এইচএসসি ( বিএম )
বিষয়ের নাম : হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়ােগ -১ ( ১৮১৫ ) তাত্ত্বিক চুড়ান্ত মূল্যায়নের
বিএম ০৫ ( ক )
অধ্যায় ১ হিসাব বিজ্ঞানের ভূমিকা
অধ্যায় ২ লেনদেন ও হিসাব সমীকরণ
অধ্যায় ৩ লিপিবদ্ধকরণ প্রক্রিয়া
১. হিসাববিজ্ঞানের সংজ্ঞা দাও ।
উত্তর: লিংক
২. “ সকল লেনদেনই ঘটনা , কিন্তু সকল ঘটনা লেনদেন নয় ” উদাহরন দাও । অনুসরণ |
উত্তর: লিংক
৩। হিসাবে প্রাথমিক বই থেকে আর্থিক বিবরণী প্রস্তুত প্রনালী গুলাে আলােচনা কর ।
উত্তর: লিংক
৪. জুনাব মাসুম নগদ ৫০,০০০ টাকা , ব্যাংক জমা ২০,০০০ টাকা এবং ২৫,০০০ টাকার সঠিকতা যন্ত্রপাতি নিয়ে ২০২০ সালের ১ লা জুলাই তারিখে বাকা আরম্ভ করল । উক্ত মাসে তার # সঠিক সিদ্ধান্ত ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেন সম্পাদিত হয়েছিল ।
জুলাই ২ কমিশন প্রাপ্তি ১,৭০০ টাকা ।
জুলাই ৪ জনাব করিম সাহেবকে ভাড়া প্রদত্ত হল ৫,০০০ টাকা ।
৮ জুলাই কর্মচারী আলালকে বেতন প্রদত্ত হল ১৫ , 00
জুলাই ২২ অফিসের প্রয়োজনে কাগজ , কালি ও পেন্সিল ক্রয় ৪০০ টাকা ।
জুলাই ২৫ অফিসের ব্যবহারের জন্য ক্যালকুলেটর ক্রয় ১০০ টাকা ।
জুলাই ৩০ ব্যাংকের মাধ্যমে বীমা প্রিমিয়াম প্রদত্ত হল ২,৫০০ টাকা ।
করণীয়ঃ জনাব মাসুম হিসাবের বইতে লেনদেনগুলাের জাবেদা তৈরি কর ।
উত্তর: লিংক
৫. সাথী এন্ড সন্সের ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখের উদ্ধৃত্তসমূহ নিম্নরূপঃ
মূলধন ২,৫০,০০০ টাকা , উত্তোলন ২০,০০০ টাকা , দেনাদারবৃন্দ ৮১,০০০ টাকা , পাওনাদারবৃন্দ ৫০,০০০ টাকা , ক্রয় ১,৭০,০০০ টাকা , বিক্রয় ৩,৫০,০০০ টাকা , মজুদ পথ ( ১.১.২০২০ ) ৩০,০০০ টাকা , বলক ও যন্ত্রপাতি ৩,৫০,০০০ টাকা , হাতে নগদ ৫০,০০০ টাকা , ‘ ডাক ও তার ৫,০০০ টাকা , বিজ্ঞাপন খরচ ২০,০০০ টাকা , ভ্যাট চলতি ।
হিসাব ৫০,০০০ টাকা , আয়কর ৩০,০০০ টাকা , উপ ভাড়া ৪৫,০০০ টাকা , প্রভিডেন্ট ফান্ড ৭৫,০০০ টাকা , আইন পরচ ৬,০০০ টাকা , রপ্তানি ল ১৮,০০০ টাকা , শিক্ষানবিশ সেলামী ১৫,০০০ টাকা , পেটি কাশ রচ ৩,০০০ টাকা , অবচয় ১৫,০০০ টাকা ।
করণীয়ঃ ও সাথী এন্ড সন্সের গাণিতিক শুদ্ধতা যাচয় কর ।
উত্তর: লিংক
৬. নিমা রহমানের নিম্নলিখিত লেনদেনগুলাে অবলম্বন করে একখানি তিনঘরা নগদান বই | তৈরি কর ।২০২০ ইং
জানুঃ ১ , হাতে নাদান ৪০,০০০ টাকা ও ব্যাংক ব্যালেন্স ( ক্রেডিট ) ১,০০০ টাকা ।
জানুঃ ৪ , ৬০০ টাকার একটি প্রদেয়বিল যথা সময়ে ব্যাংকের মাধ্যমে পরিশােধ করা হল ।
জানু ৬ , ব্যাংক হতে উত্তোলিত ১,০০০ টাকা দিয়ে মালিকের আলমারি ক্রয় করা হল ।
জানু ৮ , আবুলের নিকট হতে প্রাপ্ত ৫,০০০ টাকার একটি বিল ৫ % হারে ব্যাংকের নিকট টুকরন করে ব্যাংকে জমা রাখা হয় ।
জানুঃ ১০ , জালালের পাওনা ৬০০ টাকা ৫ % বহ্রিয় চেকের মাধ্যমে পরিশােধ করা হল ।
জানুঃ ১২ , অফিসের প্রয়ােজনে ব্যাংক হতে ২,০০০ টাকা উত্তোলন করা হল ।
জানঃ ১৫ , আবুলের বিলটি প্রত্যাখাত হওয়ায় ব্যাংক ফেরত পাঠায় ।
জানুঃ ১৯ , নগদ বিত্র ৭.০০০ টাকা ( বাদ বাট্রা ৪ % ) ।
জানুঃ ২১ পিয়াসের নিকট হতে ৫,০০০ টাকার মাল ৫ % কারবারী বাট্রায় ক্রয় করা হল ।
জানুঃ ২৩ , নগদে ক্র্য ২০,০০০ টাকা ।
উত্তর: লিংক
বিএম ০৫ ( খ)
অধ্যায় ৬ কার্যপত্র
অধ্যায় ৭ একতরফা দাখিলা পদ্ধতি
অধ্যায় ৯ আথিক অবস্থার বিবরনী
১ , কার্যপত্র ও আর্থিক অবস্থার সংজ্ঞা দাও ? |
উত্তর: লিংক
২. নিম্নোক্ত লেনদেনগুলের সমন্বয় দাখিল প্রদান কর ।
ক ) সমাপনী মজুদ পণ্য ১৮,০০০ টাকায় মূল্যায়ন হয়েছে ; কিন্তু এর মধ্যে আগুনে বিনষ্ট পনা ৫০০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে । বীমা কোম্পানি মাত্র ৩০০ টাকা দাবি স্বীকার করেছে ।
খ ) মজুরি ও বেতন যথাক্রমে ৫০ টাকা ও ৮০০ টাকা বকেয়া রয়েছে ।
গ ) বীমা সেলামি অগ্রিম প্রদত্ত হয়েছে ৬০০ টাকা ।
ঘ ) যন্ত্রপাতি ও আসবাবপত্রের উপর যথাক্রমে ১,২০০ টাকা এবং ৪০০ টাকা অবচয় ধার্য করতে হবে ।
ঙ ) প্রাপ্য হিসাবের ৩,০০০ টাকা আদায়যােগ্য নয় ।
চ ) প্রদেয় হিসাবের উপর বাট্টা সঞ্চিতির পরিমান ৫৫০ টাকা ।
ছ ) ৭,০০০ টাকার আসবাবপত্র বিক্রয় ভুলে বিক্রয় হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে ।
জ ) অগ্রিম প্রাপ্ত উপভাড়ার পরিমাণ ১,৩০০ টাকা ।
এ ) বিজ্ঞাপন বিলম্বিত করতে হবে ৩,০০০ টাকা ।
করণীয়ঃ উপরিউক্ত তথ্যাবলি হতে একটি সমম্বয় দাক্ষিণা তৈরি কর ।
উত্তর: লিংক
৩. একতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে লাভ – লােকসান নির্ণয় প্রভিয়া আলোচনা কর ?
উত্তর: লিংক
৪. মি. সেলিম একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব যথাযথ পদ্ধতি মাতাবেক সংরক্ষণ করেন না। তার হিসাব বই হতে নিম্নলিখিত খতিয়ান উদ্ধৃত্তগুলো দেওয়া হলাে:
বিবরণ | ১ জানুয়ারি ২০২০ | ৩১ ডিসেম্বর ২০২০ |
নগদ তহবিল | ৮৫০ | ১৫৫০ |
ব্যাংক জমার উদ্বৃত্ত | ১৯,৬৫০ | ২৮,৫৫০ |
মজুদ পণ্য | ১২,৫০০ | ২২,৫০০ |
প্রাপ্য হিসাব | ১৬,৫০০ | ৩৫,৫০০ |
প্রদেয় হিসাব | ১৫,৫০০ | ২০,৫০০ |
প্রাপ্য বিল | ৫,৫০০ | ৭,৫০০ |
প্রদেয় বিল | ৪,৫০০ | ২,৫০০ |
আসবাবপত্র | ১৫,০০০ | ২০,০০০ |
মিঃ সেলিম সারাবছর ধরে কারবার হতে প্রত্যেক সপ্তাহে ২,০০০ টাকা করে উত্তোলন করেন। এ ২০,০০০ উত্তোলিত টাকা হতে ৫৪,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করলেন। এছাড়া তিনি কারবার হতে ৫,০০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করেন। কতিপয় কর্মচারীর বেতন ৮,০০০ টাকা ব্যক্তিগত তহবিল হতে প্রদান করেন এবং ডিসেম্বর মাসে ২২,০০০ টাকা অতিরিক্ত মূলধন হিসাবে প্রদান করেন। অন্যান্য তথ্যাবলি ও
ক ) বেতন বাবদ ২,৫০০ টাকা বকেয়া রয়েছে ; পক্ষান্তরে , ভাড়া ২,০০০ টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে ।
খ ) প্রাপ্য হিসাবের ৩,৫০০ টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ১০ % হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে । |
গ ) প্রারম্ভিক মূলধনের ওপর ১০ % হারে সুদ ধার্য করতে হবে ।
ঘ ) মনিহারি ক্রয় বাবদ ৫০০ টাকা বকেয়া আছে ।
করণীয় : ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ – লােকান বিবরণী এবং উক্ত তারিখে কারবারের বৈষয়িক বিবরণী তৈরী কর ।
উত্তর: লিংক
(০৫) ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে মুবাশশিরা অ্যান্ড সন্স এর রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলোে।
মুবাশশিরা অ্যান্ড সন্স এর
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০২০
হিসাবের নাম | ডেবিট (টাকা) | ক্রেডিট (টাকা) |
মূলধন | ৮৫.০০০ | |
দালানকোঠা | ৫০,০০০ | |
আসবাবপত্র | ১০,০০০ | |
বিনিয়ােগ | ২৫,০০০ | |
প্রারম্ভিক মজুদ পণ্য | ১০,০০০ | |
ক্রয় এবং বিক্রয় | ১.১০,০০০ | ১,৮০,৫০০ |
বিক্রয় ফেরত ও ক্রয় ফেরত | ২,৫০০ | ২,০০০ |
মজুরি | ৭,০০০ | |
আমদানি শুল্ক | ৪,৫০০ | |
বেতন | ১৭,৫০০ | |
ভাড়া | ১৮,০০০ | |
কমিশন | ২,৫০০ | ৩,৫০০ |
অনাদায়ী পাওনা সঞ্চিতি | ৪,৫০০ | |
বিনিয়ােগের সুদ | ১,৫০০ | |
প্রাপ্য ও প্রদেয় হিসাব | ৪০,০০০ | ২৫,০০০ |
উত্তোলন | ৮,০০০ | |
ব্যাংক জমার উদ্বৃত | ৪.০০০ | |
প্রদেয় বিল | ৭০০০ | |
মােট | ৩,০৯,০০০ | ৩,০৯,০০০ |
সমন্বয়সমূহঃ
ক) সমাপনী মজুদ পণ্য ৩০,৫০০ টাকা।
খ) মজুদ ১,৫০০ টাকা এবং বেতন ২,৫০০ টাকা বকেয়া রয়েছে, পক্ষান্তরে ভাড়া ৩,৫০০ টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে।
গ) প্রাপ্য হিসাবের ৩,০০০ টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ১০% ধরে
অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে।
ঘ) দালানকোঠার ওপর ১০% এবং আসবাবপত্রের ওপর ২০% অবচয় ধার্য করতে হবে।
করণীয়ঃ- বিশদ আয় বিবরণী , মালিকানা স্বত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী।
উত্তর: লিংক
বিএম ০৫ ( গ)
ব্যবহারিক
একমালিকানা ব্যবসায়ে আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ থেকে আর্থিক বিবরণ প্রস্তুতকরনের | জন্য প্রয়ােজনীয় ( ফ্রি বা কাস্টোমাইজ প্রিমিয়াম ) একাধিক অ্যাকাউন্টিং সফটওয়্যার সংগ্রহ এবং সেগুলাের মধ্যে তুলনামুলক পর্যালােচনা চালিয়ে সঠিক সফটওয়্যার নির্বাচনে বিশেষজ্ঞ মতামত প্রদান কর ।
একমালিকানা ব্যবসায়ে অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে লেনদেন লিপিবদ্ধকরন । হতে আর্থিক বিবরণী প্রস্তুতকরন প্রক্রিয়া অনুশীলন করে ব্যাখ্যা কর ।
উত্তর: লিংক
বিএম হিসাব বিজ্ঞানের ব্যবহারিক উওর টা কি পাওয়া যাবে?
না ভাই এর উত্তর করা হয় নি
https://www.banglanewsexpress.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af/
বিএম হিসাববিজ্ঞান গ বিভাগ এর উত্তর পাওয়া যাবে?
কোনটা —- প্রশ্নটা লেখলে বুঝতে পারবো
https://www.banglanewsexpress.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af/