কবিতার নাম- বুড়িশ্বর নির্ঝারিণী
কবি – সহল আহমেদ ইমরান তালুকদার
প্রত্যহ হে নির্ঝারিণী পড়ো মোর মনে,
নিত্য তোমার কথা ভাবি একা বসে কোণে।
সিন্ধুর দক্ষিণ মোহনায় তোমার জন্ম,
তোমার লাগি জীবন আমার ধন্য।
ভোরে তোমার স্নিগ্ধ পবন ঘুম ভাঙ্গত,
দুপুরবেলা তোমার বুকে যেতে অন্তর আত্না কাদ্ত।
পড়ন্ত বিকেলে তোমার কাছে কীযে সুখ পেতাম,
যে, আমি অনিবার ছুটে যেতাম।
পূর্ণিমার নিশিতে যখন শশধর থাকে মধ্যে দ্যুলোকে,
তখন তোমার দেখতে বেশ মায়াবী লাগে।
গ্রীষ্মে যখন মগজ টগবগ করে ফোটে,
তোমার মাঝে করে তখন মোর তিয়াসা মিটে।
তোমার অনিলে কীযে, যাদু আছে,
যে, আমার চিও তোমায় অনিবার খোজে।
কত স্মৃতি, কত আয়াশ,কত আনন্দ মনে পড়ে,
যা তোমার কাছে বলিতাম নিরবে।
তোমার বারিতে কী যে সুঘ্রাণ আছে,
যে সেই সুঘ্রাণ আজও আমার তনুতে ভাসে।
জানিনা কবে যাব তোমার কিনারায়,
দেখা হবে তোমায় আমায়..!