প্রশ্ন সমাধান: এসি কারেন্ট ও ডিসি কারেন্ট পার্থক্য, এসি কারেন্ট vs ডিসি কারেন্ট পার্থক্য, এসি কারেন্ট ও ডিসি কারেন্ট তুলনামূলক আলোচনা, ডিসি কারেন্ট ও এসি কারেন্ট মধ্যে পার্থক্য, এসি কারেন্ট ও ডিসি কারেন্ট কাকে বলে,তুলনা এসি কারেন্টি: এসি কারেন্ট ও ডিসি কারেন্ট আলোচনা
এসি এবং ডিসি কারেন্টের মধ্যে পার্থক্যঃ
১। AC কারেন্ট এর অভিমুখ ও মান পরিবর্তন হয়। অন্যদিকে DC কারেন্ট এর অভিমুখ ও মান পরিবর্তন হয় না।
২। AC কারেন্ট অল্টানেটের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। অন্যদিকে DC কারেন্ট Commutator সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
৩। AC কারেন্ট বাড়ি ও কারখানায় ব্যবহার করা হয়। অন্যদিকে DC কারেন্ট ইলেকট্রনিক সামগ্রীতে ব্যবহার করা হয়।
৪। AC কারেন্ট অনেক দুর পর্যন্ত পাঠানো যায় । অন্যদিকে DC কারেন্ট অনেক দুর পর্যন্ত পাঠানো যায় না।
৫। AC কে DC-তে রুপান্তর করতে ইনভার্টার এর প্রয়োগ করতে হয়। অন্যদিকে DC কে AC-তে রুপান্তর করতে রেক্টিফায়ারে এর প্রয়োগ করতে হয়।
৬। AC কারেন্ট ফিকোয়েন্সি ৫০ বা ৬০ হার্টজ করতে পারে । অন্যদিকে DC কারেন্ট এর ফিকোয়েন্সি শুন্য হয়।
আরো ও সাজেশন:-
ডিসি (DC) কারেন্টঃ
DC এর পূর্ণরুপ হলো Direct Current যার বাংলা অর্থ অরিবর্তনশীল কারেন্ট। সুতরাং বুঝায় যাচ্ছে এই কারেন্ট তার অভিমুখ (Direction) ও মান (Value) বদলায় না। DC বা Direct Current এর দুটি দিক থাকে যার একটি হচ্ছে পজেটিভ (Positive) ও অন্যটি হচ্ছে নেগেটিভ (Negative)। বর্তমানে AC বা Alternating Current ব্যবহার বেশি হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে DC বা Direct Current এর ব্যবহার হয় ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এসি (AC) কারেন্টঃ
AC এর পূর্ণরুপ হলো Alternating Current যার বাংলা অর্থ পরিবর্তনশীল বিদ্যুৎবা তড়িৎ। এসি (AC) কারেন্ট হচ্ছে পরির্বনশীল বিদ্যুৎ বা তড়িৎ। এখানে তড়িৎ প্রবাহের দিক একটি নিদিষ্ট সময় পর পর বিপরীতগামী হয়ে থাকে। অর্থাৎ একবার নেগেটিভ (Negative) হয় আবার একবার পজেটিভ (Positive) হয়। এই একবার নেগেটিভ (Negative) এবং একবার পজেটিভ (Positive) সাইকেলের মাধ্যমেই কারেন্ট প্রবাহিত হয়। তাই এক কথায় আমরা বলতে পারি, সময়ের সাথে যে কারেন্টের দিক এবং মানের পরিবর্তন হয় তাকে এসি(AC) কারেন্ট বলা হয়।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization
- সমাজদর্শন ও রাষ্ট্র দর্শনের সম্পর্ক, সমাজদর্শ ও রাষ্ট্রদর্শনের সম্পর্ক, Relation between Social Philosophy & Political Philosophy