১৯৭২ সালের ১০ই অক্টোবর চিলির রাজধানী সান্তিয়াগোতে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় ১৪০টি দেশের ২০০ প্রতিনিধির উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
পরবর্তী সময়ে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান পিস অ্যান্ড সিকিউরিটি কনফারেন্সে বঙ্গবন্ধুকে এ পদক প্রদান করা হয়। কোন সালে ‘জুলিও কুরি শান্তি পদক’ গ্রহণ করেন বঙ্গবন্ধু?
উত্তর: ১৯৭৩ সালের ২৩ মে
শিক্ষা
- বন্যা কি বন্যার ক্ষয়ক্ষতি ও রোধের উপায় গুলো আলোচনা করো
- মধ্যপ্রাচ্যের দেশসমূহ নাম ওপেক কি এর ভূমিকা উল্লেখ করবে
- বাংলাদেশের শিল্প কি?, রপ্তানিমুখী শিল্প কি?,শিল্প শ্রমিকদের সার্বিক নিরাপত্তার সম্পর্ক?
- ২০১৮,১৯,২০ সালের থিয়েটার এন্ড মিডিয়া স্টার্ডিজ (অনার্স) ১ ম-৩য় বর্ষ ১ম- ৬ষ্ঠ সেমিস্টার পরীক্ষার আবেদন ফরম পূরণের
- ভূগোল কি, বাণিজ্যিক ভূগোল কি এর বৈশিষ্ট্য ও গুরুত্ব
- জনসংখ্যার সমস্যা কি, কোভিদ ১৯ কি লিখবেন, রোগ প্রতিরোধে ভূমিকা কি লিখবে
- এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্যক ভূগোল (১৭১৭) এ্যাসাইনমেন্ট সম্পূর্ণ উত্তর
- ১৯৭৩ সালে জয়ের পর বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে?
- বিএম মার্কেটিং নীতি ও প্রয়োগ (১৮১৮) অ্যাসাইনমেন্ট উত্তর
- “মধ্যস্থ করবারির উৎপাদক, ভােক্তা ও সামজের প্রতি বিভিন্ন ধরণের কার্যবলি রয়েছে। এ উক্তির যর্থাথতা উল্লেখ কর।
2 thoughts on “এশিয়ান পিস অ্যান্ড সিকিউরিটি কনফারেন্সে বঙ্গবন্ধুকে এ পদক প্রদান করা হয়।, কোন সালে ‘জুলিও কুরি শান্তি পদক’ গ্রহণ করেন বঙ্গবন্ধু?”