এসএসসি পৌরনীতি ও নাগরিকতা স্পেশাল সাজেশন ২০২৩ , ssc politics and citizenship suggestion (pdf) 2023, এসএসসি পৌরনীতি ও নাগরিকতা সাজেশন (pdf) ২০২৩, এসএসসি পৌরনীতি ও নাগরিকতা সংক্ষিপ্ত সাজেশন ২০২৩

বিষয়: এসএসসি পরীক্ষার্থীদের পৌরনীতি ও নাগরিকতা সাজেশন, special short suggestion ssc suggestion politics and citizenship

এসএসসি সাজেশন বিষয়: পৌরনীতি ও নাগরিকতা

অধ্যায় – ১ : পৌরনীতি ও নাগরিকতা

১. পরিবার গঠন ও কার্যাবলি
২. পৌরনীতির পরিসর ও নাগরিকতা

অধ্যায় – ৪ : রাষ্ট্র ও সরকারের ব্যবস্থা

১. গণতান্ত্রিক একনায়ক তান্ত্রিক সরকার ব্যবস্থার পার্থক্য।
২. রাষ্ট্র ও সরকার ।
৩. যুক্তরাষ্ট্রীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের দোষ ও গুনাবলি ।

অধ্যায় – ৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা

১. বাংলাদেশের প্রশাসনিক কাঠামো , বিচার বিভাগের গঠন ক্ষমতা ও কার্যাবলি
২. প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ ।
৩. আইনসভার গঠন , ক্ষমতা ও কার্যাবলি ।
৪।বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম

অধ্যায় – ৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন

১. রাজনৈতিক দলের ধারণা ও বৈশিষ্ট্য ।
২।গণতন্ত্র বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা ।

১০ম অধ্যায়-স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের নাগরিক

১। ভাষা আন্দোলন পটভূমি ও গুরুত্ব।
২। ১৯৪০ সালে লাহোর প্রস্তাব বৈশিষ্ট্য ও গুরুত্ব


আরো ও সাজেশন:-

বর্তমান বিশ্বে নিম্নোক্ত পরিবার ব্যবস্থা দেখা যায়-


ক) বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার;
খ) পারিবারিক কাঠামোর ভিত্তিতে একক ও যৌথ পরিবার;
গ) বৈবাহিক সূত্রের ভিত্তিতে একপত্নীক, বহুবত্নীক ও বহুপতি পরিবার।

বাংলাদেশে বিদ্যমান উপরোক্ত পরিবার ব্যবস্থার মধ্যে কোন কোন ধরনের পরিবার দেখা যায় ও দেশে কোন যৌথ পরিবার হ্রাস পাচ্ছে এবং একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একটি আদর্শ পরিবারের কার্যাবলী ব্যাখ্যাকরণ।

উত্তর : লিংক

রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং রাষ্ট্র ও সরকারের সম্পর্ক বিশ্লেষণ

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

ক. পাঠ্যপুস্তক/শিক্ষক (মােবাইলে/অনলাইনে) যােগাযােগ করে নেয়া যেতে পারে;

খ. প্রয়ােজনে ইন্টারনেট থেকেও সহায়তা নেয়া যেতে পারে;

গ. রাষ্ট্র ধারণা বর্ণনা করতে হবে;

ঘ. রাষ্ট্র গঠনের উপাদানসমূহ বিশ্লেষণ করতে হবে;

ঙ. কোন উপাদান ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না তা বর্ণনা করতে হবে;

উত্তর : লিংক

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

রাষ্ট্রের ধরন বিশ্লেষণসহ গণতন্ত্র সফল করার উপায় এবং সংসদীয় সরকারের গুন ও ত্রুটি ব্যাখ্যাকরণ।

নির্দেশনাঃ

  1. রাষ্ট্র ও সরকারের ধারণা বর্ণনা করতে হবে।
  2. রাষ্ট্রের ধরন বিশ্লেষণ করতে হবে।
  3. গণতন্ত্রের ধারণা বর্ণনা করতে হবে।
  4. গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ত্রুটি উল্লেখ করতে হবে।
  5. গণতন্ত্র সফল করার উপায় বর্ণনা করতে হবে।
  6. সংসদীয় সরকারের ধারণা বর্ণনা করতে হবে। সংসদীয় সরকারের গুন ও ত্রুটি বর্ণনা করতে হবে।

উত্তর : লিংক

বাংলাদেশের প্রশাসনিক কাঠামাে (কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসন) বিশ্লেষণ।

নির্দেশনা

পাঠ্যপুস্তক/শিক্ষক (মােবাইলে/অনলাইনে) যােগাযােগ করে নেয়া যেতে পারে; প্রয়ােজনে ইন্টারনেট থেকেও সহায়তা নেয়া যেতে পারে

  • ক) বাংলাদেশে প্রশাসনিক কাঠামাে বিশ্লেষণ করতে হবে
  • খ) কেন্দ্রীয় প্রশাসন বিশ্লেষণ করতে হবে
  • গ) বিভাগীয় প্রশাসনের গঠন ও কার্যাবলী বর্ণনা করতে হবে
  • ঘ) জেলা প্রশাসনের কার্যাবলি বর্ণনা করতে হবে
  • ঙ) উপজেলা প্রশাসনের কার্যাবলি বর্ণনা করতে হবে

উত্তর : লিংক

বাংলাদেশের বিচার বিভাগের গঠন, ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা করতে পারবে।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি)

  • বিচার বিভাগের গঠন কাঠামাে বর্ণনা করতে হবে।
  • বিচার বিভাগের ক্ষমতা বর্ণনা করতে হবে।
  • বিচার বিভাগের কার্যাবলি বর্ণনা করতে হবে।
  • আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা বিশ্লেষণ করতে হবে [পাঠ্যপুস্তক/শিক্ষক (মােবাইলে/অনলাইনে) যােগাযােগ করে অথবা প্রয়ােজনে ইন্টারনেট থেকেও সহায়তা নেয়া যেতে পারে।

উত্তর : লিংক

আদর্শ পরিবাবর ও সমাজ গঠন এবং আধুনিক রাষ্ট্র ও সরকার বিনিমানে তুমি কিভাবে পৌরনীতি ও নাগরিকতার জ্ঞান প্রয়োগ করবে।

নিদেশনা :
১। পৌরনীতি ও নাগরিকতা
২। পরিবার
৩। সমাজ
৪। রাষ্ট্র

৫। সরকার

উত্তর : লিংক

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

SSC civics & citizenship MCQ & Question Model Test -1

SSC civics & citizenship MCQ & Question Model Test -2

SSC civics & citizenship MCQ & Question Model Test -3

SSC civics & citizenship MCQ & Question Model Test -4

SSC civics & citizenship MCQ & Question Model Test -5

SSC New Syllabus civics & citizenship Suggestion



সাজেশনের সৃজনশীল প্রশ্ন

১. শাহীন পিতা-মাতার বড় সন্তান হলেও শাহীন ও পরিবারের অন্যান সদস্যগণ শাহীনের বৃদ্ধ বাবার পরিচয়েই পরিচিতি লাভ করেছে। সংসারের যাবতীয় ব্যয়ভার শাহীনের বাবাই বহন করেন। এক কথায় সর্বক্ষেত্রে শাহীনের বাবার মতামতই প্রতিফলিত হয়। অপরদিকে জাহিদের মা সেলাই মেশিন চালানোর পাশাপাশি হাঁস, মুরগি, গরু ও ছাগল পালন করে সংসার পরিচালনা করেন। মায়ের পছন্দ করা স্কুলেই জাহিদকে ভর্তি হতে হয়।

ক. নাগরিকতা কাকে বলে?
খ. “মানুষ নয়, পশু অথবা দেবতা সমাজের বাইরে বসবাস করে।” – ব্যাখ্যা কর।
গ. পরিবারের নীতির ভিত্তিতে শাহীনের পরিবার কোন শ্রেণিভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, উদ্দীপকে উল্লিখিত শাহীন ও জাহিদের পরিবার একই ধরনের বিশ্লেষণ কর।

২. অর্ণব ও অর্ক দুই ভাই। পিতার মৃত্যুর পর পিতৃসম্পত্তি সমান দুই ভাগে ভাগ করে নেয়। কিছুদিন পর অর্ণব জমিতে গিয়ে দেখল, অর্ক অর্ধেকের চেয়ে কিছু বেশি জমি দখলে রেখে চাষ করছে। এ ব্যাপারে অর্ণব অর্ককে বেশি জমি ছেড়ে দিতে বললে, অর্ক জমি ছাড়তে অনীহা প্রকাশ করে। অর্ণব দ্বন্দ্ব ফ্যাসাদে না জড়িয়ে আইনের আশ্রয়গ্রহণ করে এবং সম্পত্তি ফিরে পায়।

ক. তথ্য অধিকার আইন কী?
খ. নাগরিক ও নাগরিকতার উৎস অভিন্ন হলেও এদের অর্থগত পার্থক্য রয়েছে। ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে অর্ণব সুনাগরিকতার পরিচয় দিয়েছে -ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে অর্ণব কী ধরনের অধিকার ভোগ করেছে? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

৩. শামছুল সাহেব একজন বিজ্ঞ বিচারক। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে বিচারকার্য পরিচালনা করেন। এক সময় একটি মামলা নিয়ে তিনি জটিলতায় পড়েন। একই গ্রামের দুই জন লোক একখ- জমি নিজেদের বলে দাবি করে। উভয়েরই কোনো প্রকার উপযুক্ত দলিল-পত্র নেই। তিনি দেশের কোনো প্রকার আইন দ্বারা এ সমস্যার সমাধান করতে পারছেন না। অবশেষে তিনি বিশেষ এক পন্থা অবলম্বন করে মামলার রায় প্রদান করেন। এতে উভয় পক্ষই সন্তুষ্ট হন।

ক. সরকারি আইন কী?
খ. “ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের অন্যতম উৎস।” – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে শামছুল সাহেব যে প্রক্রিয়ায় রায় প্রদান করেছেন তা ব্যাখ্যা কর
ঘ. উদ্দীপকে বিচারক শামছুল সাহেবের রায়টি আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস – উক্তিটি মূল্যায়ন কর।

৪. দুটি দেশের রাষ্ট্র ব্যবস্থার স্বরূপ :
১ম দেশ : রাজতান্ত্রিক, শাসকের ছেলে শাসক। তিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী।
২য় দেশ : গণতান্ত্রিক দেশ। তবুও শাসকের ছেলে শাসক। তবে সীমিত
ক্ষমতার অধিকারী।

ক. যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?
খ. ‘গণতন্ত্রই জনগণের ক্ষমতার প্রধান উৎস।” ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ১ম দেশে কোন ধরনের রাষ্ট্রব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ১ম ও ২য় দেশের রাষ্ট্র ব্যবস্থা কি একই? বিশ্লেষপূর্বক মতামত দাও।

৫. ‘ক’ নামক একটি দেশ স্বাধীন হওয়ার পর একটি কমিটি গঠন করে সে দেশের খসড়া সংবিধান প্রণয়ন করা হয়। ঐ খসড়া সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপন, গৃহীত ও কার্যকর হতে দীর্ঘ দশ মাস সময় লাগে। অন্যদিকে ‘খ’ নামক দেশের সংবিধান গড়ে উঠেছে ক্রমবিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে লোকাচার ও প্রথার মাধ্যমে। এজন্য এ সংবিধানের ক্ষেত্রে কোনো কমিটি গঠন বা গণপরিষদ বিল উত্থাপনের প্রয়োজন হয়নি।

ক. অলিখিত সংবিধান কীভাবে গড়ে উঠেছে?
খ. “লিখিত সংবিধান পরিবর্তিত সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে না।” ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘ক’ নামের দেশটির সংবিধান কোন পদ্ধতিতে প্রণয়ন করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত কোন সংবিধানটি তোমার কাছে উত্তম বলে মনে হয়? যুক্তিসহ মতামত তুলে ধর।

৬. ‘ক’ একটি দেশের সরকারপ্রধান। তাকে কেন্দ্র করে দেশের সকল শাসনকার্য পরিচালিত হয়। তিনি হলেন সেই দেশের একটি দলের নেতা। অপরদিকে এই সরকারের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ‘খ’। ‘খ’ ‘ক’-এর পরামর্শক্রমে দেশের গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিদের নিয়োগ প্রদান করেন। কিন্তু ‘খ’সর্বোচ্চ আদালতে শাস্তিপ্রাপ্ত ব্যক্তির দ- মওকুফ করতে পারেন।

ক. বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কী?
খ. সংসদীয় সরকার ব্যবস্থায়, “রাষ্ট্রপতি নির্বাচন” জনগণের নয়, সংসদ সদস্যদের সমর্থন লাভ করতে হয়। ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘খ’ এর কাজ ব্যাখ্যা কর।
ঘ. ‘ক’ রাষ্ট্রের শাসনব্যবস্থার মধ্যমণি – উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

৭. শিক্ষক “নবম শ্রেণির” ছাত্র-ছাত্রীদের ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের জন্য নাম চাইলে, সাকিব ও দিব্য দুই বন্ধু নাম দেন। শিক্ষক দুই জনের মধ্যে অধিক যোগ্যকে বাছাই করার জন্য গোপন ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করেন। অবশেষে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সাকিব ক্যাপ্টেন নির্বাচিত হয়। একই দিনে শিক্ষক ‘দশম শ্রেণির’ ক্যাপ্টেন নির্বাচনের জন্য নাম চাইলে, শাম্মী ও নাজমা দুই বান্ধবী নাম দেয়। শিক্ষক একে একে প্রার্থীর নাম উচ্চারণ করলে ছাত্র-ছাত্রী হ্যাঁ এবং না ধ্বনির মাধ্যমে হাত তুলে তাদের পছন্দের প্রার্থীর প্রতি সমর্থন জানায়। অবশেষে অধিক সমর্থন অর্জনকারী নাজমা ক্যাপ্টেন নির্বাচিত হয়।

ক. প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?
খ. সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দল কীভাবে কাজ করে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের নবম শ্রেণির নির্বাচন এবং বাংলাদেশের সাধারণ নির্বাচন একই রকম? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে নবম ও দশম শ্রেণির নির্বাচনের মধ্যে কোন নির্বাচনটি তোমার নিকট অধিক গ্রহণযোগ্য? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

৮. দৃশ্যকল্প-১ : সীমার শ্বশুরবাড়ির সবাই শিক্ষিত। সীমা পরপর দুটি কন্যা সন্তান জন্ম দেওয়ায় তার স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই সীমার সাথে অসৌজন্যমলূক আচরণ করে যার ফলে সীমা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দৃশ্যকল্প-২ : মিনা দরিদ্র পরিবারের মেয়ে। তার বাবা নবম শ্রেণিতে পড়াশুনা অবস্থায় তাকে বিয়ে দিয়ে দেন। পাত্র পক্ষের যৌতুকের দাবি মিনার বাবা পূরণ করতে না পারায় মিনা বাবার বাড়িতে চলে আসে।

ক. সন্ত্রাস কী?
খ. খাদ্য নিরাপত্তা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে সীমা যে কারণে নির্যাতনের শিকার হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে নারী নির্যাতন ছাড়াও বাংলাদেশে আরও অন্য যেসব প্রক্রিয়ায় নারীরা নির্যাতিত হচ্ছে তা তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।

৯. মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে র্যালির আয়োজন করলে সকল শিক্ষক ও ছাত্রছাত্রী খুব ভোরে খালি পায়ে র্যালিতে অংশগ্রহণ করে। সকল শিক্ষার্থী ফুলের তোড়া নিয়ে সারিবদ্ধভাবে শহিদ মিনারে শহিদদের শ্রদ্ধা জানানোর জন্য এগিয়ে যায়। এ সময় সবাই সমস্বরে গাইতে থাকে “আমার ভাইয়ের রক্তে রাঙানো….গানটি।

ক. লাহোর প্রস্তাব কী?
খ. ঊনসত্তরের গণঅভ্যুত্থান কেন হয়েছিল?
গ. উদ্দীপকে কোন আন্দোলনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উক্ত আন্দোলনটি ছিল ‘বাঙালি জাতীয়তাবাদের মূল প্রেরণা’ – উক্তিটি বিশ্লেষণ কর।

১০. জাহাঙ্গীর সাহেব একটি সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তি। এক সময় সংগঠনের সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ায় সংগঠনের সদস্যগণ আলাদা আলাদা সংগঠন গড়ে তোলেন। জাহাঙ্গীর সাহেব সদস্যদের মধ্যে ন্যূনতম সম্পর্ক বজায় রাখার জন্য নতুন একটি সংস্থা গঠন করেন। সংস্থাটির লক্ষ্য স্থির হয় সদস্যদের মধ্যে সম্পকের্র বন্ধন সুদৃঢ় করা এবং তাদের অগ্রগতি সাধন করা।

ক. OIC-এর পূর্ণরূপ লেখ। ১
খ. “বিশশ্বান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সৃষ্টি হয়।” – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে জাহাঙ্গীর সাহেবের গঠিত সংস্থাটির সাথে যে আন্তর্জাতিক সংস্থার সাদৃশ্য আছে তার স্বরূপ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে গঠিত সংস্থাটির মাঝে “আন্তর্জা তিক সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্যের পূর্ণ প্রতিফলন বিদ্যমান” পাঠ্যবইয়ের আলোকে উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

১১. জনাব চৌধুরী একটি সংস্থার প্রধান। তার সংস্থার মতো বাংলাদেশে মোট ৩২৫টি সংস্থা রয়েছেন। তিনি তার নির্বা চিত এলাকায় ছাত্রী নিবাস নির্মাণ, পয়ঃনিষ্কাশন নালা, বিশুদ্ধ নিরাপদ খাওয়ার পানি সরবরাহের ব্যবস্থা ও রাস্তার সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ করেন এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন।

ক. স্থানীয় প্রশাসন কাকে বলে?
খ. স্থানীয় সরকারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. জনাব চৌধুরী যে স্থানীয় সরকারের প্রধান তার গঠন বর্ণনা কর।
ঘ. জনাব চৌধুরীর গৃহীত পদক্ষেপের শেষোক্ত দুটি কাজের গুরুত্ব বিশ্লেষণ কর।

১২. বাংলাদেশি হলেও তুলির জন্ম আমেরিকায়। বাংলাদেশে বেড়াতে এসে তুলি দাদার সাথে ভোট দিতে যান। তার দাদা সকল প্রার্থীর মধ্য থেকে একজন যোগ্য প্রার্থী বাছাই করেন। তিনি একটি প্রাইভেট হাসপাতালের মালিক হলেও দরিদ্র রোগীদের স্বল্প ও বিনা মূল্যে চিকিৎসা দেন। হাসপাতালের আয় থেকে তিনি সরকারের প্রাপ্য যথাসময়ে পরিশোধ করেন।

ক. নগররাষ্ট্র কাকে বলে?
খ. নৈতিক অধিকার কী? ব্যাখ্যা কর।
গ. তুলির নাগরিকত্বের ধরন ব্যাখ্যা কর।
ঘ. তুলির দাদা একজন সুনাগরিক, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

১৩. নিতি তার দাদার বাড়িতে বাবা-মাসহ বসবাস করে। তার মা একজন ব্যাংক কর্মকর্তা। নিতি তার দাদুর সাথে সময় কাটায়। তার মায়ের অনুপস্থিতি তার জীবনে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি। একবার দাদু অসুস্থ হলে নিতির কষ্ট হলেও সব সময় দাদুর পাশে থেকে সেবা করে।

ক. একপত্নীক পরিবার কাকে বলে?
খ. রাষ্ট্রগঠনের অপরিহার্য উপাদান কোনটি? ব্যাখ্যা কর।
গ. নিতির পরিবারের ধরন ব্যাখ্যা কর।
ঘ. নিতি ও দাদুর করণীয় কাজের মধ্যে পরিবারের যে ধরনের কাজের ইঙ্গিত প্রকাশ পায় তার গুরুত্ব বিশ্লেষণ কর।

১৪. জনাব ‘ক’ তার দেশের শাসন বিভাগের প্রধান। তাকে তার পদে নির্বাচিত হতে তার দেশের আইনসভার সর্বাধিক সংখ্যক সদস্যের সমর্থন পেতে হয়। তার সরকারের সকল কাজ তার নামেই পরিচালিত হয়। জনাব ‘খ’ তার দেশের প্রধান না হলেও মূলত তিনিই তার দেশের প্রকৃত শাসক। তাকেও তার পদে নির্বাচিত হতে হলে তার দলের অধিকাংশ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। তিনি কোনো কারণে পদত্যাগ করলে তার সরকার বাতিল হয়।

ক. জেলার ‘মূলস্তম্ভ’ কে?
খ. অভিশংসন কী? ব্যাখ্যা কর।
গ. জনাব ‘ক’ এর আইন প্রণয়ন সংক্রান্ত কাজ ব্যাখ্যা কর।
ঘ. ‘খ’ ব্যক্তিকে সরকারের স্তম্ভ বলার কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

১৫. সচ্ছল পরিবারের প্রস্তাব পেয়ে মতি মিয়া তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সেলিমাকে বিয়ে দেওয়ার সময় মহাজনের কাছ থেকে টিপসই দিয়ে পঞ্চাশ হাজার টাকা ধার নেয়। বছর শেষে মহাজন তার বাড়ি, ঘর এবং একমাত্র জমি দখল করে নেয়। তার মেয়ে চুক্তিপত্র পড়ে দেখে যে সেখানে পাঁচ লক্ষ টাকা লেখা রয়েছে। এতো টাকা পরিশোধ করা তার পক্ষে সম্ভব নয়। ফলে বাড়ি হারিয়ে সে অন্যের বাড়িতে আশ্রয় নেয়। এদিকে কয়েক বছর যেতে না যেতেই সেলিমা চার সন্তানের জন্ম দেয়। এতগুলো সন্তানের সঠিকভাবে প্রতিপালন করতে না পেরে সে তার অবস্থার জন্য মতি মিয়াকেই দায়ী করে।

ক. খাদ্য নিরাপত্তা কী?
খ. জনসংখ্যার পুনর্বন্টনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. মতি মিয়ার সম্পত্তি হারানো কোন ধরনের সামাজিক সমস্যাকে চিহ্নিত করে? ব্যাখ্যা কর।
ঘ. সেলিমার দুরবস্থার জন্য মতি মিয়াকে দায়ী করা কোন সামাজিক সমস্যার ফল? যুক্তিসহ বিশ্লেষণ কর।

১৬. মায়াডোর’ সমবায় সমিতির সভাপতি পদের জন্য সাতজন প্রার্থী হয়। সমিতির প্রত্যেক সদস্য একটি করে ভোটদানের সুযোগ পায়। সেক্ষেত্রে যে বেশি ভোট পাবে সেই সভাপতি হবে। উল্লেখ্য যে, সমিতিতে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি রয়েছে যারা সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কাজ পরিচালনা করে।

ক. রাজনৈতিক দল কাকে বলে?
খ. সুষ্ঠুনির্বাচন গণতান্ত্রিক শাসনব্যবস্থার পূর্বশর্ত – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ‘মায়াডোর’ সমবায় সমিতির সভাপতি পদের নির্বাচন পদ্ধতি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের কমিটির সাথে বাংলাদেশের নির্বা চন পরিচালনার যে সংগঠনের সাদৃশ্য রয়েছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে গুরুত্ব মূল্যায়ন কর।

১৭. ‘অ’ রাষ্ট্রের অধিবাসী সবাই মিলে সেই দেশের সরকার নির্বাচন করে। এ কাজটিকে তারা অত্যন্ত আনন্দের সাথে উৎসবের মতো পালন করেন। তাদের মতামতের ওপর ভিত্তি করেই সরকারের স্থায়িত্ব নির্ভর করে। ‘ই’ রাষ্ট্র অনেকগুলো অঞ্চল নিয়ে গঠিত। সকল অঞ্চলের উন্নতির অর্থে ‘ই’ রাষ্ট্রের উন্নতি। প্রত্যেক অঞ্চলের পৃথক সরকার থাকলেও আবার সকলে মিলে একটি রাষ্ট্রের অধিবাসী।

ক. এককেন্দ্রিক সরকার কাকে বলে?
খ. নিরঙ্কুশ রাজতন্ত্রের ব্যাখ্যা দাও।
গ. ‘অ’ রাষ্ট্রের শাসনব্যবস্থার ধরন ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর ‘অ’ রাষ্ট্রের তুলনায় ‘ই’ রাষ্ট্র দ্রুত অর্থনৈতিক উন্নতি মেটাতে পারে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

১৮. রহমান সাহেব ছোটবেলা থেকে সমাজের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। সে বড় হয়ে লক্ষ করে ঐ সকল নিয়মনীতিই মূলত মানুষের খারাপ কাজকে নিয়ন্ত্রণ করে। মানুষ যদি সমাজের নিয়মকানুন মেনে চলে তাহলে অপরাধ কম হয় এবং বিভিন্ন বিচারকার্যের সম্মুখীনও তাকে হতে হয় না। অপরদিকে, ওসমান সাহেব তার নির্বাচনি এলাকার জনগণের ভোটে নির্বা চিত হয়ে সারা দেশের জন্য প্রযোজ্য নিয়মাবলি তৈরি ও পুরাতন নিয়মাবলিকে যুগোপযোগী করেন।

ক. সাম্য কাকে বলে?
খ. ব্যক্তি স্বাধীনতার ধারণাটি ব্যাখ্যা কর।
গ. রহমান সাহেবের ধারণা আইনের কোন উৎসকে নির্দেশ করে? ব্যাখ্যা দাও।
ঘ. ওসমান সাহেবের কাজের মাধ্যমে প্রকাশিত উৎসটিই আইনের প্রধান উৎস যুক্তিসহ মূল্যায়ন কর।

১৯. সোনালী বিদ্যানিকেতনের ৮৮’ ব্যাচের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ‘সূচনা’ নামে একটি সংগঠন গড়ে তোলে। যেভাবে তারা এ সংগঠনটি পরিচালিত করতে চায় তার কোনো নিয়মকানুন লিপিবদ্ধ আকারে রাখে না। কোনো ঝামেলার সৃষ্টি হলে নিজেরা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করে থাকেন। অন্যদিকে, রতনগড় উচ্চ বিদ্যালয়ের ৯০, ব্যাচের শিক্ষার্থীরা সুনির্দিষ্ট নিয়মকানুন লিপিবদ্ধ আকারে প্রকাশ করে তার ভিত্তিতে ‘সূর্যোদয়’ নামে একটি সংগঠন গড়ে তোলে। কিন্তু দেখা যায় তারা হঠাৎ কোনো প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন না। যেহেতু তাদের সাংগঠনিক নিয়ম-নীতি লিপিবদ্ধ আকারে তাই চাইলেও সহজে তা তাৎক্ষণিক পরিবর্তনও করতে পারেন না।

ক. অ্যারিস্টটল প্রদত্ত সংবিধানের সংজ্ঞাটি কী?
খ. ‘বিবর্তনের মাধ্যমে সংবিধান গড়ে উঠতে পারে’ ব্যাখ্যা কর।
গ. ‘সূচনা’ সংগঠনটি কোন ধরনের সংবিধানের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে কর? ব্যাখ্যা দাও।
ঘ. ‘সূর্যোদয়’ “সংগঠনের নীতিমালা যে সংবিধানের সাথে মিল খুঁজে পাওয়া যায় তাই-উত্তম সংবিধান” – তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।


নিচে ঢাকা বোর্ডে গ সেট এর সমাধান

১. জেলা পরিষদের সদস্য

উত্তরঃ ২১

২. আহরতলা মামলার আসামী

উত্তরঃ ৩৫

৩. বঙ্গবন্ধু উপাধি

উত্তরঃ ২৩ ফেব্রয়ারি

৪. কমনওয়েলথের প্রধান –ব্রিটেনের রাজা বা রাণী

উত্তরঃ –ব্রিটেনের রাজা বা রাণী

৫. উদ্দীপকে রাতের কথা বলা হয়েছে

উত্তরঃ ২৫ শে মার্চের

৬. এ রাতে গণহত্যার কারন

উত্তরঃ ক

৭. রাষ্ঠ গঠনের উপাদান

উত্তরঃ ৪

৮. মানুষে আইন মানতে বাধ্য থাকে

উত্তরঃ শাস্তির ভয়ে

৯. শ্বাশত বিদ্যালয়

উত্তরঃ পরিবার

১০. অলিখিত সংবিধানের স্বরূপ

উত্তরঃ অস্পষ্ট

১১. নগররাষ্ঠ বিদ্যামান

উত্তরঃ গ্রীসে

১২. রাজুর পরিবার

উত্তরঃ যৌথ

১৩. মিজানের মানসিক বিকাশে

উত্তরঃ গ

১৪. প্রকৃতির রাজ্য মানুষ স্বাথপর

উত্তরঃ হবস

১৫. বুদ্ধিমান নাগরিক

উত্তরঃ শ্রেষ্ঠ সম্পদ

১৬. সর্বোচ্চ আইন

উত্তরঃ সংবিধান

১৭. আশা বঞিত

উত্তরঃ সামজিক অধিকার

১৯. উদ্দীপকে সম্যার পদক্ষেপ

উত্তরঃ ঘ

২০. সংসদীয় সরকার প্রধান

উত্তরঃ প্রধানমন্তী

২১. রাষ্ঠর দপণ

উত্তরঃ সংবিধান

২২. সিংবিধানের বৈশিষ্ঠ্য

উত্তরঃ লিখিত ও দুস্পরিরতনীয়

২৩. রাষ্ট্রপ্রতি প্রধানমন্তীর সাথে পরামশ করে বিচারপতি নিয়োগে

উত্তরঃ সুনির্দিষ্ঠ ‍দিক নিদেশনা

২৪. সংসদ কাযকর

উত্তরঃ ৫ বছর

২৫. স্বানীয় সরকারের নিন্মতর স্তর

উত্তরঃ ইউনিয়ন পরিষদ

১। নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতি রয়েছে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
২। অধিকার কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৩। সুনাগরিকের প্রধান গুণ কয়টি?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৪। সিভিটার্স শব্দের অর্থ কী?
ক. নগর খ. নগররাষ্ট্র গ. রাষ্ট্র ঘ. সমাজ
৫। পৃথিবীতে মোট কতটি রাষ্ট্র রয়েছে?
ক. ২০৬টি খ. ২০৭টি গ. ৪০৭টি ঘ. ৪০৮টি
৬। জ্যা জ্যাক রুশো কে?
ক. ফরাসি দার্শনিক খ. ইতালিয়ান দার্শনিক
গ. যুক্তরাষ্ট্রীয় দার্শনিক ঘ. ব্রিটিশ দার্শনিক
৭। আইনকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক. ১ ভাগে খ. ২ ভাগে
গ. ৩ ভাগে ঘ. ৪ ভাগে
৮। ‘ল অব দ্য কনস্টিটিউশন’ কার আইন?
ক. অধ্যাপক ডাইজির খ. ব্যাক স্টোনের
গ. কার্ল মার্ক্সের ঘ. হিরোডেটাসের
৯। অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ১ ভাগে খ. ২ ভাগে গ. ৩ ভাগে ঘ. ৪ ভাগে
১০। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৩ সালে ঘ. ১৯৭৪ সালে
১১। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে?
ক. সচিব খ. মন্ত্রী গ. প্রধানমন্ত্রী ঘ. রাষ্ট্রপতি
১২। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর কেন্দ্রবিন্দু কোনটি?
ক. জেলা খ. মন্ত্রণালয়
গ. সচিবালয় ঘ. উপজেলা
১৩। বাংলাদেশে মোট কতটি প্রশাসনিক উপজেলা রয়েছে?
ক. ৪৮৭টি খ. ৪৮৮টি গ. ৫০০টি ঘ. ৬০০টি
১৪। কোন দেশে যুক্তরাষ্ট্রীয় সরকারপদ্ধতি বিদ্যমান রয়েছে?
ক. ভারতে খ. বাংলাদেশে
গ. চীনে ঘ. নেপালে
১৫। রাষ্ট্রের চালিকাশক্তিকে কী বলা হয়?
ক. ধর্ম খ. প্রথা গ. সংবিধান ঘ. আইন
১৬। ‘ম্যাগনাকার্টা’ কোন সালে প্রণীত হয়?
ক. ১০১০ সালে খ. ১০১৫ সারে
গ. ১১১৫ সালে ঘ. ১২১৫ সালে
১৭। বাংলাদেশের সংবিধান কোন সালে প্রণীত হয়?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৮০ সালে
১৮। সংশোধনীর ভিত্তিতে সংবিধানকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
১৯। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন—
ক. ড. কামাল হোসেন
খ. ড. মোতাহের হোসেন
গ. আকবর আলি খান ঘ. সৈয়দা মুর্শিদা হক
২০। বাংলাদেশ সংসদের মেয়াদ কত বছর?
ক. ৩ বছর খ. ৪ বছর
গ. ৫ বছর ঘ. ৬ বছর
২১। ‘আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৪৮ সালে খ. ১৯৪৯ সালে
গ. ১৯৫০ সালে ঘ. ১৯৭১ সালে
২২। প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে কী বলে?
ক. ভোট খ. প্রথা
গ. সংবিধান ঘ. নির্বাচন
২৩। নির্বাচন কত প্রকার?
ক. ১ প্রকার খ. ২ প্রকার
গ. ৩ প্রকার ঘ. ৪ প্রকার
২৪। বাংলাদেশের জাতীয় সংসদে কতটি সংরক্ষিত আসন রয়েছে?
ক. ৫০টি খ. ৬০টি
গ. ৭০টি ঘ. ৮০টি
২৫। বাংলাদেশে পার্বত্য জেলা কয়টি?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
২৬। কোনটি সুনাগরিকের বৈশিষ্ট্য?
i. বুদ্ধি ii. বিবেক iii. নির্ভরশীলতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৭। উত্তম সংবিধানের বৈশিষ্ট্য কোনটি?
i. সুস্পষ্ট ii. অপরিবর্তনশীল iii. সংক্ষিপ্ত
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দীপা ‘ক’ নামের একটি দেশে বাস করে। তার রাষ্ট্রে সাধারণ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের ভোটে সরকারপ্রধান নির্বাচিত হয়।
২৮। ‘ক’ নামের রাষ্ট্র কী ধরনের রাষ্ট্র?
ক. পুঁজিবাদী রাষ্ট্র খ. সমাজতান্ত্রিক রাষ্ট্র
গ. গণতান্ত্রিক রাষ্ট্র ঘ. একনায়কতান্ত্রিক রাষ্ট্র
২৯। ‘ক’ নামের রাষ্ট্রের শাসনব্যবস্থার গুণ কোনটি?
i. দায়িত্বশীল শাসন
ii. বিপ্লবের সম্ভাবনা কম
iii. সাম্য ও সম-অধিকারের প্রতীক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
খ নামের একটি দেশের বেশির ভাগ নাগরিক অক্ষরজ্ঞানহীন। তারা নিজের নাম পর্যন্ত লিখতে পারে না।
৩০। ‘খ’ নামের দেশটির নিরক্ষতা দূরীকরণে সরকারের করণীয় কী?
i. বয়স্ক শিক্ষা চালু করা
ii. শিক্ষার জন্য ঋণ দেওয়া
iii. জনগণকে প্রচুর খাবার দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

১. খ ২. ক ৩. গ ৪. খ ৫. ক ৬. ক ৭. গ ৮. ক ৯. খ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. ঘ ১৭. খ ১৮. ক ১৯. ক ২০. গ ২১. খ ২২. ঘ ২৩. খ ২৪. ক ২৫. গ ২৬. খ ২৭. গ ২৮. গ ২৯. ঘ ৩০. ক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও

Leave a Comment