কবিতা: বৃষ্টি আসুক লেখা: সৈকত চন্দ্র রায়
নাম :বৃষ্টি আসুক
লেখা: সৈকত চন্দ্র রায়
বৃষ্টি আসুক। সে জানুক,সে বুঝুক,আমিও কতটা ব্যাথায় অশ্রুবর্ষণ করি তার মত।
সে দেখুক, আমিও হঠাৎ করে আমার আমিটাকে কতটা সহজে ভুলতে জানি।
আমি এ শহরের ক্ষুদ্র বালু কনার মত উড়তে চাই;
আমি চাই ওই অসীম আকাশে পাখি মত মন খুলে উড়ে বেড়াতে।
আমিও লুকোতে জানি, লুকিয়ে কাঁদতে জানি, তবে নিরবে একা মাঝ রাত্তিরে।
আমিও ভালোবাসতে জানি,
আবার সে ভালোবাসা থেকে অজস্র বিরহ, যন্ত্রণায় ছটফট করে কারো থেকে আড়াল হয়ে বাঁচতে জানি।
বৃষ্টি আসুক?