আগামী জানুয়ারি থেকেই ইংলিশ মিডিয়াম স্কুলের ‘এ’ লেভেল পরীক্ষা নেয়ার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
করোনা সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন কঠোরভাবে অনুসরণ করে পরীক্ষা আয়োজন করতে হবে ব্রিটিশ কাউন্সিলকে।
তবে, কোন শিক্ষার্থী করোনা ভাইরাস আক্রন্ত হলে তার দায় ব্রিটিশ কাউন্সিলকেই নিতে হবে বলে শর্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ৪ দফা শর্তে এ লেভেল ও জিসিএসই পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ পরীক্ষা নেয়ার অনুমতি দিয়ে চিঠি ব্রিটিশ কাউন্সিলে পাঠানো হয়েছে।
জানা গেছে, জানুয়ারি মাস থেকেই এ লেভেল পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ কাউন্সিল। জানুয়ারি মাস থেকে পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের গত ৮ ডিসেম্বর আবেদন করেছিল সংস্থাটি। যদিও শিক্ষার্থীরা রাজপথে নেমে করোনা মহামরির মধ্যে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছিল।
মন্ত্রণালয়ের দেয়া শর্তগুলোর মধ্যে আছে, স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন্স কঠোরভাবে অনুসরণ করতে হবে। সারাদেশের ৩৫টি ভেন্যুতে প্রতিদিন ১ হাজার ৬০০ পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়েছে, পরীক্ষার হলে প্রতিজন শিক্ষার্থীকে ৬ ফুট দূরে দূরে বসানো ব্যবস্থা করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।
শর্ত হিসেবে আরও বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় যেকোন সময় সরকার পরীক্ষা নেয়ার অনুমতি বাতিল করতে পারবে। আর কোন শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার দায় ব্রিটিশ কাউন্সিলকেই নিতে হবে।
The Ministry of Education has given permission to English medium schools to take ‘A’ level examinations from next January. The British Council must conduct tests in strict accordance with World Health Organization guidelines to prevent coronary infections. However,
the Ministry of Education has made it a condition that the British Council be held responsible if any student is infected with the corona virus.
It has been allowed to take A level and GCSE examination under 4 conditions.
On Sunday (December 20), a letter was sent to the British Council from the Ministry of Education’s Department of Secondary and Higher Education giving permission to take the test.
It is learned that the British Council has been preparing to take this level test since January.
The agency had applied to the Ministry of Education on December 6 to start the examination from January. However, the students took to the streets to demand the cancellation of the exams amid the Corona epidemic.
Among the conditions given by the ministry are to strictly follow the hygiene rules of the health service department and the guidelines of the World Health Organization.
The Ministry of Education has asked 1,600 candidates to take exams every day at 35 venues across the country.
As a condition, the government can revoke the permission to take the test at any time considering the situation.
If any other student is infected with the corona virus, the British Council will be held responsible.