একাদশ-দ্বাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান ২য় পত্র, ৩য় অধ্যায়, নগদ প্রবাহ বিবরণী

ব হু নি র্বা চ নী প্র শ্ন
একাদশ-দ্বাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

তৃতীয় অধ্যায়
নগদ প্রবাহ বিবরণী
[পূর্ব প্রকাশের পর]
২৬। বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহের উদাহরণ কোনটি?
ক) বেতন প্রদান খ) লভ্যাংশ প্রদান
গ) মেশিন ক্রয় ঘ) শেয়ার ইস্যু

২৭। নিচের কোনটি থেকে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন ও নির্গমন সম্পর্কে জানা যায়?
ক) নগদান বই খ) প্রাপ্তি-প্রদান হিসাব
গ) নগদ প্রবাহ বিবরণী ঘ) নগদ বিবরণী
২৮। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের ধাপ কয়টি?
ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি
২৯। নগদ প্রবাহ বিবরণী কী?

 ক) নগদ ক্রয়-বিক্রয় বিবরণী  খ) নগদ বিক্রয় বিবরণী
 গ) নগদপ্রাপ্তি ও প্রদান বিবরণী ঘ) নগদ বহিঃপ্রবাহ বিবরণী

৩০। নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে অর্থায়ন কার্যাবলির উদাহরণ কোনটি?
ক) ঋণপত্র বিক্রি থেকে নগদপ্রাপ্তি
খ) জমি বিক্রি থেকে নগদপ্রাপ্তি
গ) বিনিয়োগ বিক্রয় থেকে নগদপ্রাপ্তি
ঘ) পণ্য ও সেবা বিক্রয় থেকে নগদপ্রাপ্তি

৩১। লভ্যাংশ প্রদান, শেয়ার ইস্যু, ঋণপত্র ইস্যু ও ঋণপত্র পরিশোধ ইত্যাদি নগদ প্রবাহ বিবরণী কোন কার্যাবলিতে অন্তর্ভুক্ত হয়?

 ক) পরিচালনসংক্রান্ত কার্যক্রম   খ) বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম
 গ) আর্থিক কার্যক্রম   ঘ) আয়-ব্যয় সংক্রান্ত কার্যক্রম

৩২। ২০১৪ সালের ১ জানুয়ারি আনিস অ্যান্ড কম্পানির প্রাপ্য হিসাব ছিল ৬২,০০০ টাকা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে হিসাবের পরিমাণ ৪২,০০০ টাকা। ২০১৪ সালের ধারে বিক্রয়ের পরিমাণ ৩,০০,০০০ টাকা। ক্রেতাদের কাছ থেকে নগদ গ্রহণের পরিমাণ কত?

 ক) ২,৮০,০০০ টাকা খ) ৩,২০,০০০ টাকা
 গ) ৪,০৪,০০০ টাকা ঘ) ৪,২০,০০০ টাকা

৩৩। তানবির ওয়েল ফুড লিমিটেডের পরিচালন খরচ ছিল ১,০০,০০০ টাকা। চলতি বছরের অগ্রিম খরচাবলি হ্রাস হয়েছিল ৬,৬০০ টাকা এবং বকেয়া খরচ বৃদ্ধি পেয়েছিল ২,৪০০ টাকা। পরিচালনসংক্রান্ত খরচাবলির নগদ প্রদানের পরিমাণ কত?
ক) ৭১,০০০ টাকা খ) ৮১,০০০ টাকা
গ) ৮৫,০০০ টাকা ঘ) ৯১,০০০ টাকা
৩৪। প্রদেয় বিল পরিশোধ করলে নগদ প্রবাহ বিবরণীর কোন অংশ প্রভাবিত হয়?
ক) পরিচালন কার্যক্রম খ) বিনিয়োগ কার্যক্রম
গ) আয়-ব্যয় কার্যক্রম ঘ) আর্থিক কার্যক্রম

H.S.C


৩৫। মি. সুমন সাধনা ফাইন্যান্স লিমিটেডের ক্যাশ ম্যানেজার। তাঁর কম্পানিতে সংঘটিত লেনদেনগুলো
হলো :
স্থায়ী সম্পত্তি বিক্রয় ৫,০০,০০০ টাকা, প্রাপ্য হিসাব থেকে প্রাপ্তি ২,২০,০০০ টাকা, শেয়ার ইস্যু ৩,০০,০০০ টাকা এবং নগদে পণ্য ক্রয় ১,০০,০০০ টাকা। উক্ত কম্পানির নগদ প্রবাহ কত টাকা হবে?
ক) ৫,২০,০০০ খ) ৬,২০,০০০
গ) ৮,২০,০০০ ঘ) ৯,২০,০০০

৩৬। ১৯৯৪ সালের কম্পানি আইন অনুযায়ী কোন প্রতিষ্ঠানের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত ও উপস্থাপন বাধ্যতামূলক?
ক) ব্যাংক কম্পানি খ) বীমা কম্পানি
গ) প্রাইভেট লিমিটেড কম্পানি ঘ) পাবলিক লিমিটেড কম্পানি

৩৭। আরিফ কম্পানির
৩১-১২-২০১৪ তারিখে প্রাপ্য হিসাব ৩৭,০০০ টাকা;
৩১-১২-২০১৩ তারিখে প্রাপ্য হিসাব ছিল ৩০,০০০ টাকা। ২০১৪ সালে ধারে বিক্রয়ের পরিমাণ ৬০,০০০ টাকা হলে নগদ আদায়ের পরিমাণ কত?

 ক) ৭,৫০০ টাকা    খ) ৩০,০০০ টাকা
 গ) ৫৩,০০০ টাকা   ঘ) ৬৭,৫০০ টাকা

৩৮। কারবারের প্রধান রাজস্ব আয়সংক্রান্ত কার্যাবলিকে কী বলে?
ক) পরিচালনসংক্রান্ত কার্যাবলি খ) বিনিয়োগসংক্রান্ত কার্যাবলি
গ) অর্থসংস্থানসংক্রান্ত কার্যাবলি ঘ) আয়-ব্যয় কার্যাবলি

৩৯। প্রতিষ্ঠানের মূলধনকাঠামোতে পরিবর্তন আনয়নকারী লেনদেনসমূহ নগদ প্রবাহের কোন কার্যক্রমের অন্তর্ভুক্ত?
ক) গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম খ) পরিচালন কার্যক্রম
গ) বিনিয়োগ কার্যক্রম ঘ) অর্থায়ন কার্যক্রম

৪০। সমাপনী নগদ তহবিল বলতে কী বোঝো?
ক) বছরের প্রথমে নগদ তহবিল
খ) বছরের মাঝামাঝি নগদ তহবিল
গ) বছরের শেষে নগদ তহবিল
ঘ) বছরের মাঝামাঝি ও বছরের শেষের তহবিলের পার্থক্য

৪১। শেয়ারের মাধ্যমে সম্পত্তি ক্রয় নিম্নের কোন ধরনের কার্যাবলির মধ্যে পড়ে?
ক) পরিচালন কার্যাবলি খ) বিনিয়োগ কার্যাবলি
গ) অর্থায়ন কার্যাবলি ঘ) অ-নগদী কার্যাবলি

৪২। বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ কোনটি?
ক) শেয়ার ক্রয় খ) চলতি সম্পত্তি হ্রাস
গ) স্থায়ী সম্পত্তি ক্রয় ও বিক্রয় ঘ) চলতি দায় হ্রাস
৪৩। কোনটি পরিচালনা কার্যক্রমের অংশ নয়—

 ক) পণ্য বিক্রয় ও সেবা হতে নগদ প্রাপ্তি
 খ) কর্মচারীদের নগদ প্রদান
 গ) শেয়ার ও ঋণপত্র ক্রয় বাবদ নগদ প্রদান
 ঘ) বীমা দাবির বিপক্ষে নগদ প্রাপ্তি

৪৪। অনগদ ব্যয় কী?

 ক) যে ব্যয়ের জন্য নগদ অর্থের বহির্গমন ঘটে
 খ) যে ব্যয়ের জন্য নগদ অর্থের আগমন ঘটে
 গ) যে ব্যয়ের জন্য নগদ অর্থের আগমন ঘটে না
 ঘ) যে ব্যয়ের জন্য নগদ অর্থের বহির্গমন ঘটে না

৪৫। নগদ প্রবাহ বিবরণী কী?

 ক) নগদ আয় বিবরণী
 খ) কোনো হিসাবকালের মোট নগদ আগমন ও মোট নগদ নির্গমন
 গ) নগদ ব্যয় বিবরণী
 ঘ) আয়-ব্যয়ের বিবরণী

৪৬। অনগদ লেনদেন হলো—
ক) দেনাদারের নিকট নগদ প্রাপ্তি
খ) পাওনাদারকে নগদে প্রদান
গ) অবচয়
ঘ) ঋণপত্র ইস্যু

৪৭। অবচয় নিট লাভের সঙ্গে যোগ করা হয়। কারণ এর দ্বারা—
ক) নগদ উদ্বৃত্ত বাড়াতে হয়
খ) নগদ উদ্বৃত্ত কমাতে হয়
গ) পরিচালন কার্যক্রমের সাহায্যে নিট আয়কে নগদে রূপান্তর করা হয়
ঘ) নগদ টাকার বহিঃপ্রবাহ ঘটে

৪৮। নন-ফিন্যান্সিং এবং অ-বিনিয়োগ সংক্রান্ত লেনদেন কোনটি?
ক) সম্পত্তি ক্রয়
খ) ঋণপত্র ইস্যুর মাধ্যমে সম্পত্তি ক্রয়
গ) ঋণপত্র বিলি
ঘ) লভ্যাংশ প্রদান

৪৯। নগদ সমতুল্য কী?
ক) স্বল্পমেয়াদি এবং অতি তরল বিনিয়োগ
খ) দীর্ঘকালীন বিনিয়োগ
গ) মধ্যমেয়াদি বিনিয়োগ
ঘ) দীর্ঘ ও মধ্যমেয়াদি বিনিয়োগ
৫০। কোন পদ্ধতিতে নিট মুনাফা বা লাভ-ক্ষতি নিয়ে নগদ প্রবাহ বিবরণী শুরু করা হয়?

 ক) প্রত্যক্ষ পদ্ধতিতে   খ) প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতিতে
 গ) পরোক্ষ পদ্ধতিতে  ঘ) নগদ বাজেট পদ্ধতিতে

৫১। সম্পত্তি বিক্রি দ্বারা কোন ধরনের নগদ প্রবাহ সৃষ্টি হয়?
ক) পরিচালন খ) বিনিয়োগ
গ) অর্থায়ন
ঘ) বিনিয়োগ ও অর্থায়ন

৫২। পরিচালন নগদ প্রবাহ হলো—
ক) স্থায়ী সম্পত্তি বৃদ্ধি
খ) চলতি সম্পত্তি ও চলতি দায়ের হ্রাস-বৃদ্ধি
গ) স্থায়ী সম্পত্তি হ্রাস
ঘ) শেয়ার মূলধন বৃদ্ধি
৫৩। কত সালের পূর্ব পর্যন্ত তৃতীয় প্রধান আর্থিক বিবরণী হিসেবে তহবিল প্রবাহ বিবরণী তৈরি করা হতো?
ক) ১৯৮৮ খ) ১৯৯০ গ) ১৯৯৮ ঘ) ২০০৮
৫৪। নগদ সমতুল্য বলতে ক্রয়ের তারিখ হতে কত সময়ের মধ্যে নগদে রূপান্তরযোগ্য সম্পদকে বোঝায়?
ক) এক বছর খ) দুই বছর গ) চার বছর
ঘ) দশ বছর
৫৫। নগদ আন্তঃপ্রবাহ দ্বারা কী বোঝায়?
ক) নগদ টাকা আসে খ) নগদ টাকা চলে যায়
গ) নগদ টাকা আসে এবং যায়
ঘ) নগদ টাকা আসে না
৫৬। নগদ বহিঃপ্রবাহ দ্বারা কী বোঝায়?
ক) নগদ টাকা চলে যাওয়াকে
খ) নগদ টাকা আসাকে
গ) নগদ টাকা বৃদ্ধি ঘ) নগদ টাকা হ্রাস
৫৭। নিচের তথ্যগুলোর আলোকে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন সংক্রান্ত কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করো :
নিট আয় ১,৩২,০০০ টাকা, প্রদেয় হিসাব বৃদ্ধি ১০,০০০ টাকা, মজুদ পণ্য হ্রাস ৭,০০০ টাকা এবং প্রাপ্য হিসাবের বৃদ্ধি ১০,০০০ টাকা।
ক) ১,০৪,০০০ টাকা খ) ১,১২,০০০ টাকা
গ) ১,২৫,০০০ টাকা ঘ) ১,৩৯,০০০ টাকা
৫৮। প্রারম্ভিক নগদ তহবিল বলতে কী বোঝায়?
ক) বছরের মাঝামাঝি নগদ তহবিল
খ) বছরের শুরুতে নগদ তহবিল
গ) বছরের শেষে নগদ তহবিল
ঘ) বছরের প্রথম ও শেষের নগদ তহবিল

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর
২৬. গ ২৭. গ ২৮. খ ২৯. গ ৩০. ক ৩১. গ ৩২. খ ৩৩. ঘ ৩৪. ক ৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. গ ৩৮. ক ৩৯. ঘ ৪০. গ ৪১. ঘ ৪২. গ ৪৩. গ ৪৪. ঘ ৪৫. খ ৪৬. গ ৪৭. গ ৪৮. খ ৪৯. ক ৫০. গ ৫১. খ ৫২. খ ৫৩. ক ৫৪. ক ৫৫. ক ৫৬. ক ৫৭. ঘ ৫৮. খ।

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর
২৬. গ ২৭. গ ২৮. খ ২৯. গ ৩০. ক ৩১. গ ৩২. খ ৩৩. ঘ ৩৪. ক ৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. গ ৩৮. ক ৩৯. ঘ ৪০. গ ৪১. ঘ ৪২. গ ৪৩. গ ৪৪. ঘ ৪৫. খ ৪৬. গ ৪৭. গ ৪৮. খ ৪৯. ক ৫০. গ ৫১. খ ৫২. খ ৫৩. ক ৫৪. ক ৫৫. ক ৫৬. ক ৫৭. ঘ ৫৮. খ।

H.S.C

Leave a Comment