বিষয়: এসএসসি পরীক্ষার্থীদের হিসাববিজ্ঞান সাজেশন, special short suggestion ssc suggestion accounting
এসএসসি পরীক্ষা সাজেশন ২০২২ বিষয়: হিসাববিজ্ঞান
১.জনাব ফিরোজ তার ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। ১ জানুয়ারি ২০১৬ তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা। উক্ত বছরে তিনি আরও ৩০,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন। উক্ত বছরে মোট ১৫,০০০ টাকা তিনি উত্তোলন করেন। ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখ তার ব্যবসায়ে নিম্বোক্ত সম্পদ ও দায়সমূহ ছিল:।নগদ ৫০,০০০ টাকা, আসবাবপত্র ৪০,০০০ টাকা, দেনাদার ৩০,০০০ টাকা, মজুদ পণ্য ৭০,০০০ টাকা, ব্যাংক ঋণ ২০,০০০ টাকা ও পাওনাদার ২৫,০০০ টাকা।
ক. জনাব ফিরোজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
খ. জনাব ফিরোজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় কর।
গ. ২০১৬ সালে জনাব ফিরোজের ব্যবসায়ের লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় কর।
২. সামি প্রিন্টার্সের ৫,৫০০ টি ডায়েরি প্রস্তুতের খরচগুলো নিম্নরূপ:
প্রতিটি ডায়েরির দরপত্র মূল্য ৬০ টাকা, বিল আদায় খরচ দরপত্র মূল্যের ২%, আপ্যায়ন খরচ ১০,০০০ টাকা, কাগজ ক্রয় ৮০,০০০ টাকা, কালি ক্রয় ২৫,০০০ টাকা, আঠা ও সুতা ক্রয় ৫,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ২০,০০০ টাকা, কারখানার ভাড়া (এক-চর্তুাংশ) ১০,০০০ টাকা, কারখানার বিদ্যুৎ খরচ (৪০%) ৮,০০০ টাকা।
ক. মুখ্য ব্যয় কত?
খ. প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় কত?
গ. প্রতিটি ডায়েরির লাভ-ক্ষতি নির্ণয় কর।
৩. সাজিদ অ্যান্ড কোং সমাপ্ত বছরে ২,০০,০০০ ইট প্রস্তুত করে। ইট প্রস্তুতের খরচগুলো নিম্নরূপ :
বিজ্ঞাপন খরচ ৫,০০০ টাকা, বিক্রয়কর্মীর বেতন ৮,০০০ টাকা, অফিস ভাড়া ১২,০০০ টাকা, মাটি ক্রয় ২,৫০,০০০ টাকা, মাটি বহন খরচ ৫০,০০০টাকা, শ্রমিকের মজুরি (দুই-পঞ্চমাংশ) ৫০,০০০ টাকা।
ক. পরিচালন ব্যয় কত?
খ. উৎপাদন ব্যয় নির্ণয় কর।
গ. বিক্রয়ের ওপর ২০% মুনাফায় ইটের বিক্রয়মূল্য নির্ধারণ কর।
৪. ৩১ ডিসেম্বর, ২০১৭ তারিখে বিল্লাল অ্যান্ড সন্সের খতিয়ান উদ্বৃত্তসমূহ নিম্নরূপ :
হাতে নগদ (১.১.১৭) ২০,০০০ টাকা; দেনাদার ৪০,০০০ টাকা; অফিস সরঞ্জাম ৩,০০,০০০ টাকা; ৮% সরকারি সঞ্চয়পত্র ১,০০,০০০ টাকা; আন্তঃফেরত ২০,০০০ টাকা; বকেয়া বেতন ২,০০০ টাকা; সমাপনী মজুদ পণ্য ৬০,০০০ টাকা; মনিহারি ৪,০০০ টাকা; ব্যাংক জমাতিরিক্ত ২,০০০ টাকা; আসবাবপত্র ১,৪০,০০০ টাকা; স্বল্পমেয়াদি ঋণ ৮০,০০০ টাকা; সুদ প্রাপ্তি ৬০,০০০ টাকা; মূলধন ৬,৬০,০০০ টাকা; ট্রেডমার্ক ৮০,০০০ টাকা; সুনাম ৬০,০০০ টাকা; বিজ্ঞাপন ৬০,০০০ টাকা।
ক. অস্পর্শনীয় সম্পত্তির পরিমাণ নির্ণয় কর।
খ. চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যের পরিমাণ নির্ণয় কর।
গ. একটি রেওয়ামিল প্রস্তুত কর।
৫.জাকির ট্রেডার্সের ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের ৫,০০,০০০ ইট প্রস্তুত করতে যে খরচগুলো হয় তা নিম্নরূপ:
মাটি ক্রয় ৬,৫০,০০০ টাকা, কয়লা ক্রয় ২,৫০,০০০ টাকা, বহন খরচ ১,২০,০০০ টাকা, শ্রমিকের মজুরি ১,৮০,০০০ টাকা, ইটখোলার ভাড়া ১,০০,০০০ টাকা, বিজ্ঞাপন খরচ ২৫,০০০ টাকা, অফিস ভাড়া ২৫,০০০ টাকা, বিক্রয়কর্মীর বেতন ৩৫,০০০ টাকা।
ক. জাকির ট্রেডার্সের মুখ্য ব্যয় নির্ণয় কর।
খ. জাকির ট্রেডার্সের মোট ব্যয় নির্ণয় কর।
গ. মোট ব্যয়ের ওপর ২০% লাভ ধরে প্রতি হাজার ইটের বিক্রয়মূল্য নির্ণয় কর।
৬. জহির এন্টারপ্রাইজের ২০১৭ সালের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ:
হাতে নগদ (১-১-১৭) ৩০,০০০ টাকা, দেনাদার ৫০,০০০ টাকা, গৃহীত ঋণ ৭০,০০০ টাকা, শিক্ষানবিশ ভাতা ২০,৫০০ টাকা, প্রদেয় বিল ১১,০০০ টাকা, বেতন ৪৭,০০০ টাকা, মজুদ পণ্য (১-১-১৭) ৩০,০০০ টাকা, মূলধন ৭৪,৭০০ টাকা, অগ্রিম মজুরি ১২,০০০ টাকা, মজুদ পণ্য (৩১-১২-১৭) ৪০,০০০ টাকা, বিক্রয় ২,৮০,০০০ টাকা, ক্রয় ৮০,০০০ টাকা, নগদ তহবিল ৪২,৫০০ টাকা, স্থায়ী সম্পত্তি ১,৭০,০০০ টাকা, কর ও অভিকর ৬,৭০০ টাকা, পাওনাদার ৬৫,০০০ টাকা, আন্তফেরত ১২,০০০ টাকা।
ক. রেওয়ামিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় কর।
খ. উপর্যুক্ত তথ্যের আলোকে মুনাফাজাতীয় ব্যয় ও মুনাফাজাতীয় আয়ের পরিমাণ নির্ণয় কর।
গ. উপর্যুক্ত তথ্যের আলোকে রেওয়ামিল প্রস্তুত কর।
৭. জনাব বিপ্লব ১৫,০০০ টাকা মাসিক বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়া তিনি একটি কলেজে পার্টটাইম লেকচারার হিসেবে মাসিক ৬,০০০ টাকা পান। ২০১৪ সালের ১ জানুয়ারি তার পারিবারিক আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ:
নগদ তহবিল ৩০,০০০ টাকা, বাড়িঘর ৫,০০,০০০ টাকা, বিনিয়োগ ৬০,০০০ টাকা, বন্ধকি ঋণ ৮০,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা, গহনা ৯০,০০০ টাকা এবং পাওনাদার ২০,০০০ টাকা।
ক. জনাব বিপ্লবের পারিবারিক তহবিলের পরিমাণ কত?
খ. বছর শেষে জনাব বিপ্লবের পরিবারের নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় কর।
গ. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে উক্ত পরিবারের আয়ের উদ্বৃত্ত/ঘাটতি নির্ণয় কর।
আরো ও সাজেশন:-
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
নৈবিত্তিক সাজেশন
প্রথম অধ্যায় হিসাববিজ্ঞান পরিচিতি
১. সমাজের প্রতিটি ক্ষেত্রে পরিলক্ষিত হয়- অর্থ সম্পর্কিত ঘটনা।
২. অর্থ সম্পর্কিত ঘটনার দ্বারা প্রভাবিত হয়- আর্থিক অবস্থা।
৩, হিসাববিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যা নির্ণয় করে আর্থিক ঘটনার সামগ্রিক প্রভাব ও ফলাফল ।
৪. আর্থিক বিবরণী ও প্রতিবেদন থেকে জানা যায়- প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা।
৫. লেনদেন লিপিবদ্ধ, শ্রেণিবদ্ধ ও বিশ্লেষণের পদ্ধতি হচ্ছে হিসাববিজ্ঞান।
৬. হিসাববিজ্ঞানের মাধ্যমে জানা যায়- যাবতীয় আর্থিক কার্যাবলি।
৭. বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হিসাব তথ্যাবলি।
৮, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক পক্ষ জানতে চাই- হিসাব তথ্য।
৯, হিসাব বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করতে প্রয়ােজন- হিসাববিজ্ঞান।
১০, হিসাববিজ্ঞানকে বলা হয়- ব্যবসায়ের ভাষা।
১১. হিসাববিজ্ঞানের প্রথম উদ্দেশ্য- লেনদেনগুলাে সঠিকভাবে লেখা।
১২. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও অবস্থা নিরূপণ ।
১৩, প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করে ৬ জানা যায়- আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ ধারণা।
১৪. প্রতিষ্ঠানের কাক্ষিত ফলাফল অর্জন সম্ভব- ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে।
১৫. হিসাবরক্ষণের মাধ্যমে রােধ করা সম্ভব- প্রতারণা ও জালিয়াতি।
১৬, ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ব্যবহৃত হয়- আর্থিক তথ্যাবলি।
১৭. সেবামূলক অনুমাফাভােগী প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাসপাতাল ‘ ইত্যাদি।
১৮, সরকারের আয়ের উৎস- কর, শুল্ক, ভ্যাট, কাস্টমস ডিউটি।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১৯, সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবনের জন্য প্রয়ােজন- হিসাব সংরক্ষণ।
২০. ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রােধ এবং আর্থিক সচ্ছলতা অর্জন। সম্ভব- হিসাব সংরক্ষণের মাধ্যমে।
২১. হিসাববিজ্ঞানের যাত্রা শুরু হয়- মানবসভ্যতার সূচনালগ্নে।
২২. গাছের গায়ে, গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে রাখা হতাে- হিসাব।
২৩. ঘরে দাগ কেটে এবং রশিতে গিঁট দিয়ে রাখা হতাে- ফসল ও মজুদের হিসাব।
২৪. বিনিময় প্রথার অসুবিধা দূল করার জন্য প্রচলন হয়- মুদ্রার।
২৫. আধুনিক হিসাববিজ্ঞানের জনক- লুকা প্যাসিওলি।
২৬. লুকা প্যাসিওলি ছিলেন একজন ইতালীয় গণিতবিদ।
২৭. লুকা প্যাসিওলি হিসাবরক্ষণের জন্য প্রথম বই লিখেন- ১৪৯৪ সালে।
২৮, হিসাবরক্ষণের মূলনীতিদুতরফা দাখিলা পদ্ধতি।
২৯, সময়ের পরিবর্তনে বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্যের অগ্রগতির | সাথে সাথে উন্নতি হয়- হিসাববিজ্ঞানের।
৩০, হিসাবরক্ষণে সময় ও শ্রম লাঘবের পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়- কম্পিউটারের যুগে।
৩১. হিযাব তথ্যের ব্যবহারকারী -২ প্রকার (অভ্যন্তরীণ ও বাহ্যিক)।
৩২. হিসাববিজ্ঞান হলাে – তথ্য ব্যবস্থা (Information system)।
৩৩. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী মালিক ও ব্যবস্থাপক।
৩৪, হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী – সরকার, পাওনাদর, কর্মচারী ।
৩৫. মালিক ও ব্যবস্থাপক ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নেয়- হিসাব বিবরণী দেখে। |
৩৬, ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান যাচাই করে ঋণ পরিশােধ ক্ষমতা। |
৩৭. সরবরাহকারী বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে যাচাই করে – দায় পরিশােধ ক্ষমতা।
৩৮. মুনাফা নির্ণয়সহ হিসাববিজ্ঞান অবদান রাখে -সমাজ ও পরিবেশের কল্যাণে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৩৯. বায়ু দূষণ রােধে অনেক অর্থ ব্যয় করে – তেল কোম্পানি।
৪০. সমাজের কল্যাণে খরচ করা ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা।
৪১. কোনাে বিষয়ের ভালাে-মন্দ বিচারের মানদণ্ড – মূল্যবােধ। |
৪২. হিসাবের স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক হিসাববিজ্ঞানের রীতিনীতি ও কলাকৌশল।
৪৩, ঋণ পরিশােধে সচেতনতা সৃষ্টি করে হিসাববিজ্ঞান হ্রাস করে -ঋণখেলাপির আশংকা।
৪৪. সম্পদের সুষ্ঠু ব্যবহার ও অপব্যয় পরিহার ধর্মীয় মূল্যবােধের অংশ।
৪৫. আয় বুঝে ব্যয় করার মানসিকতা সৃষ্টি হয় সঠিক হিসাব সংরক্ষণে।।
৪৬. সুই হিসাবব্যবস্থার প্রচলনে হ্রাস পায় জালিয়াতি, তহবিল ও | প্রতারণার প্রবণতা।
৪৭. নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধতাই -জবাবদিহিতা। ৪৮. উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধতা – অভ্যন্তরীণ জবাবদিহিতা।
৪৯. শুল্ক, ভ্যাট ও কর পরিশােধ বিষয়ে জবাবদিহি করতে হয় – সরকারের কাছে।
দ্বিতীয় অধ্যায় লেনদেন
১. আর্থিক অবস্থার পরিবর্তন করে না এমন ঘটনাগুলাে – লেনদেন নয়।
২. প্রতিটি লেনদেন ঘটনা কিন্তু প্রতিটি ঘটনাই – লেনদেন নয়।
৩. অবচয় ও অবলােপন এক ধরনের অদৃশ্যমান লেনদেন।
৪. অনাদায়ী পাওনা সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি হলাে -ঐতিহাসিক ঘটনা। ডেবিট নােট তৈরি করেন ক্রেতা।
৬. ফেরতকৃত পণ্যের পূর্ণ বিবরণ থাকে -ডেবিট নােটে। ডেবিট নােটের মাধ্যমে ডেবিট করা হয় -পাওনাদার হিসাব।
৮, হিসাববিজ্ঞানের মৌলিক সমীকরণ, A = L + E যেখানে, A = Assets (সম্পদ), L = Liabilities (দায়), E = Equity (মালিকানা স্বত্ব)।
৯, মূলধন, বিনিয়ােগ ও আয়ের মাধ্যমে বৃদ্ধি পায় এবং ব্যয় ও উত্তোলনের মাধ্যমে হ্রাস পায় – E (মালিকানা স্বত্ব)।।
১০, মালিক ব্যবসায়ে বিনিয়ােগ করলে বৃদ্ধি পায় মালিকানা স্বত্ব।
১১. ব্যবসায়ের আয় বাড়লে -মালিকানা স্বত্ব বাড়ে। ১২. মালিকানা স্বত্ব বা দায় বাড়লে বৃদ্ধি পায় মােট সম্পদ।
১৩. ক্রেডিট নােট প্রস্তুত করে – বিক্রেতা।
১৪. ফেরতকৃত পণ্যের পূর্ণ বিবরণ থাকে – ক্রেডিট নােটে। |
১৫, ব্যবসায়কে প্রভাবিত করবে না – ব্যক্তিগত আর্থিক কার্যাবলি।
১৬, ব্যবসায় প্রতিষ্ঠান থেকে প্রদত্ত ব্যক্তিগত খরচ প্রভাবিত করবে – ব্যবসায় প্রতিষ্ঠানকে।
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
SSC Accounting Model Question – 01 লিংক
SSC Accounting Model Question – 02 লিংক
SSC Accounting Model Question – 03 লিংক
SSC Accounting Model Question – 04 লিংক
SSC Accounting Model Question – 05 লিংক
১. লেনদেন হিসাববিজ্ঞানের
ক. কাঠি
খ. পিলার
● মূলভিত্তি
ঘ. ব্যবসায়ের ভাষা
২. লেনদেনের উৎপত্তি কোনটি থেকে?
ক. ঘটনা থেকে
খ. আদান-প্রদান থেকে
● অর্থসম্পর্কীয় ঘটনা থেকে
ঘ. অর্থসম্পর্কহীন ঘটনা থেকে
৩. হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় কোনটি?
ক. সম্পত্তি
খ. ঘটনা
● অর্থসম্পর্কিত ঘটনা
ঘ. দায়
৪. হিসাবরক্ষণের নিয়মকানুন জানার পূর্বে কোনটি জানা অপরিহার্য?
● লেনদেন সম্পর্কে
খ. হিসাব সম্পর্কে
গ. রেওয়ামিল সম্পর্কে
ঘ. সবগুলোর সম্পর্কে
৫. যা কিছু মানুষের জীবনে ঘটে, তাকেই
ক. লেনদেন বলে
খ. খতিয়ান বলে
● ঘটনা বলে
ঘ. রেওয়ামিল বলে
৬. দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম বিনিময়ের ফলে কী সৃষ্টি হয়?
ক. ব্যবসায়িক সম্পর্ক
খ. ব্যবসায়িক সমৃদ্ধি
গ. ব্যবসায়িক পরিবর্তন
● ব্যবসায়িক লেনদেন
৭. কোনটি অনগদ লেনদেন বলে বিবেচনা করা হয়?
ক. ক্রয়
খ. বিক্রয়
● অবচয়
ঘ. বেতন
৮. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় পরিবর্তন ঘটায় এরূপ যেকোনো ঘটনাকে কী বলে?
ক. হিসাবের দ্বৈতসত্তা
● লেনদেন
গ. ব্যবসায়
ঘ. হিসাব
৯. যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট এ উভয়দিক লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?
ক. একতরফা দাখিলা পদ্ধতি
খ. জাবেদা বই
গ. ক্রয় বই ও বিক্রয় বই
● দুতরফা দাখিলা পদ্ধতি
১০. দুতরফা দাখিলায় সুবিধা গ্রহণকারী হিসাবটিকে বলা হয়-
ক. ক্রেডিটর
● ডেটর
গ. নিট লাভ
ঘ. আয়ব্যয় হিসাব
১১. দুতরফা দাখিলা পদ্ধতি একটি-
ক. রিপোটিং পদ্ধতি
খ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ পদ্ধতি
গ. লিপিবদ্ধকরণ পদ্ধতি
● ডেবিট ও ক্রেডিট নির্ধারণ পদ্ধতি
১২. দুতরফা দাখিলায় সুবিধা প্রদানকারী হিসাবটিকে বলা হয়-
ক. ডেটর
● ক্রেডিটর
গ. মোট লাভ
ঘ. মোট লোকসান
১৩. কোনটি হিসাব সমীকরণকে প্রভাবিত করে?
ক. প্রতিটি ঘটনা
● প্রতিটি লেনদেন
গ. প্রতিটি চুক্তি
ঘ. প্রতিটি ব্যবসায়িক কাজ
১৪. যে সমস্ত লেনদেন নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হয় তা হলো-
ক. মূলধনজাতীয়
● মুনাফাজাতীয়
গ. অনিয়মিত
ঘ. সাময়িক
১৫. মুনাফাজাতীয় লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
১৬. কোন জাতীয় লেনদেনটি নিয়মিত সংঘটিত হয়?
● মুনাফাজাতীয় লেনদেন
খ. মূলধনজাতীয় লেনদেন
গ. বিলম্বিত মুনাফাজাতীয় লেনদেন
ঘ. সম্পত্তিবাচক লেনদেন
১৭. মূলধনজাতীয় লেনদেন-
● কম্পিউটার ক্রয়
খ. পণ্য ক্রয়
গ. বেতন প্রদান
ঘ. ভাড়া প্রদান
১৮. আয়ব্যয়ের প্রকৃতি অনুসারে লেনদেনগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
● দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
১৯. ব্যবসায় প্রতিষ্ঠানে যে লেনদেনের ফল দীর্ঘস্থায়ী তাকে কী বলে?
● মূলধনজাতীয় লেনদেন
খ. মুনাফাজাতীয় লেনদেন
গ. সম্পত্তিবাচক লেনদেন
ঘ. আয়ব্যয় লেনদেন
২০. ‘দেনাদার’-কোন শ্রেণির হিসাব?
● সম্পদ
খ. দায়
গ. মালিকানাস্বত্ব
ঘ. রেভিনিউ
২১. হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব-
ক ৩ প্রকার
খ ৪ প্রকার
● ৫ প্রকার
ঘ ৬ প্রকার
২২. হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাব খাতকে সাধারণত-
ক. তিন শ্রেণিতে ভাগ করা হয়
খ. দুই শ্রেণিতে ভাগ করা হয়
● পাঁচ শ্রেণিতে ভাগ করা হয়
ঘ. চার শ্রেণিতে ভাগ করা হয়
২৩. ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাবের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো-
ক ব্যয় নিয়ন্ত্রণ
খ বাজেট প্রণয়ন
● আর্থিক ফলাফল ও অবস্থা নিরূপণ করা
ঘ সবগুলো উদ্দেশ্য সাধিত হয়
২৪. কোনটি ‘চলমান জের’ ছকের বৈশিষ্ট্য?
ক. হিসাবের ছকটি ডেবিট ও ক্রেডিট দুটি অংশে বিভক্ত
খ. উভয় অংশে চারটি করে মোট আটটি ঘর থাকে
● টাকার কলাম মোট ৪টি
ঘ. ছকটি ডেবিট ও ক্রেডিট দুটি অংশে বিভক্ত
২৫. জাবেদা আসলে কী?
ক. হিসাবের প্রাথমিক বই
খ. পাকা খাতা
গ. সহকারী বই
● হিসাবের প্রাথমিক ও সহকারী বই
২৬. দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
● জাবেদা বই
খ. খতিয়ান বই
গ. নগদান বই
ঘ. রেওয়ামিল
২৭. জাবেদাকে কোন ধরনের বই বলা যায়?
ক. মাসিক
খ. বাৎসরিক
গ. সাপ্তাহিক
● দৈনিক
২৮. কারবারের যাবতীয় লেনদেনগুলোকে সংক্ষিপ্তকারে বিভিন্ন শিরোনামে বিভক্ত করে পাকাপাকিভাবে লিপিবদ্ধ করাকে কী বলে?
ক. জাবেদা
● খতিয়ান
গ. হিসাব
ঘ. বিবৃতি
২৯. রেওয়ামিল প্রস্তুত দ্বারা কোনটি সহজেই উদঘাটিত হয়?
ক. শুদ্ধতা
খ. নির্ভুলতা
● ভুল
ঘ. নির্দিষ্টতা
৩০. রেওয়ামিল প্রস্তুতে কোনটি বিবেচনা করা হয়?
ক. পরিপূর্ণ হিসাবরক্ষণ
খ. জাবেদার শিরোনাম
● হিসাব সংরক্ষণের ভুল
ঘ. ব্যাংক বিবরণী
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]
- hsc/এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র সংক্ষিপ্ত সাজেশন, ফাইনাল সাজেশন এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র, hsc logic 1st paper suggestion 100% common guaranty, special short suggestion hsc suggestion logic 1st paper
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম
দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
১. পারিবারিক হিসাবে কোনটি বিনিয়োগ?
ক. শিক্ষা ব্যয়
খ. মাছ বিক্রয়
গ. দৈনন্দিন খরচ
ঘ. পুকুর সংস্কার
উত্তরঃ ঘ. পুকুর সংস্কার
২. সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবন গঠনের জন্য কোনটি প্রয়োজন?
ক. হিসাব
খ. লেনদেন
গ. জাবেদা
ঘ. রেওয়ামিল
উত্তরঃ ক. হিসাব
* উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
মিলন ট্রেডার্সের প্রারম্ভিক মূলধন ১,৫০,০০০ টাকা, বিক্রয় ২,০০,০০০ টাকা, নিট মুনাফা ২০,০০০ টাকা এবং উত্তোলন ৩৫,০০০ টাকা।
৩. মিলন ট্রেডার্সের নিট মুনাফা অনুপাত কত?
ক. ১০%
খ. ১৫%
গ. ২০%
ঘ. ২৫%
উত্তরঃ ক. ১০%
৪. মিলন ট্রেডার্সের মালিকানাস্বত্ত্বের পরিমাণ কত?
ক. ১,৩৫,০০০ টাকা
খ. ১,৭০,০০০ টাকা
গ. ২,২০,০০০ টাকা
ঘ. ২,৩৫,০০০ টাকা
উত্তরঃ ক. ১,৩৫,০০০ টাকা
৫. ‘সঞ্চিতি তহবিল’ কোন ধরনের হিসাব?
ক. সম্পদ
খ. ব্যয়
গ. মালিকানাস্বত্ব
ঘ. আয়
উত্তরঃ গ. মালিকানাস্বত্ব
৬. হিসাব খাত ডেবিট হবে-
i. মালিকানাস্বত্ব হ্রাস পেলে
ii. আয় হ্রাস পেলে
iii. সম্পদ বৃদ্ধি পেলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
৭. প্রত্যেক দেনাদার ও পাওনাদারের জন্য আলাদা খতিয়ান প্রস্তুত করাকে বলা হয়-
ক. সাধারণ খতিয়ান
খ. সংযুক্ত খতিয়ান
গ. সহকারী খতিয়ান
ঘ. সম্পূরক খতিয়ান
উত্তরঃ গ. সহকারী খতিয়ান
৮. ক্রয় ফেরত জাবেদার ছকে অন্তর্ভুক্ত থাকে-
ক. চালান নম্বর
খ. ডেবিট নোট নম্বর
গ. ক্রেডিট নোট নম্বর
ঘ. ক্যাশমেমোর নম্বর
উত্তরঃ খ. ডেবিট নোট নম্বর
৯. রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে-
i. প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত
ii. প্রারম্ভিক মজুদ পণ্য
iii. সমাপনী হাতে নগদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ গ. ii ও iii
১০. কৈানটি অন্য তিনটি হতে ভিন্ন?
ক. সাধারণ সঞ্চিতি
খ. নগদ তহবিল
গ. দেনাদার
ঘ. প্রাপ্য ভাড়া
উত্তরঃ ক. সাধারণ সঞ্চিতি
১১. রেওয়ামিলে ধরা পড়ে না এমন ভুলকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
উত্তরঃ খ. ২
১২. হিসাববিজ্ঞানের হিসাবসমূহ প্রত্যেক বছরে একই পদ্ধতি অনুসরণ করলে তাকে বলে-
ক. রক্ষণশীলতা নীতি
খ. সামঞ্জস্যতা নীতি
গ. ব্যবসায়িক সত্তা নীতি
ঘ. বকেয়া ধারণা নীতি
উত্তরঃ খ. সামঞ্জস্যতা নীতি
১৩. যদি মোট মুনাফা ৮০,০০০ টাকা, পরিচালন ব্যয় ২০,০০০ টাকা, অপরিচালন আয় ২৫,০০০ টাকা হয়, তবে নিট মুনাফা হবে-
ক. ৮৫,০০০ টাকা
খ. ৭৫,০০০ টাকা
গ. ১,২৫,০০০ টাকা
ঘ. ১,০৫,০০০ টাকা
উত্তরঃ ক. ৮৫,০০০ টাকা
* উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
মুখ্য ব্যয় ৬০,০০০ টাকা, কারখানা উপরি ব্যয় ১২,০০০ টাকা, প্রশাসনিক উপরি ব্যয় ৯,০০০ টাকা, বিক্রয় উপরি ব্যয় ৩,০০০ টাকা এবং মুনাফা মোট ব্যয়ের ৩০%।
১৪. বিক্রয়ের পরিমাণ কত?
ক. ১,০৯,২০০ টাকা
খ. ১,০৫,৩০০ টাকা
গ. ৮৪,৬০০ টাকা
ঘ. ৭৫,৮০০ টাকা
উত্তরঃ ক. ১,০৯,২০০ টাকা
১৫. মুনাফার পরিমাণ-
ক. ২৪,২০০ টাকা
খ. ২১,৩০০ টাকা
গ. ২৮,৬০০ টাকা
ঘ. ২৫,২০০ টাকা
উত্তরঃ ঘ. ২৫,২০০ টাকা
১৬. নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে-
ক. ব্যাংক সুদ মঞ্জুর
খ. ব্যাংক জমাতিরিক্ত সুদ
গ. বিনিয়োগের সুদ
ঘ. সঞ্চয়পত্রের সুদ
উত্তরঃ খ. ব্যাংক জমাতিরিক্ত সুদ
১৭. তিনঘরা নগদান বইতে কতটি ঘর থাকে?
ক. ১৪টি
খ. ১২টি
গ. ১০টি
ঘ. ৮টি
উত্তরঃ ক. ১৪টি
১৮. কোন দাখিলার মাধ্যমে আয়-ব্যয় হিসাব বন্ধ করে দেওয়া হয়?
ক. প্রারম্ভিক দাখিলা
খ. স্থানান্তর দাখিলা
গ. সমন্বয় দাখিলা
ঘ. সমাপনী দাখিলা
উত্তরঃ ঘ. সমাপনী দাখিলা
১৯. কলকব্জা ক্রয় ৫০,০০০ টাকা কলকব্জা হিসাব ডেবিট না ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে। -এটি রেওয়ামিলের কোন ধরনের ভুল?
ক. পরিপূরক ভুল
খ. বেদাখিলার ভুল
গ. বাদ পড়ার ভুল
ঘ. নীতিগত ভুল
উত্তরঃ ঘ. নীতিগত ভুল
২০. সি/এফ বলতে বুঝায়-
ক. সম্মুখে নীত
খ. ওপর থেকে আনীত
গ. নিচে নীত
ঘ. পেছন থেকে আনীত
উত্তরঃ ক. সম্মুখে নীত
২১. হিসাববিজ্ঞানকে কোন নামে অভিহিত করা হয়?
ক. তথ্য ব্যবস্থা
খ. কর্মব্যবস্থা
গ. লেনদেন ব্যবস্থা
ঘ. হিসাব ব্যবস্থা
উত্তরঃ ক. তথ্য ব্যবস্থা
২২. আসবাবপত্রের অবচয় ধার্য হলো ১,০০০ টাকা- লেনদেনটির মাধ্যমে প্রভাবিত হয়-
ক. সম্পদ বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি
খ. মালিকানাস্বত্ব বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি
গ. মালিকানাস্বত্ব হ্রাস ও সম্পদ হ্রাস
ঘ. সম্পদ বৃদ্ধি ও আয় হ্রাস
উত্তরঃ গ. মালিকানাস্বত্ব হ্রাস ও সম্পদ হ্রাস
২৩. ক্যাশমেমা সাধারণত কতসেট তৈরি করা হয়?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
উত্তরঃ গ. তিন
* উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
মুদি দোকানদার রতন দোকানের জন্য ৬০,০০০ টাকা দিয়ে একটি ফ্রিজ ক্রয় করে। ফ্রিজটি দোকানে আনতে ও বৈদ্যুতিক লাইন সংস্থাপন করতে ১,৫০০ টাকা ব্যয় হয়। কিন্তু দোকানে স্থান সংকুলান না হওয়ায় ফ্রিজটি ৬৪,০০০ টাকায় বিক্রি করলেন।
২৪. রতনের ব্যবসায়ে মূলধনজাতীয় ব্যয় হয়েছিল কত টাকা?
ক. ৫৮,৫০০ টাকা
খ. ৬০,০০০ টাকা
গ. ৬১,৫০০ টাকা
ঘ. ৬৪,০০০ টাকা
উত্তরঃ গ. ৬১,৫০০ টাকা
২৫. ফ্রিজটি বিক্রয়ের ফলে ব্যবসায়ের-
i. মূলধনজাতীয় প্রাপ্তি হবে ৬৪,০০০ টাকা
ii. মুনাফাজাতীয় ব্যয় হবে ১,৫০০ টাকা
iii. মূলধনজাতীয় আয় হবে ২,৫০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. i ও iii
২৬. আর্থিক বিবরণীর খসড়া স্বরুপ ব্যবহার করা হয়-
ক. রেওয়ামিল
খ. সমন্বয় দাখিলা
গ. সমাপনী দাখিলা
ঘ. কার্যপত্র
উত্তরঃ ঘ. কার্যপত্র
২৭. হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনের বলে-
ক. হিসাব মূল্যায়ন
খ. হিসাব ব্যবস্থা
গ. হিসাব চক্র
ঘ. হিসাব বিশ্লেষণ
উত্তরঃ গ. হিসাব চক্র
২৮. জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় কোন ধরনের লেনদেন?
ক. মুনাফাজাতীয়
খ. মূলধনজাতীয়
গ. বিলম্বিত মুনাফাজাতীয়
ঘ. ব্যবসা পরিচালন
উত্তরঃ খ. মূলধনজাতীয়
২৯. ‘কর্মচারী হাবিবের বেতন বকেয়া রয়েছে ৩,০০০ টাকা’। উপযুক্ত জাবেদা দাখিলা হবে-
ক. বেতন হিসাব ডে. হাবিব হিসাব ক্রে.
খ. বেতন হিসাব ডে. বকেয়া বেতন হিসাব ক্রে.
গ. বকেয়া বেতন হিসাব ডে. বেতন হিসাব ক্রে.
ঘ. হাবিব হিসাব ডে. বেতন হিসাব ক্রে.
উত্তরঃ খ. বেতন হিসাব ডে. বকেয়া বেতন হিসাব ক্রে.
৩০. প্রাপ্তি-প্রদান হিসাব তৈরিতে অন্তর্ভুক্ত হবে-
i. সমাপনী নগদ ও ব্যাংক জমার উদ্বৃত্ত
ii. প্রারম্ভিক নগদ ও ব্যাংক জমার উদ্বৃত্ত
iii. ডাকঘর সঞ্চয়পত্র ক্রয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও
- এসএসসি পরীক্ষা রেজাল্ট
- SSC Exam Result
- এসএসসি বিজ্ঞান স্পেশাল সাজেশন ২০২৩ , ssc Science suggestion (pdf) 2023, এসএসসি বিজ্ঞান সাজেশন (pdf) ২০২৩, এসএসসি বিজ্ঞান সংক্ষিপ্ত সাজেশন ২০২৩