এইচএসসি প্রস্তুতি : বাংলা ১ম পত্র
কবিতা সাম্যবাদী জ্ঞান মূলক প্রশ্ন উত্তর
১। ভারত সরকার কত সালে কাজী নজরুল ইসলামকে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত করে?
উত্তর : ভারত সরকার ১৯৬০ সালে কাজী নজরুল ইসলামকে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত করে।
২। সাম্যবাদী কবিতাটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলির কোন খণ্ডে আছে?
উত্তর : সাম্যবাদী কবিতাটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলির প্রথম খণ্ডে আছে।
৩। সাম্যবাদী কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়েছে?
উত্তর : সাম্যবাদী কাব্যগ্রন্থটি ১৯২৫ সালে প্রকাশিত হয়।
৪। কবি সাম্যের গান গেয়ে গোটা সমাজকে কী করতে চান?
উত্তর : কবি সাম্যের গান গেয়ে গোটা সমাজকে ঐক্যবদ্ধ করতে চান।
৫। মানুষ পরস্পরকে দূরে ঠেলে দেয় কিসের দোহাই দিয়ে?
উত্তর : ধর্ম-বর্ণ-গোষ্ঠীর দোহাই দিয়ে মানুষ পরস্পরকে দূরে ঠেলে দেয়।
৬। মানুষ কাকে ব্যবহার করে রাজনীতি করছে?
উত্তর : মানুষ সম্প্রদায়কে ব্যবহার করে রাজনীতি করছে।
৭। কবির স্বোপার্জিত অনুভব কী?
উত্তর : কবির স্বোপার্জিত অনুভব হচ্ছে, মানুষের হৃদয়ের চেয়ে শ্রেষ্ঠ কোনো তীর্থ নেই।
৮। সাম্যবাদী কবিতায় কোথায় তাজা ফুল ফোটার কথা বলা হয়েছে?
উত্তর : সাম্যবাদী কবিতায় পথে তাজা ফুল ফোটার কথা বলা হয়েছে।
৯। সাম্যবাদী কবিতায় নীলাচলের অবস্থান কোথায়?
উত্তর : সাম্যবাদী কবিতায় নীলাচলের অবস্থান হৃদয়ে।
১০। ঈসা-মুসা সত্যের পরিচয় পেয়েছেন কোথায়?
উত্তর : ঈসা-মুসা হৃদয়ে সত্যের পরিচয় পেয়েছেন।
১১। পেটে-পিঠে, কাঁধে-মগজে খুশিমতো কী বইবার কথা বলা হয়েছে?
উত্তর : পেটে-পিঠে, কাঁধে-মগজে খুশিমতো কেতাব বইবার কথা বলা হয়েছে।
১২। সাম্যবাদী কবিতায় দর-কষাকষি হয় কোথায়?
উত্তর : সাম্যবাদী কবিতায় দর-কষাকষি হয় দোকানে।
১৩। হৃদয়ের ধ্যানগুহায় কে বসেছেন?
উত্তর : হৃদয়ের ধ্যানগুহায় শাক্যমুনি বসেছেন।
১৪। সাম্যবাদী কবিতায় কার রাজ্য ত্যাগের কথা আছে?
উত্তর : সাম্যবাদী কবিতায় শাক্যমুনির রাজ্য ত্যাগের কথা আছে।
১৫। কন্দরে বসে কে আহ্বান শুনতেন?
উত্তর : কন্দরে বসে আরব দুলাল আহ্বান শুনতেন।
১৬। অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে কে হাসছেন?
উত্তর : দেবতা-ঠাকুর অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে বসে হাসছেন।
১৭। মৃত পুঁথি কঙ্কালে কাকে খোঁজা হয়?
উত্তর : মৃত পুঁথি কঙ্কালে দেবতা ঠাকুরকে খোঁজা হয়।
১৮। ঈশ্বরকে পেতে মানুষ কোথায় শূল হেনেছে?
উত্তর : ঈশ্বরকে পেতে মানুষ মগজে শূল হেনেছে।
১৯। হৃদয় সব দেবতার কী?
উত্তর : হৃদয় সব দেবতার দেউল।
২০। পারস্য বা ইরানের নাগরিকদের কী বলা হয়?
উত্তর : পারস্য বা ইরানের নাগরিকদের পার্সি বলা হয়ে থাকে
২১। প্রাচীন হিব্রু বা জু জাতি ও ধর্ম সম্প্রদায়ের মানুষ কী নামে পরিচিত?
উত্তর : প্রাচীন হিব্রু বা জু জাতি ও ধর্ম সম্প্রদায়ের মানুষ ইহুদি নামে পরিচিত।
২২। সাম্যবাদী কবিতায় কোন বস্তুবাদী দার্শনিক ও মুনির কথা বলা হয়েছে?
উত্তর : সাম্যবাদী কবিতায় কবি চার্বাক নামে বস্তুবাদী দার্শনিক ও মুনির কথা বলা হয়েছে।
২৩। বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষ বা অবতারকে কী বলা হয়?
উত্তর : বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষ বা অবতারকে যুগাবতার বলা হয়েছে।
২৪। বায়তুল মোকাদ্দাস কোন কোন সম্প্রদায়ের পুণ্যস্থান?
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
উত্তর : বায়তুল মোকাদ্দাস মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের নিকট পুণ্যস্থান।
২৫। কোন পাহাড়ের পরিসীমা নির্ধারণ করা যায়নি?
উত্তর : নীলাচল পাহাড়ের পরিসীমা নির্ধারণ করা যায়নি।
২৬। মহাবীর প্রতিষ্ঠিত ধর্মমতাবলম্বী জাতি কী নামে পরিচিত?
উত্তর : মহাবীর প্রতিষ্ঠিত ধর্মমতাবলম্বীরা জৈন জাতি নামে পরিচিত।
২৭। কনফুসিয়াস কে ছিলেন?
উত্তর : কনফুসিয়াস ছিলেন চীনা দার্শনিক।
২৮। বেদ, আত্মা, পরলোক ইত্যাদিতে আস্থাশীল ছিলেন না কে?
উত্তর : চার্বাক বেদ, আত্মা, পরলোক ইত্যাদিতে আস্থাশীল ছিলেন না।
২৯। কাশী কোন সম্প্রদায়ের পবিত্র স্থান?
উত্তর : কাশী হিন্দু সম্প্রদায়ের পবিত্র স্থান।
৩০। আরব দুলাল বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর : আরব দুলাল বলতে হযরত মুহম্মদ (সা.) কে বোঝানো হয়েছে।
৩১। সনাতন ধর্মের অবতার শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী কী নামে পরিচিত?
উত্তর : সনাতন ধর্মের অবতার শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণীকে শ্রীমদ্ভগবদ্গীতা বলা হয়।
৩২। পারস্যের অগ্নি উপাসকদের ধর্ম গ্রন্থের নাম কী?
উত্তর : পারস্যের অগ্নি উপাসকদের ধর্ম গ্রন্থের নাম আবেস্তা।
৩৩। পারস্যের অগ্নি উপাসকদের ভাষার নাম কী?
উত্তর : পারস্যের অগ্নি উপাসকদের ভাষা হচ্ছে জেন্দা।
৩৪। বুদ্ধদেবকে শাক্যমুনি বলার কারণ কী?
উত্তর : শাক বংশে জন্ম হওয়ার কারণে বুদ্ধদেবকে শাক্যমুনি বলা হয়।
৩৫। কোরআনের সাম-গান অর্থ কী?
উত্তর : কোরআনের সাম-গান অর্থ পবিত্র কোরআনের সাম্যের বাণী।
৩৬। বাঁশির কিশোর কে?
উত্তর : বাঁশির কিশোর সনাতন ধর্মের অবতার শ্রীকৃষ্ণ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- ১১ম -১২ম শ্রেণীর এইচএসসি ও আলিম এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ১০ম শ্রেণীর এসএসসি ও দাখিল এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৬ষ্ঠ ,৭ম,৮ম ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ , degree 3rd year islamic studies 5th paper suggestion,ডিগ্রি ৩য় বর্ষ ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন, ডিগ্রী ৩য় বর্ষের ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন PDF Download
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 politics and citizenship solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week politics and citizenship solution 2022]
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 bangladesh and world identity solution (6th week) 2022
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 science solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week science solution 2022]
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 finance and banking solution (6th week) 2022
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির জীববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির জীববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 biology solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week biology solution 2022]