বিষয়: এসএসসি পরীক্ষার্থীদের বাংলা ২য় পত্র সাজেশন
অনুচ্ছেদ রচনা:
১. কোভিড-১৯ উত্তর লিংক
২. যানজট উত্তর লিংক
৩. নারীশিক্ষা উত্তর লিংক
৪. বিজয় দিবস উত্তর লিংক
৫. পরিবেশ দূষণ উত্তর লিংক
৬. বাংলা নববর্ষ উত্তর লিংক
৭. খাদ্য ভেজাল উত্তর লিংক
৮. ইন্টারনেট উত্তর লিংক
৯. শীতের সকাল উত্তর লিংক
১০. বিশ্বায়ন উত্তর লিংক
সারাংশ:
১. মানুষের মূল্য কোথায়? … চরিত্রে… উত্তর লিংক
২. অতীত ভুলে যাও… অতীতের দুশ্চিন্তার… উত্তর লিংক
৩. জাতিকে শক্তিশালী… শ্রেষ্ঠ ধন-সম্পদশালী… উত্তর লিংক
৪. কোন সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছে উত্তর লিংক
৫. তুমি জীবনকে সুন্দর করতে চাও? ভালো কাজ… উত্তর লিংক
সারমর্ম:
১. বহুদিন ধরে বহুক্রোশ দূরে উত্তর লিংক
২. বসুমতি কেন তুমি এতই কৃপণা উত্তর লিংক
৩. সার্থক জনম আমার জন্মেছি এই দেশে উত্তর লিংক
৪. দৈন্য যদি আসে আসুক উত্তর লিংক
৫. কোথায় স্বর্গ কোথায় নরক উত্তর লিংক
৬. নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো উত্তর লিংক
ভাব-সম্প্রসারণ:
১. ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ উত্তর লিংক
২. দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ উত্তর লিংক
৩. কীর্তিমানের মৃত্যু নেই উত্তর লিংক
৪. আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য উত্তর লিংক
৫. নানান দেশের নানান ভাষা উত্তর লিংক
৬. গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন উত্তর লিংক
৭. পরের অনিষ্ট চিন্তা করে যেই জন উত্তর লিংক
আবেদন পত্র:
১. বিনা বেতনে অধ্যয়নে জন্য আবেদন
২. করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন
৩. শিক্ষাসফরে যাওয়ার জন্য আবেদন
৪. দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন
৫. বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে আবেদন
ব্যক্তিগত পত্র:
১. কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধু/ছোট ভাইকে একটি পত্র লিখ।
২. এসএসসি পরীক্ষার পরে তোমার পরিকল্পনা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখ।
৩. সদ্য পড়া একটি বই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখ।
৪. ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লিখ।
প্রতিবেদন তৈরি:
১. বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
২. মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
৩. বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি করো।
৪. তোমার দেখা একটি সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
৫. ‘জঙ্গীবাদ রুখতে হবে’ শীর্ষক একটি প্রতিবেদন তৈরি করো।
প্রবন্ধ রচনা:
১. কোভিড-১৯ উত্তর লিংক
২. স্বদেশপ্রেম উত্তর লিংক
৩. মানবকল্যাণে বিজ্ঞান উত্তর লিংক
৪. পরিবেশ দূষণ উত্তর লিংক
৫. বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য
৬. শ্রমের মর্যাদা
৭. জাতিগঠনে নারী সমাজের ভূমিকা
আরো ও সাজেশন:-
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন
১. তারিখবাচক শব্দের প্রথম চারটি কোন নিয়মে সাধিত হয়?
ক. বাংলা
খ. ইংরেজি
গ. হিন্দি
ঘ. আরবি
২. কারক-বিভক্তিযুক্ত পদ বাক্যে কোথায় বসে?
ক. বিশেষণের আগে
খ. বিশেষণের পরে
গ. বিশেষ্যের আগে
ঘ. বিশেষ্যের পরে
৩. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন যতি চিহ্নের ব্যবহার হয়?
ক. ড্যাস চিহ্ন
খ. কোলন চিহ্ন
গ. হাইফেন চিহ্ন
ঘ. সেমিকোলন চিহ্ন
৪. ‘রিক্সা’ শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?
ক. ফরাসি
খ. পর্তুগিজ
গ. আরবি
ঘ. জাপানি
৫. ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্ব
খ. ধ্বনিতত্ত্ব
গ. অর্থতত্ত্ব
ঘ. রূপতত্ত্ব
৬. কোন দুটি অঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক. ঘ, ঝ
খ. গ, জ
গ. ক, চ,
ঘ. খ, ছ
৭. ‘মনঃকষ্ট’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. মন + কষ্ট
খ. মনঃ + কষ্ট
গ. মনো + কষ্ট
ঘ. মনোঃ + কষ্ট
৮. ‘পুস্তিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
ক. সমার্থে
খ. বৃহদর্থে
গ. ক্ষুদ্রার্থে
ঘ. বিপরীতার্থে
৯. নিচের কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্তি?
ক. দেখে দেখে যাও
খ. বৃষ্টি পড়ে টাপুর টুপুর
গ. ও দাদা দাদা বলে ডাকছে
ঘ. ভালো ভালো আম নিয়ে এসো
১০. ‘কবিতা’ শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?
ক. মালা
খ. রাশি
গ. গুচ্ছ
ঘ. আবলি
১১. ‘মহাযাত্রা’ কোন প্রকারের শব্দ?
ক. রূঢ়ি শব্দ
খ. যোগরূঢ় শব্দ
গ. মৌলিক শব্দ
ঘ. যৌগিক শব্দ
১২. ‘রাজপুত্র’ কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?
ক. চর্তুী তৎপুরুষ সমাস
খ. পঞ্চমী তৎপুরুষ সমাস
গ. ষষ্ঠী তৎপুরুষ সমাস
ঘ. সপ্তমী তৎপুরুষ সমাস
১৩. ‘অঘারাম’ শব্দের ‘অঘা’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. উত্তম অর্থে
খ. নিন্দিত অর্থে
গ. ক্ষুদ্র অর্থে
ঘ. বোকা অর্থে
১৪. ‘ধার্মিক’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. ধর্ম + ইক
খ. ধার্মি + ইক
গ. ধরম + ইক
ঘ. কোনোটিই নয়
১৫. নাট্যসংলাপের জন্য কোন ভাষা বেশি উপযোগী?
ক. সাধু ভাষা
খ. চলিত ভাষা
গ. আঞ্চলিক ভাষা
ঘ. বিদেশি ভাষা
১৬. বাংলা ভাষায় চলিতরীতির প্রবর্তন করেন কে?
ক. প্রমথ চৌধুরী
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. মোতাহের হোসেন চৌধুরী
১৭. ‘রত্নাকর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. বসুন্ধরা
খ. পাহাড়
গ. জীবন
ঘ. সাগর
১৮. ‘এ কলমে ভালো লেখা হয়’ – নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে সপ্তমী
খ. করণে সপ্তমী
গ. অপাদানে সপ্তমী
ঘ. অধিকরণে সপ্তমী
১৯. “সে কাল আসবে এবং আমি যাব” এটি কোন প্রকারের বাক্য?
ক. সরল বাক্য
খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. আদেশবাচক বাক্য
২০. ‘সমিতি’ কোন প্রকারের বিশেষ্য?
ক. জাতিবাচক
খ. সমষ্টিবাচক
গ. বস্তুবাচক
ঘ. ভাববাচক
২১. বাক্যের অপরিবর্তনীয় পদ কোনটি?
ক. বিশেষ্য পদ
খ. সর্বনাম পদ
গ. অব্যয় পদ
ঘ. ক্রিয়া পদ
২২. দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে কী বলা হয়?
ক. অপ্রধান কর্ম
খ. সমধাতুজ কর্ম
গ. গৌণ কর্ম
ঘ. মুখ্য কর্ম
২৩. কোনটি নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ?
ক. আমি রোজ সকালে বেড়াতে যাই
খ. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি
গ. আজ যদি সুমন আসত, কেমন মজা হতো
ঘ. সাতাশ হতো যদি একশ সাতাশ
২৪. ‘ধাতুর গণ’ ঠিক করতে কয়টি বিষয় লক্ষ রাখতে হয়?
ক. ৫টি
খ. ৪টি
গ. ৩টি
ঘ. ২টি
২৫. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
ক. কবাট > কপাট
খ. পাকা > পাক্কা
গ. পিশাচ > পিচাশ
ঘ. বউদিদি > বউদি
২৬. কোন শব্দে স্বভাবতই ‘ণ’ হয়?
ক. লবণ
খ. ভীষণ
গ. ব্রাহ্মণ
ঘ. হরিণ
২৭. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
ক. শিশু
খ. কবিরাজ
গ. সধবা
ঘ. বাঘ
২৮. ‘সিংহপুরুষ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
ক. পুরুষ রূপ সিংহ
খ. সিংহ যে পুরুষ
গ. সিংহ ও পুরুষ
ঘ. পুরুষ সিংহের ন্যায়
২৯. কোন ধাতুটির উৎস আমাদের কাছে অজ্ঞাত রয়েছে?
ক. র্ড
খ. র্হে
গ. বুধ্
ঘ. পঠ্
৩০. কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে বলে-
ক. প্রকৃতি
খ. প্রাতিপদিক
গ. ক্রিয়া প্রকৃতি
ঘ. কৃদন্ত পদ
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন জন্য পড়তে পারেন
বাংলা ব্যাকরণ
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
সন্ধি | প্রশ্ন ও উত্তর লিংক |
বিপরীত শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক |
সমার্থক শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক |
শুদ্ধ বানান | প্রশ্ন ও উত্তর লিংক |
এককথায় প্রকাশ | প্রশ্ন ও উত্তর লিংক |
তৎসম অর্ধতৎসম তদ্ভব বিদেশী ও দেশি শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক |
উপসর্গ | প্রশ্ন ও উত্তর লিংক |
সমাস | প্রশ্ন ও উত্তর লিংক |
বাগধারা, প্রবাদ ও প্রবচন | প্রশ্ন ও উত্তর লিংক |
কারক-বিভক্তি | প্রশ্ন ও উত্তর লিংক |
যুক্ত বর্ণের | প্রশ্ন ও উত্তর লিংক |
ধ্বনি, বর্ণ | প্রশ্ন ও উত্তর লিংক |
বাক্য (সরল, জটিল, যৌগিক) | প্রশ্ন ও উত্তর লিংক |
পদ নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক |
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
- hsc/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র, hsc logic 1st paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion logic 1st paper
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
১. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
(ক) প্রতিপাদিক ✓ (খ) বিদেশি শব্দ
(গ) দেশি শব্দ (ঘ) সাধিত শব্দ
২. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
(ক) চলিত রীতি (খ) কথ্য রীতি
(গ) সাধু রীতি ✓ (ঘ) আঞ্চলিক রীতি
৩. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) প্যারিচাঁদ মিত্র (ঘ) প্রমথ চৌধুরী ✓
৪. মানুষের কণ্ঠঃনিসৃত বাক্Ñসংকেতের সংগঠনকে কী বলে?
(ক) ধ্বনি (খ) শব্দ
(গ) বাক্য (ঘ) ভাষা ✓
৫. কোনটি মিশ্র শব্দ?
(ক) হাটÑবাজার/হেড-মৌলভী ✓ (খ) চা-চিনি
(গ) নামাজ-রোজা (ঘ) কেতাব-কলম
৬. ‘চন্দ্র’ কোন শব্দের উদাহরণ?
(ক) তৎসম ✓ (খ) তদ্ভব
(গ) দেশি (ঘ) বিদেশি
৭. কোনটি পারিভাষিক শব্দ?
(ক) ইনসান (খ) টোপর
(গ) বিশ্ববিদ্যালয় ✓ (ঘ) ডাক্তারখানা
৮. ‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?
(ক) বিশেষভাবে জ্ঞাপন (খ) বিশেষভাবে বিশ্লেষণ ✓
(গ) বিশেষভাবে বিয়োজন (ঘ) বিশেষভাবে সংযোজন
৯. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
(ক) ড. উইলিয়াম কেরি (খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(ঘ) ড. মি. এন. বি. হ্যালহেড ✓
১০. ভাষার মূল উপাদান কী?
(ক) ধ্বনি ✓ (খ) বাক্য
(গ) শব্দ (ঘ) বর্ণ
১১. ভাষার জগতে বাংলা স্থান কোথায়?
(ক) ষষ্ঠ (খ) চতুর্থ ✓ (গ) অষ্টম (ঘ) নবম
১২. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
(ক) বিশেষ্য ও বিশেষণে (খ) ক্রিয়া ও সর্বনামে ✓
(গ) বিশেষ্য ও ক্রিয়ার (ঘ) বিশেষণ ও ক্রিয়ার
১৩. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
(ক) গুরুগম্ভীর ✓ (খ) গুরুচন্ডালী
(গ) অবোধ্য (ঘ) দুর্বোধ্য
১৪. প্রত্যেক ভাষায় ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়-
(ক) তিনটি (খ) চারটি ✓ (গ) পাঁচটি (ঘ) ছয়টি
১৫. বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি ✓ (ঘ) ৫টি
১৬. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(ক) ভাষাতত্ত্বে (খ) ধ্বীনতত্ত্বে ✓
(গ) রূপতত্ত্বে (ঘ) বাক্যতত্ত্বে
১৭. ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত?
(ক) ধ্বনিতত্ত্বে ✓ (খ) শব্দতত্ত্বে
(গ) বাক্যতত্ত্বে (ঘ) রূপতত্ত্বে
১৮. ব্যাংকরণের ‘রূপতত্ত্ব’ অংশে আলোচিত হয়-
(ক) বাক্য, বাক্য প্রকরণ, বাগধারা ইত্যাদি
(খ) বর্ণ, সন্ধি, ণত্ব, ষত্ব বিধান ইত্যাদি
(গ) শব্দ প্রকরণ, পদ প্রকরণ, লিঙ্গ, বচন, শব্দরূপ, ক্রিয়ার কাল, পুরুষ, ধাতুরূপ, পদ পরিবর্তন ✓
(ঘ) উপরের কোনটিই নয়
১৯. কারক, সমাস, বচন, লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(ক) রূপতত্ত্বে ✓ (খ) ধ্বনিতত্ত্বে
(গ) বাক্যতত্ত্বে (ঘ) সাহিত্যতত্ত্বে
২০. ‘গুজরাটি’ শব্দের উদাহরণ কোনটি?
(ক) হরতাল ✓ (খ) লুঙ্গি
(গ) রিক্সা (ঘ) চাকু
১। ‘অহি-নকুল’ শব্দের অর্থ কী?
ক. ভীষণ শত্রুতা খ. সামান্য লোক
গ. উঠে পড়ে লাগা ঘ. ভীষণ চক্রান্ত
২। ‘দুর্লভ বস্তু’ অর্থে বাগধারা—
ক. আকাশ কুসুম খ. অমাবস্যার চাঁদ
গ. একাদশে বৃহস্পতি ঘ. অরণ্যে রোদন
৩। ‘আকাশকুসুম’ কথাটির অর্থ কী?
ক. ভয়াবহ সময় খ. অদৃশ্যবস্তু
গ. অসম্ভব কল্পনা ঘ. মূল্যহীন
৪। ‘আক্কেল সেলামি’ বাগধারাটিতে কী বোঝায়?
ক. বড়দের সম্মান করা খ. বড়দের সম্মান না করা
গ. জরিমানা ঘ. ট্রেন ভাড়া
৫। ‘উড়ো চিঠি’ দ্বারা কী বোঝায়?
ক. বিমানযোগে আসা পত্র খ. ডাকযোগে আসা পত্র
গ. বেনামী পত্র ঘ. গোপনীয় পত্র
৬। পুনরায় আরম্ভ অর্থে কোনটি ব্যবহার করা যাবে?
ক. গণেশ ওল্টানো খ. কেঁচে গণ্ডূষ
গ. কূপমণ্ডূক ঘ. গলগ্রহ
৭। ‘কুল কাঠের আগুন’—এর প্রকৃত অর্থ কী?
ক. কাঠের পুতুল খ. তীব্র জ্বালা
গ. কূপমণ্ডূূক ঘ. কেতাদুরস্ত
৮। ‘কই মাছের প্রাণ’—বাগধারাটির অর্থ কী?
ক. নীরোগ শরীর খ. প্রভাবশালী
গ. যা সহজে মরে না ঘ. ধামাধরা
৯. ‘অতিবৃদ্ধ’ কোন বাগধারার অর্থ?
ক. কাছাঢিলা খ. কান পাতলা
গ. ঘাটের মড়া ঘ. ভুষণ্ডির কাক
১০। ‘খণ্ড প্রলয়’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক. ভীষণ ঝড় খ. ভীষণ ব্যাপার
গ. ছোটখাটো ঝগড়া ঘ. অল্প নড়াচড়া
১১। ‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারাটির সঠিক অর্থ কী?
ক. নির্বোধ খ. মূর্খ গ. তুমুল কাণ্ড ঘ. অন্ধ অনুকরণ
১২। ‘গোল্লায় যাওয়া’ বাগধারাটির অর্থ কী?
ক. নষ্ট হওয়া খ. অসত্ কাজ
গ. খারাপ কাজে যাওয়া ঘ. দোষের কাজ করা
১৩। ‘গোবর গণেশ’ বাগধারাটির অর্থ কী?
ক. গোবরের মতো আবর্জনা খ. প্রতারক
গ. চালাক ঘ. মূর্খ
১৪। ‘গোঁফখেজুরে’ কোন অর্থে প্রয়োগ করা হয়?
ক. খুব চৌকস অর্থে খ. নিতান্ত অলস অর্থে
গ. বড় গোঁফ আছে অর্থে ঘ. চাটুকার
১৫। চোখের বালি—অর্থ কী?
ক. চোখে বালি পড়া খ. চক্ষুশূল
গ. খুব প্রিয় ঘ. চশমখোর
১৬। ‘ঠোঁটকাটা’ বাগধারাটির অর্থ কী?
ক. রাগী লোক খ. বেয়াড়া লোক
গ. মন্দ লোক ঘ. বেহায়া
১৭। ‘তাসের ঘর’ অর্থ কী?
ক. তাস খেলার ঘর খ. ক্ষণস্থায়ী বস্তু
গ. দীর্ঘস্থায়ী ঘ. পূর্ণস্থায়ী
১৮। ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ বোঝায় কোন বাগধারাটিতে?
ক. ননীর পুতুল খ. দুধের মাছি
গ. দহরম-মহরম ঘ. চাঁদের হাট
১৯। ‘কান পাতলা’ বাগধারাটির অর্থ কী?
ক. বিশ্বাসপ্রবণ খ. রাতকানা গ. বধির ঘ. কৃপণ
২০। ‘একচোখা’—বাগধারার অর্থ কী?
ক. পক্ষপাতহীন খ. এক চক্ষুবিশিষ্ট
গ. পক্ষপাতবিশিষ্ট ঘ. এক চোখ কানা যার
২১। ‘বকধার্মিক’ বাগধারাটির অর্থ কী?
ক. সুসময়ের বন্ধু খ. ভণ্ড সাধু
গ. নিরেট মূর্খ ঘ. মুখে মধু অন্তরে বিষ
২২। ‘সর্বনাশ’ বোঝাতে কোন বাগধারাটি প্রয়োজন?
ক. পুকুর চুরি খ. বালির বাঁধ
গ. ভরাডুরি ঘ. মগের মুলুক
২৩। ‘কপটাচারী’ শব্দটির বাগধারা কোনটি?
ক. ভিজে বিড়াল খ. ভুষণ্ডির কাক
গ. হাড় হাভাতে ঘ. ফপর দালালি।
২৪। ‘শাপে বর’ বাগধারটির দ্বারা কী অর্থ বোঝায়?
ক. উভয় সংকট খ. চির অশান্তি
গ. অনিষ্টের ইষ্ট লাভ ঘ. দুঃসাধ্য বস্তু।
২৫. ‘মণিকাঞ্চনযোগে’ – এর সমার্থক বাগধারা কোনটি?
ক) দহরম মহরম
খ) কেতা দুরস্ত
গ) সোনায় সোহাগা
ঘ) শিরে সংক্রান্তি
২৬. ‘উড়নচন্ডী’ বাগধারার অর্থ –
ক) উচ্ছৃঙ্খল
খ) অমিতব্যয়ী
গ) নির্বোধ
ঘ) গোঁয়ার
২৭. কোনটি ব্যতিক্রম?
ক) অহি-নকুল
খ) দা-কুমড়া
গ) আদায়-কাঁচকলায়
ঘ) সোনায়-সোহাগা
২৮. ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ রয়েছে নিম্নের কোন বাগধারাটিতে?
ক) ননীর পুতুল
খ) দুধের মাফি
গ) দহরম-মহরম
ঘ) চাঁদের হাট
২৯. ‘নির্ভীক’ এর সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
Ο ক) ভয়াল
Ο খ) ভীতু
Ο গ) ভীরু
Ο ঘ) বোকা
৩০. কাঁঠালের আমসত্ত্ব – কথাটির অর্থ কী?
Ο ক) ঘোড়ারোগ
Ο খ) ছেলেমি
Ο গ) অসম্ভব বস্তু
Ο ঘ) অমাবস্যার চাঁদ
৩১. ‘আকাশকুসুম’ কথাটির অর্থ কী?
Ο ক) ভয়াবহ সময়
Ο খ) অদৃশ্যবস্তু
Ο গ) অসম্ভব কল্পনা
Ο ঘ) মূল্যহীন
৩২`Ab Initio’-এর বাংলা পরিভাষা কোনটি?
ক) অধিহার
খ) প্রারম্ভেই
গ))ফেরারি
ঘ) অনুপস্থিত ব্যক্তি
৩৩।নামজারি কোন শব্দের পরিভাষা ?
ক) Mutilated note
খ) Mutatis Mutandis
গ))Mutation
ঘ) Mutiny
৩৪.Quarantine-এর বাংলা পরিভাষা কোনটি?
ক) বিচ্ছিন্নকরণ
খ) আলাদা করা
গ))সঙ্গরোধ
ঘ) বিচ্ছিন্নতা
৩৫.ছাটাই করা কোন শব্দের পরিভাষা ?
ক) Abandon
খ) Retrench
গ))Trimming
ঘ) cast off
৩৬.Wisdom শব্দের বাংলা অর্থ কি?
ক) জ্ঞান
খ) বুদ্ধি
গ))মেধা
ঘ) প্রজ্ঞা
৩৭.Consumer goods এর উপযুক্ত বাংলা পরিভাষা কী ?
ক) ভোক্তার কল্যাণ
খ) ক্রয়কৃত পণ্য
গ))ভোগ্যপণ্য
ঘ) ক্রেতার গুণাগুণ
৩৮.Overrule -এর বাংলা পরিভাষা-
ক) আমলে আনা
খ) বাতিল করা
গ))মুলতবি করা
ঘ) নিয়মের অধিক
৩৯.Excise duty এর পরিভাষা কোনটি
ক) অতিরিক্ত কর
খ) আবগারি শুল্ক
গ))অর্পিত দায়িত্ব
ঘ) অতিরিক্ত কর্তব্য
৪০.Quarterly শব্দের অর্থ কী?
ক) সাপ্তাহিক
খ) পাক্ষিক
গ))ষান্মাষিক
ঘ) ত্রৈমাসিক
৪১।Cease fire পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কোনটি?
ক) আগুন নেভানো
খ) অগ্নিনির্বাপণ দল
গ))অস্ত্ৰ-সংবরণ
ঘ) অস্ত্ৰ বাজেয়াপ্তকরণ
৪২.Manuscript শব্দটির বাংলা পারিভাষিক শব্দ–
ক) হস্তলিপি
খ) প্রতিলিপি
গ))পাণ্ডুলিপি
ঘ) অনুলিপি
৪৩.‘অ-কারের পর ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়’ – এর উদাহরণ কোনটি?
ক) মহৌষধ
খ) বনৌষধি
গ))পরমৌষধ
ঘ) পরমৌষধি
৪৪.‘পশু + অধম’ – এর শুদ্ধ সন্ধি কী?
ক) পশ্বধম
খ) পশ্বাধম
গ))পশুধম
ঘ) পশাধম
৪৫.‘রবীন্দ্র’ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) রব + ইন্দ্র
খ) রবী + ইন্দ্র
গ))রবি + ইন্দ্র
ঘ) রবি + ঈন্দ্র
৪৬.ম্ এর পরে যেকোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি?
ক) যজ্ঞ
খ) তন্মধ্যে
গ))সঞ্চয়
ঘ) রাজ্ঞী
৪৭.কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
ক) বাক্ + দান = বাকদানই
খ) উৎ + ছেদ = উচ্ছেদ
গ))সম্ + সার = সংসার
ঘ) পর + পর = পরস্পর
৪৮.‘নিষ্কর’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) নিঃ + কর
খ) নীঃ + কর
গ))নিষ + কর
ঘ) নিস্ + কর
৪৯.অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি?
ক) তৎ + রূপ = তদ্রুপ
খ) সম্ + তাপ = সন্তাপ
গ))রাজ্ + নী = রাজ্ঞী
ঘ) তদ্ + কাল = তৎকাল
৫০.অহর্নিশ – সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) অহঃ + নিশা
খ) অহ + নিশ
গ))অহো + নিশা
ঘ) অহর + নিশ
৫১.‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) মন + ঈষা
খ) মনঃ + ইষা
গ))মনস + ঈষা
ঘ) মনো + ঈষা
৫২: ‘Current account’- এর বাংলা পরিভাষা–
ক.চলতি আমানত
খ.চলিষ্ণু বিনিয়োগ
গ.চলতি হিসাব
ঘ.মেয়াদি হুন্ড
৫৩.Filing’ শব্দের বাংলা পরিভাষা–
ক.নথি রক্ষা
খ।নথি খাতা
গ.নথিভুক্তি
ঘ।নথি দাখিল
৫৪. ‘Prayer’ শব্দের বাংলা পরিভাষা–
ক.উপাসনা
খ.প্রাপক
গ.পরিশোধ
ঘ.দাতা
উত্তর
১. ক ২. খ ৩. গ ৪. গ ৫. গ ৬. খ ৭. খ ৮. গ ৯. গ ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. গ ২১. খ ২২. গ ২৩ ক ২৪. গ। ২৫. গ২৬. গ২৭.খ ২৮.ঘ ২৯. ক ৩০.গ ৩১.গ ৩২. খ ৩৩. খ ৩৪.গ ৩৫. খ ৩৬. ঘ৩৭.গ ৩৮.খ ৩৯.খ ৪০.ঘ ৪১.গ ৪২.গ ৪৩.ক ৪৪.খ ৪৫.গ ৪৬. ঘ৪৭.ঘ ৪৮.খ ৪৯.খ ৫০.ক ৫১.গ ৫২.গ ৫৩.গ ৫৪.ক
১৫১. ‘গুলি’ শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়?
ক) কথ্য রীতি
খ) আঞ্চলিক রীতি
গ) আধুনিক রীতি
ঘ) সাধু রীতি
সঠিক উত্তর: (ঘ)
১৫২. ‘ওলন্দাজ’ শব্দটি কোনটি?
ক) হরতন
খ) রুইতন
গ) আলমারি
ঘ) ক ও খ
সঠিক উত্তর: (ঘ)
১৫৩. ভাষার কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে?
ক) চলিত রীতি
খ) সাধুরীতি
গ) আঞ্চলিক রীতি
ঘ) সবকটি
সঠিক উত্তর: (খ)
১৫৪. বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলো প্রধানত কয় ভাগে বিভক্ত?
ক) দুই ভাগে
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (খ)
১৫৫. ‘পোশাক’ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক) ফারসি
খ) বাংলা
গ) সংস্কৃত
ঘ) উর্দু
সঠিক উত্তর: (ক)
১৫৬. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয়?
ক) কথ্য রীতি
খ) লেখ্য রীতি
গ) সাধুরীতি
ঘ) চলিত রীতি
সঠিক উত্তর: (গ)
১৫৭. কোনটি পর্তুগিজ শব্দ?
ক) বালতি
খ) দারোগা
গ) চাহিদা
ঘ) নালিশ
সঠিক উত্তর: (ক)
১৫৮. নিম্নের কোনটি পর্তুগিজ শব্দ?
ক) হরতাল
খ) পাউরুটি
গ) তুরুপ
ঘ) রেস্তোরাঁ
সঠিক উত্তর: (খ)
১৫৯. ‘চৌ-হদ্দী’ মিশ্র শব্দটি কোন ধরনের?
ক) তৎসম
খ) তদ্ভব
গ) অর্ধ-তৎসম
ঘ) মিশ্র
সঠিক উত্তর: (ঘ)
১৬০. পরিবর্তিত উচ্চারণে ইংরেজি শব্দ কোনটি?
ক) হাসপাতাল
খ) নভেল
গ) ফুটবল
ঘ) স্কুল
সঠিক উত্তর: (ক)
১৬১. ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল?
ক) সাধুরতি
খ) চলিত রীতি
গ) কথ্যরীতি
ঘ) লেখ্যরীতি
সঠিক উত্তর: (ক)
১৬২. নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি?
ক) শব্দ
খ) বাক্য
গ) পদ
ঘ) অক্ষর
সঠিক উত্তর: (ক)
১৬৩. ‘বেমালুম’ শব্দে ‘মালুম’ শব্দটি কোন ভাষার শব্দ?
ক) হিন্দি
খ) ফারসি
গ) বাংলা
ঘ) আরবি
সঠিক উত্তর: (খ)
১৬৪. তৎসম শব্দের ‘তৎ’ কোনটি বোঝায়?
ক) সংস্কৃত
খ) বাংলা
গ) প্রাকৃত
ঘ) অসমীয়া
সঠিক উত্তর: (ক)
১৬৫. কোনটি মিশ্র শব্দ?
ক) বাদশা-বেগম
খ) হেড-মৌলভী
গ) চন্দ্র-সূর্য
ঘ) চাকর-বাকর
সঠিক উত্তর: (খ)
১৬৬. বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান-প্রদানে কোনটি অন্তরায় হতে পারে?
ক) যদি প্রত্যেকে আমরা আঞ্চলিক ভাষা পছন্দ করি
খ) প্রত্যেকে আঞ্চলিক ভাষাকে সর্বজনীন স্বীকৃতি দিলে
গ) আঞ্চলিক ভাষার ওপর রাষ্ট্রের হস্তক্ষেপ হলে
ঘ) আঞ্চলিক ভাষাকে তুচ্ছজ্ঞান করলে
সঠিক উত্তর: (খ)
১৬৭. এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম-শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে কী বলে?
ক) ধ্বনি
খ) শব্দ
গ) বর্ণ
ঘ) ভাষা
সঠিক উত্তর: (ঘ)
১৬৮. আজকালকার চিনিতে মিষ্টি কম – এখানে ‘চিনি’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক) জাপানি
খ) চিনা
গ) মায়ানমার
ঘ) ফারসি
সঠিক উত্তর: (খ)
১৬৯. ‘তারিখ’ কোন ভাষার শব্দ?
ক) ফারসি
খ) আরবি
গ) তুর্কি
ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর: (ক)
১৭০. বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলো প্রধানত কয়ভাগে বিভক্ত?
ক) দুই ভাগে
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (খ)
১৭১. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
ক) প্রাতিপাদিক
খ) বিদেশি শব্দ
গ) দেশি শব্দ
ঘ) সাধিত শব্দ
সঠিক উত্তর: (ক)
১৭২. ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?
ক) চলিত
খ) সাধু
গ) আঞ্চলিক
ঘ) প্রাকৃত
সঠিক উত্তর: (খ)
১৭৩. বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলিম শাসন পত্তনের সুযোগক্রমে কোন কোন ভাষার প্রচুর শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে?
ক) আরবি ও ফারসি
খ) তুর্কি ও হিন্দি
গ) তুর্কি ও ফারসি
ঘ) ফারসি ও হিন্দি
সঠিক উত্তর: (ক)
১৭৪. ভাষার চলিত রীতি অনুসৃতি কষ্টসাধ্য কেন?
ক) এ রীতি কৃত্রিমতাবর্জিত বলে
খ) এ রীতির লিখিত কোনো ব্যাকরণ নেই বলে
গ) এ রীতিতে তদ্ভব শব্দের প্রাধান্য থাকে বলে
ঘ) এ রীতি পরিবর্তনশীল বলে
সঠিক উত্তর: (খ)
১৭৫. ‘নমুনা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) আরবি
খ) পর্তুগিজ
গ) ফারসি
ঘ) ফরাসি
সঠিক উত্তর: (গ)
১৭৬. মিথ্যা – শব্দের সঠিক চলিত রূপ কী?
ক) মিছে
খ) মিত্তে
গ) মিথ্যে
ঘ) মিছা
সঠিক উত্তর: (গ)
১৭৭. ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনটি?
ক) মুখবিবর ও জিহ্বা
খ) কন্ঠ, ওষ্ঠ ও জিহ্বা
গ) দন্ত ও ওষ্ঠ
ঘ) মুঞবিবর, জিহ্বা ও ওষ্ঠ
সঠিক উত্তর: (খ)
১৭৮. ‘তৎসম’ অর্থ ‘তার সমান’ – এই ‘তার’ কিসের?
ক) বাংলার
খ) প্রাকৃতের
গ) সংস্কৃতের
ঘ) ইংরেজির
সঠিক উত্তর: (গ)
১৭৯. ‘বন্য’ শব্দের চলিত রূপ কোনটি?
ক) বুন
খ) বুনো
গ) বন
ঘ) বূন
সঠিক উত্তর: (খ)
১৮০. ‘গিন্নী’ কোন শ্রেণির শব্দ?
ক) খাঁটি বাংলা
খ) দেশি
গ) বিদেশি
ঘ) অর্ধ-তৎসম
সঠিক উত্তর: (ঘ)
১৮১. কোনটি পাঞ্জাবি শব্দ?
ক) চাহিদা/শিখ
খ) তোপ
গ) চাকর
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
১৮২. কোনটি তৎসম শব্দের উদাহরণ?
ক) কুচ্ছিত
খ) বেগম
গ) গিন্নী
ঘ) হস্ত/পত্র
সঠিক উত্তর: (ঘ)
ভাষা
১১৩। প্রত্যেক ভাষার কয়টি মেৌলিক অংশ থাকে?
ক. চারটি খ. পঁাচটি গ. ছয়টি ঘ. দশটি
১১৪। ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি কী কী?
ক. ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব
খ. ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, ভাষাতত্ত্ব, বাক্যতত্ত্ব
গ. রূপতত্ত্ব, পদক্রম, ভাষাতত্ত্ব, শব্দতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব, ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব
১১৫। কোন বিষয়টি ব্যাকরণের আনুষঙ্গিক আলোচ্য বিষয়?
ক. ধ্বনি খ. কারক গ. ছন্দ ঘ. বাক্য
১১৬। ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?
ক. বাগ&ধারার খ. অঙ্গপ্রত্যঙ্গের
গ. বাগ&যনে্ত্রর ঘ. চক্ষু ও কর্ণের
১১৭। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ক. রূপতত্ত্ব খ. ধ্বনিতত্ত্ব
গ. পদক্রম ঘ. বাক্য প্রকরণ
১১৮। ণত্ব ও ষত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. রূপতত্ত্ব খ. ধ্বনিতত্ত্ব গ. ভাষাতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
১১৯। সন্ধি, ণত্ব ও ষত্ব বিধান, বর্ণের বিন্যাস ইত্যাদি কিসের আলোচ্য বিষয়?
ক. বাক্যতত্ত্ব খ. অর্থতত্ত্ব গ. ধ্বনিতত্ত্ব ঘ. রূপতত্ত্ব
১২০। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী?
ক. সন্ধি, সমাস, ণত্ব ও ষত্ব বিধান
খ. বাক্য গঠন ও উচ্চারণ গ. সন্ধি, উপসর্গ ও প্রত্যয় ঘ. বর্ণ ও বর্ণের উচ্চারণাদি
১২১। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী?
ক. সন্ধি, ণত্ব ও ষত্ব বিধান খ. বাক্য গঠন ও উচ্চারণ গ. সন্ধি, উপসর্গ ও প্রত্যয়
ঘ. বচন, বর্ণ ও বর্ণের উচ্চারণাদি
১২২। ব্যাকরণের ধ্বনিতত্ত্ব’ আলোচিত হয়-
ক. বর্ণ, সন্ধি, ণত্ব বিধান, ষত্ব বিধান
খ. শব্দ, পদ, লিঙ্গ, বচর, কারক, সমাস, প্রত্যয়
গ. বাক্য প্রকরণ, বাচ্য, বাগ&ধারা ইত্যাদি
ঘ. ওপরের সব কটি
১২৩। বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে ঘ. রূপতত্ত্বে
১২৪। কোন বিষয়টি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়?
ক. বাগ&ধারা খ. সমাস গ. কারক ঘ. সন্ধি
১২৫। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
ক. অক্ষর খ. ধ্বনি গ. ধাতু ঘ. প্রকৃতি
১২৬। শব্দের ক্ষুদ্রাংশকে কী বলা হয়?
ক. পদ খ. রূপ গ. শব্দমূল ঘ. ধ্বনি
১২৭। এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে কী তৈরি হয়?
ক. রূপ খ. বাক্য গ. অর্থ ঘ. শব্দ
১২৮। বাক্যের ক্ষুদ্রতম একক কী?
ক. শব্দ খ. বর্ণ গ. ধ্বনি ঘ. চিহ্ন
১২৯। বচন, লিঙ্গ, কারক, সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. ভাষাতত্ত্ব গ. রূপতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
১৩০। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. অর্থতত্ত্বের খ. রূপতত্ত্বের
গ. বাক্যতত্ত্বের ঘ. ধ্বনিতত্ত্বের
১৩১। প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে
গ. শব্দতত্ত্বে ঘ. ভাষাতত্ত্বে
১৩২। আজকালকার চিনিতে মিষ্টি কম-এখানে চিনি’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক. জাপানি খ. চীনা গ. মিয়ানমার ঘ. ফারসি
১৩৩। লুঙ্গি’ কোন ভাষার শব্দ?
ক. বাংলা খ. তুর্কি গ. মিয়ানমার ঘ. জাপানি।
১৩৪। প্রকৃতি কয় প্রকার?
ক. তিন প্রকার খ. চার প্রকার
গ. দুই প্রকার ঘ. পঁাচ প্রকার
১৩৫। বিভক্তিহীন নাম শব্দকে কী বলা হয়?
ক. আনুপাতিক খ. আনুষঙ্গিক
গ. প্রাতিপদিক ঘ. প্রত্যয়ানি্তক।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১১৩. ক ১১৪. ক ১১৫. গ ১১৬. গ ১১৭. খ ১১৮. খ ১১৯. গ ১২০. ঘ ১২১. ক ১২২. ক ১২৩. খ ১২৪. ঘ ১২৫. খ ১২৬. খ ১২৭. ঘ ১২৮. ক ১২৯. গ ১৩০. খ ১৩১. গ ১৩২. খ ১৩৩. গ ১৩৪. গ ১৩৫. গ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
- এসএসসি পরীক্ষা রেজাল্ট
- SSC Exam Result
- এসএসসি বিজ্ঞান স্পেশাল সাজেশন ২০২৩ , ssc Science suggestion (pdf) 2023, এসএসসি বিজ্ঞান সাজেশন (pdf) ২০২৩, এসএসসি বিজ্ঞান সংক্ষিপ্ত সাজেশন ২০২৩