এইচএসসি ফিন্যান্স ও ব্যাংকিং ১ম পত্র ফাইনাল সাজেশন, ডাউনলোড করুন hsc পরীক্ষার নতুন সাজেশন ফিন্যান্স ও ব্যাংকিং ১ম পত্র

এইচএসসি ফিন্যান্স ও ব্যাংকিং ১ম পত্র ফাইনাল সাজেশন, ডাউনলোড করুন hsc পরীক্ষার নতুন সাজেশন ফিন্যান্স ও ব্যাংকিং ১ম পত্র, HSC Finance and banking 1st paper special short suggestions, ফিন্যান্স ও ব্যাংকিং ১ম পত্র সাজেশন এইচএসসি

এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র সাজেশন ২০২৪

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সুপার সাজেশন ২০২৪
বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি
[ ২০২৪ এর সিলেবাস অনুযায়ী]
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র (Finance & Banking 1st Paper) সুপার সাজেশন ২০২৪
subject code: 292
২০২৪ এর এইচএসসি ১০০% কমন সাজেশন

এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র সাজেশন,ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র এইচএসসি সাজেশন, চূড়ান্ত সাজেশন এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র, hsc ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র সাজেশন pdf, এইচএসসি ১০০% কমন ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র সাজেশন,

এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র এইচএসসি সাজেশন ২০২৪

1
2
3

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র এইচএসসি সুপার সাজেশন pdf download ২০২৪

4
5

6

যৌথ মূলধনি ব্যবসায়ের অর্থায়নের সামগ্রিক ধারণা ব্যাখ্যাকরণ।

শিখনফলঃ

  • অর্থায়নের ধারণা ব্যাখ্যা করতে হবে।
  • অর্থায়নে কার্যাবলি বিশ্লেষণ করতে হবে।
  • অর্থায়নের নীতিসমূহ ব্যাখ্যা কতে হবে।
  • অর্থায়নের লক্ষ্য ব্যাখ্যা করতে পারবে।

নির্দেশনাঃ

  1. যৌথ মূলধনি কোম্পানির অর্থায়নের ধারণা বর্ণনা।
  2. যৌথ মূলধনি কোম্পানির অর্থায়নের কার্যাবলির বর্ণনা।
  3. মূলধনি কোম্পানির অর্থায়নের নীতিসমূহের বর্ণনা।
  4. যৌথ মূলধনি কোম্পানির অার্থায়নের লক্ষ্য বর্ণনা।

উত্তর: লিংক

অর্থের সময় মূল্যের ভিত্তিতে বিনিয়ােগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া

শিখনফলঃ

  • অর্থের সময় মূল্যের ধারণা। ব্যাখ্যা করতে পারবে।
  • • অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে পারবে।
  • অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় তে পারবে।
  • অ্যানুইটির বর্তমান মূল্য ও ভবিষ্যৎ গ্রহণের মূল্য নির্ণয় করতে পারবে।

নির্দেশনাঃ

জনাব আরশাদ ঢাকার বনানীতে একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করতে চান। একটি অ্যাপার্টমেন্ট কোম্পানি তাকে ৪ টি প্রস্তাব দিয়েছে,

যথা:

প্রস্তাব-১: এককালীন ৮০,০০,০০০ টাকা পরিশােধ করতে হবে;

প্রস্তাব-২: আগামী ৪ বছর যথাক্রমে ৩৫,০০,০০০ ৩০,০০,০০০ ২০,০০,০০০ এবং ২০,০০,০০০ টাকা পরিশােধ করতে হবে;

প্রস্তাব-৩: আগামী ৫ বছর প্রতি বছরের শুরুতে ২২,০০,০০০ টাকা পরিশােধ করতে হবে; এবং প্রস্তাব-৪: আগামী ৫ বছর প্রতি বছর শেষে ২৫,০০,০০০ টাকা। পরিশােধ করতে হবে।

জনাব আরশাদের প্রত্যাশিত আয়ের হার ১০% । জনাব আরশাদের বিনিয়ােগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে

  1. অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা করতে হবে।
  2. অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে।
  3. মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে।
  4. অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করতে হবে।

উত্তর: লিংক

pdf download ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র এইচএসসি সুপার সাজেশন ২০২৪

সরকারি অর্থায়ন এবং যৌথ মূলধনী ব্যবসায় অর্থায়ন এর সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপণ।

শিখনফলঃ

  • বিষয়বস্তু অর্থায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবে ।
  • অর্থায়নের কার্যাবলী বিশ্লেষণ করতে পারবে।
  • অর্থায়নের নীতিমালা সমূহ ব্যাখ্যা করতে পারবে।
  • অর্থায়নে লক্ষ ব্যাখ্যা করতে পারবে।

নির্দেশনাঃ

  1. সরকারি ও বেসরকারি অর্থায়নের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপণে-
  2. অর্থায়নে ধারণা ব্যাখ্যা করতে হবে।
  3. অর্থায়নের কার্যাবলী বর্ণনা দিতে হবে।
  4. অর্থায়নে নীতিসমূহ বর্ণনা করতে হবে অর্থাৎ লক্ষ বর্ণনা করতে হবে।

উত্তর: লিংক

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল

সৃজনশীল প্রশ্ন ১ : আশা লি. খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জনাব হাসান ব্যবসায় সম্প্রসারণের জন্য নতুন তিনটি বিনিয়োগ ক্ষেত্র চিহ্নিত করেছেন; সেগুলো হলো বারবিডল, টমক্যাট ও মিকিমাউস। প্রকল্পে বিনিয়োগের জন্য জনাব হাসান ১৩% চক্রবৃদ্ধি সুদে ১০ বছরের জন্য ৩০ লক্ষ টাকা ‘ক’ ব্যাংক হতে ঋণ করেন। তিনি ঋণকৃত সম্পূর্ণ টাকা টমক্যাট প্রকল্পে বিনিয়োগের জন্য পরিচালনা পর্যদে প্রস্তাব উপস্থাপন করেন। পরিচালনা পর্ষদ জনাব হাসানের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনটি প্রকল্পেই বিনিয়োগের সুপারিশ করে।

ক. তারল্য কী?
খ. ঝুঁকি ও মুনাফার সম্পর্ক ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত জনাব হাসান অর্থায়নের কোন উৎস হতে অর্থ সংগ্রহ করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত পরিচালনা পর্ষদ জনাব হাসানের প্রস্তাব প্রত্যাখ্যান করে অর্থায়নের যে নীতি গ্রহণের সুপারিশ করেছে তা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ২ : মি. রাকিব ও মি. সাকিব দুইজনই চাকরিজীবী। রাকিবের কর্মরত প্রতিষ্ঠানটি মূলত জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত। জনগণের জন্য প্রতিষ্ঠানটি সেতু, রাস্তাঘাট, ফ্লাইওভার নির্মাণ করে। এই প্রতিষ্ঠানের আয়ের উৎস জনগণের পরিশোধিত ভ্যাট, ট্যাক্স, শুল্ক ইত্যাদি। অন্যদিকে, সাকিবের কর্মরত প্রতিষ্ঠানটি স্বনামধন্য ঔষধ উৎপাদক। সাকিব উক্ত প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক। সম্প্রতি সাকিব ঔষধ উৎপাদনের পাশাপাশি খাদ্যপণ্য, তেল, সাবান ও শ্যাম্পু উৎপাদনেও গুরুত্বারোপ করেন।

ক. অর্থায়ন কাকে বলে?
খ. মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের মি, রাকিবের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের মি. সাকিবের প্রস্তাবটি অর্থায়নের নীতিমালার আলোকে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৩ : জনাব শাহীন একজন নতুন বিনিয়োগকারী। তিনি ২৫,০০,০০০ টাকা মূলধন নিয়ে শেয়ার ব্যবসায় আরম্ভ করেন। ২৫,০০,০০০ টাকা দিয়ে তিনি আশা কোম্পানির শেয়ার ক্রয় করেন। পোশাক শিল্পে অগ্নিকাণ্ডের ফলে জনাব শাহীনের লাভের পরিবর্তে মূলধন হ্রাস পেল। আর্থিক অবস্থার কথা ভেবে একজন বিনিয়োগ পরামর্শদাতার নিকট পরামর্শ চাইলে তিনি পরবর্তীতে তাকে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার পরামর্শ দেন।

ক. অর্থায়ন কী?
খ. মুনাফা সর্বোচ্চকরণ বলতে কী বোঝ?
গ. শাহীনের বিনিয়োগে অর্থায়নের কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. জনাব শাহীনকে একাধিক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ কতটা যৌক্তিক বলে তুমি মনে করো?

সৃজনশীল প্রশ্ন ৪ : সাঈদ হাসান তার নিজ এলাকায় একটি দাতব্য চিকিৎসা কেন্দ্র গড়ে তোলেন। সমাজের বিভিন্ন ধনী ব্যক্তিদের সহযোগিতায় সেবা কেন্দ্রটি পরিচালিত হয়ে আসছে। সেবা কেন্দ্রটি যাতে আরও ভালোভাবে পরিচালিত হতে পারে তার জন্য বিভিন্ন বিদেশি সংস্থার কাছে তিনি সহযোগিতা চান উক্ত প্রতিষ্ঠানের সম্পূর্ণ আয় মানব সেবায় ব্যয় করা হয়।

ক. তহবিলের বণ্টন কী?
খ. ‘সম্পদ সর্বাধিকরণ কোম্পানির মূল লক্ষ্য হওয়া উচিত ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত সেবা প্রতিষ্ঠানে অর্থায়নের ফলে সমাজে কীরূপ প্রভাব পড়ে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত আয় মানব সেবায় খরচ করা অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার আলোকে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব কুয়াশা ও জনাব শিশির দু’জন পাইকারী ব্যবসায়ী। জনাব কুয়াশা শুধু কাপড়ের ব্যবসায় করেন। অন্যদিকে জনাব শিশির কাপড়ের পাশাপাশি জুতার ব্যবসায় করেন। কেননা শিশির মনে করেন কাপড়ের ব্যবসায় যদি কোনো ক্ষতি হয়, জুতার ব্যবসা থেকে মুনাফা অর্জন করা যাবে। জনাব কুয়াশা অধিক মুনাফার আশায় সর্বদা নগদ অর্থ হাতে কম রেখে অধিক বিনিয়োগ করেন।

ক. ব্যবসায় অর্থায়ন কী?
খ. তারল্য বলতে কি বোঝায়?
গ. জনাব শিশির অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. জনাব কুয়াশার অধিক অর্থ বিনিয়োগ তার ব্যবসায় কী প্রভাব ফেলতে পারে? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৬ : একতা লি. বিগত কয়েক বছর যাবৎ তাদের ব্যবসায় সুনামের সাথে পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি তাদের স্বার্থ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলে। গত বছর প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়। এছাড়াও একতা দি তাদের শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসার জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। শ্রমিক সন্তুষ্টির মাধ্যমে একতা দি. এর উৎপাদন ও মুনাফা বৃদ্ধি পায়। যার মাধ্যমে কোম্পানিটি শেয়ার প্রতি লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি করে। এর ফলে কোম্পানির শেয়ারের মূল্য পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

ক. অর্থায়ন কাকে বলে?
খ. তারল্য ও মুনাফা নীতি ব্যাখ্যা করো।
গ. একতা লি. অর্থায়নের কোন লক্ষ্য অর্জন করতে পেরেছে? ব্যাখ্যা করো।
ঘ. একতা লি. হাসপাতাল প্রতিষ্ঠা করে সামাজিক দায়বদ্ধতা পালন করেছে। তুমি কি একমত? যুক্তিসহ মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৭ : AT লিমিটেড একটি চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। এ কাজে ব্যবহৃত ক্যামিক্যাল এবং বর্জসমূহ বুড়িগঙ্গা নদীতে গিয়ে মিশে প্রতিষ্ঠানটি নদীর পানি, মাটি ও পরিবেশের কথা বিবেচনা করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য তাদের ২৫ লক্ষ টাকা প্রয়োজন। প্রতিষ্ঠানটি মূলধন সংগ্রহের জন্য এমন উৎসের কথা বিবেচনা করছে যেখান থেকে কর সুবিধা পাওয়া যাবে এবং মূলধন সরবরাহকারীগণ কোম্পানির প্রকৃত মালিক হতে পারবে না।

ক. অর্থায়ন কী?
খ. “মুনাফা ও তারল্যের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান” তুমি কি একমত? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত AT লিমিটেড কোন ধরনের মূল সংগ্রহের কথা ভাবছে?
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রকল্পের বিনিয়োগটি অর্থায়নের কোন ধারণার সাথে সম্পর্কযুক্ত এবং কেন? মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৮ : জেনিম কোং লি. আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কর্মীদের ভবিষ্যৎ তহবিল, চিকিৎসা সুবিধা, সন্তানদের শিক্ষার ব্যবস্থাসহ নানা ধরনের সেবা প্রদান করে থাকে। এছাড়াও প্রতিষ্ঠানটি তার স্থায়ী সম্পদের অবচয় হিসাব যথোপযুক্তভাবে সংরক্ষণ করে। পক্ষান্তরে হানিম কোং লি. একটি বিখ্যাত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির কর্মীদের সুযোগ সুবিধার দিকে তেমন মনোযোগ নেই। তবে প্রতি বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ সঠিকভাবে প্রদান করে থাকে। উভয় কোম্পানি নতুন প্রকল্প চিহ্নিত করে ব্যবসা সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মূলধনের চাহিদার সৃষ্টি হচ্ছে।

ক. অবচয় কী?
খ. ট্রেজারি বন্ডে কেন কোনো ঝুঁকি নেই? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের হানিম কোং লি. তার নতুন প্রকল্পের জন্য মূলধন কীভাবে সংগ্রহ করবে তা ব্যাখ্যা করো।
ঘ. দু’টি কোম্পানির মধ্যে কার মূলধন সংগ্রহ করা সুবিধাজনক এবং সেই সাথে ব্যয় কম হবে বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে তা ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৯ : জনাব আলী তার সঙ্কিত ১০ লক্ষ টাকা ব্যাংকে জমা না রেখে ঝুঁকিমুক্ত কোনো বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ করতে চান এবং নির্দিষ্ট হারে নিশ্চিত মুনাফা আশা করেন। কিন্তু জনাব হক অধিক মুনাফার আশায় অধিক ঝুঁকি নিতেও প্রস্তুত।

ক. তারল্য কী?
খ. হস্তান্তরযোগ্য ঝুঁকি বলতে কী বোঝ?
গ. জনাব আলী যদি আর্থিক বাজারের সিকিউরিটিজে বিনিয়োগ করতে চান, তবে তিনি কোন ধরনের সিকিউরিটিজ ক্রয় করবেন তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের জনাব হক-এর গৃহীত বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের কোন নীতির অন্তর্ভুক্ত? জনাব আলী ও জনাব হক এর বিনিয়োগ সিদ্ধান্তের তুলনামূলক চিত্র বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ১০ : মি. রাকিব একজন সফল ব্যবসায়ী। তিনি বিভিন্ন খাতে যেমন: টেক্সটাইল ভোগ্যপণ্য, ফার্মাসিউটিক্যাল, স্টীল ইত্যাদিতে বিনিয়োগ করেন। গত বছর তিনি একটি সিমেন্ট ফ্যাক্টরি প্রতিষ্ঠার ব্যাপারে চিন্তা করেছিলেন। ব্যবসা শুরু করার জন্য তার ৪০ কোটি টাকা প্রয়োজন ছিল। তার নিয়োগকৃত আর্থিক ব্যবস্থাপক তাঁকে দ্রুত বিনিয়োগ ফেরত পাওয়া এবং মুনাফা সর্বোচ্চকরণের ব্যাপারে নজর দেয়ার পরামর্শ দিলেন। কিন্তু মি. রাকিব আর্থিক ব্যবস্থাপকের পরামর্শ গ্রহণ করেননি। তার মূল লক্ষ্য ছিল সম্পদ সর্বোচ্চকরণ, মুনাফা সর্বোচ্চকরণ নয়। তিনি এ লক্ষ অর্জনে প্রয়োজনে কিছু মুনাফা ত্যাগ করতেও প্রস্তুত ছিলেন।

ক. ব্যবসায় অর্থায়ন কী?
খ. অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলতে কী বোঝায়?
গ. কোন নীতি অনুযায়ী মি. রাকিব নতুন ব্যবসায় শুরু করতে চেয়েছিলেন? ব্যাখ্যা করো।
ঘ. মি. রাকিব কর্তৃক গৃহীত সম্পদ সর্বোচ্চকরণ সিদ্ধান্তটির সাথে তুমি কি একমত? উক্তির সাথে যুক্তি দেখাও।

ফিন্যান্স ও ব্যাংকিং ১ম পত্র ৩য় অধ্যায় সৃজনশীল

২০২৪ ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র এইচএসসি সাজেশন পিডিএফ ডাউনলোড

সৃজনশীল প্রশ্ন ১ : মি. মাহবুব ৫ বছর পরে একটি গাড়ি কিনতে চান সেই সময় ঐ গাড়িটির মূল্য হার ১০ লক্ষ টাকা। ঐ গাড়িটি প্রণয় করতে হলে ১২% সুদের হারে টাকা স্যয় করতে হবে।

ক. ভবিষ্যৎ মূল্য কী?
খ. কার্যকরী সুদের হার বলতে কী বোঝায়?
গ. ঐ গাড়িটি ক্রয় করতে মোট কত টাকা জমা করতে হবে? উদ্দীপকের আলোকে নির্ণয় করো।
ঘ. ১৫% সুদের হারে 8,00,000 টাকা ব্যাংকে জমা দিলে নির্ধারিত সময়ে গাড়িটি ক্রয় করা সম্ভব কী?

সৃজনশীল প্রশ্ন ২ : মি. কমল একজন উদ্যোক্তা। তিনি নিজ উদ্যোগে ব্যবসা করতে চান। ব্যবসা করতে মোট ১০ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু তার ৫ লক্ষ টাকা নিজম্ব মূলধন রয়েছে। বাকি ৫ লক্ষ টাকা তিনি সোনালী অথবা রূপালী ব্যাংক হতে আগামী ১০ বছরের জন্য ঋণ গ্রহণ করতে পারেন। সোনালী ব্যাংক হতে বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে মেয়াদ শেষে পরিশোধ করতে হবে। অন্যদিকে রূপালী ব্যাংক হতে ঋণ নিলে মাসিক ৯% চক্রবৃদ্ধি সুদে মেয়াদ শেষে পরিশোধ করতে হবে।

ক. অর্থের সময়মূল্য কাকে বলে?
খ. সাধারণ বৃত্তি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে মি. কমল সোনালী ব্যাংক হতে ঋণ নিলে সুদআসলে কত টাকা পরিশোধ করতে হবে?
ঘ. উদ্দীপকের আলোকে মি. কমল এর কোন ব্যাংক হতে ঋণ গ্রহণ করা উচিত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ৩ : মিজান সাহেব তার একমাত্র ছেলেকে বিদেশে পড়াশোনা করতে পাঠাতে চান ১০ বছর পর মিলান সাহেবের এ নিমিত্তে প্রচুর অর্থের প্রয়োজন হবে। তাই তিনি সঞ্চয়ের পরিকল্পনা করলেন ABC ব্যাংক তাকে তিনটি প্রস্তাব দিয়েছে। ১ম প্রস্তাব অনুযায়ী তিনি প্রতি মাসের শুরুতে ৭,০০০ টাকা ১০% সুদের হারে জমা করবেন। দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী ৭,৫০০ টাকা করে প্রতি মাসের শেষে ৯% সুদের হারে জমা করবেন এবং ৩য় প্রস্তাব অনুযায়ী এককালীন ৩,০০,০০০ টাকা জমা রাখলে ১০ বছর পরে ৯,০০,০০০ টাকা পাবেন।

ক. সময় রেখা কী?
খ. চক্রবৃদ্ধিকরণ বলতে কী বোঝায়?
গ. ৩য় প্রস্তাব অনুযায়ী মিজান সাহেবের প্রাপ্ত সুদের হার নির্ণয় করো।
ঘ. ১ম প্রস্তাব থেকে মিলান সাহে সর্বোচ্চ অর্থ পাবেন? -উক্তিটির সাথে তুমি কি একমত? যৌক্তিকতা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব হাসিব মধুমতি ব্যাংকে করা তার সঙ্গুয়ী হিসাবে মাসিক ভিত্তিতে ৫০০ টাকা করে ১০ বছর মেয়াদি স্ক্রিমে জমা করার সিদ্ধান্ত নিয়েছেন। মধুমতি ব্যাংক বার্ষিক ১০% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। জনাব কামরুল তার বাবার কাছ থেকে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করতে আগ্রহী। মুদি দোকান করলে সেখান থেকে আগামী ৪ বছর যক্রমে ৫,০০০; ১০,০০০; ১৫,০০০ ও ২০,০০০ টাকা পাওয়া যাবে। অন্যদিকে, পোলটি ফার্ম করলে আগামী ৪ বছর প্রত্যেক বছরে ১৫,০০০ টাকা করে পাওয়া যাবে। সুযোগ ব্যয়ের হার ৮%।

ক. অর্থের সময়মূল্য কী?
খ. বিধি-৭২ কখন প্রযোজ্য হবে? বুঝিয়ে লেখো।
গ. মধুমতি ব্যাংকে জনাব হাসিবের ১০ বছর পরের মোট অর্থের পরিমাণ নির্ণয় করো।
ঘ. জনাব কামরুলের জন্য উত্তম বিনিয়োগ প্রকল্প সুপারিশ করো।

সৃজনশীল প্রশ্ন ৫ : মি. নোমান-এর নিকট ১,০০,০০০ টাকা আছে। তিনি উত্ত অর্থ ১০% সুদের হারে ৫ বছরের জন্য প্রাইম ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন। নোমানের ভাই তাকে মৎস্য চাষ করতে বললেন। সেখান থেকে আগামী ৫ বছর যথাক্রমে ২৫,০০০, ২৮,০০০, ২২,০০০, ২৫,০০০ এবং ৫০,০০০ টাকা পাওয়া যাবে। বিকল্প হিসাবে তার বন্ধু তাকে পোল্ট্রি ফার্ম দিতে বললেন। যেখান থেকে আগামী ৫ বছর প্রতি বছর শেষে ৩০,০০০ টাকা করে পাওয়া যাবে। উভয় ক্ষেত্রে মি নোমানের প্রত্যাশিত আয়ের হার ১০%।

ক. বার্ষিক বৃত্তি কী?
খ. কোন কৌশলের মাধ্যমে একটি বিনিয়োগ কত সময়ে দ্বিগুণ হবে তা দ্রুত নির্ণয় করা যায়?
গ. প্রাইম ব্যাংকে জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মৎস্য ও পোলট্রি ফার্মের মধ্যে কোনটি নির্বাচন করা উচিত? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৬ : জনাব ফয়সাল একটি বাড়ি নির্মাণ করতে চান। বর্তমানে বাড়িটি তৈরি করতে তার ৩০ লক্ষ টাকা প্রয়োজন তার হাতে মাত্র ২২ লক্ষ টাকা আছে। অর্থের ঘাটতির কথা চিন্তা করে ৫ বছর পর বাড়িটি নির্মাণের উদ্দেশ্যে তিনি AB ব্যাংকে ঐ ২২ লক্ষ টাকা ১০% সুদে জমা রাখলেন। অতীত অভিজ্ঞতা থেকে ধরে নেওয়া হচ্ছে বাড়ি তৈরির নির্মাণ সামগ্রীর বাৎসরিক মূল্য বৃদ্ধির সাধারণ হার ৩%।

ক. অর্থের সময়মূল্য কি?
খ. চক্রবৃদ্ধি সুদের সংখ্যা বাড়তে থাকলে ভবিষ্যৎ মূল্যের ওপর কী প্রভাব পড়বে?
গ. ৫ বছর পর বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে?
ঘ. জনাব ফয়সালের বিনিয়োগ সিদ্ধান্তটি মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব শফিক প্রতি মাসের ১ তারিখে ৮,০০০ টাকা করে ‘পথের সাথি’ ব্যাংকে ১০% সুদে ১০ বছর জমা করার সিদ্ধান্ত নেন। পক্ষান্তরে, জনাব আফসার সুখের দিন’ ব্যাংকে ৮% ত্রৈমাসিক সুদে ৮ লক্ষ টাকা ১০ বছরের জন্য জমা রাখেন।

ক. চক্রবৃদ্ধিকরণ কী?
খ. গ্রাহকের কাছে কেন চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ অপেক্ষা অধিক পছন্দনীয়?
গ. জনাব শফিককে ১০ বছর পরে ‘পথের সাথি ব্যাংক কত টাকা দিবে?
ঘ. ১০ বছর পরে কার অর্থ প্রাপ্তি বেশি হবে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৮ : জনাব ছিদ্দিক ১০ লক্ষ টাকা ‘এসো গড়ি ব্যাংকে ৮% সুদে ১০ বছরের জন্য স্থায়ী আমানত হিসাবে জমা রাখেন। পক্ষান্তরে, জনাব হারুন একজন চাকরিজীবী। তিনি প্রতি মাসে ৮,০০০ টাকা করে ‘মাটির ভাক ব্যাংকে ১০% সুদে ১০ বছর সঞ্চয় করেন।

ক. বার্ষিকী কী?
খ. “সময় ও সুদের হারের কারণে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে” ব্যাখ্যা করো।
গ. জনাব হারুন ১০ বছর পরে কত টাকা পাবেন?
ঘ, ১০ বছর পরে কে বেশি লাভবান হবে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৯ : মি. রহিম একজন ব্যাংকার। তিনি সম্প্রতি ঢাকার গুলশানে একটি এপার্টমেন্ট ক্রয়ের কথা চিন্তা করছেন। এপার্টমেন্টটি ক্রয় করতে তার ৮০,০০,০০০ টাকার প্রয়োজন। মি. রহিম এপার্টমেন্ট ক্রয়ের জন্য দুটি বিকল্পের কথা বিবেচনা করছেন। প্রথমত ৮০,০০,০০০ টাকা নগদে পরিশোধ করে দেয়া। দ্বিতীয়ত এপার্টমেন্ট মূল্যের ৫০% নগদে এবং বাকি ৪,৫০,০০০ টাকা সমান কিস্তিতে ১০ বছরের মধ্যে পরিশোধ করে দেয়া। মি. রহিমের সুযোগ ব্যয় হচ্ছে ১২% এবং তিনি ১ম বিকল্পটি গ্রহণ করেন।

ক. বাট্টাকরণ কী?
খ. কার্যকরী সুদের হার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে মি, রহিম যে বার্ষিক কিস্তি প্রদান করবে তার বর্তমান মূল্য কী?
ঘ. মি. রহিম যে বিকল্পটি গ্রহণ করেছে তার যৌক্তিকতা মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ১০ : নুর একজন কৃষক। তার কাছে বিনিয়োগের জন্য ১,০০,০০০ টাকা আছে। তার ভাই তাকে মাছ চাষ করার পরামর্শ দেন। যেখান থেকে আগামী ৫ বছর যথাক্রমে ২৫,০০০, ২৮,০০০, ২২,০০০, ২৫,০০০, ৫০,০০০ টাকা পাওয়া যাবে। অন্যদিকে তার বন্ধু পোল্ট্রিফার্ম দিতে বলে, যেখান থেকে আগামী ৫ বছর প্রতি বছর শেষে ৩০,০০০ টাকা করে পাওয়া যাবে। উভয়ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার ১০%।

ক. সাধারণ বার্ষিক বৃত্তি কী?
খ. বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য দেখাও।
গ. নুরের ভাইয়ের পরামর্শ অনুযায়ী নুরের নগদ আস্তঃপ্রবাহের বর্তমান মূল্য কত হবে?
ঘ. নূরের পৌন্ট্রি ফার্ম -এ বিনিয়োগ করা কি যৌক্তিক হবে উত্তরের সপক্ষে যুক্তি দাও।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, বরিশাল,সিলেট দিনাজপুর,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড, এর কমন সাজেশন ২০২৪

ফিন্যান্স ১ম পত্র ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সৃজনশীল প্রশ্ন ১ : জনাব সালাম একটি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক তার নিকট একটি বিনিয়োগ প্রকল্প আছে। প্রাথমিক বিনিয়োগ ১,০০,০০০ টাকা এবং আগামী তিন বছরে কর-পরবর্তী বার্ষিক নগদ প্রবাহ যথাক্রমে ৩০,০০০ টাকা ৫০,০০০ টাকা এবং ৩৫,০০০ টাকা মূলধন ব্যয় ১৫%। জনাব সালাম নিট বর্তমানে মূল্য পদ্ধতি ব্যবহার করে প্রকল্পে আয়ের হার সম্পর্কে নিশ্চিত হতে চান।

ক. অভ্যন্তরীণ আয়ের হার কী?
খ. মূলধন রেশনিং বলতে কী বোঝ?
গ. প্রকল্পের গড় মুনাফা নির্ণয় করো।
ঘ. NPV, IRR ও NPI ব্যবহার করে প্রকল্প গ্রহণের যৌক্তিকতা ব্যাখা করো।

সৃজনশীল প্রশ্ন ২ : রেটিনা এন্ড কোং একটি নতুন প্রকল্পে বিনিয়োগ করবে। প্রকল্পের জন্য একটি মেশিনের প্রয়োজন হবে যেটির মূল্য হবে ১,০০,০০০ টাকা। মেশিনটির আয়ুষ্কাল ৫ বছর। ৫ বছর ধরে করপূর্ব পরিচালন মুনাফা হবে যথাক্রমে ২০,০০০, ৩০,০০০, ২০,০০০, ২৫,000 20,000 টাকা। কর হার ৪০%।

ক. মূলধন রেশনিং কী?
খ. মূলধন বাজেটিং-এর বাট্টাকৃত পদ্ধতি কেন পছন্দনীয়? ব্যাখ্যা করো।
গ. ১৫% বাট্টাকরণের ফলে রেটিনা এন্ড কোং-এর মেশিনটির NPV কত হবে? নির্ণয় করো।
ঘ. অভ্যন্তরীণ মুনাফার হার নির্ণয় পূর্বক প্রকল্পটির গ্রহণযোগ্যতা নিয়ে তোমার মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৩ : ওয়ালটন বাংলাদেশ লিমিটেডের কর পূর্ববর্তী নগদ প্রবাহ যথাক্রমে ১,৫০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা, ২,০০,০০০ টাকা, ৮০,০০০ টাকা এবং ১,২০,০০০ টাকা, বার্ষিক অবচয় ৯৮,০০০ টাকা ও প্রকল্পের ব্যয় ৫,০০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। প্রকল্পের কর হার ও মূলধন যথাক্রমে ৩০% ও ১২%।

ক. PBP ?
খ. স্বাধীন প্রকল্প বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের আলোকে গড় মুনাফার হার নির্ণয় করো।
ঘ. বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি ব্যবহার করে বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৪ : একটি প্রতিষ্ঠান একটি মেশিন ক্রয়ের জন্য ৭৫,০০০ টাকা এবং তা স্থাপনের জন্য অতিরিক্ত ৫,০০০ টাকা বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি আশা করছে যদি মেশিনটি পুরোদমে উৎপাদনে যায় তবে তারা আগামী ১৪ বছরে প্রত্যেক বছরে ৭,৫০০ টাকা করে আন্তপ্রবাহ ফেরত পাবে। মূলধন ব্যয় ১১%।

ক. মূলধন রেশনিং কী?
খ. ধনাত্মক নিট বর্তমান মূল্য গ্রহণের কারণ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটির মেশিনটির নিট বর্তমান মূল্য নির্ণয় করে দেখাও।
ঘ. প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ আয়ের হার কী মূলধন ব্যয়কে পূরণ করতে পারবে বলে তুমি মনে করো? মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব রোহান দুটি বিনিয়োগ প্রকল্প বিবেচনা করছেন। প্রথমটির প্রকল্প ব্যয় ৩৫,০০০ টাকা এবং এ প্রকল্প থেকে প্রতি বছর ৮,০০০ টাকা করে আগামী ৫ বছর নগদ অর্থ প্রবাহ পাওয়া যাবে। এছাড়া ৫ বছর পর প্রকল্পটি থেকে আরও ৫,০০০ টাকার ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে। ২য় প্রস্তাব অনুযায়ী প্রকল্প ব্যয় ৩৫,০০০ টাকা এবং ৫ বছরের নগদ আন্তঃপ্রবাহ (টাকা) নিম্নরূপ:
১ম বছর ১০,০০০; ২৪ বছর ১০,০০০; ৩য় বছর ১৩,০০০; অর্থ বছর ১৪,০০০ টাকা; ৫ম বছর ১৬,০০০ কিন্তু কোনো ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে না। বর্তমানে প্রচলিত বাট্টার হার ১২%।

ক. মূলধন বরাদ্দকরণ কাকে বলে?
খ. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের সময় অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় কেন?
গ. প্রথম প্রকল্পের নিট বর্তমান মূল্য কত?
ঘ. কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত? ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৬ : রহিম আফরোজ লি. একটি নতুন প্রকল্পের কথা বিবেচনা করছে। যেখানে তারা অত্যাধুনিক ব্যাটারি প্রস্তুত করবে। প্রকল্পটির জন্য প্রাথমিক বিনিয়োগ ৫,০০,০০০ টাকা দরকার হবে। কোম্পানি প্রত্যাশা করছে। এই প্রকল্প থেকে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বছর যথাক্রমে ২,০০,০০০ টাকা, ২,৫০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা এবং ১,৯০,০০০ টাকা নগদ আন্তঃপ্রবাহ হবে। ফার্মের সুযোগ ব্যয় ১৩.৫০%

ক. মূলধন বাজেটিং কি?
খ. মূলধন বরাদ্দকরণ বলতে কী বোঝায়?
গ. প্রকল্পটির আন্তঃআয় হার নির্ণয় করো।
ঘ. রহিম আফরোজ লি. এই প্রকল্পে বিনিয়োগ করা উচিত কিনা?

সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব সালাম একটি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক তার হাতে একটি বিনিয়োগ প্রকল্প রয়েছে। প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ১,০০,০০০ টাকা এবং আগামীতে ৩ (তিন) বছরে বার্ষিক নগদ কর পরবর্তী মুনাফা যথাক্রমে ৩০,০০০, ৫০,০০০ ও ৩৫,০০০ টাকা মূলধন বায় ১৫%। জনাব সালাম নিট বর্তমান মূল্য পদ্ধতি (NPV) ব্যবহার করে প্রকল্পের আয়ের হার সম্পর্কে নিশ্চিত হতে চান।

ক. অভ্যন্তরীণ আয়ের হার কী?
খ. মূলধন রেশনিং বলতে কী বোঝ?
গ. প্রকল্পের গড় মুনাফা হার নির্ণয় করো।
ঘ. জনাব সালামের প্রকল্পটি কি গ্রহণ করা উচিত? উদ্দীপকের আলোকে যুক্তিসহকারে উত্তর দাও।

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

ফিন্যান্স ১ম পত্র ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সৃজনশীল প্রশ্ন ১ : মিসেস শিবলীর ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করা প্রয়োজন। তাই তিনি Ex. Bank এর শেয়ার কিনতে চান। বর্তমানে বাজারে গড় আয়ের হার ২৮%, ট্রেজারি বিলের আয়ের হার ১৮% এবং অপরিহারযোগ্য ঝুঁকি ৩। মিসেস শিবলীর প্রতাশিত আয় ৪৫%।

ক. অনিশ্চয়তা কী?
খ. আর্থিক ঝুঁকি কিভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে Ex. Bank এর প্রয়োজনীয় আয়ের হার নির্ণয় করো।
ঘ. ট্রেজারি বিলের আয়ের হার ২০% হলে উদ্দীপকে শিবলীর Ex. Bank এর শেয়ার কেনা কি যুক্তিসঙ্গত হবে? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ২ : মি. ফরহাদ পোর্টফোলিওতে বিনিয়োগ করে তার ঝুঁকি হ্রাস করতে চান। তিনি বিনিয়োগের জন্য দুটি পোর্টফোলিওতে বিনিয়োগেরনজন্য চিহ্নিত করেছেন।
পোর্টফোলিও-১: সিকিউরিটি ক ও খ তে সমানভাবে বিনিয়োগন করবেন। সিকিউরিটি ক ও খ এর প্রত্যাশিত আয়ের হার যথাক্রমে ১৫% ও ২০% এবং আদর্শ বিচ্যুতি যথাক্রমে ৮% ও ১২%। সিকিউরিটি ক ও খ এর সহ সম্বন্ধ ০.৭।
পোর্টফোলিও-২ মোট অর্থের ৬৫% ট্রেজারি বিলে এবং বাঝি অর্থ সিকিউরিটি খ তে বিনিয়োগ করেন। ট্রেজারি বিল ও সিকিউরিটি খ এর প্রত্যাশিত আয়ের হার যথাক্রমে ৯% ও ২০% এবং আদর্শ বিচ্যুতি যথাক্রমে ০% ও ১০%। ট্রেজারি বিল ও সিকিউরিটি খ এর সহ সম্বন্ধ ।

ক. মোট মুনাফার হার নির্ণয়ের সমীকরণটি লিখ।
খ. কোন ঝুঁকি সকল ফার্মকে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।
গ. পোর্টফোলিও-১ এর আয়ের হার নির্ণয় করো।
ঘ. মি. ফরহাদের বিনিয়োগ সিদ্ধান্ত কী হওয়া উচিত?

সৃজনশীল প্রশ্ন ৩ : স্কায়ার কোম্পানির প্রত্যাশিত আয়ের হার ১২% আদর্শ বিচ্যুতি ১৪%। জনাব রাকিব বিনিয়োগের পূর্বে বাজার ঝুঁকিকে (সিস্টেমেটিক ঝুঁকিকে) বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। দুটি সিকিউরিটির কিছু তথ্য নিম্নরূপ:
1. বাজার আয়ের সাথে সিকিউরিটি A এর সহ ভেদাংক ১৮২।
2. বাজার আয়ের সাথে সিকিউরিটি B এর সহ ভেদাংক ১৩০।
3. বাজার আয়ের আদর্শ বিচ্যুতি ১৩%।

ক. CAPM কী?
খ. আর্থিক ঝুঁকি কীভাবে মূলধন কাঠামোর সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা করো।
গ. স্কায়ার কোম্পানির প্রতি একক আয়ের বিপরীতে ঝুঁকি নির্ণয় করো।
ঘ. জনাব রাকিবের কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা উচিত? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব অয়ন সাহেব একজন গাড়ি ব্যবসায়ী। তিনি তার বর্তমান ব্যবসায়ের পাশাপাশি প্রাথমিকভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইছেন। যেহেতু তিনি এর আগে শেয়ার বাজারে বিনিয়োগ করেন নাই, তাই মাত্র ১০,০০,০০০ টাকা নিয়ে শেয়ার ব্যবসায় শুরু করেন। তিনি জানতে পারেন একটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ না করে সবসময় একের অধিক কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা উচিত। এই কারণে তিনি ‘A’ ও ‘B’ দুটি কোম্পানির শেয়ারে যথাক্রমে ৬,০০,০০০ টাকা ও ৪,০০,০০০ টাকা বিনিয়োগ করেন, যাদের প্রত্যাশিত আয়ের হার যথাক্রমে ১০% এবং ১৩%। এছাড়া তাদের আদর্শ বিচ্যুতি যথাক্রমে ৭% এবং ৮% এবং সহসম্বন্দ্ব ০.৫০।

ক. বিভেদাঙ্ক কী?
খ. কখন একটি বিনিয়োগকে ঝুঁকিমুক্ত বিনিয়োগ বলা যায়? ব্যাখ্যা করো।
গ. জনাব অয়ন সাহেবের বিনিয়োগ থেকে পোর্টফোলিও প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো।
ঘ. জনাব অয়ন সাহেবের বিনিয়োগ কী সঠিক? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব ইমরান বিনিয়োগের জন্য দুটি শেয়ার বাছাই করেছেন। ‘শেয়ার-ক’ এর বিগত তিন বছরের আয়ের হার ছিল যথাক্রমে ৫%, ১০% ও ১২% শেয়ার খ এর গড় আয়ের হার ১৫% ও আদর্শ বিচ্যুতি ১০%। জনাব ইমরান এর বন্ধু তাকে পরামর্শ দিলেন একটি শেয়ার এ বিনিয়োগ না করে দুটি শেয়ারের মাধ্যমে পোর্টফোলিও তৈরি করতে। বন্ধুর পরামর্শ অনুযায়ী জনাব ইমরান শেয়ার-ক ও শেয়ার-খ তে সমানভাবে বিনিয়োগ করেন এবং শেয়ার দুটির সহসম্বন্ধ, p কথ = – ০.৯০।

ক. ঝুঁকি কাকে বলে?
খ. আর্থিক ঝুঁকি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের ‘শেয়ার-ক’ এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করো।
ঘ. পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় পূর্বক জনাব ইমরান সাহেবের বিনিয়োগের যৌক্তিকতা মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৬ : মি. আলী একজন নামকরা গার্মেন্টস ব্যবসায়ী। তার ফ্যাক্টরির উৎপাদিত গার্মেন্টস পণ্য আন্তর্জাতিক মানের। অপরপক্ষে মি. সিদ্দিক গার্মেন্টস ব্যবসার পাশাপাশি ভোগ্যপণ্য, আবাসন ও বিভিন্ন নামকরা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে থাকেন। গত বছর যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত বিধি-নিষেধের ফলে গার্মেন্টস সেক্টরে প্রভূত ক্ষতির সম্মুখীন হয়। ফলে মি. আলী তার ব্যবসায়ের মূলধন হারিয়ে পথে বসেন। কিন্তু মি. সিদ্দিক পূর্ববর্তী বছরের মতো এ বছর ব্যবসায়ে মুনাফা করতে পারলেও ক্ষতির সম্মুখীন হন না।

ক. ঝুঁকি কী?
খ. ব্যবসায় ঝুঁকি মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস করে’ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের মি. আলী তার ব্যবসায়ে ক্ষতির সম্মুখীন হওয়ার কারণ ব্যাখ্যা করো।
ঘ. মি. সিদ্দিকের ব্যবসায়ের আলোকে পোর্টফোলিও থিওরির সাথে ঝুঁকির সম্পর্ক বিশ্লেষণ করো।

HSC /Alim Common Suggestion 2024

১. ব্যবসায়ের দীর্ঘমেয়াদি প্রধান লক্ষ্য কোনটি?

ক. মুনাফা সর্বাধিকরণ

খ. সম্পদ সর্বাধিকরণ

গ. মূলধন গঠন

ঘ. সম্পদের ব্যবহার

২. ব্যবসায়ের বাহ্যিক উপাদান কোনটি?

ক. কর নীতি

খ. ব্যবসায়ের প্রকার

গ. মূলধন ব্যবহার

ঘ. ব্যবসায়ের আকারবিজ্ঞাপন

৩. অ-ব্যবসায় অর্থায়নের প্রধান উদ্দেশ্য কী?

ক. মুনাফা সর্বাধিকরণ

খ. সম্পদ সর্বাধিকরণ

গ. ব্যয় নিয়ন্ত্রণ

ঘ. সামাজিক কল্যাণ

৪. মার্কোইজ-এর ‘পোর্টফোলিও’ তত্ত্ব কবে প্রণীত হয়েছিল?

ক. ১৯৫২ খ. ১৯৭০

গ. ১৯৭২ ঘ. ১৯৯১

৫. মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করা হয় না, তাকে কী বলে?

ক. সংরক্ষিত মুনাফা খ. মোট মুনাফা

গ. লভ্যাংশ ঘ. নিট মুনাফা

৬. বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করাকে কী বলে?

ক. তারল্য ও মুনাফার নীতি

খ. বৈচিত্র্যায়ণের নীতি

গ. লভ্যাংশের নীতি

ঘ. ঝুঁকি ও মুনাফার নীতি

৭. দীর্ঘমেয়াদি বিনিয়োগকে কী বলে?

ক. মূলধন ব্যয়

খ. মূলধন গঠন

গ. পরিচালন বাজেটিং

ঘ. মূলধন বাজেটিং

৮. মোট চাহিদা কোনটির বিষয়বস্তু?

ক. ব্যষ্টিক অর্থনীতি

খ. সামষ্টিক অর্থনীতি

গ. চাহিদা

ঘ. জোগান

৯. দাম স্তরের দীর্ঘস্থায়ী বৃদ্ধিকে কী বলে?

ক. আয়

খ. মুদ্রা সংকোচন

গ. মুদ্রাস্ফীতি

ঘ. ব্যয়

১০. তারল্য ও মুনাফার সম্পর্ক কেমন?

ক. ঊর্ধ্বমুখী খ. নিম্নমুখী

গ. সমানুপাতিক ঘ. কোনো সম্পর্ক নেই

সঠিক উত্তর

অধ্যায় ১: ১. ক ২. ক ৩. ঘ ৪. ক ৫. ক ৬. খ ৭. ঘ ৮. খ ৯. গ ১০. ক

আজকের সাজেশস: ২০২৪ এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র পরীক্ষার সাজেশন, ২০২৪ এইচএসসি বর্ষ ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র সাজেশন,

এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র স্পেশাল সাজেশন ২০২৪, hsc Finance & Banking 1st Paper suggestion 2024

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment