সুন্দর কাঠামো দেওয়ার জন্য ডালপালা কর্তন করাকে কী বলে?
ক. মালচিং ● ট্রেনিং গ. প্রুনিং ঘ. ড্রেসিং
৩৮. নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো গাছের অপ্রয়োজনীয় ডালপালা কর্তন করাকে কী বলে?
ক. মালচিং খ. ট্রেনিং ● প্রুনিং ঘ. ড্রেসিং
৩৯. কোন বৃক্ষে হালকা প্রুনিং করা হয়?
● শাল খ. জাম গ. লিচু ঘ. ইপিল-ইপিল
৪০. মধ্যম প্রুনিং করা হয় কোন বৃক্ষে?
ক. শাল খ. জাম ● লিচু ঘ. ইপিল-ইপিল
৪১. কোন গাছটি গভীর প্রুনিং করা হয়?
ক. শাল খ. জাম গ. লিচু ● ইপিল-ইপিল
৪২. প্রাকৃতিক বৈশিষ্ট্য ও সৃজন পদ্ধতি অনুসারে বন প্রধানত কত প্রকার?
ক. ৩ খ. ৫ ● ২ ঘ. ৯
৪৩. নিচের কোন জেলায় পাহাড়ি বন রয়েছে?
ক. দিনাজপুর খ. সিলেট গ. লালমনিরহাট ● মৌলভীবাজার
৪৪. পাহাড়ি বনভূমির পরিমাণ আমাদের দেশের মোট আয়তনের কত শতাংশ?
ক. ৩.৫ খ. ৫.৮ ● ৯.৩ ঘ. ৯.৭
৪৫. বন বিভাগ নিয়ন্ত্রিত পাহাড়ি বনভূমির পরিমাণ প্রায় কত লক্ষ হেক্টর?
ক. ৩.৭ খ. ৫.৯ ● ৬.৫ ঘ. ৯.৯
৪৬. বন বিভাগ নিয়ন্ত্রিত বনভূমির কত শতাংশ পাহাড়ি বনভূমি?
ক. ৩০ খ. ৫০ ● ৪০ ঘ. ৯০
৪৭. সেগুন, গর্জন ইত্যাদি উদ্ভিদ প্রধানত কোন বনে পাওয়া যায়?
● পাহাড়ি বনে খ. শাল বনে গ. সমতল বনে ঘ. ম্যানগ্রোভ বনে
৪৮. কোন জেলায় শালবন রয়েছে?
● দিনাজপুর খ. সিলেট গ. লালমনিরহাট ঘ. মৌলভীবাজার
৪৯. গাজীপুরে কোন বনটি অবস্থিত?
● ভাওয়াল বন খ. শাল বন গ. সমতল বন ঘ. ম্যানগ্রোভ বন
৫০. সমতলভূমির বনের পরিমাণ আমাদের দেশে মোট ভূমির কত শতাংশ?
ক. ০.৭৭ খ. ৯.৯৮ ● ০.৮১ ঘ. ০.৯৯
আজকের সাজেশস: ২০২৪ এইচএসসি কৃষিশিক্ষা ২য় পত্র পরীক্ষার সাজেশন, ২০২৪ এইচএসসি বর্ষ কৃষিশিক্ষা ২য় পত্র সাজেশন,
এইচএসসি কৃষিশিক্ষা ২য় পত্র স্পেশাল সাজেশন ২০২৪, hsc Agricultural 2nd paper suggestion 2024
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও