এক নজরে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

এক নজরে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

এক নজরে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩, এক নজরে দেখে নিন ক্রিকেট বিশ্বকাপ ২০২৩,ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ কে কোন পুরস্কার জিতলেন, ২০২৩ আইসিসি বিশ্বকাপ, Icc World Cup 2023: ভারত বিশ্বকাপের নিজস্ব রেকর্ড এক ঝলকে,

এক নজরে দেখে নিন ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিশ্বকাপে জিতে অস্ট্রেলিয়ার উপার্জন কত? কোন দলের পকেটে কত টাকা

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ইতি ঘটেছে। দেশের মাটিতে আয়োজিত হওয়া বিশ্বকাপে বিরাট আশা জাগিয়েও ভারত শেষমেষ কাপ ঘরে রাখতে পারেনি। রবিবার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে পরাজিত হয়ে বিশ্বকাপ হাতছাড়া করেছেন রোহিত-বিরাটরা। দেশের মাটিতে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নীল জার্সিধারীদের। তবে শুধু কাপ হারায়নি ভারত, বিশ্বকাপে উপার্জনের ক্ষেত্রেও ভারত সহ সকলকেই পিছনে ফেলেছে অস্ট্রেলিয়া। সব থেকে বেশি অর্থ উপার্জন করেছে তারা। যদিও বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলই মোটা অঙ্ক কামিয়েছে। 

সাধারণ হিসেব বলছে, বিশ্বকাপ থেকে সবচেয়ে বেশি রোজগার করা অস্ট্রেলিয়া পেয়েছে মোট ৩৫ কোটি ৩১ লক্ষ টাকা। দ্বিতীয় স্থানে ভারত। তারা উপার্জন করেছে ১৮ কোটি ৯৭ লক্ষ টাকা। তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা, তারা পেয়েছে ৮ কোটি ৩১ লক্ষ টাকা। কিন্তু এখন প্রশ্ন হল এই টাকার হিসেব কী ভাবে হচ্ছে। কোন দল কত টাকা পাবে তার সিদ্ধান্ত কী ভাবে নেওয়া হয়। আসলে গোটা বিষয়টিই একটি নিয়মের মধ্যে দিয়ে যায়। কী সেই নিয়ম, জেনে নেওয়া যাক। 

নিয়ম বলছে, বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচের জন্য একই টাকা পায় সব দল। প্রতি ম্যাচের জন্য দেওয়া হয়েছে ৩৩ লক্ষ টাকা। তার পরে ধাপে ধাপে টাকার অঙ্ক বাড়ে। যে দল যত ম্যাচ জেতে সেই অনুযায়ী একটা টাকা পায়। আবার ফাইনাল জিতলে একরকম টাকা, হারলে একরকম টাকা। সেই প্রেক্ষিতে বিশ্বকাপের ফাইনাল জেতায় ৩৩ কোটি টাকা পেয়েছে অস্ট্রেলিয়া। রানার্স হওয়ায় ভারত পেয়েছে ১৬ কোটি টাকা। আবার গ্রুপ পর্বে ৭টি ম্যাচ জেতায় ২ কোটি ৩১ লক্ষ টাকা পেয়েছে অস্ট্রেলিয়া। আর ভারত গ্রুপ পর্বের সব ক’টি ম্যাচ জেতায় ২ কোটি ৯৭ লক্ষ টাকা পেয়েছে। 

একইভাবে দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে ৭টি ম্যাচ জিতে পেয়েছে ২ কোটি ৩১ লক্ষ টাকা। গ্রুপ পর্বে ৫টি ম্যাচ জিতে নিউজিল্যান্ড পেয়েছে ১ কোটি ৬৫ লক্ষ টাকা। যে ছ’টি দল বিশ্বকাপের নক আউটে উঠতে পারেনি তারা আলাদা করে ৮৩ লক্ষ টাকা করে পেয়েছে। 

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ কে কোন পুরস্কার জিতলেন

বিশ্বকাপ ফাইনালের আগে পিচ বিতর্ক তুঙ্গে উঠেছে। ইতোমধ্যে এ নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়া ও ভারতের একাধিক ক্রিকেটার। এবার আলোচিত ইস্যুতে মন্তব্য করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এর আগে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পিচ নিয়ে প্রশ্ন করা হয় রোহিতকে। 

জবাবে তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে খেলা পিচের মতোই ফাইনালের পিচ। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলা পিচের চেয়ে এই পিচে ঘাস কিছুটা বেশি আছে। সেই ম্যাচের পিচ আরও শুকনো ছিল। এই পিচে কিছুটা প্রাণ আছে।

তবে রোহিত স্বীকার করেছেন,  দুটি ম্যাচের পিচই মন্থর। ভারতীয় অধিনায়ক বলেন, তুলনামূলকভাবে পিচ মন্থর। কিন্তু তাতে খেলা অসম্ভব তেমনটা নয়। পিচ অনুযায়ী পরিকল্পনা করবো। পরে নিজেদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবো।

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে শুরু হয়েছে পিচ বিতর্ক। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ পরিবর্তনের অভিযোগ উঠেছিল ভারতের বিরুদ্ধে। এরই মধ্যে দাবি করা হয়েছে, ফাইনালের পিচও পাল্টে দিয়েছে ভারত।

ইতোমধ্যে এ নিয়ে আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের শেষ দিকে পরিস্থিতি বিবেচনায় পিচ বদল করতে পারে আয়োজক তথা স্বাগতিক দেশ। এটা অস্বাভাবিক কিছু নয়। তবু পিচ বিতর্ক পিছু ছাড়ছে না।

বিগত সালে কমন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে পর্দা নামলো ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ এর। রোববার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান ত্রাভিস হেড। সিরিজ সেরা হন দুর্দান্ত খেলে রেকর্ড ৭৬৫ রান করা বিরাট কোহলি। এক নজরে চলুন দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতেছেন।

চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (ট্রফি ও ৪ মিলিয়ন ডলার),
রানার্স-আপ: ভারত (ট্রফি ও ২ মিলিয়ন ডলার),
ফাইনালে ম্যাচসেরা: ত্রাভিস হেড (১৩৭ রান ও ১ ক্যাচ),
টুর্নামেন্ট সেরা: বিরাট কোহলি (৭৬৫ রান, ১ উইকেট ও ৫ ক্যাচ),
সবচেয়ে বেশি রান: কোহলি (১১ ইনিংসে ৭৬৫),
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: গ্লেন ম্যাক্সওয়েল (অপরাজিত ২০১),
সবচেয়ে বেশি সেঞ্চুরি: কুইন্টন ডি কক (৪টি),
সবচেয়ে বেশি ফিফটি: বিরাট কোহলি (৬টি),
সবচেয়ে বেশি উইকেট: মোহাম্মদ শামি (৭ ইনিংসে ২৪ উইকেট),
সেরা বোলিং ফিগার: মোহাম্মদ শামি (৭/৫৭, নিউ জিল্যান্ডের বিপক্ষে),
সবচেয়ে বেশি ছক্কা: রোহিত শর্মা (৩১টি),
সবচেয়ে বেশি ক্যাচ: ড্যারিল মিচেল (১১টি),
সবচেয়ে বেশি ডিসমিসাল: কুইন্টন ডি কক (২০টি),
সর্বোচ্চ স্ট্রাইক রেট: গ্লেন ম্যাক্সওয়েল (১৫০.৩৭)।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ চাকরির পরীক্ষার জন্য কমন

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ পরিসংখ্যান

প্রতিযোগিতার সারাংশ

দলম্যাচজয়পরাজয়সর্বমোট রানসর্বমোট ওভারসর্বমোট বাউন্ডারীজয়ের হার
নিজবিপক্ষব্যাটিংবোলিংচারছয়
 অস্ট্রেলিয়া১১৩,০৮৭২,৮০১৫০৬.২৫০০.১২৮৭৯৭৮১.৮২%
 আফগানিস্তান২,০৯৫২,১৭৬৩৯৮.৪৪০১.৩১৭৮৪২৪৪.৪৪%
 ইংল্যান্ড২,২৪৫২,২৯১৩৭৯.৫৩৯০.৩২১৬৫১৩৩.৩৩%
 দক্ষিণ আফ্রিকা১০২,৮৯৭২,৩৭৩৪৬৫.৩৪২৭.৫২৪৩৯৯৭০.০০%
 নিউজিল্যান্ড১০২,৮৬৪২,৬৭৬৪৩৬.৫৪৫১.৪২৬৫৮২৫০.০০%
 নেদারল্যান্ডস১,৮৬২২,৫৩৬৩৮২.৫৪১৪.০১৬৩৩৩২২.২২%
 পাকিস্তান২,৩২৮২,৬০৭৩৮৩.৫৪১৩.০২২০৬০৪৪.৪৪%
 বাংলাদেশ২,০৪০২,৪৩১৪০৮.২৩৯৮.২১৮৮৪১২২.২২%
 ভারত১১১০৩.১৬০২,২৭৬৪৯৬.২৪৬৩.৪২৭৮৯২৯০.৯১%
 শ্রীলঙ্কা২,০৪৮২,৪৫৯৩৭৮.৪৩৭৭.৩২০১৪৫২২.২২%
১৯ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।

এক ইনিংসে সর্বোচ্চ রান

রানওভারদলপ্রতিপক্ষতারিখ
৪২৮/৫৫০ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা৭ অক্টোবর ২০২৩
৪১০/৪৫০ ভারত নেদারল্যান্ডস১২ নভেম্বর ২০২৩
৪০১/৬৫০ নিউজিল্যান্ড পাকিস্তান৪ নভেম্বর ২০২৩
৩৯৯/৭৫০ দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড২১ অক্টোবর ২০২৩
৩৯৯/৮৫০ অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস২৫ অক্টোবর ২০২৩
১২ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

এক ইনিংসে সর্বনিম্ন রান

অল-আউট না হয়ে থাকলে ওভার কমানো হয়েছে এমন ইনিংসের তথ্য এখানে যোগ করা হয় নি। দ্বিতীয় ইনিংসে সফল রান তাড়ার তথ্য অত্র তালিকায় যুক্ত নেই।

রানওভারদলপ্রতিপক্ষতারিখ
৫৫১৯.৪ শ্রীলঙ্কা ভারত২ নভেম্বর ২০২৩
৮৩২৭.১ দক্ষিণ আফ্রিকা ভারত৫ নভেম্বর ২০২৩
৯০২১.০ নেদারল্যান্ডস অস্ট্রেলিয়া২৫ অক্টোবর ২০২৩
১২৯৩৪.৫ ইংল্যান্ড ভারত২৯ অক্টোবর ২০২৩
১৩৯৩৪.৪ আফগানিস্তান নিউজিল্যান্ড১৮ অক্টোবর ২০২৩
৫ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

এক ম্যাচে সর্বোচ্চ রান

রানউইকেটওভারবিজয়ীবিজিততারিখ
৭৭১১৯৯৯.২ অস্ট্রেলিয়া (৩৮৮) নিউজিল্যান্ড (৩৮৩/৯)২৮ অক্টোবর ২০২৩
৭৫৪১৫৯৪.৫ দক্ষিণ আফ্রিকা (৪২৮/৫) শ্রীলঙ্কা (৩২৬)৭ অক্টোবর ২০২৩
৭২৪১৪৯৮.৫ ভারত (৩৯৭/৪) নিউজিল্যান্ড (৩২৭)১৫ নভেম্বর ২০২৩
৬৮৯১৩৯৮.২ পাকিস্তান (৩৪৫/৪) শ্রীলঙ্কা (৩৪৪/৯)১০ অক্টোবর ২০২৩
৬৭২১৯৯৫.৩ অস্ট্রেলিয়া (৩৬৭/৯) পাকিস্তান (৩০৫)২০ অক্টোবর ২০২৩
১৫ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

এক ম্যাচে সর্বনিম্ন রান

রানউইকেটওভারবিজয়ীবিজিততারিখ
৩১৪১৪৭২.০ বাংলাদেশ (১৫৮/৪) আফগানিস্তান (১৫৬)৭ অক্টোবর ২০২৩
৩১৬১২৫৯.০ শ্রীলঙ্কা (১৬০/২) ইংল্যান্ড (১৫৬)২৬ অক্টোবর ২০২৩
৩৪৩১৫৭০ নিউজিল্যান্ড (১৭২/৫) শ্রীলঙ্কা (১৭১)৯ নভেম্বর ২০২৩
৩৫৮১৯৮৪.৫ ভারত (২২৯/৯) ইংল্যান্ড (১২৯)২৯ অক্টোবর ২০২৩
৩৬০১৩৭৮ আফগানিস্তান (১৮১/৩) নেদারল্যান্ডস (১৭৯)৩ নভেম্বর ২০২৩
৯ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

সর্বোচ্চ রান তাড়া করে বিজয়ী

রানওভারদলপ্রতিপক্ষতারিখ
৩৪৫/৪৪৮.২ পাকিস্তান শ্রীলঙ্কা১০ অক্টোবর ২০২৩
৩০৭/২৪৪.৪ অস্ট্রেলিয়া বাংলাদেশ১১ নভেম্বর ২০২৩
২৯৩/৭৪৬.৫ অস্ট্রেলিয়া আফগানিস্তান৭ নভেম্বর ২০২৩
২৮৬/২৪৯.০ আফগানিস্তান পাকিস্তান২৩ অক্টোবর ২০২৩
২৮৩/১৩৬.৩ নিউজিল্যান্ড ইংল্যান্ড৫ অক্টোবর ২০২৩
১১ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

সর্বনিম্ন রান রক্ষা করে বিজয়ী

রানদলপ্রতিপক্ষপ্রতিপক্ষের রানতারিখ
২২৯ নেদারল্যান্ডস বাংলাদেশ১৪২২৮ অক্টোবর ২০২৩
২২৯/৯ ভারত ইংল্যান্ড১২৯২৯ অক্টোবর ২০২৩
২৪৫/৮ নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকা২০৭১৭ অক্টোবর ২০২৩
২৮৪ আফগানিস্তান ইংল্যান্ড২১৫১৫ অক্টোবর ২০২৩
২৮৬ পাকিস্তান নেদারল্যান্ডস২০৫৬ অক্টোবর ২০২৩
 অস্ট্রেলিয়া ইংল্যান্ড২৫৩৪ নভেম্বর ২০২৩
৪ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

সর্বোচ্চ জয়ের ব্যবধান

রান

ব্যবধানদলরানপ্রতিপক্ষপ্রতিপক্ষের রানতারিখ
৩০৯ রান অস্ট্রেলিয়া৩৯৯ নেদারল্যান্ডস৯০২৫ অক্টোবর ২০২৩
৩০২ রান ভারত৩৫৭ শ্রীলঙ্কা৫৫৫ নভেম্বর ২০২৩
২৪৩ রান ভারত৩২৬ দক্ষিণ আফ্রিকা৮৩২ নভেম্বর ২০২৩
২২৯ রান দক্ষিণ আফ্রিকা৩৯৯ ইংল্যান্ড১৭০২১ অক্টোবর ২০২৩
১৯০ রান দক্ষিণ আফ্রিকা৩৫৭ নিউজিল্যান্ড১৬৭১ নভেম্বর ২০২৩
৫ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

উইকেট

ব্যবধানদলপ্রতিপক্ষলক্ষ্যতারিখ
৯ উইকেট নিউজিল্যান্ড ইংল্যান্ড২৮৩৫ অক্টোবর ২০২৩
৮ উইকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ৩০৭১১ নভেম্বর ২০২৩
 আফগানিস্তান পাকিস্তান২৮৩২৩ অক্টোবর ২০২৩
 ভারত আফগানিস্তান২৭৩১১ অক্টোবর ২০২৩
 নিউজিল্যান্ড বাংলাদেশ২৪৬১৩ অক্টোবর ২০২৩
 শ্রীলঙ্কা ইংল্যান্ড১৫৭২৬ অক্টোবর ২০২৩
১১ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

বল

ব্যবধানদলপ্রতিপক্ষলক্ষ্যতারিখ
১৬০ নিউজিল্যান্ড শ্রীলঙ্কা১৭২৯ নভেম্বর ২০২৩
১৪৬ শ্রীলঙ্কা ইংল্যান্ড১৫৭২৬ অক্টোবর ২০২৩
১১৭ ভারত পাকিস্তান১৯২১৪ অক্টোবর ২০২৩
১১১ আফগানিস্তান নেদারল্যান্ডস১৮০৩ নভেম্বর ২০২৩
১০৫ পাকিস্তান বাংলাদেশ২০৫৩১ অক্টোবর ২০২৩
৯ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

সর্বনিম্ন জয়ের ব্যবধান

রান

ব্যবধানদলরানপ্রতিপক্ষপ্রতিপক্ষের রানতারিখ
৫ রান অস্ট্রেলিয়া৩৮৮ নিউজিল্যান্ড৩৮৩২৮ অক্টোবর ২০২৩
২১ রান পাকিস্তান২০১ নিউজিল্যান্ড৪০১৪ নভেম্বর ২০২৩
৩৩ রান অস্ট্রেলিয়া২৮৬ ইংল্যান্ড২৫৩৪ নভেম্বর ২০২৩
৩৮ রান নেদারল্যান্ডস২৪৫ দক্ষিণ আফ্রিকা২০৭১৭ অক্টোবর ২০২৩
৬২ রান অস্ট্রেলিয়া৩৬৭ পাকিস্তান৩০৫২০ অক্টোবর ২০২৩
৪ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

উইকেট

ব্যবধানদলপ্রতিপক্ষলক্ষ্যতারিখ
১ উইকেট দক্ষিণ আফ্রিকা পাকিস্তান২৭১২৭ অক্টোবর ২০২৩
৩ উইকেট অস্ট্রেলিয়া আফগানিস্তান২৯২৭ নভেম্বর ২০২৩
 বাংলাদেশ শ্রীলঙ্কা২৮০৬ নভেম্বর ২০২৩
 অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা২১৩১৬ নভেম্বর ২০২৩
৪ উইকেট ভারত নিউজিল্যান্ড২৭৪২২ অক্টোবর ২০২৩
১৬ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

বল

ব্যবধানদলপ্রতিপক্ষলক্ষ্যতারিখ
৬ বল আফগানিস্তান পাকিস্তান২৮৩২৩ অক্টোবর ২০২৩
১০ বল পাকিস্তান শ্রীলঙ্কা৩৪৫১০ অক্টোবর ২০২৩
 শ্রীলঙ্কা নেদারল্যান্ডস২৬৩২১ অক্টোবর ২০২৩
১২ বল ভারত নিউজিল্যান্ড২৭৪২২ অক্টোবর ২০২৩
১৫ বল দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান২৪৫১০ নভেম্বর ২০২৩
১০ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

এক ইনিংসে সর্বাধিক অতিরিক্ত রান

অতিরিক্তদলপ্রতিপক্ষরানওভারওয়াইডনো-বলবাইলেগ বাইপেনাল্টিতারিখ
৩৩ নেদারল্যান্ডস শ্রীলঙ্কা২৬২৪৯.৪২৬২১ অক্টোবর ২০২৩
৩২ নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকা২৪৫৪৩.০২১১০১৭ অক্টোবর ২০২৩
২৯ নিউজিল্যান্ড ভারত৩৯৭৪৮.৫১৯১৫ নভেম্বর ২০২৩
২৬ পাকিস্তান শ্রীলঙ্কা৩৪৫৪৮.২২৫১০ অক্টোবর ২০২৩
 নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া৩৮৩৫০.০২২২৮ অক্টোবর ২০২৩
 নিউজিল্যান্ড পাকিস্তান৪০১৫০.০১৭৪ নভেম্বর ২০২৩
 ভারত দক্ষিণ আফ্রিকা৩২৬৫০.০২২৫ নভেম্বর ২০২৩
১৫ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

ব্যাটিং পরিসংখ্যান

সর্বাধিক রান

রানখেলোয়াড়ইনিংসসর্বোচ্চ রানগড়স্ট্রাইক রেট১০০৫০চারছয়
৭৬৫ বিরাট কোহলি১১১১৭৯৫.৬২৯০.৩১৬৮
৫৯৭ রোহিত শর্মা১১১৩১৫৪.২৭১২৫.৯৪৬৬৩১
৫৯৪ কুইন্টন ডি কক১০১৭৪৫৯.৪০১০৭.০২৫৭২১
৫৭৮ রচিন রবীন্দ্র১০১২৩*৬৪.২২১০৬.৪৪৫৫১৭
৫৫২ ড্যারিল মিচেল১০১৩৪৬৯.০০১১১.০৬৪৮২২
১৯ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

এক ইনিংসে সর্বাধিক রান

রানখেলোয়াড়দলবিপক্ষবলচারছয়স্ট্রাইক রেট
২০১*গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়া আফগানিস্তান১২৮২১১০১৫৭.০৩
১৭৭*মিচেল মার্শ অস্ট্রেলিয়া বাংলাদেশ১৩২১৭১৩৪.০৯
১৭৪কুইন্টন ডি কক দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ১৪০১৫১২৪.২৮
১৬৩ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া পাকিস্তান১২৪১৪১৩৫.৪৫
১৫২*ডেভন কনওয়ে নিউজিল্যান্ড ইংল্যান্ড১২১১৯১২৫.৬১
১১ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

সর্বোচ্চ গড়

গড়খেলোয়াড়ম্যাচইনিংসঅপরাজিতরান
৯৫.৬২ বিরাট কোহলি১১১১৭৬৫
৮৫.৩৩ কেন উইলিয়ামসন২৫৬
৭৫.৩৩ লোকেশ রাহুল১১১০৪৫২
৭৩.৩৩ ফখর জামান২২০
৭০.৬০ আজমাতুল্লাহ ওমরজাই৩৫৩
১৯ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

সর্বোচ্চ স্ট্রাইক রেট

সর্বনিম্ন ২৫ বল মুখোমুখি হওয়া ব্যাটসম্যানরা এই তালিকার অন্তর্ভুক্ত।

স্ট্রাইক রেটখেলোয়াড়ম্যাচইনিংসরানবল
১৫০.৩৭ গ্লেন ম্যাক্সওয়েল৪০০২৬৬
১৩৩.২১ হেইনরিখ ক্লাসেন১০১০৩৭৩২৮০
১৩০.৭৬ মার্ক উড৮৫৬৫
১২৭.৫১ ট্রাভিস হেড৩২৯২৫৮
১২৭.৫০ মুজিব উর রহমান৫১৪০
১৯ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

সর্বাধিক চার

চারখেলোয়াড়ইনিংস
৬৮ বিরাট কোহলি১১
৬৬ রোহিত শর্মা১১
৫৭ কুইন্টন ডি কক১০
৫৫ রচিন রবীন্দ্র১০
৫৪ ডেভন কনওয়ে১০
১৯ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

সর্বাধিক ছয়

ছয়খেলোয়াড়ইনিংস
৩১ রোহিত শর্মা১১
২৪ শ্রেয়াস আইয়ার১১
 ডেভিড ওয়ার্নার১১
২২ গ্লেন ম্যাক্সওয়েল
 ড্যারিল মিচেল১০
১৯ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

দ্রুততম শতক

বলখেলোয়াড়প্রতিপক্ষমাঠতারিখস্কোরকার্ড
৪০ গ্লেন ম্যাক্সওয়েল নেদারল্যান্ডসঅরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামদিল্লি২৫ অক্টোবর ২০২৩
৪৯ এইডেন মার্করাম শ্রীলঙ্কাঅরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামদিল্লি৭ অক্টোবর ২০২৩
৫৯ ট্রাভিস হেড নিউজিল্যান্ডহিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামধর্মশালা২৮ অক্টোবর ২০২৩
৬১ হেইনরিখ ক্লাসেন ইংল্যান্ডওয়াংখেড়ে স্টেডিয়ামমুম্বই২১ অক্টোবর ২০২৩
৬২ লোকেশ রাহুল নেদারল্যান্ডসএম চিন্নাস্বামী স্টেডিয়ামব্যাঙ্গালোর১২ নভেম্বর ২০২৩
১২ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

দ্রুততম অর্ধ-শতক

বলখেলোয়াড়প্রতিপক্ষমাঠতারিখস্কোরকার্ড
২৫ কুশল মেন্ডিস দক্ষিণ আফ্রিকাঅরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামদিল্লি৭ অক্টোবর ২০২৩[২১]
 ট্রাভিস হেড নিউজিল্যান্ডহিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামধর্মশালা২৮ অক্টোবর ২০২৩[২২]
২৭ গ্লেন ম্যাক্সওয়েল নেদারল্যান্ডসঅরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামদিল্লি২৫ অক্টোবর ২০২৩[২৩]
২৮ ডেভিড ওয়ার্নার নিউজিল্যান্ডহিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামধর্মশালা২৮ অক্টোবর ২০২৩[২২]
২৯ ডেভিড মিলার নিউজিল্যান্ডমহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামপুণে১ নভেম্বর ২০২৩[২৪]
১ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

সর্বাধিক শতক

শতকখেলোয়াড়ইনিংসমোট রানসর্বোচ্চ রানগড়স্ট্রাইক রেট
 কুইন্টন ডি কক১০৫৯৪১৭৪৫৯.৪০১০৭.০২
 বিরাট কোহলি১১৭৬৫১১৭৯৫.৬২৯০.৩১
 রচিন রবীন্দ্র১০৫৭৮১২৩*৬৪.২২১০৬.৪৪
 ড্যারিল মিচেল১০৫৫২১৩৪৬৯.০০১১১.০৬
 ডেভিড ওয়ার্নার১১৫৩৫১৬৩৪৮.৬৩১০৮.২৯
 শ্রেয়াস আইয়ার১১৫৩০১২৮*৬৬.২৫১১৩.২৪
 রাসি ফন ডার ডাসেন১০৪৪৮১৩৩৪৯.৭৭৮৪.৫২
 মিচেল মার্শ১০৪৪১১৭৭*৪৯.০০১০৭.৫৬
 গ্লেন ম্যাক্সওয়েল৪০০২০১*৬৬.৬৬১৫০.৩৭
 ট্রাভিস হেড৩২৯১৩৭৫৪.৮৩১২৭.৫১
১৯ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

সর্বাধিক অর্ধ-শতক

অর্ধ-শতকখেলোয়াড়ইনিংসমোট রানসর্বোচ্চ রানগড়স্ট্রাইক রেট
 বিরাট কোহলি১১৭৬৫১১৭৯৫.৬২৯০.৩১
 শুভমান গিল৩৫৪৯২৪৪.২৫১০৬.৯৪
 পাথুম নিশাঙ্কা৩৩২৭৭*৪১.৫০৮৯.৪৮
 বাবর আজম৩২০৭৪৪০.০০৮২.৯০
 রোহিত শর্মা১১৫৯৭১৩১৫৪.২৭১২৫.৯৪
 শ্রেয়াস আইয়ার১১৫৩০১২৮*৬৬.২৫১১৩.২৪
 এইডেন মার্করাম১০৪০৬১০৬৪৫.১১১১০.৯২
 মারনাস লাবুশেন১১৩৬২৭১৪০.২২৭০?৭০
 আজমাতুল্লাহ ওমরজাই৩৫৩৯৭*৭৯.৬০৯৭.৭৮
 আবদুল্লাহ শফিক৩৩৬১১৩৪২.০০৯৩.৩৩
 রহমত শাহ৩২০৭৭*৪০.০০৭৬.৩৭
 হাশমতুল্লাহ শাহিদী৩১০৮০৫১.৬৬৭৩.১১
 জো রুট২৭৬৮২৩০.৬৬৮৮.৪৬
 কেন উইলিয়ামসন২৫৬৯৫৮৫.৩৩৯৩.৪৩
১৯ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

সর্বাধিক শূন্য রান

শূণ্য রানখেলোয়াড়ইনিংসমোট রানসর্বোচ্চ রানগড়স্ট্রাইক রেট
 মিচেল মার্শ১১৪৪১১৭৭*৪৯.০০১০৭.৫৬
 পাথুম নিশাঙ্কা৩৩২৭৭*৪১.৫০৮৯.৪৮
 স্কট এডওয়ার্ডস২৫৯৭৮*৩৭.০০৮৬.৯১
 নাজমুল হোসেন শান্ত২২২৯০২৭.৭৫৭৬.৮১
 মহেশ তীক্ষণ১০০৩৮*২৫.০০৫৪.০৫
 রোল্ফ ফন দার মারউই৬৮২৯৮.৫০৮০.০০
 পল ফন মিকিরেন২৬৪.৩৩৪৮.১৪
 নবীন-উল-হক১৬৯*৪.০০৬৪.০০
১৯ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

বোলিং পরিসংখ্যান

সর্বাধিক উইকেট

উইকেটখেলোয়াড়ইনিংসগড়ইকোনমি রেটসেরা বোলিংস্ট্রাইক রেট
২৪ মোহাম্মদ শামি১০.৭০৫.২৬৫/১৮১২.২০
২৩ অ্যাডাম জাম্পা১১২২.৩৯৫.৩৬৪/৮২৫.০৪
২১ দিলশান মাদুশঙ্কা২৫.০০৬.৭০৫/৮০২২.৩৮
২০ জসপ্রিত বুমরাহ১১১৮.৬৫৪.০৬৪/৩৯২৭.৫৫
 জেরাল্ড কোয়েটজি১৯.৮০৬.২৩৪/৪৪১৯.০৫
১৯ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

এক ইনিংসে সর্বাধিক উইকেট

ফিগারওভারখেলোয়াড়প্রতিপক্ষতারিখ
৭/৫৭৯.৫ মোহাম্মদ শামি নিউজিল্যান্ড১৫ নভেম্বর ২০২৩
৫/১৮ মোহাম্মদ শামি শ্রীলঙ্কা২ নভেম্বর ২০২৩
৫/৩৩ রবীন্দ্র জাদেজা দক্ষিণ আফ্রিকা৫ নভেম্বর ২০২৩
৫/৫৪১০ শাহীন আফ্রিদি অস্ট্রেলিয়া২০ অক্টোবর ২০২৩
১০ মোহাম্মদ শামি নিউজিল্যান্ড২২ অক্টোবর ২০২৩
১৫ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

সর্বাধিক মেইডেন

মেইডেনখেলোয়াড়ইনিংস
 জসপ্রিত বুমরাহ১১
 জশ হ্যাজলউড১১
 কাগিসো রাবাদা
 ডেভিড উইলি
 লুঙ্গি এনগিডি
 আরিয়ান দত্ত
 ট্রেন্ট বোল্ট১০
 মোহাম্মদ সিরাজ১১
১৯ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

সেরা গড়

গড়খেলোয়াড়ইনিংসউইকেটরানওভার
৭.০০ রোহিত শর্মা১১০.৫
১০.৭০ মোহাম্মদ শামি২৪২৫৭৪৮.৫
১৫.০০ বিরাট কোহলি১১১৫৩.৩
১৭.৮৩ অ্যাঞ্জেলো ম্যাথিউস১০৭২২.১
১৮.৬৫ জসপ্রীত বুমরাহ১১২০৩৭৩৯১.৫
১৯ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

সেরা স্ট্রাইক রেট

স্ট্রাইক রেটখেলোয়াড়ইনিংসউইকেটবল
৫.০০ রোহিত শর্মা১১
১২.২০ মোহাম্মদ শামি২৪২৯৩
১৯.০৫ জেরাল্ড কোয়েটজি২০৩৮১
১৯.৮০ হার্দিক পাণ্ড্য৯৯
২০.০০ তানজিম হাসান সাকিব৬০
১৯ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

সেরা ইকোনমি রেট

ইকোনমি রেটখেলোয়াড়ইনিংসউইকেটরানওভার
৩.৪০ রবিচন্দ্রন অশ্বিন৩৪১০.০
৪.০৬ জসপ্রীত বুমরাহ১১২০৩৭৩৯১.৫
৪.১৩ মোহাম্মদ নবী২৫৪৬১.৩
৪.১৫ কেশব মহারাজ১০১৫৩৭০৮৯.০
৪.২৫ রবীন্দ্র জাদেজা১১১৬৩৯৮৯৩.৩
১৯ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

সর্বাধিক পাঁচ উইকেট

পাঁচ উইকেটখেলোয়াড়ইনিংসমোট উইকেটরানওভারসেরা বোলিং
 মোহাম্মদ শামি২৪২৫৭৪৮.৫৫/১৮
 দিলশান মাদুশঙ্কা২১৫২৫৭৮.২৫/৮০
 শাহীন আফ্রিদি১৮৪৮১৮১.০৫/৫৪
 রবীন্দ্র জাদেজা১১১৬৩৯৮৯৩.৩৫/৩৩
 মিচেল স্যান্টনার১৬৪৪৯৮২.৪৫/৫৯
১৯ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

এক ইনিংসে সর্বাধিক খরুচে বোলিং

ফিগারখেলোয়াড়ওভারপ্রতিপক্ষতারিখ
২/১১৫ বাস দি লিডি১০.০ অস্ট্রেলিয়া২৫ অক্টোবর ২০২৩
০/১০৭ লোগান ফন বীক১০.০ ভারত১২ নভেম্বর ২০২৩
৩/১০০ টিম সাউদি১০.০ ভারত১৫ নভেম্বর ২০২৩
১/৯৫ মাথিশা পাথিরানা১০.০ দক্ষিণ আফ্রিকা৭ অক্টোবর ২০২৩
১/৯৪ মার্কো জ্যানসেন৯.৪ ভারত৫ নভেম্বর ২০২৩
১৫ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

ফিল্ডিং পরিসংখ্যান

সর্বাধিক ক্যাচ

উইকেট রক্ষক কর্তৃক ধৃত ক্যাচ এই তালিকার অন্তর্ভুক্ত নয়।

ক্যাচের সংখ্যাখেলোয়াড়ের নামইনিংস
১১ ড্যারিল মিচেল১০
 মারনাস লাবুশেন১১
 ডেভিড ওয়ার্নার১১
 ডেভিড মিলার১০
 রবীন্দ্র জাদেজা১১
১৯ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

সর্বাধিক ডিসমিসাল

ডিসমিসালখেলোয়াড়ের নামইনিংসক্যাচস্ট্যাম্পিং
২০ কুইন্টন ডি কক১০১৯
১৭ লোকেশ রাহুল১১১৬
১৬ জশ ইংলিস১০১৪
১৫ স্কট এডওয়ার্ডস১৩
১১ জস বাটলার
 মোহাম্মাদ রিজওয়ান১১
১৯ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

অন্যান্য পরিসংখ্যান

সর্বাধিক রানের জুটি

জুটিউইকেটখেলোয়াড়দলপ্রতিপক্ষতারিখ
২৭৩*২য়রচিন রবীন্দ্রডেভন কনওয়ে নিউজিল্যান্ড ইংল্যান্ড৫ অক্টোবর ২০২৩
২৫৯১মডেভিড ওয়ার্নারমিচেল মার্শ অস্ট্রেলিয়া পাকিস্তান২০ অক্টোবর ২০২৩
২০৮৪র্থশ্রেয়াস আইয়ারলোকেশ রাহুল ভারত নেদারল্যান্ডস১২ নভেম্বর ২০২৩
২০৪২য়রাসি ফন ডার ডাসেনকুইন্টন ডি কক দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা৭ অক্টোবর ২০২৩
২০২*৮মগ্লেন ম্যাক্সওয়েলপ্যাট কামিন্স অস্ট্রেলিয়া আফগানিস্তান৭ নভেম্বর ২০২৩
১২ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

উইকেট অনুযায়ী সর্বাধিক রানের জুটি

জুটিউইকেটখেলোয়াড়দলপ্রতিপক্ষতারিখ
২৫৯১মডেভিড ওয়ার্নারমিচেল মার্শ অস্ট্রেলিয়া পাকিস্তান২০ অক্টোবর ২০২৩
২৭৩*২য়রচিন রবীন্দ্রডেভন কনওয়ে নিউজিল্যান্ড ইংল্যান্ড৫ অক্টোবর ২০২৩
১৮১৩য়কেন উইলিয়ামসনড্যারিল মিচেল নিউজিল্যান্ড ভারত১৫ নভেম্বর ২০২৩
২০৮৪র্থশ্রেয়াস আইয়ারলোকেশ রাহুল ভারত নেদারল্যান্ডস১২ নভেম্বর ২০২৩
১৪৪৫মগ্লেন ফিলিপসটম ল্যাথাম নিউজিল্যান্ড আফগানিস্তান১৮ অক্টোবর ২০২৩
১৫১৬ষ্ঠহেইনরিখ ক্লাসেনমার্কো জ্যানসেন দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড২১ অক্টোবর ২০২৩
১৩০৭মসিব্রান্ড এংগেলব্রেখ্‌টলোগান ফন বীক নেদারল্যান্ডস শ্রীলঙ্কা২১ অক্টোবর ২০২৩
২০২*৮মগ্লেন ম্যাক্সওয়েলপ্যাট কামিন্স অস্ট্রেলিয়া আফগানিস্তান৭ নভেম্বর ২০২৩
৭০৯মমার্ক উডগাস অ্যাটকিনসন ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা২১ অক্টোবর ২০২৩
৫৩১০মহারিস রউফমোহাম্মদ ওয়াসিম পাকিস্তান ইংল্যান্ড১১ নভেম্বর ২০২৩
১৫ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত

ম্যাচসেরা খেলোয়াড়

ম্যাচের ক্রমম্যাচখেলোয়াড়রানস্ট্রাইক রেটউইকেটইকোনমি রেট
গ্রুপ পর্ব
 বনাম  রচিন রবীন্দ্র১২৩*১২৮.১৩১/৭৬৭.৬০
 বনাম  সৌদ শাকিল৬৮১৩০.৭৭
 বনাম  মেহেদী হাসান৫৭৭৮.০৮৩/২৫২.৭৮
 বনাম  এইডেন মার্করাম১০৬১৯৬.৩০
 বনাম  লোকেশ রাহুল৯৭*৮৪.৩৪
 বনাম  মিচেল স্যান্টনার৩৬*২১১.১৪৫/৫৯৫.৯০
 বনাম  দাউদ মালান১৪০১৩০.৮৪
 বনাম  মোহাম্মাদ রিজওয়ান১৩১*১০৮.৬২
 বনাম  রোহিত শর্মা১৩১১৫৫.৯৫
১০ বনাম  কুইন্টন ডি কক১০৯১০২.৮৩
১১ বনাম  লকি ফার্গুসন৩/৪৯৪.৯০
১২ বনাম  জসপ্রীত বুমরাহ২/১৯২.৭১
১৩ বনাম  মুজিব উর রহমান২৮১৭৫.০০৩/৫১৫.১০
১৪ বনাম  অ্যাডাম জাম্পা৪/৪৭৫.৮৭
১৫ বনাম  স্কট এডওয়ার্ডস৭৮*১১৩.০৪
১৬ বনাম  গ্লেন ফিলিপস৭১৮৮.৭৫০/১৩৪.৩৩
১৭ বনাম  বিরাট কোহলি১০৩১০৬.১৯০/২৪.০০
১৮ বনাম  ডেভিড ওয়ার্নার১৬৩১৩১.৪৫
১৯ বনাম  সাদিরা সমরবিক্রম৯১*৮৫.০৪
২০ বনাম  হেইনরিখ ক্লাসেন১০৯১৬২.৬৯
২১ বনাম  মোহাম্মদ শামি*১০০.০০৫/৫৪৫.৪০
২২ বনাম  ইব্রাহিম জাদরান৮৭৭৬.৯৯
২৩ বনাম  কুইন্টন ডি কক১৭৪১২৪.২৮
২৪ বনাম  গ্লেন ম্যাক্সওয়েল১০৬২৪০.৯০
২৫ বনাম  লাহিরু কুমারা৩/৩৫৫.০০
২৬ বনাম  তাব্রাইজ শামসী*৬৬.৬৬৪/৬০৬.০০
২৭ বনাম  ট্রাভিস হেড১০৯১৬২.৬৮
২৮ বনাম  পল ফন মিকিরেন০.০০৪/২৩৩.১৩
২৯ বনাম  রোহিত শর্মা৮৭৮৬.১৩
৩০ বনাম  ফজলহক ফারুকী৪/৩৪৩.৪০
৩১ বনাম  ফখর জামান৮১১০৯.৪৫
৩২ বনাম  রাসি ফন ডার ডাসেন১৩৩১১২.৭১
৩৩ বনাম  মোহাম্মদ শামি৫০.০০৫/১৮৩.৬০
৩৪ বনাম  মোহাম্মদ নবী৩/২৮২.৯৪
৩৫ বনাম  ফখর জামান১২৬*১৫৫.৫৫
৩৬ বনাম  অ্যাডাম জাম্পা২৯১৫২.৬৩৩/২১২.১০
৩৭ বনাম  বিরাট কোহলি১০১৮৩.৪৭
৩৮ বনাম  সাকিব আল হাসান৮২১২৬.১৫২/৫৭৫.৭০
৩৯ বনাম  গ্লেন ম্যাক্সওয়েল২০১*১৫৭.০৩১/৫৫৫.৫০
৪০ বনাম  বেন স্টোকস১০৮১২৮.৫৭
৪১ বনাম  ট্রেন্ট বোল্ট৩/৩৭৩.৭০
৪২ বনাম  রাসি ফন ডার ডাসেন৭৬*৮০.০০
৪৩ বনাম  মিচেল মার্শ১৭৭*১৩৪.০৯০/৪৮১২.০০
৪৪ বনাম  ডেভিড উইলি১৫৩০০.০০৩/৫৬৫.৬০
৪৫ বনাম  শ্রেয়াস আইয়ার১২৮*১৩৬.৩৭
সেমি-ফাইনাল
৪৬ বনাম  মোহাম্মদ শামি৭/৫৭৫.৭৯
৪৭ বনাম  ট্রাভিস হেড৬২১২৯.১৬২/২১৪.২০
ফাইনাল
৪৮ বনাম  ট্রাভিস হেড১৩৭১১৪.১৬০/৪২.০০
১৯ নভেম্বর ২০২৩ তারিখে হালনাগাদকৃত
আর্টিকেলের শেষ কথাঃ Icc Cricket World Cup 2023 চাকরির পরীক্ষার জন্য কমন

Leave a Comment