এসএসসি বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: ৮ম জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর
অষ্টম অধ্যায়
আলোর প্রতিফলন
১। আলো কী?
উত্তর : আলো হচ্ছে এক ধরনের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ।
২। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত?
উত্তর : দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে।
৩। প্রতিফলন কাকে বলে?
উত্তর : আলো কোনো স্বচ্ছ মাধ্যম দিয়ে চলার সময় যদি চলার পথে কোনো অস্বচ্ছ মাধ্যমে বাধা পায় তবে আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। এ ঘটনাকে আলোর প্রতিফলন বলে।
৪। প্রতিফলনের প্রথম সূত্রটি লেখো।
উত্তর : আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলক পৃষ্ঠের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে।
৫। প্রতিফলনের দ্বিতীয় সূত্রটি লেখো।
উত্তর : আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান।
৬। নিয়মিত প্রতিফলন কাকে বলে?
উত্তর : একগুচ্ছ আলোক রশ্মি সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরাল বা অভিসারী বা অপসারী রশ্মি গুচ্ছে পরিণত হয় তবে সেই প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে।
৭। ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে?
উত্তর : একগুচ্ছ আলোক রশ্মি সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরাল বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত না হয় তবে সেই প্রতিফলনকে ব্যাপ্ত প্রতিফলন বলে।
৮। দর্পণ কাকে বলে?
উত্তর : যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে।
৯। প্রতিবিম্ব কাকে বলে?
উত্তর : কোনো বিন্দু থেকে আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে।
১০। বাস্তব প্রতিবিম্ব কাকে বলে?
উত্তর : কোনো বিন্দু হতে আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব বলে।
১১। অবাস্তব প্রতিবিম্ব কাকে বলে?
উত্তর : কোনো বিন্দু হতে আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর দ্বিতীয় কোনো বিন্দু হতে আসছে বলে মনে হয়। তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব বলে।
১২। সমতল দর্পণ কাকে বলে?
উত্তর : যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ সমতল, তাকে সমতল দর্পণ বলে।
১৩। অবতল দর্পণ কাকে বলে?
উত্তর : যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ অবতল, তাকে অবতল দর্পণ বলে।
১৪। উত্তল দর্পণ কাকে বলে?
উত্তর : যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ উত্তল তাকে উত্তল দর্পণ বলে।
১৫। মেরু কাকে বলে?
উত্তর : গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে মেরু বলে।
১৬। বক্রতার কেন্দ্র কাকে বলে?
উত্তর : গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ সেই গোলকের কেন্দ্রকে দর্পণের বক্রতার কেন্দ্র বলে।
১৭। বক্রতার ব্যাসার্ধ কাকে বলে?
উত্তর : গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ সেই গোলকের ব্যাসার্ধকে দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে।
অথবা, দর্পণের মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলে।
১৮। প্রধান ফোকাস কাকে বলে?
উত্তর : দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর যদি প্রধান অক্ষের ওপর কোনো বিন্দুতে মিলিত হয় অথবা প্রধান অক্ষের ওপরের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই বিন্দুকে দর্পণের প্রধান ফোকাস বলে।
১৯। ফোকাস দূরত্ব কাকে বলে?
উত্তর : দর্পণের মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে।
২০। বিবর্ধন কাকে বলে?
উত্তর : প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্ধন বলে।
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- মাইগ্রেন ব্যথার কারণ, মাইগ্রেন ব্যথার উপসর্গ,মাইগ্রেন ব্যথার প্রতিকার ,মাইগ্রেন ব্যথার প্রতিরোধ – বিস্তারিত গাইড
- মাথাব্যথার কারণ ও প্রতিকার: একটি সম্পূর্ণ গাইড
- কেন আপনার ওষুধের বাক্সে প্যারাসিটামল থাকা উচিত,কীভাবে প্যারাসিটামলের পার্শ্বপ্রতিক্রিয়া চিনবেন
- শীর্ষ ১০টি সবচেয়ে জনপ্রিয় অ্যানিমে কী কী?, সর্বকালের সেরা ২০টি সবচেয়ে জনপ্রিয় অ্যানিমে