এইচএসসি বিষয়: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা অধ্যায়: ৩য় বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর
১। মালিকের দায়দায়িত্ব বিবেচনায় নিচের কোন ব্যবসায়টি সবচেয়ে কম পছন্দনীয় হওয়া উচিত?
ক) প্রাইভেট লিমিটেড কম্পানি
খ) এক মালিকানা ব্যবসায়
গ) ব্যাংকিং ব্যবসায়ের জন্য অংশীদারি ব্যবসায়
ঘ) পাবলিক লিমিটেড কম্পানি
২। এক মালিকানা ব্যবসায়ে প্রয়োজনীয় মূলধনের সংস্থান কে করেন?
ক) ব্যাংক খ) ঋণদাতা
গ) মালিক ঘ) বন্ধুবান্ধব
৩। সবচেয়ে প্রাচীন ব্যবসায় সংগঠন কোনটি?
ক) সমবায় সমিতি খ) অংশীদারি
গ) যৌথ মূলধনী কম্পানি ঘ) এক মালিকানা
৪। নিচের কোনটি বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণবহির্ভূত?
ক) মুনাফার স্বল্পতা খ) ঝুঁকির স্বল্পতা
গ) স্বল্পপুঁজির ব্যবসায়ী ঘ) সহজ গঠন প্রণালী
৫। এক মালিকানা ব্যবসায়ের সফলতার পেছনে মুখ্য কারণ হলো—
i. অবস্থানগত সুবিধা ii. ক্ষেত্রগত সুবিধা
iii. ঝুঁকির স্বল্পতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। এক মালিকানা ব্যবসায়ে ব্যক্তিগত উদ্যোগ নেয়—
ক) অবলেখক খ) সরকার
গ) ব্যবস্থাপক ঘ) উদ্যোক্তা
৭। নিচের কোন ব্যবসায়ে মালিকানা ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য?
ক) এক মালিকানা খ) সমবায় সমিতি
গ) প্রাইভেট লিমিটেড কম্পানি
ঘ) পাবলিক লিমিটেড কম্পানি
৮। এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো—
i. পৃথক স্বাধীনসত্তা
ii. অসীম দায়
iii. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৯। কোন ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে বিশেষ কোনো আইন প্রযোজ্য হয় না?
ক) অংশীদারি
খ) সমবায় সমিতি
গ) যৌথ মূলধনী কম্পানি ঘ) এক মালিকানা কম্পানি
১০। বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ হলো—
i. নমনীয়তা
ii. স্বল্পপুঁজির ব্যবসায়
iii. গোপনীয়তা রক্ষা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১। নিচের কোন ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকি বণ্টনের সুযোগ নেই?
ক) এক মালিকানা খ) অংশীদারি
গ) সমবায় সমিতি ঘ) প্রাইভেট লিমিটেড কম্পানি
১২। এক মালিকানা ব্যবসায়ে মালিকের দায় কিরূপ?
ক) নির্দিষ্ট খ) সীমাহীন
গ) সীমাবদ্ধ ঘ) দায় নেই
১৩। নিচের কোনটি এক মালিকানা ব্যবসায়ের সুবিধাবহির্ভূত?
ক) গোপনীয়তা রক্ষা খ) হিসাব-নিকাশের সুবিধা
গ) অসীম দায়
ঘ) স্বল্পপুঁজির ব্যবসায়
১৪। এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ হলো—
i. বিউটি পার্লার
ii. দর্জির দোকান
iii. মুদি দোকান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। জনাব রাফিন ভাবছেন তিনি এক মালিকানা ব্যবসায় গঠন করবেন। তাঁর জন্য উপযোগী ক্ষেত্র হতে পারে—
i. সীমিত চাহিদার পণ্য
ii. শৈল্পিক পণ্যের দোকান iii. পচনশীল দ্রব্যের ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব আরাফ বাগেরহাট থেকে মাছ ক্রয় করে ঢাকায় বিক্রয় করেন। বাগেরহাট থেকে মাছ ক্রয় করে ঢাকায় ফেরার পথে তিন দিনের ধর্মঘট দেওয়া হয়। এমতাবস্থায় জনাব আরাফ নিকটবর্তী বাজারে মাছ বিক্রয় করেন।
১৬। উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে এক মালিকানা ব্যবসায়ের সুবিধানুযায়ী কোন পন্থা অনুসরণ করা হয়েছে?
ক) দ্রুত সিদ্ধান্ত গ্রহণ খ) সহজ পরিচালনা
গ) ঝুঁকি গ্রহণ
ঘ) মুনাফা ভোগ
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. খ ২. গ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ক।
H.S.C
- There are many kinds of unpleasant customs in Bangladesh. Dowry is one of the most common unpleasant customs of them
- সাহিত্যপাঠ বইয়ের ‘অপরিচিতা’ গল্পে মাকাল ফলের উল্লেখ আছে
- আজ হিসাবের মৌলিক বিষয় গুলো আলোচনা করব এবং ডেবিট -ক্রেডিট নির্নয় করা শিখব
- মা মরা মেয়ে নাজিরা। অনেক জাঁকজমকের সাথে বাবা তাকে মিয়াবাড়িতে বিয়ে দেয়। কিন্তু বিয়ের এক বছরের মাথায় বাবাও মারা যান।
- জাহনারা খাতুনের খুব কাছের লােক ছিল সুলতান মিয়া। জাহানারা খাতুন বিশ্বাস করে তার জমিজমা দেখাশােনার ভার দেন সুলতান মিয়াকে।
- ১১দশ-১২দশ শ্রেণির জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায়ে হনুমানের উল্লেখ আছে
- বাণিজ্যিক ভূগোল মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাস্তবতার আলোকে যুক্তি প্রদান করো
- আমাদের দৈনন্দিন জীবনে অর্থনীতির ১০টি মৌলিক নীতি কার্যকর ভূমিকা রাখে
- এইচএসসি প্রস্তুতি ইংরেজি দ্বিতীয় পত্র Grammar (60 Marks)
- এইচএসসি-২০২০-২১ শেষ মুহুর্তের প্রস্তুতি কিভাবে নিবে
2 thoughts on “এইচএসসি বিষয়: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা অধ্যায়: ৩য় বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর”