এসএসসি বাংলা ১ম পত্র গদ্য: মমতাদি বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর
১। মমতাদির বয়স কত ছিল বলে কথক মনে করেন?
ক) বাইশ-তেইশ খ) তেইশের মতো গ) তেইশ
ঘ) তেইশ-চব্বিশ হতে পারে
২। কাজের জন্য মমতাদির আবেদন কিরূপ ছিল?
ক) সসংকোচ
খ) নিঃসংকোচ
গ) লজ্জা জড়িত ঘ) বিনীত
৩। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?
ক) প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়
খ) প্রদোষ কুমার বন্দ্যোপাধ্যায়
গ) প্রসন্ন কুমার বন্দ্যোপাধ্যায়
ঘ) প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়
৪। মমতাদি কেন রান্নার কাজ করতে এসেছিল?
ক) ভালো রান্না করতে পারে বলে খ) লেখকদের একজন রাঁধুনীর দরকার ছিল গ) সংসারে আয়-রোজগারের কেউ ছিল না বলে
ঘ) সংসারের অভাব-অনটনের কারণে
৫। মমতাদির দুচোখ সজল হয়ে উঠেছিল—
i. আশাতীত মাইনে হওয়াতে ii. পনেরো টাকা মাইনে হওয়াতে iii. কৃতজ্ঞতায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। মমতাদির ওপর সবাই খুশি ছিল কেন?
ক) শান্ত স্বভাবের জন্য খ) কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতার জন্য
গ) বুদ্ধি খাটিয়ে কাজ করার জন্য ঘ) অতিরিক্ত কাজের জন্য
৭। মমতাদি লেখকদের বাসায় কতক্ষণ কাজ করত?
ক) সকাল থেকে দুপুর খ) ভোর ৬টা থেকে ১০টা
গ) ৬টা থেকে বেলা সাড়ে ১০টা ঘ) দুবেলা, সকাল-বিকাল
৮। লেখক মমতাদির পেছনে ছোটাছুটি করছিল—
i. মমতাদির কাজের তদারকি করতে
ii. ভাব করতে
iii. নিজেকে বাড়ির ছোট কর্তা হিসেবে তুলে ধরতে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) ii ও iii
৯। মিসেস রহমানকে নতুন গৃহকর্মী নিয়ে রান্নাঘরে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। তাঁর নির্দেশ না পেলে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কাজের চেয়ে কথা বলতেই সে বেশি পছন্দ করে। তা ছাড়া তার কাজকর্মও অগোছালো, গতি ধীর। তাই নতুন গৃহকর্মীর ওপর মিসেস রহমান কিছুটা মনঃক্ষুণ্ন।
উদ্দীপকের গৃহকর্মীর আচরণের যে দিকটি ‘মমতাদি’ গল্পের মমতাদির সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ তাহলো মমতাদি—
i. বুদ্ধি খাঁটিয়ে কাজ করে ii. নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখে না
iii. কাজে শৃঙ্খলা ও ক্ষিপ্রতা আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। বৈসাদৃশ্যপূর্ণ দিকটিতে প্রকাশ পেয়েছে মমতাদির—
ক) চাতুর্য খ) অলসতা গ) বাচালতা
ঘ) আন্তরিকতা
১১। মমতাদির মুখ চমকে লাল হলো কেন?
ক) রাঁধুনী কি না জানতে চাওয়ায়
খ) বামুনদি বলে ডাকাতে
গ) মমতাদির গালের চড়ের দাগ ছোট ছেলেটির কাছে ধরা পড়াতে
ঘ) রাঁধুনী হয়েও বাড়ির ছোট ছেলেটিকে জড়িয়ে ধরেছিল বলে
১২। খোকার কাছে মমতাদির আবেদন কী ছিল?
ক) তাকে যেন বামুনদি বলে না ডাকে খ) খোকা যেন আর রসগোল্লা সন্দেশ না খায় গ) তার গালের চড়ের দাগের কথাটি যেন প্রকাশ না করে
ঘ) খোকা যেন লেবু দুটোই খায়
১৩। ‘নাহি পাই কাজ, তাই ত্যাজি লাজ বেড়াই ভিক্ষা করি
হে দয়াল নবি, দাও কিছু মোরে নহিলে পরানে মরি’
উদ্দীপকের ভাব ‘মমতাদি’ গল্পের যে বাক্যের সঙ্গে বৈসাদৃশ্য পূর্ণ তাহলো—
i. আপনারা রান্নার লোক রাখবেন
ii. আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করব iii. হ্যাঁ, আমি রাঁধুনী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৪। বৈসাদৃশ্যগত দিকটিতে প্রকাশ পেয়েছে মমতাদির চরিত্রের—
ক) নমনীয়তা খ) কঠোরতা গ) আবেদন ঘ) কর্মদক্ষতা
১৫। মমতাদি কেন বাড়ির ছোট ছেলেটিকে আদর করেছিল?
ক) স্নেহে খ) মমতায় গ) আন্তরিকতা প্রদর্শনের জন্য
ঘ) নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে
১৬। ‘বেশি আশকারা দিও না, জ্বালিয়ে মারবে’—মমতাদির প্রতি লেখকের মায়ের বক্তব্যে প্রকাশ পেয়েছে—
i. সম্মান ii. করুণা ii. দয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৭। অভাব-অনটনে পড়ে দশ বছরের সুমিকে ওর বাবা মালিকের বাসায় কাজ করতে পাঠায়। কিন্তু মালিকের মেয়ে মিলা একই বয়সী হওয়া সত্ত্বেও সুমির সঙ্গে অকারণে দুর্ব্যবহার করে। নিরুপায় সুমি নীরবে সবই সহ্য করে।
উদ্দীপকের সুমি ও ‘মমতাদি’ গল্পের মমতাদি চরিত্রটি কোন বিচারে সাদৃশ্যপূর্ণ?
ক) দারিদ্র্য খ) নিরাশ্রয় গ) অল্পবয়স ঘ) অলসতা
১৮। সাদৃশ্যপূর্ণ হওয়া সত্ত্বেও মমতাদি ব্যতিক্রম কেন?
ক) স্বল্পভাষী খ) সময়নিষ্ঠ গ) সাদরে গৃহীত ঘ) পরিশ্রমী
১৯। ‘তোমার ওপর মায়া বসেছে, তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে?’
‘মমতাদি’ গল্পের এ উক্তিতে প্রকাশ পেয়েছে মমতাদির প্রতি মায়ের—
i. দায়িত্বশীলতা
ii. সম্মান
iii. সহমর্মিতা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) ii ও iii
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
২০। রাসেলদের বাসার দারোয়ান একদিন রাসেলকে তার বাড়ির গাছের পেয়ারা এনে দিলে সে তার ঘৃণা ভরে ছুড়ে ফেলে।
উদ্দীপকের রাসেল ‘মমতাদি’ গল্পের স্কুলপড়ুয়া ছেলেটির সঙ্গে কিভাবে বৈসাদৃশ্যপূর্ণ?
ক) সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনের দিক থেকে খ) বন্ধুত্ব স্থাপনের দিক থেকে
গ) আপ্যায়ন করার দিক থেকে ঘ) সম্মান প্রত্যাশার দিক থেকে
২১। বৈসাদৃশ্যপূর্ণ দিকটি ‘মমতাদি’ গল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে?
ক) তুমি মিথ্যে বলছো দিদি। তোমায় কেউ মেরেছে খ) আর একটা লেবু খাব দিদি গ) তোমার বরের চাকরি হলে তুমি কী করবে? ঘ) এখুনি যাচ্ছ কেন? রান্নাঘর দেখবে না?
২২। ‘কারো কাছে যা পাই না, তুমি তা দেবে কেন?’ ‘মমতাদি’ গল্পের মমতাদি স্কুলপড়ুয়া ছেলেটির কাছে পেয়েছে—
i. আন্তরিকতা
ii. সহমর্মিতা
iii. মর্যাদা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
২৩। মমতাদির গালের দাগ যে চড়েরই, তা স্কুলপড়ুয়া বুঝতে পারল যেভাবে তাহলো—
i. মাস্টারের চড় খেয়ে অবনীর গালে ও রকম দাগ হয়েছিল
ii. গালে আঙুলের তিনটি দাগ দেখেই সে নিঃসন্দেহ হয়েছিল
iii. মশা মারলে গালে আঙুলের ছাপ পড়ে না
নিচের কোনটি সঠিক?
ক) ও ii খ) i ও iii গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪। বাড়িতে কুটুম যেসব মিষ্টি এনেছিল তা হলো—
i. চমচম ii. সন্দেশ iii. রসগোল্লা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৫। নুজহাতের শোবার ঘরের প্রতিটি আসবাবপত্র দামি আর সুন্দর। কিন্তু ঘরের কাপড়চোপড়, বিছানা, ড্রেসিং টেবিলের জিনিসপত্র সবই অগোছালো বলে কোনো সৌন্দর্যই ফুটে ওঠে না।
উদ্দীপকের নুজহাতের শোবার ঘর ‘মমতাদি’ গল্পের মমতাদির শোবার ঘরের সঙ্গে যেভাবে বৈসাদৃশ্যপূর্ণ তা হলো—
i. সযত্নে গুছিয়ে রাখা ii. কম দামি শ্রীহীন iii. বিশৃঙ্খলার অন্ত নেই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৬। বৈসাদৃশ্যপূর্ণ দিকটিতে প্রকাশ পেয়েছে—
ক) দারিদ্র্য খ) কর্মদক্ষতা গ) অবহেলা
ঘ) প্রতিকূল পরিবেশ
২৭। মমতাদি স্কুলপড়ুয়া ছেলেটিকে কেন বলেছে ‘কৃতার্থ হলাম’?
ক) তাকে দিদি বলে ডাকবে তাই
খ) তার বিবর্ণ গালে হাত বুলিয়ে দিয়েছে বলে গ) তার মতো গৃহকর্মীর বাসায় নিজের ইচ্ছায় গিয়েছে বলে
ঘ) একটা লেবু খেয়ে আরেকটা খাবার আবদার করেছে বলে
২৮। মমতাদি ছেলেটিকে স্কুলপড়ুয়া জিনিসের সঙ্গে তুলনা করেছে কেন?
ক) অনেক জিনিসপত্রের মধ্যে ছেলেটিকে তার একটি জিনিস বলেই মনে হয়েছিল
খ) কম দামি জিনিসপত্রের মধ্যে ছেলেটিও চৌকিতে মাদুরের বলে উপুড় হয়ে ঘুমিয়েছিল বলে গ) ছেলেটির প্রতি মমতাদির অবহেলা প্রকাশ পেয়েছে বলে
ঘ) ছেলেটির অসুখে কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি বলে
২৯। চড় খাওয়ার বিষয়টি মমতাদি কেন গোপন রেখেছিলেন?
ক) লজ্জা পেয়ে খ) আত্ম সম্মানের জন্য গ) বিপদের আশঙ্কায় ঘ) লোক জানাজানির ভয়ে
৩০। ‘মমতাদি’ গল্পটি লেখার উদ্দেশ্য হলো—
i. গৃহকর্মীদের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন ii. গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণ করা
iii. সম্মান ও সহমর্মিতা নিয়ে গৃহকর্মীদের পাশে দাঁড়ানো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. গ ২. খ ৩. ঘ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. খ ৯. ঘ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. গ ২০. ক. ২১. খ ২২. ঘ ২৩. ক ২৪. গ ২৫. ক ২৬. ক ২৭. ঘ ২৮. খ ২৯. খ ৩০. ঘ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]