কমন সমার্থক শব্দ চাকরির পরীক্ষার জন্য

একই শব্দের একই অর্থ প্রকাশক অন্যান্য যেসব শব্দ পাওয়া যায় তাদেরকে সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলে।
পৃথিবীর প্রত্যেকটি ভাষাতেই সমার্থক শব্দ আছে। বাংলা ভাষায় সমার্থক শব্দের পরিমাণ বেশি।
যেমন- চন্দ্র’ এ শব্দটির সমার্থক শব্দ হচ্ছে– চাদ, শশী, শশধর, সুধাকর, নিশাকর, বিধু, ইন্দু, নিশানাথ, নিশাপতি, শীতাংশু, সুধাংশু, হিমাংশু, হিমকর, চন্দ্রমা ইত্যাদি।

কমন সমার্থক শব্দ চাকরির পরীক্ষার জন্য

বাংলা ভাষায় সমার্থক শব্দের প্রয়ােজনীয়তা অপরিসীম। যেমন –
ক. সমার্থক শব্দ ভাষাকে সমৃদ্ধ করে।
খ. সমার্থক শব্দ বক্তব্যকে আকর্ষণীয় করে।
গ. সমার্থক শব্দ মনের ভাব প্রকাশে সহায়ক।
ঘ, সমার্থক শব্দ ভাষাকে একঘেঁয়েমি থেকে মুক্তি দেয়।
ঙ. সমার্থক শব্দ কবিতার মাত্রা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সমার্থক শব্দের গুরুত্ব ও প্রয়োজনীয়তা:

মনের ভাব যথাযথভাবে প্রকাশ করতে হলে আমাদের অবশই সমার্থক শব্দ ব্যবহার করতে হবে। তাই সমার্থক বা প্রতিশব্দের ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে:

  • প্রতিশব্দ বা সমার্থক শব্দ বাংলা শব্দভান্ডারকে সমৃদ্ধ করে।
  • গুরুচন্ডালি দোষমুক্তির প্রয়োজনে সমার্থক শব্দভান্ডার সমৃদ্ধ হওয়া প্রয়োজন।
  • গাম্ভীর্যপূর্ণ বক্তব্য প্রদান-যথাযথ প্রতিশব্দ বা সমার্থক ছাড়া সম্ভব নয়।
  • মনের ভাব প্রকাশের কাজকে ‍সহজ করে দেয়।
  • ভাষাশৈলীর অবয়ব গঠনকে বলিষ্ঠ করে।
  • বাক্য বিন্যাসের ক্ষেত্রে মাধুর্য আনয়ন করে।
  • সৃজনশীল সাহিত্য সৃষ্টি করে।
  • প্রতিশব্দ ভাষার সৌন্দর্য ও নান্দনিকতার প্রাণ।
  • কবিতার উপমা, শব্দ চয়ন ও ভাষার আতিশয্যে গাম্ভীর্যের বিকাশ ঘটায়।
  • মননশীল সাহিত্য সৃষ্টি ও আধুনিক ধারা বিকাশে সহায়ক।

Most Important সমার্থক শব্দ চাকরির পরীক্ষা, চাকরির জন্য গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ

যেকোন চাকরির পরীক্ষায় বার বার আসা কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ

প্রশ্নঃ ‘অর্বাচীন’ শব্দের অর্থ কী ? [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা : ১৬]

উত্তর : মূর্খ

প্রশ্নঃ ‘অভিরাম’ এর সমার্থক শব্দ কোনটি ? [বাংলাদেশ কৃষি ব্যাংক ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর:১২]

উত্তর :  রমণীয়

প্রশ্নঃ ‘অভিরাম’ শব্দের অর্থ কী ? [কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা ১৬]

উত্তর : সুন্দর

প্রশ্নঃ ‘অলীক’ শব্দের কী ? [কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা ১৬]

উত্তর :মিথ্যা

প্রশ্নঃ ‘অষ্টরম্ভা’ শব্দের হলো – [সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ১০ ]

উত্তর : কিছুই হবে না

প্রশ্নঃ ‘অনন্তর’ শব্দের অর্থ –[ রূপালী ব্যাংক লি. সিনিয়র অফিসার : ১৩ ]

উত্তর : অতঃপর

প্রশ্নঃ ‘অগ্নি’-সহ শব্দের অর্থ  – [ অগ্রণী ব্যাংক লি. অফিসার ১১]

উত্তর : যা আগুনে পোড়ে না

প্রশ্নঃ ‘অধমর্ণ’ শব্দের অর্থ – [ অগ্রণী ব্যাংক লি. অফিসার ১১ ]

উত্তর : ঋণী

প্রশ্নঃ ‘অছি’ শব্দের অর্থ – [ অগ্রণী ব্যাংক লি. সিনিয়র অফিসার ১১ ]

উত্তর : অভিভাবক

প্রশ্নঃ ‘অত্যাহিত’ শব্দের অর্থ – [ অগ্রণী ব্যাংক লি. সিনিয়র অফিসার ১১ ]

উত্তর : অতি অনিষ্ট

প্রশ্নঃ ‘অপোগণু’ শব্দের অর্থ – [ সোনালী ব্যাংক লি. অফিসার (ক্যাশ) : ১৪ ]

উত্তর : অকর্মণ্য

প্রশ্নঃ ‘আশী’ শব্দের কোনটি ? [ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা : ০৪-০৫ ]

উত্তর : সাপের বিষদাঁত

প্রশ্নঃ ‘পাণি’ গ্রহণ কথাটি যা থেকে এসেছে – [ সহকারী জজ নিয়োগ পরীক্ষা :০৮ ]

উত্তর : হাত

প্রশ্নঃ ‘কোনটি’ বিবাহ শব্দের প্রতিশব্দ নয় – [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা : ১৯ ]

উত্তর : পাণি প্রার্থী

প্রশ্নঃ ‘পনস’ কোন ফলের নাম – [ আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজটেন্ট ০৫ ]

উত্তর : কাঁঠাল

প্রশ্নঃ ‘নিকুঞ্জ’ শব্দের সঠিক অর্থ কোনটি ? [ ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. ফিল্ড অফিসার ( আরডিএস ) ১৩]

উত্তর : বাগান

প্রশ্নঃ ‘দৌবারিক’ শব্দের অর্থ কী ? [ শাহজালাল বিশ্বাবদ্যালয় ভর্তি পরীক্ষা : ০৮-০৯ ]

উত্তর : দারোয়ান

প্রশ্নঃ ‘ভিষক’ শব্দের সঠিক অর্থ কী ? [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ০১: ]

উত্তর : চিকিৎসক

প্রশ্নঃ ‘তক্ষক’ শব্দের অর্থ – [ গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক ( বেতার প্রকৌশলী ) : ০৩]

উত্তর : ছুতার

প্রশ্নঃ ‘ঋজু’ শব্দের সমার্ধক শব্দ কোনটি ? [ জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার : ১১]

উত্তর : সোজা

প্রশ্নঃ ‘অপলাপ’ শব্দের অর্থ কী ? [ ২২ তম বিসিএস / জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার : ১১]

উত্তর : অস্বীকার

প্রশ্নঃ ‘ইনকিলাব’ শব্দের অর্থ কী – [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (ভল্লা) : ১৩ / সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকশলী : ১০ ]

উত্তর : বিপ্লব ও আন্দোলন

প্রশ্নঃ ‘ইত্তেফাক’ শব্দের মানে ? [ বন অধিদপ্তরের বন প্রহরী জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট : ১৫]

উত্তর : সম্প্রীতি

প্রশ্নঃ ‘উত্তম’ এর সমার্ধক শব্দ কোনটি ? [ প্রাথামিক বিদ্যালয় সহকারী শিক্ষক (হেমন্ত) :১০ ]

উত্তর : প্রধান

প্রশ্নঃ ‘উপক্রম’ শব্দের যথার্থ সমার্থক শব্দ কোনটি ? [ জনপ্রসাশন মন্ত্রনালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৫]

উত্তর : সূত্রপাত

প্রশ্নঃ ‘কোনটি’ উচাটন শব্দের সমার্থক শব্দ ? [ রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (হাসনাহেনা) : ১১]

উত্তর : উৎকণ্ঠা

প্রশ্নঃ  ‘জঙ্গম’ এর শব্দার্থ কোনটি ? [ সোনালী ব্যাংক লি. অফিসার (ক্যাশ) / উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা : ১০ ]

উত্তর : গতিশীল

প্রশ্নঃ  ‘প্রভাত’ সূর্যের সমার্থক শব্দ কোনটি ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (হোয়াংহো) ১৩]

উত্তর : অরুণ

প্রশ্নঃ  ‘বেসাতি’ শব্দের প্রভৃত অর্থ কী ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (মিসিসিপি) : ১৩]

উত্তর : কেনাবেচা

প্রশ্নঃ  ‘বিরাগী’ শব্দের অর্থ কী ? [ ২১ তম বিসিএস / ইসলামী ব্যাংক সহকারী অফিসার (গ্রেড-৩) :০৮]

উত্তর : উদাসীন

প্রশ্নঃ  ‘বামেতর’ শব্দটির অর্থ – [ ২৩ বিসিএস / প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (বিটা) : ১৪]

উত্তর : ডান

প্রশ্নঃ  ‘মুখচোরা’র সমার্থক শব্দ কোনটি ? [  প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( ঢাকা ): ০৩]

উত্তর : লাজুক

প্রশ্নঃ  ‘শীরক’ শব্দের অর্থ কী ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩]

উত্তর : জলকণা

প্রশ্নঃ  ‘শিষ্টাচার’ এর সমার্থক শব্দ কোনটি ? [ ১১ তম বিসএস / প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক: ১৩]

উত্তর : সদাচার

প্রশ্নঃ  ‘অনীক’ শব্দের অর্থ কী ? [ ৩০ তমবিসিএস ]

উত্তর : সৈনিক

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

=> অগ্নি ➟ অনল, পাবক, আগুন, দহন, সর্বভূক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি
=> অন্ধকার ➟ আঁধার, তমঃ, তমিস্রা, তিমির, আন্ধার, তমস্র, তম
=> আকাশ ➟ আসমান, অম্বর, গগন, নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম, অন্তরীক্ষ

=> ইচ্ছা ➟ আকাঙ্ক্ষা, অভিলাষ, অভিরুচি, অভিপ্রায়, আগ্রহ, স্পৃহা, কামনা, বাসনা, বাঞ্চা, ঈপ্সা, ঈহা

=> কন্যা ➟ মেয়ে, দুহিতা, দুলালী, আত্মজা, নন্দিনী, পুত্রী, সূতা, তনয়া

=> ঘোড়া ➟ অশ্ব, ঘোটক, তুরগ, বাজি, হয়, তুরঙ্গ, তুরঙ্গম
=> মেঘ ➟ ঘন, অভ্র, নিবিড়, জলধর, গাঢ়, জমাট, গভীর।
=> চাঁদ ➟ সুধাকর, শশী, শশধর, দ্বিজরাজ, বিধু, সোম, নিশাপতি, সুধানিধি, রাকেশ, সুধাময়, ইন্দু, তারানাথ।

=> চন্দ্র ➟ চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত

=> নারী  রমণীকামিনীমহিলাস্ত্রীঅবলাস্ত্রীলোকঅঙ্গনাভাসিনীললনাকান্তাপত্নীসীমন্তনী
=> 
নদী  তটিনীতরঙ্গিনীপ্রবাহিনীশৈবালিনীস্রোতস্বতীস্রোতস্বিনীগাঙস্বরিৎনির্ঝরিনীকল্লোলিনী
=> 
নৌকা  নাওতরণীজলযানতরী
=>
 পদ্ম  কমলউৎপলসরোজপঙ্কজনলিনশতদলরাজীবকোকনদকুবলয়পুণ্ডরীকঅরবিন্দইন্দীবরপুষ্করতামরসমৃণালসরসিজকুমুদ

=> পৃথিবী  ধরাধরিত্রীধরণীঅবনীমেদিনীপৃপৃথ্বীভূবসুধাবসুন্ধরাজাহানজগৎদুনিয়াভূবনবিশ্বভূমণ্ডল
=>
 পর্বত  শৈলগিরিপাহাড়অচলঅটলঅদ্রিচূড়াভূধরনগশৃঙ্গীশৃঙ্গধরমহীধরমহীন্দ্র
=> 
পানি  জলবারিসলিলউদকঅম্বুনীরপয়ঃতোয়অপজীবনপানীয়
=> 
পুত্র  তনয়সুতআত্মজছেলেনন্দন
=> 
পত্নী  জায়াভার্যাভামিনীস্ত্রীঅর্ধাঙ্গীসহধর্মিণীজীবন সাথীবউদারাবনিতাকলত্রগৃহিণীগিন্নী

=> বৃক্ষ  গাছশাখীবিটপীঅটবিদ্রুমমহীরূহতরুপাদপ
=>
 বন  অরণ্যজঙ্গলকাননবিপিণকুঞ্জকান্তারঅটবিবনানীগহন
=> 
বায়ু  বাতাসঅনিলপবনহাওয়াসমীরসমীরণমারুতগন্ধবহ
=> নারী  রমণীরামাবামাঅবলামহিলাস্ত্রীমেয়েমেয়েমানুষললনামানবীমানবিকাকামিনীআওরত,
জেনানাযোষাজনিবালাবনিতাভামিনীশর্বরী।
=> 
বাতাস  বায়ুপবনসমীরঅনিলমারুতবাতবায়আশুগপবমানসদাগতিশব্দবহঅগ্নিশখবহ্নিসখহাওয়া।
=> 
মৃত্যু  মরাইন্তেকালবিনাশমরণনাশনিধননিপাতপ্রয়ানলোকান্তরপ্রাপ্তিচিরবিদায়প্রাণত্যাগজীবননাশদেহান্তলোকান্তর, , মারা যাওয়াপটল তোলামহাপ্রয়াণ

=> সমুদ্র  সাগরসায়বঅর্ণবসিন্ধুদরিয়াজলধিপাথারপারাবারপ্রচেতাঅকূলজলধরনদীকান্তনীরধিতোয়াধিপয়োধিবারিধরবারীন্দ্রইরাবানদ্বীপী।P

=> দিন  দিবসদিবাঅহবাররোজবাসরদিনরাত্রিদিনরজনীসাবনঅষ্টপ্রহরআটপ্রহর।
=>
 নিদ্রা  ঘুমতন্দ্রানিদসুপ্তিগাঢ়ঘুমনিষুপ্তি।
=> 
ছাত্র  শিষ্যশিক্ষানবিশপড়ুয়া


=> 
রাত  রাত্রিরজনীনিশিযামিনীশর্বরীবিভাবরীনিশানিশিথিনীক্ষণদাত্রিযামা

=> সূর্য  রবিসবিতাদিবাকরদিনমনিদিননাথদিবাবসুঅর্কভানুতপনআদিত্যভাস্করমার্তণ্ডঅংশুপ্রভাকরকিরণমালীঅরুণমিহিরপুষাসূরমিত্রদিনপতিবালকিঅর্ষমা

=> হস্তী  হাতিকরীদন্তীমাতঙ্গগজঐরাবতদ্বিপদ্বিরদবারণকুঞ্জরনাগ

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

অগ্নি সমার্থক শব্দ

১। অনল    =’আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল।’

২। আগুন  = মনের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল।

৩। সর্বভুক = সর্বভুক আমাদের নিঃস্ব করে দিল।

৪। শিখা     = জ্বেলে দে তোর বিজয় শিখা

৫। দহন    = দহনে পুড়িল হৃদয় দেখিল না কেউ।

আকাশ সমার্থক শব্দ

১। আসমান  = ‘নীল ‍সিয়া আসমান লালে লাল দুনিয়া।’

২। গগন       = গগনে গরজে মেঘ ঘন বরষা।

৩। নভোঃ      = মহাকাশচারীরা ঐ দূর নভেঃ ছুটে চলে।

৪। অন্তরীক্ষ = অন্তরীক্ষে শুনি কার বাণী।

৫। অম্বর      = অম্বরে এখন মেঘের ঘনঘটা।

ইচ্ছা সমার্থক শব্দ

১। অভিপ্রায়   = তোমাকে দেখার অভিপ্রায়ে গিয়েছিনু ‍সন্দ্বীপ।

২। বাসনা       = এ জীবনে অনেক বাসনাই অপূর্ণ রয়ে গেল।

৩। সাধ          = বড় সাধ জাগে একবার তোমায় দেখি।

৪। আগ্রহ       = পড়াশোনায় ছেলেটির মোটেই আগ্রহ নেই।

৫। অভিরুচি   = মাংসের প্রতি তার অভিরুচি  নেই।

ঈশ্বর সমার্থক শব্দ

১। আল্লাহ     = আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুন।

২। খোদা       = খোদা তোমার সহায় হোন।

৩। বিধাতা      = এই পৃথিবীতে বিধাতা অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন।

৪। ভগবান     = হে ভগবান রেখ মোর মিনতি।

৫। স্রষ্টা         = স্রষ্টার সৃষ্টি রহস্য বোঝা বড় দায়।

উত্তম সমার্থক শব্দ

১। উৎকৃষ্ট    = ব্যাকরণ বইটি নিঃসন্দেহে উৎকৃষ্ট মানের।

২। ভালো     = জব্বার সাহেব বড় ভালো মানুষ ছিলেন।

৩। উপাদেয় = ‍শিশুদের বৃদ্ধির জন্য উপাদেয় খাবার দরকার।

৪। শ্রেষ্ট        = ‘গীতাঞ্জলি’ রবীন্দ্রনাথের শ্রেষ্ট কাব্যগ্রন্থ।

৫। বরেণ্য     = শামসুর রহমান দেশবরেণ্য কবি।

কলহ সমার্থক শব্দ

১। ঝগড়া     = ঝগড়া করা গর্হিত কাজ।

২। বিবাদ     = ছাত্রদের বিবাদ মেটাতে প্রধান শিক্ষক এগিয়ে এলেন।

৩। বিরোধ   = দুই নেত্রীর বিরোধ ক্রমশই ধ্বংসাত্নক রুপ নিচ্ছে।

৪। কোন্দল  = অভ্যন্তরীন কোন্দল দলের ভিতকে দুর্বল করে তোলে।

৫। দ্বন্দ       = কাদম্বিনী ও হেমাঙ্গিনীর মধ্যকার দন্দ্ব ক্রমেই বৃদ্ধি পেতে থাকল।

কুল সমার্থক শব্দ

১। বংশ          = পাত্রের অজস্র টাকা- পয়সা থাকলেও বংশ মর্যাদা ভাল নয়।

২। গোত্র        = গোত্রপ্রীতি প্রাক-ইসলামি যুগে আরবদের প্রধান বৈশিষ্ট্য ছিল।

৩। কৌলীন্য   = হিন্দুদের কৌলীন্য প্রথা এ যুগে অচলপ্রায়।

৪। আভিজাত্য = করিম সাহেবের আভিজাত্যবোধ বলতে কিছু নেই।

৫। জাতি        = বাঙালিরা বীরের জাতি

গৃহ সমার্থক শব্দ

১। ঘর         = আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।

২।আবাস    = পৃথিবী মানুষের জন্য স্থায়ী আবাস নয়।

৩। নিকেতন  = রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শান্তি নিকেতন একটি প্রসিদ্ধ স্থান।

৪। সদন        = মাতৃসদন ছেড়ে তখন তারা রাস্তায় নামল।

৫। ধাম          =  এ ধরাধাম ছেড়ে একদিন সকলকেই চলে যেতে হবে।

চন্দ্র সমার্থক শব্দ

১। শশী   = চেয়ে দেখ পূর্বাকাশে পূর্ণিমার শশী

২। চাঁদ    = মেঘের আড়ালে চাঁদ লুকোচুরি খেলছে।

৩। সুধাকর     = এই নিশীথে ‍সুধাকর জেগে আছে।

৪। নিশাপতি   = নিশাপতি তুমি কেন এতই শোভন।

৫। চন্দ্রিমা      = হে চন্দ্রিমা এই রাতের সাক্ষী থেকো ।

জল সমার্থক শব্দ

১। পানি         = এখন বর্ষাকাল, চারদিকে পানি থৈ থৈ করছে।

২। বারি         = বর্ষার বারি ধারার সাথে সাথে নদ-নদী খরবেগে প্রবাহিত হয়।

৩। সলিল      = লঞ্চডুবিতে প্রায় চারশ লোকের সলিল সমাধি হলো।

৪। পয়ঃ        = এই শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভাল না।

৫। নীর         = কৃষ্ণ চলে যাওয়ায় রাধা নীরে ভেসে চলেছে ।

ধন সমার্থক শব্দ

১। অর্থ           = অর্থ সকল অনর্থের মূল।

২। দৌলত      = দৌলতের মোহ কজনে ত্যাগ করতে পারে?

৩। টাকাকড়ি = চাই না আমি টাকাকড়ি, দাও শুধু সুখ।

৪। সম্পদ     = দুটি হালের গরু, বিঘা তিনেক জমি এই তার সম্পদ।

৫। বিত্ত        = বিত্তের মোহ লোকটিকে অন্ধ করে রেখেছে।

পর্বত সমার্থক শব্দ

১। পাহাড়      = জীবন চলার পথে শত বাধার পাহাড় অতিক্রম করতে হয়।

২। গিরি         = দুর্গম গিরি পথ অতিক্রম করে আমরা তিব্বত পৌঁছালাম।

৩। শৈল        = মহাপ্রলয়ের সময় শৈলসমূহ তুলার ন্যায় উড়তে থাকবে।

৪। ভূধর        = ভূধর ফেটে উঠবে জল, ঘর বাড়ি সব করবে তল।

৫। অচল      = অচল শিখর ছোট নদীটিরে চিরদিন রাখে স্মরণে।

পৃথিবী সমার্থক শব্দ

১। ধরা        = প্রাচুর্যের দম্ভে অনেকেই ধরাকে সরাজ্ঞান করে।

২। বিশ্ব       = বাংলা ভাষার খ্যাতি এখন বিশ্বময়

৩। বসুমতি = ‘বসুমতি কেন তুমি এতই কৃপণা?’

৪। ধরণী     = হযরত মুহাম্মদ (স) এই ধুলার ধরণীতে জম্ন নিয়েছিলেন।

৫। ভুবন     = ’মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।’

মৃত্যু সমার্থক শব্দ

১। মরণ     = মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই।

২। নিপাত  = সন্ত্রাসী নিপাত যাক।

৩। নিধন    = বর্বর পাকবাহিনীরা নিরস্ত্র বাঙালিদের নির্বিচারে নিধন করেছে।

৪। চিরবিদায় = সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন  আমাদের সবাইকে চিরবিদায় নিতে হবে।

৫। পরলোকগমন  = কবি নজরুল ইসলাম ১৯৭৬ সালে পরলোকগমন করেন।

সমুদ্র সমার্থক শব্দ

১। সিন্ধু            = ঐ মহাসিন্ধুর ওপার থেকে কি সুর যে ভেসে আসে।

২। সাগর         = ‘দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সাগর জলে।

৩। পারাবার     = কেমনে লঙিঘব আমি মহা পারাবার

৪। জলধি         = জলধির রাশি রাশি ঢেউ তীরে আছড়ে পড়ছে।

৫। পাথার         = এই মহা পাথার একদিন আমরা পার হবই।

সূর্য সমার্থক শব্দ

১। দিনমণি     = দিনমণি ডুবে গেল মেঘের আড়ালে।

২। রবি          =  সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে ।

৩। প্রভাকর   = প্রভাকর দেয় আলো দিনমান ভরে।

৪। ভানু         = তেজোদীপ্ত ভানুর আলো কৃমশ ক্ষীণ হয়ে আসছে।

৫। ভাস্কর      = পূর্বাকাশে উঠেছে ভাস্কর চেয়ে দেখ ঐ ।

বিগত নিয়োগ পরীক্ষায় কমন সমার্থক শব্দ

অগ্নিঃ কৃশানু, অনল, বিভাবসু, বহ্নি, হুতাশন, সর্বভুক, পাবক, বৈশ্বানর।

অতিথিঃ  অভ্যাগত, আগন্তুক, আমন্ত্রিত।

অঙ্গঃ দেহ, বপু, কলেবর, কায়া, গাত্র, তনু, শরীর।

আনন্দঃ  উল্লাস, হর্ষ, পুলক, আমােদ, প্রমােদ, আহ্লাদ।

আকাশঃ অন্তরীক্ষ, অম্বর, গগন, নভঃ, ব্যোম।

ইচ্ছাঃ অভিলাষ, অভিপ্রায়, অভিরুচি, অভীপ্সা, আকাঙ্ক্ষা, ঈসা, কামনা।

উনুনঃ আখা, আহা, চুল্লী, চুলা, উনান।

উত্তমঃ উৎকৃষ্ট, উপাদেয়, চমৎকার, ভাল, শ্রেষ্ঠ।

উদ্যানঃবাগান, উপবন, বাগিচা।

উঠানঃ আঙ্গিনা, অঙ্গন, চাতাল, চত্বর।

কন্যাঃ আত্মজা, তনয়া, দুহিতা, নন্দিনী, মেয়ে, সুতা।

কপালঃ  ললাট, ভাল, বিশেষ অর্থে ভাগ্য, অদৃষ্ট।

কানঃ কর্ণ, শ্রুতি, শ্রবণেন্দ্রিয়।

কিরণঃ রশ্মি, প্রভা, আভা, দযুতি, জ্যোতি, অংশু, ময়ূখ, কর, বিভা।

কুকুরঃসারমেয়, স্বা, কুকুর।

কোকিল ও পিক, বসন্ত সখা, পরভৃৎ।

কাপড়ঃ বস্ত্র, বসন, বাস, পরিধেয়, অম্বর।

গৃহঃ আলোয়, আবাস, নিবাস, ভবন, ঘর, নিকেতন, বাটী, সদন, কুটীর।

গলাঃ কণ্ঠ, গ্রীবা।

গালঃ কপােল, গণ্ডদেশ।

গাছঃ বৃক্ষ, তরু, পাদপ, মহীরূহ, বিটপী।

গ্রামঃ গা, পল্লী, লােকালয়, জনপদ।

ঘোড়াঃ তরঙ্গ, ঘােটক, হয়, বাজী, অশ্ব।

চন্দ্রঃ শশাঙ্ক, শশধর, শশী, সােম, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, বিধু, নিশাকর, চন্দ্রমা

চুলঃ অলক, কুন্তল, চিকুর, কেশ।

চোখঃ আঁখি, নেত্র, নয়ন, লােচন, চক্ষু, অক্ষি, দর্শনেন্দ্রিয়।

ছাত্রঃ শিষ্য, শিক্ষার্থী, পড়য়া, বিদ্যার্থী।

জলঃ অম্বু, অপ, উদক, জীবন, পয়ঃ, বারি, নীর, সলিল।

জন্তুঃ জন্তুল জানোয়ার, জীব, পশু, প্রাণী।

তীর কূল, তট, পুলিন, সৈকত।

দেবতাঃ দেব, অমর, সুর, বৈকুণ্ঠবাসী। দন্ত, দশন, আশী।

দরজাঃ দ্বার, দুয়ার, ফটক।

দিনঃ দিবস, দিবা, অহঃ।

দুর্গা : শারদা, দশভুজা, পার্বতী, উমা, চণ্ডী।

নারীঃ রমণী, ললনা, মহিলা, বনিতা, স্ত্রী, বামা, অঙ্গনা, প্রমদা।

নক্ষত্রঃ তারা, তারকা, জ্যোতিষ্ক।

নাকঃ নাসিকা, নাসা, ঘ্রাণেন্দ্রিয়।

নদীঃ কল্লোলিনী, তরঙ্গিনী, তটিনী, নির্ঝরিণী, স্রোতস্বিনী, প্রবাহিনী।

পর্বতঃ গিরি, ভূধর, নগ, অদ্রি, অচল, মহীধর।

পৃথিবীঃ অবনী, ধরা, বসুধা, মেদিনী, ধরিত্রী।

পাঃ পদ, চরণ, পাদ।

পদ্মঃ কমল, উৎপল, শতদল, পঙ্কজ, সরােজ, সরসিজ, কোকনদ।

পাখীঃ পক্ষী, খেচর, বিহগ, বিহঙ্গ, পক্ষধর, খগ, বিহঙ্গম।

পুত্রঃ ছেলে, তনয়, আত্মজ, সূত, নন্দন, কুমার, দুলাল।

পেটঃ  উদর, জঠর।

পুকুরঃ পুষ্করিণী, তড়াগ, জলাশয়, সরসী।

পাহাড়ঃ গিরি, পর্বত, ভূধর, অচল, শৈল, শৃঙ্গধর।

পিতাঃ বাবা,  জনক, বাপ, জন্মদাতা, তাত।

পূজাঃ ভজন, অর্চনা, আরাধনা, বন্দনা।

বৃক্ষঃ তরু, শাখী, মহীরূহ, বিটপী, পাদপ, গাছ, দ্রুম।

ব্যাঘ্রঃ শার্দূল, বাঘ, মৃগারি।

বিভিন্ন পরীক্ষায় আসা সমার্থক শব্দ pdf

বিদ্যুৎঃ ইরম্মদ, ক্ষণপ্রভা, চঞ্চলা, চপলা, দামিনী, বিজলী, সৌদামিনী।

বায়ুঃ বাতাস, অনিল, সমীর, সমীরণ, বায়, গন্ধবহ, পবন, মরুৎ।

বনঃ অরণ্য, কানন, জঙ্গল, বিপিন, কান্তার, অটবি।

বানরঃ কপি, শাখামৃগ, বাঁদর, প্লবগ।

ব্যাঙঃ ভেক, দাদুরী, মন্ডুক।

বুকঃ বক্ষ, উর, বক্ষঃস্থল।

বন্ধুঃ মিত্র, সখা, সুহৃদ, বান্ধব।

ভভিনীঃ বোন, ভগিনী, সহােদরা, অনুজা/অগ্রজা।

ভ্রাতাঃ  ভাই, সােদর, সহোদর, অনুজ/অগ্রজ।

মাতাঃ অম্বা, মা, জননী, গর্ভধারিণী, প্রসবিনী, প্রসূতি।

মেঘঃঅভ্র , অম্বুদ, কাদম্বিনী, ঘন, জলদ, জলধর, নীরদ, পয়ােদ, বারিদ, বারিধর।

মন্দিরঃ দেবালয়, দেউল, দেবগৃহ, সুরালয়।

মৎসঃ মাছ, মীন।

সুখঃ বদন, আর্স্য, আনন।

ময়ূরঃ শিখি, কলাপী।

মানুষঃ মানব, মনুষ্য, নর, লােক।

রজনিঃ রাত্রি, নিশা, শর্বরী, বিভাবরী, ক্ষপা, ক্ষণদা, ত্রিযামা।

রাগ: ক্রোধ, কোপ, রােষ। শোণিত, রুধির।

লতাঃ লতিকা, ব্রততী, বল্লরী।

শিক্ষক : গুরু, আচার্য, শিক্ষাদাতা।

শত্রুঃ অরি, রিপু, অরাতি, বৈরী।

শিবঃ মহাদেব, ভব, মহেশ, কৃত্তিবাস, শম্ভু, শর্ব, ভবেশ।

ষাঁড়ঃ ষাঁড়, বৃষ, বৃষভ।

সমুদ্রঃ পারাবার,  জলধি, বারিধ,  সাগর, অর্ণব, পাথার, রত্নাকর।

সূর্যঃ রবি, ভানু, ভাস্কর, আদিত্য, দিনমণি, তপন, সবিতা, মার্তণ্ড।

সাপঃ সর্প, ফণী, আশীবিষ, অহি, উরগ, নাগ, ভুজঙ্গ, ভুজঙ্গম।

স্ত্রীঃ কান্তা, জায়া, ঘরণী, গৃহিনী, গিন্নী,বধু, বউ।

সিংঘঃ পশুরাজ, কেশরী, মৃগরাজ।

সরস্বতীঃ বাগদেবী, বীণাপাণি, সারদা, শুভ্রা, শ্বেতা, শ্বেতাম্বরা।

হাতীঃ করী, দন্তী, হস্তী, স্বিরজ, কুঞ্জর।

হরিণঃ : কুরঙ্গ, কুরঙ্গম, মৃগ, এণ।

ক্ষমাঃ মাপ, মার্জনা, কৃপা, দয়া, মায়া, অনুগ্রহ।

নির্ভরতাঃ অবলম্বন, অবলম্ব, আলম্ব, সহায়, ভরসা, আস্থা, অবস্থান, সম্বল।

সংবাদঃ খবর, সমাচার, বার্তা, সন্দেশ, বৃত্তান্ত, বিবরণ, তথ্য।

সৌন্দর্যঃ শোভা, বাহার, চারুতা, চারিমা, চমক, আশ্চর্য, অবাক।

বিস্ময়ঃ চমক, আশ্চর্জ।

অবসরঃ অবকাশ, ফুরসত, মহলত, নিষ্কর্ম, নিষ্কর্ম, বিক্রিয়া।

স্নানঃ চান, নাওয়া, নাহা, অবগাহন, নিমজ্জন, ডুবন, অবগাহ, গোসল।

রান্নাঃ রন্ধন, রাধা, পাক, ভক্তি, রসুই।

যন্ত্রণাঃ বেদনা, ব্যথা, যাতনা, দরদ, তাড়স, কষ্ট, শূল।

উক্তিঃ কথা, বচন, বাক্য, বাণী, কথন, জবান, ভাণতি, ভাষ, বাক, বুলি।

বিস্তারঃ বিস্তৃতি, প্রসারণ, ব্যাপ্তি, ব্যাপন।

গুচ্ছঃ গােছা, থােক, থােক, গােছ, থােক,

তন্তুঃ আশ, রাবেয়া, লােম, রােম, অংশু।

প্রকাশঃ প্রকটন, প্রকাশন, ফোটন, স্ফুরণ, বিস্ফার, স্ফুটন।

কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দের তালিকা

চাকরির পরীক্ষার জন্য কমন সমার্থক শব্দ

ক্রমশব্দসমার্থক শব্দ
অকস্মাৎআচমকা, আকস্মিক, সহসা, হঠাৎ
অকালঅসময়, অবেলা, অদিন, কুদিন, দুঃসময়
অক্লান্তঅদম্য, ক্লান্তি হীন, নিরলস, পরিশ্রমী
অক্ষমঅসমর্থ, অপটু, অদক্ষ, অযোগ্য, দুর্বল
অক্ষিচোখ, লোচন, নেত্র, নয়ন, আঁখি, চক্ষু, দর্শনেন্দ্রিয়
অগ্নিআগুন, হুতাশন, বৈশ্বানর, বিভাবসু, অনল, পাবক, বহ্নি, সর্বভুক
অঙ্গগাত্র, কায়, তনু, কায়া, দেহ, বপু, কলেবর, শরীর
অঙ্গীকারপণ, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, শপথ, সংকল্প
অচলগতিহীন, অটল, স্থির, নিথর, অপ্রচলিত
১০অচেতনঅজ্ঞান, অসাড়, জ্ঞানশূন্য, জ্ঞানহীন, বেহুঁশ
১১অজ্ঞঅশিক্ষিত, অজ্ঞানী, মূর্খ, নির্বোধ, বেকুব
১২অট্টালিকা প্রাসাদ
১৩অতিনিরতিশয়, পরম, একান্ত, অধিক, উৎকর্ষ
১৪অতিথিআগন্তুক, গৃহাগত, অভ্যাগত
১৫অতিরিক্তঅনেক, প্রচুর, পর্যাপ্ত, বেশি, মেলা
১৬অতিশয়অতি, অতীব, অতিমাত্রা, অধিক, অত্যন্ত
১৭অতীতগতদিন, তৎকাল, পূর্ব, সেকাল, পূর্বকাল
১৮অত্যাচারউপদ্রব, নিপীড়ন, নির্যাতন, জুলুম, লাঞ্ছনা
১৯অদৃশ্যঅগোচর, অদেখা, অদৃষ্ট, অলক্ষ্য, না দেখা
২০অধিবেশনসভা, সমিতি, সমাবেশ, মিটিং
২১অধ্যয়নপাঠ, পঠন, পড়া, পাঠাভ্যাস, লেখাপড়া
২২অনন্তঅবয়, অসীম, অশেষ, চিরস্থায়ী
২৩অনাদরউপেক্ষা, অবজ্ঞা, অবহেলা, হেলা, অযত্ন
২৪অনিলবায়ু, বাতাস
২৫অনীকসৈনিক, সৈন্য
২৬অনুজ্জ্বলনিস্তেজ, জ্যোতিহীন, ম্লান, বিবর্ণ
২৭অনুরোধআবেদন, আবদার, আরজি, বায়না
২৮অন্ধকারআঁধার, তিমির, তমসা, শর্বর, অমা, নিষ্প্রদীপ, তমিস্র, তম, তমঃ, নিরালোক
২৯অপচয়অপব্যয়, বৃথাব্যয়, ক্ষতি, ক্ষয়, হ্রাস
৩০অপরিচিতঅজানা, নাজানা, অজ্ঞাত, অচিন
৩১অপলাপঅস্বীকার করা
৩২অপূর্বঅদ্ভুত, আজব, আশ্চর্য, তাজ্জব, চমৎকার, মনোরম, সুন্দর, মনোহর, অনুপম, অভিনব, অলৌকিক
৩৩অবকাশঅবসর, ছুটি, ফুরসত, সময়, সুযোগ
৩৪অবস্থাদশা, রকম, প্রকার, হাল, হালত
৩৫অভাবঅনটন, দারিদ্র্য, দৈন্য, গরিবি, দুর্দশা
৩৬অভিনিবেশমনোযোগ
৩৭অমৃতপীযূষ, সুধা, অমিয়
৩৮অরণ্য বিপিন, কানন, জঙ্গল, বন, বাগান
৩৯অর্কসূর্য, অরুণ, আফতাব, সবিতা
৪০অলসকুড়ে, অকর্ম, অকেজো, ঢিলে, আলসে
৪১অল্পকম, সামান্য, অপ্রচুর, নগণ্য, কিয়ৎ, ঈষৎ
৪২অশ্বতুরঙ্গ, তুরঙ্গম, ঘোড়া, হয়, বাজী, ঘোটক
৪৩অশ্রুলোর, নীর, অশ্রুবারি, নয়নজল, নেত্রজল
৪৪অষ্টরম্ভা আটজন অপ্সরী
৪৫আঁধার অন্ধকার, তমসা, তিমির, শর্বর, আলোহীন
৪৬আইন বিধান, কানুন, ধারা, নিয়ম, নিয়মাবলি
৪৭আকার আকৃতি, চেহারা, আদল, গড়ন, গঠন
৪৮আকাশ অম্বর, নভ, গগন, আসমান, ব্যোম, অন্তরী, খলোক, খগোল, ইথার, দ্যুলোক, অভ্র
৪৯আকুল ব্যাকুল, কাতর, উৎসুক, কৌতূহলি, অস্থির
৫০আগুন অনল, অগ্নি, পাবক, বৈশ্বনর, বিভাবসু, বহি, হুতাশন, শিখা, দহন, কৃশানু, সর্বভুক, সর্বশুচি
৫১আদি শুরু, প্রথম, আরম্ভ, অগ্র, পূর্ব, প্রাচীন
৫২আদেশ আজ্ঞা, হুকুম, অনুমতি, অনুশাসন, অনুজ্ঞা
৫৩আধুনিক সাম্প্রতিক, নব্য, নবীন, বর্তমান, হালের
৫৪আনন্দ হর্ষ, আহ্লাদ, ফুর্তি, খুশি, আমোদ, মজা, হরষ, পুলক, সুখ, স্ফূর্তি, ফুর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, তুষ্টি, উচ্ছ্বাস, উদ্ভাস
৫৫আফসোস পরিতাপ, দুঃখ, খেদ, অনুতাপ, আক্ষেপ
৫৬আভরণ অলঙ্কার, গহনা
৫৭আমন্ত্রণ আহ্বান, নিমন্ত্রণ, সম্ভাষণ, অভ্যর্থনা
৫৮আরম্ভ শুরু, সূচনা, ভূমিকা, সূত্রপাত, প্রারম্ভ
৫৯আলোরশ্মি, কিরণ, দীপ্তি, প্রভা, নুর, জ্যোতি, আভা
৬০আশ্চর্য বিস্ময়, চমক, অবাক
৬১আসল খাঁটি, মূলধন, মৌলিক, মূল, মৌল
৬২আসার প্রবল বৃষ্টিপাত
৬৩আহব যুদ্ধ, সমর
৬৪ইঙ্গিত আভাস
৬৫ইচ্ছা অভিলাষ, বাঞ্ছা, অভিপ্রায়, স্পৃহা, সাধ, বাসনা, আকাক্সা, কামনা, অভিরুচি, আশ আশা, প্রবৃত্তি, মনোরথ, ঈপ্সা, অভীপ্সা, প্রার্থনা, চাওয়া, মনোবাসনা, মনস্কাম
৬৬ইতি সমাপ্তি, শেষ, অবসান, সমাপন, ছেদ
৬৭ইদানিং সম্প্রতি, আজকাল, এখন, অধুনা, বর্তমান
৬৮ইন্দু চাঁদ, চন্দ্র, সুধাকর, হিমাংশ, শশধর, শশাঙ্ক, সুধাংশু, শশী, নিশাকর, নিশাপতি, শীতাংশু
৬৯ঈর্ষা দ্বেষ, বিদ্বেষ, হিংসা, রেষারেষি, বৈরিতা
৭০ঈশ্বর আল্লাহ, খোদা, রব, সৃষ্টিকর্তা, স্রষ্টা, প্রভু
৭১উচাটন উৎকণ্ঠা
৭২উচিত যোগ্য, কর্তব্য, উপযুক্ত, ন্যায্য, সমীচীন
৭৩উচ্ছেদ উৎপাটন, উৎখাত, নির্মূল, বিনাশ, স্থানচ্যুতি
৭৪উজ্জ্বল আলোকিত, উদ্ভাসিত, ভাস্বর, ঝলমলে, দীপ্ত
৭৫উত্তম উৎকৃষ্ট, প্রকৃষ্ট, শ্রেষ্ঠ, সেরা, অতুলনীয়, সর্বশ্রেষ্ঠ, ভাল, অতুল, সরস, প্রধান, অগ্রণী
৭৬উদাহরণ নমুনা, দৃষ্টান্ত , নিদর্শন, নজির, নমুনা
৭৭উপকথা উপাখ্যান, কাহিনি, গল্প, কেচ্ছা
৭৮উপকার হিতকর, মঙ্গল, সাহায্য, অনুগ্রহ, কল্যাণ
৭৯উপযুক্ত যোগ্য, উপযোগী, সমকক্ষ, সক্ষম
৮০উপরোধ অনুরোধ
৮১ঊর্বর ভাল, ভারসাম্য, অনুকূল, ফলপ্রদ
৮২ঊর্মি তরঙ্গ, ঢেউ, লহরী, জলপ্রবাহ,
৮৩ঊষা প্রভাত, প্রত্যুষ, ভোর, সকাল
৮৪ঋতু আর্তব, কাল, মৌসুম, মরশুম
৮৫ঋদ্ধ সমৃদ্ধ, উন্নত, পুষ্ট, কল্যাণকর
৮৬ঋষি তপস্বী, মুনি, যোগী, সাধুপুরুষ
৮৭একতা ঐক্য, মিলন, একত্ব, অভেদ, অভিন্নতা
৮৮ঐক্য একতা, একত্ব, মিল, অভিন্ন, সমতা
৮৯ঐশ্বর্য ধন, সম্পত্তি, বিত্ত, প্রতিপত্তি
৯০কঠিন শক্ত, দৃঢ়, কঠোর, কড়া, জটিল, রুক্ষ
৯১কথা উক্তি, বচন, কথন, বাক্য, বাণী
৯২কন্যা মেয়ে, নন্দিনী, কুমারী, ঝি, বেটি
৯৩কপাল ভাল্, অদৃষ্ট, ভাগ্য, নিয়তি
৯৪কলহ ঝগড়া, বিরোধ, বিবাদ, দ্বন্দ্ব, কাইয়া
৯৫কল্যাণ মঙ্গল, শুভ, সুখ, কল্যাণযুক্ত, সমৃদ্ধি
৯৬কষ্ট ক্লেশ, আয়াশ, পরিশ্রম, দুঃখ
৯৭কাঁদা ক্রন্দন, কান্না, রোদন, কান্নাকাটি, অশ্রুত্যাগ
৯৮কাটা কর্তন করা, খণ্ডন করা, খনন করা
৯৯কারণ হেতু, নিমিত্ত, প্রয়োজন, উদ্দেশ্য, মূল
১০০কুল বংশ, গোত্র, গোষ্ঠী, জাতি, বর্ণ
১০১কূল তীর, তট, কিনারা, ধার, পার, পাড়
১০২কৃষক চাষি, কৃষিজীবী, কর্ষক
১০৩কেনা ক্রয়, খরিদ, কেনাকাটা, সওদা
১০৪কেশ অলক, চিকুর, কুন্তল, চুল, কবরী
১০৫কোন্দল বিবাদ, বিরোধ, ঝগড়া, কলহ
১০৬খবর সংবাদ, বার্তা, তত্ত্ব, তথ্য, সমাচার, নিউজ
১০৭খাঁটি বিশুদ্ধ, আসল, প্রকৃত, যথার্থ, সাচ্চা
১০৮খাদ্য খাবার, ভোজ্য, অন্ন, রসদ, খানা
১০৯খারাপ মন্দ, কু, বদ, নিকৃষ্ট, দুষ্ট, নষ্ট, অভদ্র
১১০খুব ভীষণ, প্রচণ্ড, প্রচুর, অনেক, অত্যন্ত , অতিশয়
১১১খেচর পাখি, পক্ষি, বিহঙ্গ, দ্বিজ, খগ
১১২খোঁজা অন্বেষণ, সন্ধান, অন্বেষা, এষণা, তালাশ
১১৩খ্যাতি যশ, সুনাম, নাম, নামযশ, প্রতিষ্ঠা
১১৪গভীর অগাধ, প্রগাঢ়, নিবিড়, অতল, গহন
১১৫গরু ধেনু, গো, গাভী, পয়স্বিনী
১১৬গৃহ ভবন, আলয়, নিলয়, সদন, ঘর, বাড়ি
১১৭ঘরনি গৃহিণী, গিন্নী, বউ, স্ত্রী, পত্নী, জায়া, বিবি
১১৮চক্ষু চোখ, লোচন, নয়ন, নেত্র, অক্ষি, আঁখি
১১৯চঞ্চল অস্থির, চপল, ব্যাকুল, কম্পিত, বিচলিত
১২০চতুর চালাক, ধূর্ত,
১২১চন্দ্র চাঁদ, শশী, শশাঙ্ক, ইন্দু, হিমাংশু
১২২চিত্র ছবি, আলেখ্য, প্রতিমূর্তি, নকশা
১২৩চিন্তা মনন, ভাবা, স্মরণ, ধ্যান, ভাবনা
১২৪চির অনন্ত , নিরবধি, নিত্য, অটুট
১২৫ছাত্র বিদ্যার্থী, শিষ্য, শিক্ষার্থী, শিক্ষানবিশ
১২৬ছেদ যতি, ছেদন, বিরাম, খণ্ড, দাঁড়ি
১২৭জন্ম উৎপত্তি, উদ্ভব, সৃষ্টি, ভূমিষ্ঠ, জনম, আবির্ভাব
১২৮জলাশয় পুকুর, সরোবর, দিঘি, জলাধার, জলাভূমি
১২৯জাত জাতি, গোষ্ঠী, গোত্র, বংশ, প্রকার, কুল
১৩০জ্ঞান বোধ, বুদ্ধি, পাণ্ডিত্য, শিক্ষা, চেতনা
১৩১ঝড় সাইক্লোন, ঝটিকা, ঝঞ্ঝা, তুফান
১৩২ঝোঁক টান, আকর্ষণ, মমতা, মায়া, ভালবাসা
১৩৩ঠাট্টা উপহাস, রসিকতা, বিদ্রুপ, শ্লেষ, মশকরা
১৩৪ঠিক সত্য, যথার্থ, নির্ভুল, ন্যায্য, ভাল, উত্তম
১৩৫ডগা শীর্ষ, শিখর, অগ্রভাগ, আগা, মাথা
১৩৬ঢাকনা আবরণ, আচ্ছাদন, ঢাকা, ছাদ, সরা
১৩৭ঢেউ ঊর্মি, তরঙ্গ, কলল, হিলল, জোয়ার
১৩৮ঢের প্রচুর, অনেক, বেশি, রাশি, স্তুপ
১৩৯তপন সূর্য, রবি, ভানু, প্রভাকর, দিনপতি
১৪০তুষার বরফ, হিম, হিমানী, তুহীন, নীহার
১৪১তৃষ্ণা পিপাসা, তেষ্টা, পিয়াসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা
১৪২তৈরি গঠন, নির্মাণ, গড়া, বানানো, প্রস্তুত
১৪৩দক্ষ নিপুণ, পটু, পারদর্শী
১৪৪দয়া অনুগ্রহ, করুণা, কৃপা, অনুকম্পা, মায়া
১৪৫দরদ ব্যথা, বেদনা, মমতা, টান, আকর্ষণ
১৪৬দরিদ্র দুর্গত, নির্ধন, গরিব, বিত্তহীন, নির্বিত্ত
১৪৭দলিল নথি, নথিপত্র, কাগজপত্র, পাট্টা, দস্তাবেজ
১৪৮দান দেওয়া, অর্পণ, সম্প্রদান, বিতরণ, উৎসর্গ
১৪৯দাস ভৃত্য, চাকর, ক্রীতদাস, অনুগত, অধীন
১৫০দাহ দহন, জ্বালা, পোড়া, সৎকার
১৫১দীন দরিদ্র, কাতর, অসহায়, দুঃখ, করুণ
১৫২দুঃখ কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, দুখ, ব্যথা, বেদনা
১৫৩ধন বিত্ত, অর্থ, সম্পদ, বিভব, টাকা-পয়সা
১৫৪ধবল সাদা/শাদা, শ্বেত, শুভ্র, শুল্ক, ধলা, সিতা
১৫৫ধর্ম রীতি, আচরণ, আইন, সৎকর্ম, পূণ্যকর্ম
১৫৬ধ্বংস নাশ, বিনাশ, বিলপ, শেষ, ভস্ম, কেয়ামত
১৫৭নদী তটিনী, প্রবাহিনী, তরঙ্গিণী, দরিয়া, গাঙ
১৫৮নবীন আনকোরা, নতুন, আধুনিক, অধুনা, নব, নয়া
১৫৯নম্র ভদ্র, বিনয়ী, বিনয়াবনত, কোমল, নরম
১৬০নর মানব, মানুষ, মনুষ্য, লোক, জন, পুরুষ
১৬১নাম খ্যাতি, সুনাম, অভিধা, পরিচয়, মর্যাদা
১৬২নারী রমণী, মহিলা, স্ত্রী, মেয়ে, ললনা, মানবী
১৬৩নিকট সন্নিহিত, কাছে, অদূর, অদূরবর্তী
১৬৪নিজ আপন, স্বীয়, স্বয়ং, নিজস্ব, ব্যক্তিগত
১৬৫নিত্য সতত, সর্বদা, প্রত্যহ, নিয়মিত, রোজ
১৬৬নিদ্রা ঘুম, বিশ্রাম, রাতের অবসান, অসাড়
১৬৭পণ্ডিত বিদ্বান, বিজ্ঞ, প্রাজ্ঞ, বিশারদ, মনীষী
১৬৮পতন পড়া, অধোগতি, অবনতি, ধ্বংস, স্থলন
১৬৯পতাকা কেতন, ঝাণ্ডা, ধ্বজা, নিশান
১৭০পত্নী বউ, জায়া, সহধর্মিণী, জীবনসাথী, স্ত্রী
১৭১পত্র পাতা, পল্লব, পত্তর, চিঠি, দ্রব্যাদি
১৭২পথ রাস্তা, সরণি, সড়ক, নির্গমন, রাহা, দ্বার
১৭৩পদ্ম কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, শতদল
১৭৪পরম শ্রেষ্ঠ, মহৎ, অত্যন্ত , প্রধান, চরম
১৭৫পরিবর্তন বদল, পাল্টানো, সংস্কার, সংশোধন
১৭৬পর্বত গিরি, পাহাড়, নগ, অচল, ক্ষিতিধর
১৭৭পাথর পাষাণ, প্রস্তর, শিলা, কাঁকর, কঙ্কর
১৭৮পানি জল, বারি, সলিল, নীর, পয়ঃ
১৭৯পাপ পাতক, কুলুষ, দুষ্কর্ম, দুষ্কৃতি
১৮০পিতা জনক, জন্মদাতা, বাবা, আব্বা, বাপ
১৮১পুত্র আত্মজ, দুলাল, তনয়, ছেলে, কুমার, পোলা
১৮২পুষ্প কুসুম, ফুল, রঙ্গনা, প্রসূন
১৮৩পূর্ণ পুরা, ভর্তি, সফল, সিদ্ধ, সম্পূর্ণ, সমাপ্ত
১৮৪পৃথিবী ভুবন, জগৎ, ধরনী, ধরা, বিশ্ব, অদিতি, পৃথ্বি
১৮৫পেলব কোমল, মৃদু, লঘু, সুন্দর, নিপুণ, নরম
১৮৬পেষণ দলন, মর্দন, বাঁটা, চূর্ণন, পেষা
১৮৭প্রকৃতি স্বভাব, চরিত্র, ধর্ম, নিসর্গ
১৮৮প্রবৃত্তি অভিরুচি, স্পৃহা, ব্যাপৃত, চেষ্টা, নিয়োগ
১৮৯প্রভু মনিব, স্বামী, ঈশ্বর, কর্তা, অধিপতি
১৯০ফাঁকি অবহেলা, বঞ্চনা, প্রতারণা, ঠকামি, ভোগা
১৯১বড় জ্যেষ্ঠ, ধনী, শ্রেষ্ঠ, শীর্ষ, উচ্চ, মহৎ
১৯২বদ দুষ্ট, মন্দ, অসাধু, অসৎ, কর্কশ, খারাপ
১৯৩বন অরণ্য, অটবী, জঙ্গল, কানন, বনানী, বনভূমি
১৯৪বন্ধ বাঁধা, আবদ্ধ, রুদ্ধ, যুক্ত, ন্যস্ত , বিন্যস্ত
১৯৫বন্ধু সখা, মিত্র, সুহৃদ, বান্ধব, স্বজন, প্রিয়জন
১৯৬বন্ধুত্ব মৈত্রী, সৌহার্দ, সখ্য, মিতালি, দোস্তি
১৯৭বন্যা প্লাবন, বান, জলচ্ছ্বাস, জোয়ার, কোটাল
১৯৮বর বরণীয়, পতি, স্বামী, জামাই
১৯৯বশ অধীন, আয়ত্ত, অধীনতা, বশবর্তিতা
২০০বসন্ত মধুকাল, রাগ, ঋতুরাজ, মধুমাস
২০১বসা উপবেশন, স্থাপন, সক্রিয় হওয়া
২০২বস্ত্র বসন, পরিধেয়, কাপড়, পোশাক
২০৩বহু যথেষ্ট, অধিক, অনেক, প্রচুর, বেশি
২০৪বাদ বাতিল, কথন, ভাষণ, উক্তি, বিয়োগ, ত্যাগ
২০৫বায়ু হাওয়া, বাতাস, পবন, সমীর, সমীরণ
২০৬বাস্তু বাসস্থান, বাসগৃহ, বাসভূমি, আবাস
২০৭বিচক্ষণ বহুদর্শী, দূরদর্শী, অভিজ্ঞ, কর্মদক্ষ
২০৮বিচার বিবেচনা, যুক্তিপ্রয়োগ, তর্ক, মীমাংসা
২০৯বিচিত্র বিভিন্ন, রকমারি, রকমফের, বিবিধ, নানান
২১০বিদ্যুৎ তড়িৎ, বিজলি, শম্পা, চপলা, চঞ্চলা
২১১বিধি নিয়ম, বিধান, আইন, পদ্ধতি, উপায়
২১২বিফল ফলহীন, অচল, নিষ্ফল, অসমর্থ, ব্যর্থ
২১৩বিবাহ বিয়ে, পরিণয়, পাণিগ্রহণ, উদ্বাহ, শাদি
২১৪বিমান উড়োজাহাজ, হাওয়াই জাহাজ, আকাশযান
২১৫বিয়োগ বিচ্ছেদ, বিরহ, মৃত্যু, অভাব
২১৬বিরক্ত বিমুখ, বিপ, অপ্রসন্ন, বিদ্বিষ্ট, ক্ষুব্ধ
২১৭বিশৃঙ্খল ব্যতয়, গোলমাল, গোলযোগ
২১৮বৃক্ষ তরু, মহিরুহ, উদ্ভিদ, গাছপালা
২১৯বৃহৎ বিশাল, প্রকাণ্ড, মস্ত , বিপুল, বড়
২২০ভগ্ন ভাঙা, খণ্ডিত, চূর্ণিত, দুমড়ানো, কুঞ্চিত
২২১ভজন স্তুতি, আরাধনা, সেবা, প্রশংসা
২২২ভয় শঙ্কা, ত্রাস, ভীতি, ডর
২২৩ভয়ানক ভয়ঙ্কর, ভয়াবহ, খুব, ভীষণ
২২৪ভর অবলম্বন, নির্ভর, সহযোগিতা, ভার
২২৫ভাই ভ্রাতা, সহোদর, ভাইয়া, ভায়া
২২৬ভাগ্য বিধি, কপাল, নসিব, তকদির, নিয়তি
২২৭ভাব সত্তা, অস্তিত্ব, স্থিতি হওয়া
২২৮ভুল ভ্রম, ভ্রান্তি , ত্রুটি, প্রমাদ, গলদ, দোষ
২২৯ভ্রমর ভোমরা, মৌমাছি, মধুকর, মধুপ, অলি
২৩০মাতা জননী, মা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মধাত্রী
২৩১মৃত্যু মরণ, নিধন, ইন্তেকাল, মহাপ্রস্থান
২৩২রাজা রাজ্যপাল, নৃপতি, ভূপতি, মহীপাল, সম্রাট
২৩৩রানি রাজ্ঞী, মহিষী, সম্রাজ্ঞী, রাজমহিষী, বেগম
২৩৪শিক্ষক গুরু, ওস্তাদ, মাষ্টার, টিচার
২৩৫হরিণ মৃগ, কুরঙ্গ, সাঙ্গ, সৃনয়ন
২৩৬হস্তি হাতি, করী, গজ, দ্বিপ, মাতঙ্গ

2016 – 2024 সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন

চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ, নিয়োগ পরিক্ষা আসা গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ এক সাথে

আরো ও সাজেশন:-

আজকের : সমার্থক শব্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগ ও চাকরির পরীক্ষায় জন্য কমন, সমার্থক শব্দ ব্যাংক বিসিএস সরকারি চাকরির জন্য কমন উপযোগী গুরুত্বপূর্ণ

Leave a Comment