১। বিশ্বে কোন দেশে সর্বপ্রথম ট্রেডমার্ক ব্যবহৃত হয়?
ক) ইতালি খ) ফ্রান্স
গ) ব্রিটেন ঘ) যুক্তরাষ্ট্র
২। ট্রেডমার্ক আইন অনুযায়ী সর্বোচ্চ কত বছর পর্যন্ত নিবন্ধন কার্যকর থাকে?
ক) ৭ খ) ১০ গ) ১২ ঘ) ৬০
৩। ISO-9000-তে মোট স্ট্যান্ডার্সকে কয়টি সেটে বিভক্ত করা হয়?
ক) ৭ খ) ৬ গ) ৫ ঘ) ৪
৪। সর্বপ্রথম কোন দেশে পেটেন্ট আইনের ধারণা সূচিত হয়?
ক) রাশিয়া খ) যুক্তরাজ্য গ) জার্মানি ঘ) যুক্তরাষ্ট্র
৫। বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণ করে কোন সংস্থা?
ক) বিসিআইসি
খ) বিসিক
গ) বিসিএসআইআর ঘ) বিএসটিআই
৬। আইএসও (ISO)-র সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) ব্রাসেলস খ) জেনেভা গ) ওয়াশিংটন ডিসি ঘ) নিউ ইয়র্ক
৭। নিচের কোনটি ট্রেডমার্কের অন্তর্ভুক্ত?
i. লেবেল
ii. স্বাক্ষর
iii. প্যাকেজিং
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮। বিএসটিআই কত সালে আইএসওর সদস্যপদ লাভ করে?
ক) ১৯৭২ খ) ১৯৭৪
গ) ১৯৭৬ ঘ) ১৯৮৪
৯। পেটেন্ড কোন ধরনের সম্পদ?
ক) স্থায়ী খ) চলতি
গ) বুদ্ধিবৃত্তিক ঘ) তরল
১০। মি. রাফসান একজন চিকিৎসাবিজ্ঞানী। তিনি প্রায় এক বছর গবেষণার পর করোনাভাইরাসের টিকা আবিষ্কার করেন। মি. রাফসান নিচের কোন ব্যবসায় আইনের মাধ্যমে তাঁর উদ্ভাবনীর অধিকার সংরক্ষণ করতে পারেন?
ক) কপিরাইট
খ) ট্রেড মার্ক
গ) দেওয়ানি
ঘ) পেটেন্ট
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১১। নিচের কোনটিকে নিশ্চয়তার চুক্তি বলা হয়?
ক) জীবন বীমা
খ) নৌবীমা
গ) অগ্নিবীমা
ঘ) সম্পত্তি বীমা
১২। ISO-14000 কী?
ক) পরিবেশগত ব্যবস্থাপনা সিস্টেম
খ) জলবায়ু ব্যবস্থাপনা পদ্ধতি
গ) পণ্যের গুণগত মান ব্যবস্থাপনা
ঘ) পণ্যের ডিজাইনবিষয়ক ব্যবস্থাপনা
১৩। ISO কত সালে সর্বপ্রথম মান নির্দিষ্টকরণের কাজ শুরু করে?
ক) ১৯৪৭ খ) ১৯৮৭
গ) ১৯৮৯ ঘ) ১৯৯৪
১৪। বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন কত সালের?
ক) ১৯৯৫ খ) ১৯৯৭ গ) ২০০১ ঘ) ২০০৬
১৫। বিএসটিআই (BSTI) কোন মন্ত্রণালয়ের অধীন সংস্থা?
ক) বাণিজ্য খ) খাদ্য গ) অর্থ ঘ) শিল্প
১৬। বাংলাদেশে পেটেন্ট সম্পদের আইনি সুরক্ষার সময়কাল কত?
ক) ১২ বছর ঘ) ১৬ বছর গ) ২০ বছর ঘ) ৬০ বছর
১৭। নিচের কোনটি কপিরাইটের অন্তর্গত?
i. নাটক
ii. কম্পিউটার সফটওয়্যার iii. প্রবন্ধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৮। কপিরাইট আইনে বই লেখকের অধিকার কত বছর পর্যন্ত সংরক্ষিত থাকে?
ক) ২০ খ) ৩৫
গ) ৫৭ ঘ) ৬০
১৯। বাংলাদেশে প্রচলিত কপিরাইট আইনটি কত সালের?
ক) ২০০০ খ) ২০০৪ গ) ২০০৫ ঘ) ২০০৬
২০। কপিরাইট লঙ্ঘনের বিরুদ্ধে যেসব দেওয়ানি প্রতিকার পাওয়া যায় তা হলো—
i. কারাদণ্ড
ii. ক্ষতিপূরণ
iii. নিষেধাজ্ঞা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২১। ট্রেডমার্ক থেকে সুবিধা পায়—
i. স্বত্বাধিকারী ii. ক্রেতা iii. বিক্রেতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
২২। আইএসওর (ISO) মান নিয়ন্ত্রণের ক্ষেত্রগুলো—
i. রেকর্ড সংরক্ষণ
ii. সরবরাহকারীদের সঙ্গে সম্পর্ক
iii. কর্মী প্রশিক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩। কোনো ব্যক্তির পেটেন্ট প্রদানের বিরোধিতা করতে হলে বিজ্ঞপ্তি প্রকাশের কত মাসের মধ্যে নোটিশ জমা দিতে হয়?
ক) ২ মাস খ) ৩ মাস গ) ৪ মাস ঘ) ৬ মাস
২৪। কোন ব্যক্তি চলচ্চিত্র ব্যতিরেকে কোনো কর্মের কপিরাইট ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় বা পরবর্তী লঙ্ঘনের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ কত বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন?
ক) ৬ মাস খ) ৩ বছর গ) ৫ বছর ঘ) ৭ বছর
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ক ২. ক ৩. গ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. খ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ক ২০. গ ২১. ঘ ২২. ঘ ২৩. গ ২৪. খ।