এইচএসসি প্রস্তুতি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র অধ্যায়: ১ম ও ২য় বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর

প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়

ব্যবসায় মৌলিক ধারণা ও ব্যবসায় পরিবেশ

ব হু  নি র্বা চ নী  প্র শ্ন

১।   কোনটি কারবারের বৈশিষ্ট্য নয়?

     ক) মুনাফা   

     খ) গতিশীল দৃষ্টিভঙ্গি  গ) ঝুঁকি    

     ঘ) উপযোগ সৃষ্টি    

২।   পর্যায়িতকরণে পণ্যদ্রব্য বাছাই করা হয় কিসের ভিত্তিতে?

     ক) গুণগত মান     

     খ) পণ্যের নাম     

     গ) পণ্যের প্রকৃতি

     ঘ) পণ্যের দাম     

৩।   ব্যবসায় সংগঠন ও পরিচালনার প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করেন কে?

     ক) ব্যাংকার  খ) ঋণগ্রহীতা গ) উদ্যোক্তা   

     ঘ) দালাল   

৪।   কোনটি ব্যবসায়ের কাজ নয়?

     ক) বাজারজাতকরণ 

     খ) অর্থসংস্থান

     গ) গুদামজাতকরণ    ঘ) সহযোগিতাকরণ  

৫।   ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ছাত্র-ছাত্রীদের প্রধান উদ্দেশ্য হলো—

     ক) ব্যবসায় সংক্রান্ত বিভিন্ন জ্ঞান আহরণ করা   খ) ভবিষ্যতে রাজনীতিবিদ হওয়া

     গ) ভবিষ্যতে ব্যবসায়ের মালিক হওয়া

     ঘ) ভবিষ্যতে ব্যবস্থাপক হওয়া           

৬।   মৎস্য ধরা কোন শিল্পের অন্তর্ভুক্ত?

     ক) প্রজননশিল্প     

     খ) উত্তোলনশিল্প    

     গ) নির্মাণশিল্প

     ঘ) উৎপাদনশিল্প    

৭।   মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাস্ট বেআইনি ঘোষিত হওয়ার পর ব্যবসায়ীরা যে নতুন ব্যবসায় জোট উদ্ভাবন

     করেন সেটি হচ্ছে—

     ক) কার্টেল         খ) পুল      গ) উৎপাদন সংঘ   

     ঘ) হোল্ডিং কম্পানি   

৮।   নিম্নের কোন ধাপগুলো দূর করা বাণিজ্যের প্রধান কাজ?

     ক) ব্যক্তি     খ) সময়, স্থান ও বিনিময়    গ) তথ্য     ঘ) ক, খ ও গ    

৯।   সাবান তৈরি কোন ধরনের শিল্প?

     ক) বিশ্লেষণমূলক শিল্প খ) যৌগিক শিল্প    

     গ) প্রক্রিয়াগত শিল্প

     ঘ) গঠনমূলক শিল্প  

১০।  মৎস্য চাষ কোন ধরনের শিল্প?

     ক) উৎপাদনশিল্প

     খ) উত্তোলনশিল্প    

     গ) সংযোজনশিল্প    ঘ) প্রজননশিল্প     

১১।  ঢাকা বিশ্ববিদ্যালয় একটি

     ক) পাবলিক লিমিটেড কম্পানি

     খ) সমবায়

     গ) জয়েন্টভেঞ্চার কম্পানি     ঘ) কোনোটিই নয়   

১২।  কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়?

     ক) মুনাফা         খ) ঝুঁকি     গ) গতিশীলতার দৃষ্টিভঙ্গি     ঘ) উপযোগ সৃষ্টি    

১৩।  নিম্নের কোনটি ব্যবসায়ের সংজ্ঞাভুক্ত নয়?

     ক) উৎপাদন

     খ) পরিবহন   গ) বণ্টন     ঘ) ভোগ    

১৪।  ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?

     ক) মুনাফা অর্জন    

     খ) সমাজসেবা

     গ) কর্মসংস্থান

     ঘ) সবগুলো  

১৫।  ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কী?

     ক) মুনাফা অর্জন    

     খ) সমাজসেবা     

     গ) কর্মসংস্থান

     ঘ) ক্ষমতা বৃদ্ধি     

১৬।  গুদামজাতকরণ দ্বারা দূরীভূত হয়?

     ক) স্থানগত প্রতিবন্ধকতা      খ) সময়গত প্রতিবন্ধকতা

     গ) ঝুঁকিগত প্রতিবন্ধকতা     ঘ) অর্থসংক্রান্ত প্রতিবন্ধকতা   

১৭।  ব্যবসায়ের মৌলিক উপাদান কোনটি?

     ক) ঝুঁকি    

     খ) বিনিময়  

     গ) অর্থ উপার্জন    

     ঘ) এই সবগুলো    

১৮।  কোনটি ব্যবসায়ের অপরিহার্য বৈশিষ্ট্য নয়?

     ক) ঝুঁকি গ্রহণ

     খ) মুনাফা অর্জন     গ) মানবতার সেবা   ঘ) সেবা প্রদান

১৯।  ব্যবসায়ের সংজ্ঞানুসারে নিম্নের কোনটি ব্যবসায়?

     ক) পরামর্শ দান    

     খ) বিমান চলাচল    গ) ব্যবস্থাপনা বিভাগ ঘ) ক + খ  

২০।  ব্যবসায় সংগঠন ও পরিচালনার প্রয়োজনীয় ঝুঁকি কে গ্রহণ করেন?

     ক) ব্যবস্থাপক

     খ) পরিচালক 

     গ) উদ্যোক্তা 

     ঘ) তৃতীয় পক্ষ

২১।  কোনটি কারবারের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয়?

     ক) মুনাফা   

     খ) উপযোগ সৃষ্টি     গ) ঝুঁকি     ঘ) সাহস   

২২।  কোনটি কারবারের অপরিহার্য উপাদান নয়?

     ক) উপযোগ সৃষ্টি     খ) ঝুঁকি    

     গ) অনিশ্চয়তা 

     ঘ) প্রতিযোগিতা     

২৩।  নার্সারি কোন ধরনের শিল্প?

     ক) সেবা পরিবেশক শিল্প     খ) প্রজনন শিল্প    

     গ) প্রাকৃতিক শিল্প    ঘ) সার্জন শিল্প    

২৪।  জনাব করিম তাঁর ব্যক্তিগত গাড়িটি বিক্রয় করলেন এবং ১০ হাজার টাকা লাভ করলেন।

     জনাব করিম যা করলেন তাকে বলা যেতে পারে—

     ক) কারবার   খ) বাণিজ্য গ) বিনিয়োগ    

     ঘ) কোনোটিই নয়   

২৫।  আইন-শৃঙ্খলা পরিস্থিতি কারবারের কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে?

     ক) রাজনৈতিক পরিবেশ খ) সামাজিক পরিবেশ গ) অর্থনৈতিক পরিবেশ      ঘ) আইনগত পরিবেশ

২৬।  গুদামজাতকরণ—উপযোগ সৃষ্টি করে।

     ক) সময়গত  

     খ) স্থানগত  

     গ) রূপগত   ঘ) স্বত্বগত  

২৭।- বলেন মানুষ যেমন একমাত্র খাবারের উদ্দেশ্যেই পৃথিবীতে বেঁচে থাকে না, তেমনি মুনাফা

     অর্জনই ব্যবসায়ের একমাত্র উদ্দেশ্য হতে পারে না।

     ক) L. F. Urwick          খ) P. F. Drucker         গ) H. Simon ঘ) A. Maslow                       

২৮।  ব্যবসায়ের সমীকরণটি হচ্ছে—

kalerkantho

২৯।  ‘শিল্পকে শুধুমাত্র পয়সা সংগ্রহের যন্ত্র হিসেবে গণ্য করার দিন গত হয়েছে।’ উক্তিটি করেছেন—

     ক) Adam Smith          খ) Oliver Sheldon      গ) P. F. Drucker    ঘ) L. F. Urwick         

৩০।  বৈশিষ্ট্য ও মালিকানা ভিত্তিতে ব্যবসায় সংগঠন—

     ক) তিন প্রকার     

     খ) পাঁচ প্রকার     

     গ) আট প্রকার     

     ঘ) সাত প্রকার

৩১।  ব্যবসায়ের স্বাভাবিক প্রকৃতি কয়টি?

     ক) একটি          খ) দুইটি    

     গ) অভ্যন্তরীণ প্রকৃতি ঘ) বাহ্যিক প্রকৃতি   

৩২।  ব্যবসায়ের আওতায় কী কী অন্তর্ভুক্ত থাকে?

     ক) কৃষিকাজ  

     খ) শিল্পকাজ

     গ) পাবলিসিটি

     ঘ) শিল্প-বাণিজ্য প্রত্যক্ষ সেবাকর্ম ও পেশা   

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. খ ২. গ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. খ ১০. ঘ  ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. ঘ ২০. গ ২১. ঘ ২২. ঘ ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. খ ৩০. ঘ  ৩১. খ ৩২ ঘ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৩৩।  ব্যাবসায়িক পরিবেশের মৌলিক উপাদান কয়টি?

     ক) ১টি      খ) ২টি      গ) ৩টি      ঘ) ৬টি

৩৪।  ব্যাবসায়িক নৈতিকতা হচ্ছে—

     ক) পরবর্তীতে উল্লিখিত সবগুলোই    

     খ) সমাজ ও পরিবেশ বিনষ্টকারী কার্যকলাপ থেকে বিরত থাকা

     গ) সঠিক মাপ ও ওজনে পণ্য বিক্রয় করা   

     ঘ) অন্যায় ও অসম প্রতিযোগিতা থেকে বিরত থাকা   

৩৫।  ব্যাবসায়িক মূল্যবোধের পার্থক্য হতে পারে—

     ক) আইনগত কারণে   খ) ভৌগোলিক অবস্থার কারণে

     গ) শিক্ষা-সংস্কৃতির কারণে

     ঘ) আর্থিক অবস্থা ও জীবনযাত্রার মানের কারণে     

৩৬।  কোনটি কারবারের সামাজিক উদ্দেশ্য?

     ক) মুনাফা অর্জন    

     খ) মূলধন বিনিয়োগ   গ) ন্যায্যা মূল্যে পণ্য সরবরাহ

     ঘ) শ্রম নিয়োগ     

৩৭।  ব্যবসায় সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য সর্বাধিক প্রয়োজন—

     ক) অর্থসংস্থান 

     খ) উন্নত প্রযুক্তি    

     গ) সুষ্ঠু ব্যবস্থাপনা

     ঘ) সহায়ক আইন    

৩৮।  ব্যবসায় কী ধরনের প্রক্রিয়া?

     ক) বাণিজ্যিক  খ) উৎপাদন গ) সামাজিক

     ঘ) হস্তান্তর   

৩৯।  ব্যবসায়ের আবেদন

     ক) ব্যক্তিক     খ) অর্থনৈতিক গ) সামাজিক     

     ঘ) ব্যক্তিক ও সামষ্টিক     

৪০।  জীবিকা অর্জনের সহজতম ও স্বাধীন পেশা

     ক) কৃষি     খ) চাকরি    গ) ব্যবসা    ঘ) দালালি  

৪১।  TCB-র পূর্ণনাম কোনটি?

     ক) Tobacco Company of Bangladesh         

খ) Trading Corporation of Bangladesh

     গ) Trade Centre of Bangladesh

     ঘ) Thana complex of Bangladesh

৪২।  মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়?

     ক) ৪ খ) ৫  গ) ৬ ঘ) ৭

৪৩।  ব্যবসায় শুরুর পেছনে যে বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ তা হলো—

     ক) পুঁজি      খ) মনোবল  

     গ) উদ্যোক্তা  ঘ) আত্মবিশ্বাস

৪৪।  রাজশাহীর আম ঢাকায় নিলে যে উপযোগ সৃষ্টি হয়—

     ক) স্থানগত   খ) সময়গত   গ) স্বত্বগত     ঘ) আকৃতিগত    

৪৫।  গুদামজাতকরণের মাধ্যমে কী ধরনের উপযোগ সৃষ্টি হয়?

     ক) স্থানগত  খ) সময়গত    গ) স্বত্বগত     ঘ) আকৃতিগত    

৪৬।  ব্যবসায়ের কার্যাবলি হলো—

     ক) অর্থসংস্থান

     খ) ঝুঁকি গ্রহণ

     গ) বিনিয়োগ

     ঘ) সবগুলো  

৪৭।  ব্যবসায়ের ঝুঁকি গ্রহণকারীকে বলা হয়—

     ক) পরিচালক

     খ) উদ্যোক্তা 

     গ) ব্যবস্থাপক ঘ) কর্মী    

৪৮।  মৎস্য ধরা কোন শিল্পের অন্তর্ভুক্ত?

     ক) প্রজনন শিল্প    

     খ) উৎপাদন শিল্প    গ) নিষ্কাশন শিল্প   

     ঘ) নির্মাণ শিল্প    

৪৯।  পরিবহন সৃষ্টি করে—

     ক) সময়গত উপযোগ খ) রূপগত উপযোগ   গ) স্থানগত উপযোগ   ঘ) সময় ও রূপগত উপযোগ

৫০।  বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সাহায্যকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি?

     ক) বিটিএমসি

     খ) বিডাব্লিউডিসি     গ) বিপিটিসি  

     ঘ) টিসিবি   

৫১।  ব্যবসায়ের অপরিহার্য উপাদান নয়—

     ক) সংগঠন   খ) ঝুঁকি     গ) দাতব্য সেবা     ঘ) উদ্যোগ  

৫২।  বিদ্যুৎ শক্তি উৎপাদন ও সরবরাহ কাজে নিয়োজিত—

     ক) সেবা শিল্প

     খ) নিষ্কাশন শিল্প    গ) প্রজনন শিল্প    

     ঘ) কোনোটিই নয়   

৫৩।  অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত নয়—

     ক) অর্থনৈতিক মন্দা   খ) অর্থ ও ঋণ ব্যবস্থা গ) প্রাথমিক শিল্প   

     ঘ) শ্রম ও মানব সম্পদ     

৫৪।  নিচের কোনটি কারবারের উদ্দেশ্য নয়?

     ক) মুনাফা অর্জন     খ) সেবা প্রদান     

     গ) সামাজিক কল্যাণ   ঘ) দুর্নীতি করা

৫৫।  একমালিকানা কারবারের প্রধান বৈশিষ্ট্য হলো—

     ক) যৌথ মালিকানা   খ) একক মালিকানা   গ) অসীম দায়দায়িত্ব ঘ) অধিক সুবিধাজনক

৫৬।  শিল্পের প্রধান কাজ হচ্ছে—

     ক) বাণিজ্যের ব্যক্তিগত বাধা দূর করা

     খ) রূপগত উপযোগ সৃষ্টি করা

     গ) স্থানগত বাধা দূর করা    ঘ) কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা    

৫৭।  উৎপাদনের জটিলতম উপাদান হলো—

     ক) জমি     খ) শ্রমিক-কর্মী গ) পুঁজি     ঘ) যন্ত্রপাতি  

৫৮।  কোনটি শিল্পের আওতাভুক্ত নয়?

     ক) প্রজনন    খ) নিষ্কাশন   গ) নির্মাণ   

     ঘ) আমদানি রপ্তানি  

৫৯।  কোনটি কারবারের সামাজিক উদ্দেশ্য?

     ক) মুনাফা অর্জন     খ) মূলধন বিনিয়োগ   গ) ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ

     ঘ) শ্রম নিয়োগ     

৬০।  কারবার সংগঠনের ধরন নির্বাচনে কোনটি বিবেচ্য?

     ক) মূলধনের পরিমাণ  খ) কারবারের উদ্দেশ্য গ) কার্যাবলি নিয়ন্ত্রণ

     ঘ) সারল্য   

৬১।  কোনটি সাধারণভাবে ঝুঁকিগত প্রতিবন্ধকতা

     ক) পণ্য পরিবহনের সময় বিনষ্ট হওয়ার সম্ভাবনা     খ) স্থানগত দূরত্ব

     গ) দক্ষ কর্মীর স্বল্পতা      ঘ) চাহিদার পরিবর্তন

৬২।  ব্যবসায়ের মাধ্যমে সৃষ্টি হয়—

     ক) চাহিদা      

     খ) যোগান  

     গ) চাহিদা ও যোগান

     ঘ) উপযোগিতা

৬৩।  ব্যক্তিগত বাধা দূরীকরণে যাবতীয় ক্রয়-বিক্রয় কার্যকে বলা হয়—

     ক) বাণিজ্য    খ) বিনিময়   গ) বিপণন    ঘ) আমদানি

৬৪।  কোনটি ব্যক্তিকেন্দ্রিক সংগঠন নয়?

     ক) ব্যবসায় জোট    খ) সমবায়  

     গ) যৌথ মূলধনী কোম্পানি

     ঘ) মন্ত্রণালয়       

৬৫।  ব্যবসায়ের সামাজিক দায়িত্বের আওতায় পড়ে না

     ক) সরকারি রাজস্ব প্রদান     খ) মূল্য স্থিতিশীল রাখা      গ) শিক্ষার সুযোগ সৃষ্টি

     ঘ) অধিক মুনাফা অর্জন    

৬৬।  ব্যবসায় নৈতিকতা হচ্ছে—

     ক) ব্যবসায় ন্যায়নীতি মেনে চলা    

     খ) ব্যক্তিগত নীতি মেনে চলা

     গ) প্রাতিষ্ঠানিক নীতি মেনে চলা     

     ঘ) আইন মেনে চলা  

৬৭।  ব্যবসায়ের বিনিময় ও বণ্টন প্রক্রিয়াকে বলা হয়—

     ক) বিপণন   

     খ) কারবার   গ) বাণিজ্য   ঘ) বাণিজ্য ও পরিবহন     

৬৮।  ব্যবসায় শুরু করার জন্য যিনি অগ্রণী ভূমিকা পালন করেন তিনি হলেন

     ক) ব্যবস্থাপক 

     খ) কারবারি  

     গ) উদ্যোক্তা 

     ঘ) পুঁজির মালিক    

৬৯।  কোনটি ব্যবসায়ের মুনাফা অর্জনকে বিশেষভাবে প্রভাবিত করে?

     ক) অনিশ্চয়তা খ) ঝুঁকি     গ) A ও B উভয়ই   ঘ) নিশ্চয়তা       

৭০।  যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ থেকে বিভিন্ন উপায়ে বা পর্যায়ে এর আকার বা রূপগত উপযোগ

     সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করা হয় তাকে বলা হয়

     ক) ব্যবসায়    খ) শিল্প    গ) বাণিজ্য     ঘ) কারখানা

৭১।  কোনটি শিল্প নয়?

     ক) নির্মাণ    খ) প্রজনন    গ) কৃষি     ঘ) পণ্য মজুদ

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর :  ৩৩. ঘ ৩৪. ক ৩৫. ঘ ৩৬. গ ৩৭. গ ৩৮. গ ৩৯. ঘ ৪০. গ  ৪১. খ ৪২. খ ৪৩. গ ৪৪. ক ৪৫. খ ৪৬. ঘ ৪৭. খ ৪৮. গ ৪৯. গ ৫০. ঘ  ৫১. গ ৫২. ক ৫৩. ক ৫৪. ঘ ৫৫. খ ৫৬. খ ৫৭. খ ৫৮. ঘ ৫৯. গ ৬০. ক  ৬১. ক ৬২. ঘ ৬৩. খ ৬৪. ঘ ৬৫. ঘ ৬৬. ক ৬৭. গ ৬৮. গ ৬৯. গ ৭০. খ  ৭১. ঘ। 

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

Leave a Comment