ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস সাজেশন,ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন

চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস সাজেশন

অনার্স ৩য় বর্ষের ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস (History of Africa Since Colonial Period) সুপার সাজেশন
Department of : History & Other Department
Subject Code: 231511
২০২৪ এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন

ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস সাজেশন,ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস, অনার্স ৩য় বর্ষের ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস সাজেশন,

অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন 2024

ক. বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

১. কোন দেশকে আফ্রিকার স্বর্ণের দেশ বলা হয়?
উত্তর: আফ্রিকার দেশ বলা হয়।

২. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা।

৩. আফ্রিকা মহাদেশের মোট আয়তন কত?
উত্তর: আফ্রিকা মহাদেশের মোট আয়তন 3, 02, 21, 532 বর্গ কিলোমিটার।

৪. আফ্রিকার সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্রের নাম কী
উত্তর: আফ্রিকার সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্রের নাম সিচেলিস।

৫. কোন মহাদেশে প্রাকৃতিক সীমারেখা নেই?
উত্তর: আফ্রিকা মহাদেশের প্রাকৃতিক সীমারেখা নেই।

৬. ভূ-প্রকৃতি অনুসারে আফ্রিকা মহাদেশ কে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর: প্রকৃতি আফ্রিকা মহাদেশকে চারটি ভাগে ভাগ করা যায়।

৭. আফ্রিকা মহাদেশের মধ্য দিয়ে কোন রেখা চলে গেছে?
উত্তর: আফ্রিকা মহাদেশের মধ্য দিয়ে বিষুব রেখা চলে গেছে।

৮. মিশর সুয়েজ খাল জাতীয়করণ হয় কত সালে?
উত্তর: সুয়েজখাল জাতীয়করণ হয় 1956 সালে।

৯. সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?
উত্তর: লোহিত সাগর ও ভূমধ্যসাগর কে সংযুক্ত করেছে।

১০. আফ্রিকার দীর্ঘতম নদের নাম কী?
উত্তর: আফ্রিকার দীর্ঘতম নদের নাম নীল।

১১. আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
উত্তর: আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কিলিমাঞ্জারো।

১২. ভিক্টোরিয়া হৃদ কোথায় অবস্থিত?
উত্তর: ভিক্টোরিয়া হৃদ পূর্ব আফ্রিকা অবস্থিত।

১৩. বাল্টুস্থান কী?
উত্তর: দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ ও কালার্ড জনগোষ্ঠীর জন্য পৃথক বাসস্থান গুলোকে বাল্টুস্থান বলা হয়।

১৪. স্ক্র্যাম্বল ফর অর্থ কী?
উত্তর: স্ক্র্যাম্বল ফর আফ্রিকা অর্থ বৃহত্তম শক্তিবর্গ কর্তৃক আফ্রিকাকে নিয়ে কাড়াকাড়ি।

১৫. ‘বার্লিন সম্মেলন‘ কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: ‘বার্লিন সম্মেলন’ 1884 সালে অনুষ্ঠিত হয়।

১৬. বার্লিন সম্মেলনে কে সভাপতিত্ব করেন?
উত্তর: বার্লিন সম্মেলনে জার্মান চ্যান্সেলর বিসমার্ক সভাপতিত্ব করেন।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

১৭. আফ্রিকায় প্রথম উপনিবেশ স্থাপনকারি দেশের নাম কী?
উত্তর: ফ্রান্স আফ্রিকায় প্রথম উপনিবেশ স্থাপন করে।

১৮. সেসিল রোডস কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ বংশদ্ভূত দক্ষিণ আফ্রিকার একজন ব্যবসায়ী।

১৯. জাম্বিয়ার পূর্ব নাম কী?
উত্তর: জাম্বিয়ার পূর্ব নাম ছিল উত্তর রোডেশিয়া।

২০. মাকাকি চুক্তি কত সালে সম্পাদিত হয়?
উত্তর: মাকাকি চুিক্তি 1882 সালে সম্পাদিত হয়।

২১. ব্রিটিশ সাউথ আফ্রিকান কোম্পানি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ব্রিটিশ সাউথ আফ্রিকান কোম্পানি সেসিল রোডস প্রতিষ্ঠা করেন।

২২. ‘ফিরে চলো আফ্রিকা’ আন্দোলনের প্রবক্তা কে?
উত্তর: ‘ফিরে চলো আফ্রিকা’ আন্দোলনের প্রবক্তা হলেন পল কাফি।

২৩. তিউনিসিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর: তিউনিশিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল।

২৪. সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর: সেনেগাল ফ্রান্সের উপনিবেশ ছিল।

২৫. ইউরুবা ও ইবো গোত্রদ্বয় আফ্রিকা মহাদেশের কোন দেশে বসবাস করে?
উত্তর: আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ায় বসবাস করে।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

২৬. নয়া উপনিবেশবাদ কী?
উত্তর: উপনিবেশবাদ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে পাশ্চাত্যের ধনী শক্তিধর দেশসমূহ বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও আদর্শগত ক্ষেত্রেও আধিপত্য প্রয়োগ করে।

২৭. কোন আইন অনুসারে কৃষ্ণাঙ্গরা ভোটাধিকার হারায়?
উত্তর: Separate Registration of Voters act 1991 অনুসারে কৃষ্ণাঙ্গরা ভোটাধিকার হারায়।

২৮. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস 1912 সালে গঠিত হয়।

২৯. N M R এর পূর্ণরূপ কী?
উত্তর: N M R এর পূর্ণরূপ হল Non Alignment Movement.

৩০. কোন সম্মেলনে আফ্রিকান ইউনিয়ন (AU) গঠনের পরিকল্পনা গৃহীত হয়?
উত্তর: লুসাকা সম্মেলনে আফ্রিকান ইউনিয়ন (AU) গঠনের পরিকল্পনা গৃহীত হয়।

৩১. `The Pan African movement’ গ্রন্থের লেখক কে?
উত্তর: `The Pan African movement’ গ্রন্থের লেখক ইমানুয়েল

৩২.`Imperialism: The Highest Stage of Capitalism’.
উত্তর: বইটির লেখক রুশ নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন

PDF Download ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2024

খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন?
২. আফ্রিকার ভৌগোলিক অবস্থা সংক্ষেপে বর্ণনা কর।
৩. আফ্রিকার সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা কর।
৪. আফ্রিকার ইতিহাস রচনার উৎসসমূহ কী?

৫. বার্লিন সম্মেলন অনুষ্ঠিত হয় পিতৃতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে কী বোঝ?
৬. আফ্রিকান জাতীয়তাবাদ বিকাশে খ্রিষ্টান মিশনারিদের ভূমিকা লেখ।
৭. প্যান- আফ্রিকান আন্দোলন বলতে কী বুঝায়?
৮. ড. নক্রুমা কে ছিলেন?

৯. নব্য উপনিবেশবাদ বলতে কী বুঝায়?
১০. আফ্রিকায় অর্থনৈতিক উন্নয়নের কারণসমূহ সংক্ষেপে ব্যাখ্যা কর।
১১. বর্ণবাদ কী?
১২. জোট নিরপেক্ষ আন্দোলন কতটুকু নিরপেক্ষ ছিল?
১৩. আফ্রিকান ঐক্য সংস্থা গঠনের কয়েকটি কারণ উল্লেখ কর।
১৪. আফ্রিকার খনিজ সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা কর।

2024 ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

গ. বিভাগ রচনামূলক প্রশ্নবলি

১. আফ্রিকায় ইউরোপীয় শক্তিবর্গের আগমনের পটভূমি আলোচনা কর।
২. স্ক্র্যাম্বল ফর আফ্রিকা কী? এর পটভূমি বিশ্লেষণ কর।
৩. আফ্রিকানদের প্রতিরোধের বিভিন্ন পর্যায় আলোচনা কর।
৪. আফ্রিকার উপনিবেশিক শাসন পদ্ধতি আলোচনা কর।

৫. আফ্রিকান জাতীয়তাবাদ বিকাশে উপাদানগুলোর বর্ণনা দাও।
৬. আফ্রিকান জাতীয়তাবাদ বলতে কী বুঝায়? আফ্রিকান জাতীয়তাবাদ বিকাশে মহাযুদ্ধের প্রভাব আলোচনা কর।
৭. আফ্রিকায় সামরিক অভ্যুত্থানের কারণগুলো বিশ্লেষণ কর।
৮. আফ্রিকার জাতিরাষ্ট্র গঠনের প্রধান প্রতিবন্ধকতা কী আলোচনা কর।
৯. বর্ণবাদ প্রথা নিরসনে (ANC ) এর ভূমিকা আলোচনা কর।

১০. আফ্রিকান ঐক্য সংস্থা (OAU ) গঠনের পটভূমি আলোচনা কর।
১১. স্বাধীনতা-উত্তরকালে মার্কিন যুক্তরাষ্ট্রের আফ্রিকা নীতি পর্যালোচনা কর।
১২. স্বাধীনতা-উত্তরকালে মার্কিন যুক্তরাষ্ট্রের আফ্রিকা নীতি পর্যালোচনা কর।
১৩. আফ্রিকার দেশগুলোর স্বাধীনতার ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা পর্যালোচনা কর।

২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস সাজেশন

Honors 3rd year Common Suggestion 2024

আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস স্পেশাল সাজেশন 2024,Honors History of Africa Since Colonial Period Suggestion 2024

PDF Download ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন, ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস সাজেশন অনার্স ৩য় বর্ষের, অনার্স ৩য় বর্ষ ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস সাজেশন, ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন,

Leave a Comment