বিএম-০১ (ক): অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ
গদ্য: অপরিচিতা
১। শিউলি ইডেন কলেজ থেকে বাংলায় এমএ পাশ করেছে, তাই তার বাবা বিয়ে ঠিক করে ফেললাে। পাত্র উচ্চ শিক্ষিত এবং সুদর্শন হওয়ায় শিউলি বিয়েতে রাজি হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানে এসে বিয়ের পূর্ব মূহুর্তে পাত্রের বাবা মােটা অংকের যৌতুক দাবি করায় শিউলি এবং তার বাবা মন স্থির করলাে যে, সে এমন পাত্রকে বিয়ে করবে না। তাই বিয়ের আসর থেকে পাত্রকে ফিরিয়ে দিলাে।
ক. হরিশ কোথায় কাজ করে?
উত্তর: লিংক
খ. “মেয়ের বয়স যে, পনেরাে তাই শুনিয়া মামার মন ভার হইলাে কেন”? বুঝিয়ে দাও।
উত্তর: লিংক
গ. উদ্দীপকের শিউলির সাথে অপরিচিতা গল্পের কার সাথে সাদৃশ্য পাওয়া যায় আলােচনা কর।
উত্তর: লিংক
ঘ. উদ্দীপকের আলােকে অপরিচিতা গল্পের তাৎপর্য বিশ্লেষণ কর?
উত্তর: লিংক
পদ্য: তাহারেই পড়ে মনে
এ্যাসাইনমেন্টানিধারিত কাজ
২। ফাতেমা আক্তারের স্বামী বিয়ের এক বছরের মধ্যেই মারা যান। প্রানপ্রিয় স্বামীর অকাল মৃত্যুতে তার হৃদয়ে বেদনার ছায়া নেমে আসে। স্বামী বেঁচে থাকতে ফাতেমা সারাক্ষণ আনন্দ উল্লাসে মেতে থাকতাে। অথচ, এখন তার জীবনে কেবলই বিষন্নতা।
ক. বরিয়া শব্দের অর্থ কি?
উত্তর: লিংক
খ. “রিক্ত হস্তে! তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনাে মতে” এই পংক্তি দ্বারা কবি কি বুঝিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: লিংক
গ, ফাতেমার স্বামী হারানাের বেদনা তাহারেই পড়ে মনে কবিতার সাথে কতটুকু মিল পাওয়া যায় আলােচনা কর।
উত্তর: লিংক
ঘ. উদ্দীপকের আলােকে “তাহারেই পড়ে মনে” কবিতার মূলভাব বিশ্লেষণ কর।
উত্তর: লিংক
উপন্যাস: লালসালু
৩। শাহাজাহান মিয়ার দ্বিতীয় স্ত্রী জুলেখা ঘুমকাতুরে। এ মেয়েটি ঠিকমতাে নামাজ পড়ে না, সারাক্ষণ ঘুম আর ঘুম। কিন্তু শাহাজাহান মিয়া এ বিষয়ে খুবই কঠোর। নামাজ না পড়ার অপরাধে সে স্ত্রীকে কঠোর শাস্তি দিতেও দ্বিধা করে না। এ রকম এক পরিস্থিতিতে একদিন সে তার প্রথম স্ত্রীকে বলে, “খােদার কামে ঐ সব ফাইজলামি চলে না। যাও, গিয়ে তারে ঘুম থিক্যা তােল, তারপর নামাজ পড়বার কও”।
ক. ‘লালসালু’ উপন্যাসে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল কে?
উত্তর: লিংক
খ. ‘জোরে হাইস না বইন, মাইনষে হনবাে।’ উক্তিটির অর্থ কী? বুঝিয়ে দাও।
উত্তর: লিংক
গ. উদ্দীপকের জুলেখা ‘লালসালু উপন্যাসের কোন চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: লিংক
ঘ. উদ্দীপকটি ‘লালসালু উপন্যাসের একটি বিচ্ছিন্ন অংশমাত্র, সর্বাংশ নয়। মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: লিংক
বিএম-০১ (খ): অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ
গদ্য: মাসি-পিসি
১। মা মরা মেয়ে নাজিরা। অনেক জাঁকজমকের সাথে বাবা তাকে মিয়াবাড়িতে বিয়ে দেয়। কিন্তু বিয়ের এক বছরের মাথায় বাবাও মারা যান। এদিকে নাজিরার উপর তার স্বামী ও শ্বশুরবাড়ির লােকজনের অত্যাচারও বেড়ে যায়। নাজিরার এ দু:খের দিনে তার পাশে এগিয়ে আসেন নাজিরার খালা। খালার আশ্রয়েই নাজিরা এখন নিরাপদ জীবনযাপন করছে।
ক. আহ্লাদির স্বামীর নাম কী?
উত্তর : লিংক
খ. “সােয়ামি নিতে চাইলে বৌকে আটকে রাখার আইন নেই”। -অর্থ কী? বুঝিয়ে লেখ।
উত্তর : লিংক
গ. উদ্দীপকের নাজিরা “মাসি পিসি” গল্পের কোন চরিত্রের প্রতিরুপ? আলােচনা কর।
উত্তর : লিংক
ঘ, নারীর নিরাপদ জীবন ব্যবস্থা করতে সমাজের ভূমিকা কী হওয়া উচিত বলে তুমি মনে কর? উদ্দীপক ও “মাসি পিসি” গল্পের আলােকে যৌক্তিক মতামত দাও।
উত্তর : লিংক
পদ্য: ঐকতান
২। বিদেশের মাটিতে বেড়ে উঠলেও রফিকের স্বপ্ন দেশে বড় রাজনীতিবিদ হওয়া। কিন্তু দেশে আসার পর সে উপলদ্ধি করে জনপ্রিয় রাজনীতিবিদ হওয়ার জন্য সাধারণ। মানুষের সান্নিধ্যে যাওয়া জরুরি। যাদের ত্যাগ তিতিক্ষা ও শ্রম সাধনার ওপর দেশের মেরুদন্ড দাঁড়িয়ে রয়েছে। তাদের অন্তরের ভাষা না বুঝলে তার স্বপ্ন অপরিপূর্ণ থেকেই যাবে।
ক. ঐকতান অর্থ কী?
উত্তর: লিংক
খ, সে কবির বাণী লাগি কান পেতে আছি’- চরণটি ব্যাখ্যা কর।
উত্তর: লিংক
গ. উদ্দীপকের ‘ঐকতান’ কবিতার সাদৃশ্য দিকগুলি আলােচনা কর।
উত্তর: লিংক
ঘ, “রফিক ও ঐকতান কবিতার কবির উপলদ্ধি একই ধারায় উৎসারিত”- এর যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: লিংক
নাটক : সিরাজউদ্দৌলা
৩। জাহনারা খাতুনের খুব কাছের লােক ছিল সুলতান মিয়া। জাহানারা খাতুন বিশ্বাস। | করে তার জমিজমা দেখাশােনার ভার দেন সুলতান মিয়াকে। কিন্তু একদিন জাহানারা খাতুন দেখেন তার সম্পত্তি সুলতান মিয়ার নামে হয়ে আছে। তিনি ভাবলেন এতদিন ভুল মানুষকে বিশ্বাস করেছেন। বিশ্বাস করা ভালাে কিন্তু অন্ধবিশ্বাস কখনাে কখনাে। মানুষকে পথে বসিয়ে দেয়।
ক, সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কী?
উত্তর: লিংক
খ. “রজার ড্রেক প্রাণভয়ে কুকুরের মতাে ল্যাজ গুটিয়ে পালিয়েছে” ব্যাখ্যা কর।
উত্তর: লিংক
গ. উদ্দীপকের সুলতান মিয়া “সিরাজউদ্দৌলা নাটকের মীরজাফরকে ইঙ্গিত করে আলােচনা কর।
উত্তর: লিংক
ঘ, “বিশ্বাস করা ভালাে কিন্তু অন্ধবিশ্বাস মানুষকে কখনাে কখনাে পথে বসিয়ে দেয়” সিরাজউদ্দৌলা নাটকের আলােকে মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: লিংক
Assignment
- এইচএসসি (ভােকেশনাল) বিষয়ের নাম : ইংরেজি-১ (বিষয় কোড-৮১১১২) অ্যাসাইনমেন্ট উত্তর:
- Greatest Scientific Achievements
- HSC (BM) Assignment Answer in English 1812
- English Assignment 2
- Part-A (Unit Twelve): Lesson – 2 What is conflict?
- এ্যাসাইনমেন্টের মাধ্যমে এইচএসসি (বিএম-ভোক) ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রম এর একাদশ শ্রেণির বোর্ড চূড়ান্ত পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রক্রিয়াকরণ
- Diploma in Commerce- ইংরেজি এসাইনমেন্ট উত্তর
- এইচএসসি বিএম/Diploma in Commerce/এইচএসসি ভোকেশনাল Assignment, Information, Direction _ Routine অ্যাসাইনমেন্ট প্রশ্ন
- এইচএসসি ভোকেশনাল Assignment, Information, Direction _ Routine অ্যাসাইনমেন্ট প্রশ্ন
- এইচএসসি ভোকেশনাল বাংলা ১ম ৮১১১১ অ্যাসাইনমেন্ট প্রশ্ন
- এইচএসসি ভোকেশনাল ইংরেজি১ম অ্যাসাইনমেন্ট প্রশ্ন
- এইচএসসি বিএম Assignment, Information, Direction _ Routine অ্যাসাইনমেন্ট প্রশ্ন
- এইচএসসি বিএম ইংরেজি১ম অ্যাসাইনমেন্ট প্রশ্ন
- এইচএসসি বিএম বাংলা ১ম অ্যাসাইনমেন্ট প্রশ্ন
- Diploma in Commerce Assignment, Information, Direction _ Routine অ্যাসাইনমেন্ট প্রশ্ন