একই শব্দের একই অর্থ প্রকাশক অন্যান্য যেসব শব্দ পাওয়া যায় তাদেরকে সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলে।
পৃথিবীর প্রত্যেকটি ভাষাতেই সমার্থক শব্দ আছে। বাংলা ভাষায় সমার্থক শব্দের পরিমাণ বেশি।
যেমন- চন্দ্র’ এ শব্দটির সমার্থক শব্দ হচ্ছে– চাদ, শশী, শশধর, সুধাকর, নিশাকর, বিধু, ইন্দু, নিশানাথ, নিশাপতি, শীতাংশু, সুধাংশু, হিমাংশু, হিমকর, চন্দ্রমা ইত্যাদি।
কমন সমার্থক শব্দ চাকরির পরীক্ষার জন্য
বাংলা ভাষায় সমার্থক শব্দের প্রয়ােজনীয়তা অপরিসীম। যেমন –
ক. সমার্থক শব্দ ভাষাকে সমৃদ্ধ করে।
খ. সমার্থক শব্দ বক্তব্যকে আকর্ষণীয় করে।
গ. সমার্থক শব্দ মনের ভাব প্রকাশে সহায়ক।
ঘ, সমার্থক শব্দ ভাষাকে একঘেঁয়েমি থেকে মুক্তি দেয়।
ঙ. সমার্থক শব্দ কবিতার মাত্রা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সমার্থক শব্দের গুরুত্ব ও প্রয়োজনীয়তা:
মনের ভাব যথাযথভাবে প্রকাশ করতে হলে আমাদের অবশই সমার্থক শব্দ ব্যবহার করতে হবে। তাই সমার্থক বা প্রতিশব্দের ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে:
- প্রতিশব্দ বা সমার্থক শব্দ বাংলা শব্দভান্ডারকে সমৃদ্ধ করে।
- গুরুচন্ডালি দোষমুক্তির প্রয়োজনে সমার্থক শব্দভান্ডার সমৃদ্ধ হওয়া প্রয়োজন।
- গাম্ভীর্যপূর্ণ বক্তব্য প্রদান-যথাযথ প্রতিশব্দ বা সমার্থক ছাড়া সম্ভব নয়।
- মনের ভাব প্রকাশের কাজকে সহজ করে দেয়।
- ভাষাশৈলীর অবয়ব গঠনকে বলিষ্ঠ করে।
- বাক্য বিন্যাসের ক্ষেত্রে মাধুর্য আনয়ন করে।
- সৃজনশীল সাহিত্য সৃষ্টি করে।
- প্রতিশব্দ ভাষার সৌন্দর্য ও নান্দনিকতার প্রাণ।
- কবিতার উপমা, শব্দ চয়ন ও ভাষার আতিশয্যে গাম্ভীর্যের বিকাশ ঘটায়।
- মননশীল সাহিত্য সৃষ্টি ও আধুনিক ধারা বিকাশে সহায়ক।
Most Important সমার্থক শব্দ চাকরির পরীক্ষা, চাকরির জন্য গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ
যেকোন চাকরির পরীক্ষায় বার বার আসা কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ
প্রশ্নঃ ‘অর্বাচীন’ শব্দের অর্থ কী ? [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা : ১৬]
উত্তর : মূর্খ
প্রশ্নঃ ‘অভিরাম’ এর সমার্থক শব্দ কোনটি ? [বাংলাদেশ কৃষি ব্যাংক ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর:১২]
উত্তর : রমণীয়
প্রশ্নঃ ‘অভিরাম’ শব্দের অর্থ কী ? [কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা ১৬]
উত্তর : সুন্দর
প্রশ্নঃ ‘অলীক’ শব্দের কী ? [কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা ১৬]
উত্তর :মিথ্যা
প্রশ্নঃ ‘অষ্টরম্ভা’ শব্দের হলো – [সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার ১০ ]
উত্তর : কিছুই হবে না
প্রশ্নঃ ‘অনন্তর’ শব্দের অর্থ –[ রূপালী ব্যাংক লি. সিনিয়র অফিসার : ১৩ ]
উত্তর : অতঃপর
প্রশ্নঃ ‘অগ্নি’-সহ শব্দের অর্থ – [ অগ্রণী ব্যাংক লি. অফিসার ১১]
উত্তর : যা আগুনে পোড়ে না
প্রশ্নঃ ‘অধমর্ণ’ শব্দের অর্থ – [ অগ্রণী ব্যাংক লি. অফিসার ১১ ]
উত্তর : ঋণী
প্রশ্নঃ ‘অছি’ শব্দের অর্থ – [ অগ্রণী ব্যাংক লি. সিনিয়র অফিসার ১১ ]
উত্তর : অভিভাবক
প্রশ্নঃ ‘অত্যাহিত’ শব্দের অর্থ – [ অগ্রণী ব্যাংক লি. সিনিয়র অফিসার ১১ ]
উত্তর : অতি অনিষ্ট
প্রশ্নঃ ‘অপোগণু’ শব্দের অর্থ – [ সোনালী ব্যাংক লি. অফিসার (ক্যাশ) : ১৪ ]
উত্তর : অকর্মণ্য
প্রশ্নঃ ‘আশী’ শব্দের কোনটি ? [ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা : ০৪-০৫ ]
উত্তর : সাপের বিষদাঁত
প্রশ্নঃ ‘পাণি’ গ্রহণ কথাটি যা থেকে এসেছে – [ সহকারী জজ নিয়োগ পরীক্ষা :০৮ ]
উত্তর : হাত
প্রশ্নঃ ‘কোনটি’ বিবাহ শব্দের প্রতিশব্দ নয় – [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা : ১৯ ]
উত্তর : পাণি প্রার্থী
প্রশ্নঃ ‘পনস’ কোন ফলের নাম – [ আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজটেন্ট ০৫ ]
উত্তর : কাঁঠাল
প্রশ্নঃ ‘নিকুঞ্জ’ শব্দের সঠিক অর্থ কোনটি ? [ ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. ফিল্ড অফিসার ( আরডিএস ) ১৩]
উত্তর : বাগান
প্রশ্নঃ ‘দৌবারিক’ শব্দের অর্থ কী ? [ শাহজালাল বিশ্বাবদ্যালয় ভর্তি পরীক্ষা : ০৮-০৯ ]
উত্তর : দারোয়ান
প্রশ্নঃ ‘ভিষক’ শব্দের সঠিক অর্থ কী ? [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ০১: ]
উত্তর : চিকিৎসক
প্রশ্নঃ ‘তক্ষক’ শব্দের অর্থ – [ গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক ( বেতার প্রকৌশলী ) : ০৩]
উত্তর : ছুতার
প্রশ্নঃ ‘ঋজু’ শব্দের সমার্ধক শব্দ কোনটি ? [ জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার : ১১]
উত্তর : সোজা
প্রশ্নঃ ‘অপলাপ’ শব্দের অর্থ কী ? [ ২২ তম বিসিএস / জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার : ১১]
উত্তর : অস্বীকার
প্রশ্নঃ ‘ইনকিলাব’ শব্দের অর্থ কী – [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (ভল্লা) : ১৩ / সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকশলী : ১০ ]
উত্তর : বিপ্লব ও আন্দোলন
প্রশ্নঃ ‘ইত্তেফাক’ শব্দের মানে ? [ বন অধিদপ্তরের বন প্রহরী জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট : ১৫]
উত্তর : সম্প্রীতি
প্রশ্নঃ ‘উত্তম’ এর সমার্ধক শব্দ কোনটি ? [ প্রাথামিক বিদ্যালয় সহকারী শিক্ষক (হেমন্ত) :১০ ]
উত্তর : প্রধান
প্রশ্নঃ ‘উপক্রম’ শব্দের যথার্থ সমার্থক শব্দ কোনটি ? [ জনপ্রসাশন মন্ত্রনালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৫]
উত্তর : সূত্রপাত
প্রশ্নঃ ‘কোনটি’ উচাটন শব্দের সমার্থক শব্দ ? [ রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (হাসনাহেনা) : ১১]
উত্তর : উৎকণ্ঠা
প্রশ্নঃ ‘জঙ্গম’ এর শব্দার্থ কোনটি ? [ সোনালী ব্যাংক লি. অফিসার (ক্যাশ) / উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা : ১০ ]
উত্তর : গতিশীল
প্রশ্নঃ ‘প্রভাত’ সূর্যের সমার্থক শব্দ কোনটি ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (হোয়াংহো) ১৩]
উত্তর : অরুণ
প্রশ্নঃ ‘বেসাতি’ শব্দের প্রভৃত অর্থ কী ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (মিসিসিপি) : ১৩]
উত্তর : কেনাবেচা
প্রশ্নঃ ‘বিরাগী’ শব্দের অর্থ কী ? [ ২১ তম বিসিএস / ইসলামী ব্যাংক সহকারী অফিসার (গ্রেড-৩) :০৮]
উত্তর : উদাসীন
প্রশ্নঃ ‘বামেতর’ শব্দটির অর্থ – [ ২৩ বিসিএস / প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (বিটা) : ১৪]
উত্তর : ডান
প্রশ্নঃ ‘মুখচোরা’র সমার্থক শব্দ কোনটি ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( ঢাকা ): ০৩]
উত্তর : লাজুক
প্রশ্নঃ ‘শীরক’ শব্দের অর্থ কী ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩]
উত্তর : জলকণা
প্রশ্নঃ ‘শিষ্টাচার’ এর সমার্থক শব্দ কোনটি ? [ ১১ তম বিসএস / প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক: ১৩]
উত্তর : সদাচার
প্রশ্নঃ ‘অনীক’ শব্দের অর্থ কী ? [ ৩০ তমবিসিএস ]
উত্তর : সৈনিক
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
=> অগ্নি ➟ অনল, পাবক, আগুন, দহন, সর্বভূক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি
=> অন্ধকার ➟ আঁধার, তমঃ, তমিস্রা, তিমির, আন্ধার, তমস্র, তম
=> আকাশ ➟ আসমান, অম্বর, গগন, নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম, অন্তরীক্ষ
=> ইচ্ছা ➟ আকাঙ্ক্ষা, অভিলাষ, অভিরুচি, অভিপ্রায়, আগ্রহ, স্পৃহা, কামনা, বাসনা, বাঞ্চা, ঈপ্সা, ঈহা
=> কন্যা ➟ মেয়ে, দুহিতা, দুলালী, আত্মজা, নন্দিনী, পুত্রী, সূতা, তনয়া
=> ঘোড়া ➟ অশ্ব, ঘোটক, তুরগ, বাজি, হয়, তুরঙ্গ, তুরঙ্গম
=> মেঘ ➟ ঘন, অভ্র, নিবিড়, জলধর, গাঢ়, জমাট, গভীর।
=> চাঁদ ➟ সুধাকর, শশী, শশধর, দ্বিজরাজ, বিধু, সোম, নিশাপতি, সুধানিধি, রাকেশ, সুধাময়, ইন্দু, তারানাথ।
=> চন্দ্র ➟ চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত
=> নারী ➟ রমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী, সীমন্তনী
=> নদী ➟ তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবালিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, গাঙ, স্বরিৎ, নির্ঝরিনী, কল্লোলিনী
=> নৌকা ➟ নাও, তরণী, জলযান, তরী
=> পদ্ম ➟ কমল, উৎপল, সরোজ, পঙ্কজ, নলিন, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ
=> পৃথিবী ➟ ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ–মণ্ডল
=> পর্বত ➟ শৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র
=> পানি ➟ জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়
=> পুত্র ➟ তনয়, সুত, আত্মজ, ছেলে, নন্দন
=> পত্নী ➟ জায়া, ভার্যা, ভামিনী, স্ত্রী, অর্ধাঙ্গী, সহধর্মিণী, জীবন সাথী, বউ, দারা, বনিতা, কলত্র, গৃহিণী, গিন্নী
=> বৃক্ষ ➟ গাছ, শাখী, বিটপী, অটবি, দ্রুম, মহীরূহ, তরু, পাদপ
=> বন ➟ অরণ্য, জঙ্গল, কানন, বিপিণ, কুঞ্জ, কান্তার, অটবি, বনানী, গহন
=> বায়ু ➟ বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ
=> নারী ➟ রমণী, রামা, বামা, অবলা, মহিলা, স্ত্রী, মেয়ে, মেয়েমানুষ, ললনা, মানবী, মানবিকা, কামিনী, আওরত,
জেনানা, যোষা, জনি, বালা, বনিতা, ভামিনী, শর্বরী।
=> বাতাস ➟ বায়ু, পবন, সমীর, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, শব্দবহ, অগ্নিশখ, বহ্নিসখ, হাওয়া।
=> মৃত্যু ➟ মরা, ইন্তেকাল, বিনাশ, মরণ, নাশ, নিধন, নিপাত, প্রয়ান, লোকান্তরপ্রাপ্তি, চিরবিদায়, প্রাণত্যাগ, জীবননাশ, দেহান্ত, লোকান্তর, , মারা যাওয়া, পটল তোলা, মহাপ্রয়াণ।
=> সমুদ্র ➟ সাগর, সায়ব, অর্ণব, সিন্ধু, দরিয়া, জলধি, পাথার, পারাবার, প্রচেতা, অকূল, জলধর, নদীকান্ত, নীরধি, তোয়াধি, পয়োধি, বারিধর, বারীন্দ্র, ইরাবান, দ্বীপী।P
=> দিন ➟ দিবস, দিবা, অহ, বার, রোজ, বাসর, দিনরাত্রি, দিনরজনী, সাবন, অষ্টপ্রহর, আটপ্রহর।
=> নিদ্রা ➟ ঘুম, তন্দ্রা, নিদ, সুপ্তি, গাঢ়ঘুম, নিষুপ্তি।
=> ছাত্র ➟ শিষ্য, শিক্ষানবিশ, পড়ুয়া।
=> রাত ➟ রাত্রি, রজনী, নিশি, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশা, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা
=> সূর্য ➟ রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পুষা, সূর, মিত্র, দিনপতি, বালকি, অর্ষমা
=> হস্তী ➟ হাতি, করী, দন্তী, মাতঙ্গ, গজ, ঐরাবত, দ্বিপ, দ্বিরদ, বারণ, কুঞ্জর, নাগ
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
অগ্নি সমার্থক শব্দ
১। অনল =’আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল।’
২। আগুন = মনের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল।
৩। সর্বভুক = সর্বভুক আমাদের নিঃস্ব করে দিল।
৪। শিখা = জ্বেলে দে তোর বিজয় শিখা।
৫। দহন = দহনে পুড়িল হৃদয় দেখিল না কেউ।
আকাশ সমার্থক শব্দ
১। আসমান = ‘নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া।’
২। গগন = গগনে গরজে মেঘ ঘন বরষা।
৩। নভোঃ = মহাকাশচারীরা ঐ দূর নভেঃ ছুটে চলে।
৪। অন্তরীক্ষ = অন্তরীক্ষে শুনি কার বাণী।
৫। অম্বর = অম্বরে এখন মেঘের ঘনঘটা।
ইচ্ছা সমার্থক শব্দ
১। অভিপ্রায় = তোমাকে দেখার অভিপ্রায়ে গিয়েছিনু সন্দ্বীপ।
২। বাসনা = এ জীবনে অনেক বাসনাই অপূর্ণ রয়ে গেল।
৩। সাধ = বড় সাধ জাগে একবার তোমায় দেখি।
৪। আগ্রহ = পড়াশোনায় ছেলেটির মোটেই আগ্রহ নেই।
৫। অভিরুচি = মাংসের প্রতি তার অভিরুচি নেই।
ঈশ্বর সমার্থক শব্দ
১। আল্লাহ = আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুন।
২। খোদা = খোদা তোমার সহায় হোন।
৩। বিধাতা = এই পৃথিবীতে বিধাতা অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন।
৪। ভগবান = হে ভগবান রেখ মোর মিনতি।
৫। স্রষ্টা = স্রষ্টার সৃষ্টি রহস্য বোঝা বড় দায়।
উত্তম সমার্থক শব্দ
১। উৎকৃষ্ট = ব্যাকরণ বইটি নিঃসন্দেহে উৎকৃষ্ট মানের।
২। ভালো = জব্বার সাহেব বড় ভালো মানুষ ছিলেন।
৩। উপাদেয় = শিশুদের বৃদ্ধির জন্য উপাদেয় খাবার দরকার।
৪। শ্রেষ্ট = ‘গীতাঞ্জলি’ রবীন্দ্রনাথের শ্রেষ্ট কাব্যগ্রন্থ।
৫। বরেণ্য = শামসুর রহমান দেশবরেণ্য কবি।
কলহ সমার্থক শব্দ
১। ঝগড়া = ঝগড়া করা গর্হিত কাজ।
২। বিবাদ = ছাত্রদের বিবাদ মেটাতে প্রধান শিক্ষক এগিয়ে এলেন।
৩। বিরোধ = দুই নেত্রীর বিরোধ ক্রমশই ধ্বংসাত্নক রুপ নিচ্ছে।
৪। কোন্দল = অভ্যন্তরীন কোন্দল দলের ভিতকে দুর্বল করে তোলে।
৫। দ্বন্দ = কাদম্বিনী ও হেমাঙ্গিনীর মধ্যকার দন্দ্ব ক্রমেই বৃদ্ধি পেতে থাকল।
কুল সমার্থক শব্দ
১। বংশ = পাত্রের অজস্র টাকা- পয়সা থাকলেও বংশ মর্যাদা ভাল নয়।
২। গোত্র = গোত্রপ্রীতি প্রাক-ইসলামি যুগে আরবদের প্রধান বৈশিষ্ট্য ছিল।
৩। কৌলীন্য = হিন্দুদের কৌলীন্য প্রথা এ যুগে অচলপ্রায়।
৪। আভিজাত্য = করিম সাহেবের আভিজাত্যবোধ বলতে কিছু নেই।
৫। জাতি = বাঙালিরা বীরের জাতি।
গৃহ সমার্থক শব্দ
১। ঘর = আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।
২।আবাস = পৃথিবী মানুষের জন্য স্থায়ী আবাস নয়।
৩। নিকেতন = রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শান্তি নিকেতন একটি প্রসিদ্ধ স্থান।
৪। সদন = মাতৃসদন ছেড়ে তখন তারা রাস্তায় নামল।
৫। ধাম = এ ধরাধাম ছেড়ে একদিন সকলকেই চলে যেতে হবে।
চন্দ্র সমার্থক শব্দ
১। শশী = চেয়ে দেখ পূর্বাকাশে পূর্ণিমার শশী।
২। চাঁদ = মেঘের আড়ালে চাঁদ লুকোচুরি খেলছে।
৩। সুধাকর = এই নিশীথে সুধাকর জেগে আছে।
৪। নিশাপতি = নিশাপতি তুমি কেন এতই শোভন।
৫। চন্দ্রিমা = হে চন্দ্রিমা এই রাতের সাক্ষী থেকো ।
জল সমার্থক শব্দ
১। পানি = এখন বর্ষাকাল, চারদিকে পানি থৈ থৈ করছে।
২। বারি = বর্ষার বারি ধারার সাথে সাথে নদ-নদী খরবেগে প্রবাহিত হয়।
৩। সলিল = লঞ্চডুবিতে প্রায় চারশ লোকের সলিল সমাধি হলো।
৪। পয়ঃ = এই শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভাল না।
৫। নীর = কৃষ্ণ চলে যাওয়ায় রাধা নীরে ভেসে চলেছে ।
ধন সমার্থক শব্দ
১। অর্থ = অর্থ সকল অনর্থের মূল।
২। দৌলত = দৌলতের মোহ কজনে ত্যাগ করতে পারে?
৩। টাকাকড়ি = চাই না আমি টাকাকড়ি, দাও শুধু সুখ।
৪। সম্পদ = দুটি হালের গরু, বিঘা তিনেক জমি এই তার সম্পদ।
৫। বিত্ত = বিত্তের মোহ লোকটিকে অন্ধ করে রেখেছে।
পর্বত সমার্থক শব্দ
১। পাহাড় = জীবন চলার পথে শত বাধার পাহাড় অতিক্রম করতে হয়।
২। গিরি = দুর্গম গিরি পথ অতিক্রম করে আমরা তিব্বত পৌঁছালাম।
৩। শৈল = মহাপ্রলয়ের সময় শৈলসমূহ তুলার ন্যায় উড়তে থাকবে।
৪। ভূধর = ভূধর ফেটে উঠবে জল, ঘর বাড়ি সব করবে তল।
৫। অচল = অচল শিখর ছোট নদীটিরে চিরদিন রাখে স্মরণে।
পৃথিবী সমার্থক শব্দ
১। ধরা = প্রাচুর্যের দম্ভে অনেকেই ধরাকে সরাজ্ঞান করে।
২। বিশ্ব = বাংলা ভাষার খ্যাতি এখন বিশ্বময়।
৩। বসুমতি = ‘বসুমতি কেন তুমি এতই কৃপণা?’
৪। ধরণী = হযরত মুহাম্মদ (স) এই ধুলার ধরণীতে জম্ন নিয়েছিলেন।
৫। ভুবন = ’মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।’
মৃত্যু সমার্থক শব্দ
১। মরণ = মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই।
২। নিপাত = সন্ত্রাসী নিপাত যাক।
৩। নিধন = বর্বর পাকবাহিনীরা নিরস্ত্র বাঙালিদের নির্বিচারে নিধন করেছে।
৪। চিরবিদায় = সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন আমাদের সবাইকে চিরবিদায় নিতে হবে।
৫। পরলোকগমন = কবি নজরুল ইসলাম ১৯৭৬ সালে পরলোকগমন করেন।
সমুদ্র সমার্থক শব্দ
১। সিন্ধু = ঐ মহাসিন্ধুর ওপার থেকে কি সুর যে ভেসে আসে।
২। সাগর = ‘দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সাগর জলে।
৩। পারাবার = কেমনে লঙিঘব আমি মহা পারাবার।
৪। জলধি = জলধির রাশি রাশি ঢেউ তীরে আছড়ে পড়ছে।
৫। পাথার = এই মহা পাথার একদিন আমরা পার হবই।
সূর্য সমার্থক শব্দ
১। দিনমণি = দিনমণি ডুবে গেল মেঘের আড়ালে।
২। রবি = সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে ।
৩। প্রভাকর = প্রভাকর দেয় আলো দিনমান ভরে।
৪। ভানু = তেজোদীপ্ত ভানুর আলো কৃমশ ক্ষীণ হয়ে আসছে।
৫। ভাস্কর = পূর্বাকাশে উঠেছে ভাস্কর চেয়ে দেখ ঐ ।
বিগত নিয়োগ পরীক্ষায় কমন সমার্থক শব্দ
অগ্নিঃ কৃশানু, অনল, বিভাবসু, বহ্নি, হুতাশন, সর্বভুক, পাবক, বৈশ্বানর।
অতিথিঃ অভ্যাগত, আগন্তুক, আমন্ত্রিত।
অঙ্গঃ দেহ, বপু, কলেবর, কায়া, গাত্র, তনু, শরীর।
আনন্দঃ উল্লাস, হর্ষ, পুলক, আমােদ, প্রমােদ, আহ্লাদ।
আকাশঃ অন্তরীক্ষ, অম্বর, গগন, নভঃ, ব্যোম।
ইচ্ছাঃ অভিলাষ, অভিপ্রায়, অভিরুচি, অভীপ্সা, আকাঙ্ক্ষা, ঈসা, কামনা।
উনুনঃ আখা, আহা, চুল্লী, চুলা, উনান।
উত্তমঃ উৎকৃষ্ট, উপাদেয়, চমৎকার, ভাল, শ্রেষ্ঠ।
উদ্যানঃবাগান, উপবন, বাগিচা।
উঠানঃ আঙ্গিনা, অঙ্গন, চাতাল, চত্বর।
কন্যাঃ আত্মজা, তনয়া, দুহিতা, নন্দিনী, মেয়ে, সুতা।
কপালঃ ললাট, ভাল, বিশেষ অর্থে ভাগ্য, অদৃষ্ট।
কানঃ কর্ণ, শ্রুতি, শ্রবণেন্দ্রিয়।
কিরণঃ রশ্মি, প্রভা, আভা, দযুতি, জ্যোতি, অংশু, ময়ূখ, কর, বিভা।
কুকুরঃসারমেয়, স্বা, কুকুর।
কোকিল ও পিক, বসন্ত সখা, পরভৃৎ।
কাপড়ঃ বস্ত্র, বসন, বাস, পরিধেয়, অম্বর।
গৃহঃ আলোয়, আবাস, নিবাস, ভবন, ঘর, নিকেতন, বাটী, সদন, কুটীর।
গলাঃ কণ্ঠ, গ্রীবা।
গালঃ কপােল, গণ্ডদেশ।
গাছঃ বৃক্ষ, তরু, পাদপ, মহীরূহ, বিটপী।
গ্রামঃ গা, পল্লী, লােকালয়, জনপদ।
ঘোড়াঃ তরঙ্গ, ঘােটক, হয়, বাজী, অশ্ব।
চন্দ্রঃ শশাঙ্ক, শশধর, শশী, সােম, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, বিধু, নিশাকর, চন্দ্রমা
চুলঃ অলক, কুন্তল, চিকুর, কেশ।
চোখঃ আঁখি, নেত্র, নয়ন, লােচন, চক্ষু, অক্ষি, দর্শনেন্দ্রিয়।
ছাত্রঃ শিষ্য, শিক্ষার্থী, পড়য়া, বিদ্যার্থী।
জলঃ অম্বু, অপ, উদক, জীবন, পয়ঃ, বারি, নীর, সলিল।
জন্তুঃ জন্তুল জানোয়ার, জীব, পশু, প্রাণী।
তীর কূল, তট, পুলিন, সৈকত।
দেবতাঃ দেব, অমর, সুর, বৈকুণ্ঠবাসী। দন্ত, দশন, আশী।
দরজাঃ দ্বার, দুয়ার, ফটক।
দিনঃ দিবস, দিবা, অহঃ।
দুর্গা : শারদা, দশভুজা, পার্বতী, উমা, চণ্ডী।
নারীঃ রমণী, ললনা, মহিলা, বনিতা, স্ত্রী, বামা, অঙ্গনা, প্রমদা।
নক্ষত্রঃ তারা, তারকা, জ্যোতিষ্ক।
নাকঃ নাসিকা, নাসা, ঘ্রাণেন্দ্রিয়।
নদীঃ কল্লোলিনী, তরঙ্গিনী, তটিনী, নির্ঝরিণী, স্রোতস্বিনী, প্রবাহিনী।
পর্বতঃ গিরি, ভূধর, নগ, অদ্রি, অচল, মহীধর।
পৃথিবীঃ অবনী, ধরা, বসুধা, মেদিনী, ধরিত্রী।
পাঃ পদ, চরণ, পাদ।
পদ্মঃ কমল, উৎপল, শতদল, পঙ্কজ, সরােজ, সরসিজ, কোকনদ।
পাখীঃ পক্ষী, খেচর, বিহগ, বিহঙ্গ, পক্ষধর, খগ, বিহঙ্গম।
পুত্রঃ ছেলে, তনয়, আত্মজ, সূত, নন্দন, কুমার, দুলাল।
পেটঃ উদর, জঠর।
পুকুরঃ পুষ্করিণী, তড়াগ, জলাশয়, সরসী।
পাহাড়ঃ গিরি, পর্বত, ভূধর, অচল, শৈল, শৃঙ্গধর।
পিতাঃ বাবা, জনক, বাপ, জন্মদাতা, তাত।
পূজাঃ ভজন, অর্চনা, আরাধনা, বন্দনা।
বৃক্ষঃ তরু, শাখী, মহীরূহ, বিটপী, পাদপ, গাছ, দ্রুম।
ব্যাঘ্রঃ শার্দূল, বাঘ, মৃগারি।
বিভিন্ন পরীক্ষায় আসা সমার্থক শব্দ pdf
বিদ্যুৎঃ ইরম্মদ, ক্ষণপ্রভা, চঞ্চলা, চপলা, দামিনী, বিজলী, সৌদামিনী।
বায়ুঃ বাতাস, অনিল, সমীর, সমীরণ, বায়, গন্ধবহ, পবন, মরুৎ।
বনঃ অরণ্য, কানন, জঙ্গল, বিপিন, কান্তার, অটবি।
বানরঃ কপি, শাখামৃগ, বাঁদর, প্লবগ।
ব্যাঙঃ ভেক, দাদুরী, মন্ডুক।
বুকঃ বক্ষ, উর, বক্ষঃস্থল।
বন্ধুঃ মিত্র, সখা, সুহৃদ, বান্ধব।
ভভিনীঃ বোন, ভগিনী, সহােদরা, অনুজা/অগ্রজা।
ভ্রাতাঃ ভাই, সােদর, সহোদর, অনুজ/অগ্রজ।
মাতাঃ অম্বা, মা, জননী, গর্ভধারিণী, প্রসবিনী, প্রসূতি।
মেঘঃঅভ্র , অম্বুদ, কাদম্বিনী, ঘন, জলদ, জলধর, নীরদ, পয়ােদ, বারিদ, বারিধর।
মন্দিরঃ দেবালয়, দেউল, দেবগৃহ, সুরালয়।
মৎসঃ মাছ, মীন।
সুখঃ বদন, আর্স্য, আনন।
ময়ূরঃ শিখি, কলাপী।
মানুষঃ মানব, মনুষ্য, নর, লােক।
রজনিঃ রাত্রি, নিশা, শর্বরী, বিভাবরী, ক্ষপা, ক্ষণদা, ত্রিযামা।
রাগ: ক্রোধ, কোপ, রােষ। শোণিত, রুধির।
লতাঃ লতিকা, ব্রততী, বল্লরী।
শিক্ষক : গুরু, আচার্য, শিক্ষাদাতা।
শত্রুঃ অরি, রিপু, অরাতি, বৈরী।
শিবঃ মহাদেব, ভব, মহেশ, কৃত্তিবাস, শম্ভু, শর্ব, ভবেশ।
ষাঁড়ঃ ষাঁড়, বৃষ, বৃষভ।
সমুদ্রঃ পারাবার, জলধি, বারিধ, সাগর, অর্ণব, পাথার, রত্নাকর।
সূর্যঃ রবি, ভানু, ভাস্কর, আদিত্য, দিনমণি, তপন, সবিতা, মার্তণ্ড।
সাপঃ সর্প, ফণী, আশীবিষ, অহি, উরগ, নাগ, ভুজঙ্গ, ভুজঙ্গম।
স্ত্রীঃ কান্তা, জায়া, ঘরণী, গৃহিনী, গিন্নী,বধু, বউ।
সিংঘঃ পশুরাজ, কেশরী, মৃগরাজ।
সরস্বতীঃ বাগদেবী, বীণাপাণি, সারদা, শুভ্রা, শ্বেতা, শ্বেতাম্বরা।
হাতীঃ করী, দন্তী, হস্তী, স্বিরজ, কুঞ্জর।
হরিণঃ : কুরঙ্গ, কুরঙ্গম, মৃগ, এণ।
ক্ষমাঃ মাপ, মার্জনা, কৃপা, দয়া, মায়া, অনুগ্রহ।
নির্ভরতাঃ অবলম্বন, অবলম্ব, আলম্ব, সহায়, ভরসা, আস্থা, অবস্থান, সম্বল।
সংবাদঃ খবর, সমাচার, বার্তা, সন্দেশ, বৃত্তান্ত, বিবরণ, তথ্য।
সৌন্দর্যঃ শোভা, বাহার, চারুতা, চারিমা, চমক, আশ্চর্য, অবাক।
বিস্ময়ঃ চমক, আশ্চর্জ।
অবসরঃ অবকাশ, ফুরসত, মহলত, নিষ্কর্ম, নিষ্কর্ম, বিক্রিয়া।
স্নানঃ চান, নাওয়া, নাহা, অবগাহন, নিমজ্জন, ডুবন, অবগাহ, গোসল।
রান্নাঃ রন্ধন, রাধা, পাক, ভক্তি, রসুই।
যন্ত্রণাঃ বেদনা, ব্যথা, যাতনা, দরদ, তাড়স, কষ্ট, শূল।
উক্তিঃ কথা, বচন, বাক্য, বাণী, কথন, জবান, ভাণতি, ভাষ, বাক, বুলি।
বিস্তারঃ বিস্তৃতি, প্রসারণ, ব্যাপ্তি, ব্যাপন।
গুচ্ছঃ গােছা, থােক, থােক, গােছ, থােক,
তন্তুঃ আশ, রাবেয়া, লােম, রােম, অংশু।
প্রকাশঃ প্রকটন, প্রকাশন, ফোটন, স্ফুরণ, বিস্ফার, স্ফুটন।
কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দের তালিকা
চাকরির পরীক্ষার জন্য কমন সমার্থক শব্দ
ক্রম | শব্দ | সমার্থক শব্দ |
---|---|---|
১ | অকস্মাৎ | আচমকা, আকস্মিক, সহসা, হঠাৎ |
২ | অকাল | অসময়, অবেলা, অদিন, কুদিন, দুঃসময় |
৩ | অক্লান্ত | অদম্য, ক্লান্তি হীন, নিরলস, পরিশ্রমী |
৪ | অক্ষম | অসমর্থ, অপটু, অদক্ষ, অযোগ্য, দুর্বল |
৫ | অক্ষি | চোখ, লোচন, নেত্র, নয়ন, আঁখি, চক্ষু, দর্শনেন্দ্রিয় |
৬ | অগ্নি | আগুন, হুতাশন, বৈশ্বানর, বিভাবসু, অনল, পাবক, বহ্নি, সর্বভুক |
৭ | অঙ্গ | গাত্র, কায়, তনু, কায়া, দেহ, বপু, কলেবর, শরীর |
৮ | অঙ্গীকার | পণ, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, শপথ, সংকল্প |
৯ | অচল | গতিহীন, অটল, স্থির, নিথর, অপ্রচলিত |
১০ | অচেতন | অজ্ঞান, অসাড়, জ্ঞানশূন্য, জ্ঞানহীন, বেহুঁশ |
১১ | অজ্ঞ | অশিক্ষিত, অজ্ঞানী, মূর্খ, নির্বোধ, বেকুব |
১২ | অট্টালিকা | প্রাসাদ |
১৩ | অতি | নিরতিশয়, পরম, একান্ত, অধিক, উৎকর্ষ |
১৪ | অতিথি | আগন্তুক, গৃহাগত, অভ্যাগত |
১৫ | অতিরিক্ত | অনেক, প্রচুর, পর্যাপ্ত, বেশি, মেলা |
১৬ | অতিশয় | অতি, অতীব, অতিমাত্রা, অধিক, অত্যন্ত |
১৭ | অতীত | গতদিন, তৎকাল, পূর্ব, সেকাল, পূর্বকাল |
১৮ | অত্যাচার | উপদ্রব, নিপীড়ন, নির্যাতন, জুলুম, লাঞ্ছনা |
১৯ | অদৃশ্য | অগোচর, অদেখা, অদৃষ্ট, অলক্ষ্য, না দেখা |
২০ | অধিবেশন | সভা, সমিতি, সমাবেশ, মিটিং |
২১ | অধ্যয়ন | পাঠ, পঠন, পড়া, পাঠাভ্যাস, লেখাপড়া |
২২ | অনন্ত | অবয়, অসীম, অশেষ, চিরস্থায়ী |
২৩ | অনাদর | উপেক্ষা, অবজ্ঞা, অবহেলা, হেলা, অযত্ন |
২৪ | অনিল | বায়ু, বাতাস |
২৫ | অনীক | সৈনিক, সৈন্য |
২৬ | অনুজ্জ্বল | নিস্তেজ, জ্যোতিহীন, ম্লান, বিবর্ণ |
২৭ | অনুরোধ | আবেদন, আবদার, আরজি, বায়না |
২৮ | অন্ধকার | আঁধার, তিমির, তমসা, শর্বর, অমা, নিষ্প্রদীপ, তমিস্র, তম, তমঃ, নিরালোক |
২৯ | অপচয় | অপব্যয়, বৃথাব্যয়, ক্ষতি, ক্ষয়, হ্রাস |
৩০ | অপরিচিত | অজানা, নাজানা, অজ্ঞাত, অচিন |
৩১ | অপলাপ | অস্বীকার করা |
৩২ | অপূর্ব | অদ্ভুত, আজব, আশ্চর্য, তাজ্জব, চমৎকার, মনোরম, সুন্দর, মনোহর, অনুপম, অভিনব, অলৌকিক |
৩৩ | অবকাশ | অবসর, ছুটি, ফুরসত, সময়, সুযোগ |
৩৪ | অবস্থা | দশা, রকম, প্রকার, হাল, হালত |
৩৫ | অভাব | অনটন, দারিদ্র্য, দৈন্য, গরিবি, দুর্দশা |
৩৬ | অভিনিবেশ | মনোযোগ |
৩৭ | অমৃত | পীযূষ, সুধা, অমিয় |
৩৮ | অরণ্য | বিপিন, কানন, জঙ্গল, বন, বাগান |
৩৯ | অর্ক | সূর্য, অরুণ, আফতাব, সবিতা |
৪০ | অলস | কুড়ে, অকর্ম, অকেজো, ঢিলে, আলসে |
৪১ | অল্প | কম, সামান্য, অপ্রচুর, নগণ্য, কিয়ৎ, ঈষৎ |
৪২ | অশ্ব | তুরঙ্গ, তুরঙ্গম, ঘোড়া, হয়, বাজী, ঘোটক |
৪৩ | অশ্রু | লোর, নীর, অশ্রুবারি, নয়নজল, নেত্রজল |
৪৪ | অষ্টরম্ভা | আটজন অপ্সরী |
৪৫ | আঁধার | অন্ধকার, তমসা, তিমির, শর্বর, আলোহীন |
৪৬ | আইন | বিধান, কানুন, ধারা, নিয়ম, নিয়মাবলি |
৪৭ | আকার | আকৃতি, চেহারা, আদল, গড়ন, গঠন |
৪৮ | আকাশ | অম্বর, নভ, গগন, আসমান, ব্যোম, অন্তরী, খলোক, খগোল, ইথার, দ্যুলোক, অভ্র |
৪৯ | আকুল | ব্যাকুল, কাতর, উৎসুক, কৌতূহলি, অস্থির |
৫০ | আগুন | অনল, অগ্নি, পাবক, বৈশ্বনর, বিভাবসু, বহি, হুতাশন, শিখা, দহন, কৃশানু, সর্বভুক, সর্বশুচি |
৫১ | আদি | শুরু, প্রথম, আরম্ভ, অগ্র, পূর্ব, প্রাচীন |
৫২ | আদেশ | আজ্ঞা, হুকুম, অনুমতি, অনুশাসন, অনুজ্ঞা |
৫৩ | আধুনিক | সাম্প্রতিক, নব্য, নবীন, বর্তমান, হালের |
৫৪ | আনন্দ | হর্ষ, আহ্লাদ, ফুর্তি, খুশি, আমোদ, মজা, হরষ, পুলক, সুখ, স্ফূর্তি, ফুর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, তুষ্টি, উচ্ছ্বাস, উদ্ভাস |
৫৫ | আফসোস | পরিতাপ, দুঃখ, খেদ, অনুতাপ, আক্ষেপ |
৫৬ | আভরণ | অলঙ্কার, গহনা |
৫৭ | আমন্ত্রণ | আহ্বান, নিমন্ত্রণ, সম্ভাষণ, অভ্যর্থনা |
৫৮ | আরম্ভ | শুরু, সূচনা, ভূমিকা, সূত্রপাত, প্রারম্ভ |
৫৯ | আলো | রশ্মি, কিরণ, দীপ্তি, প্রভা, নুর, জ্যোতি, আভা |
৬০ | আশ্চর্য | বিস্ময়, চমক, অবাক |
৬১ | আসল | খাঁটি, মূলধন, মৌলিক, মূল, মৌল |
৬২ | আসার | প্রবল বৃষ্টিপাত |
৬৩ | আহব | যুদ্ধ, সমর |
৬৪ | ইঙ্গিত | আভাস |
৬৫ | ইচ্ছা | অভিলাষ, বাঞ্ছা, অভিপ্রায়, স্পৃহা, সাধ, বাসনা, আকাক্সা, কামনা, অভিরুচি, আশ আশা, প্রবৃত্তি, মনোরথ, ঈপ্সা, অভীপ্সা, প্রার্থনা, চাওয়া, মনোবাসনা, মনস্কাম |
৬৬ | ইতি | সমাপ্তি, শেষ, অবসান, সমাপন, ছেদ |
৬৭ | ইদানিং | সম্প্রতি, আজকাল, এখন, অধুনা, বর্তমান |
৬৮ | ইন্দু | চাঁদ, চন্দ্র, সুধাকর, হিমাংশ, শশধর, শশাঙ্ক, সুধাংশু, শশী, নিশাকর, নিশাপতি, শীতাংশু |
৬৯ | ঈর্ষা | দ্বেষ, বিদ্বেষ, হিংসা, রেষারেষি, বৈরিতা |
৭০ | ঈশ্বর | আল্লাহ, খোদা, রব, সৃষ্টিকর্তা, স্রষ্টা, প্রভু |
৭১ | উচাটন | উৎকণ্ঠা |
৭২ | উচিত | যোগ্য, কর্তব্য, উপযুক্ত, ন্যায্য, সমীচীন |
৭৩ | উচ্ছেদ | উৎপাটন, উৎখাত, নির্মূল, বিনাশ, স্থানচ্যুতি |
৭৪ | উজ্জ্বল | আলোকিত, উদ্ভাসিত, ভাস্বর, ঝলমলে, দীপ্ত |
৭৫ | উত্তম | উৎকৃষ্ট, প্রকৃষ্ট, শ্রেষ্ঠ, সেরা, অতুলনীয়, সর্বশ্রেষ্ঠ, ভাল, অতুল, সরস, প্রধান, অগ্রণী |
৭৬ | উদাহরণ | নমুনা, দৃষ্টান্ত , নিদর্শন, নজির, নমুনা |
৭৭ | উপকথা | উপাখ্যান, কাহিনি, গল্প, কেচ্ছা |
৭৮ | উপকার | হিতকর, মঙ্গল, সাহায্য, অনুগ্রহ, কল্যাণ |
৭৯ | উপযুক্ত | যোগ্য, উপযোগী, সমকক্ষ, সক্ষম |
৮০ | উপরোধ | অনুরোধ |
৮১ | ঊর্বর | ভাল, ভারসাম্য, অনুকূল, ফলপ্রদ |
৮২ | ঊর্মি | তরঙ্গ, ঢেউ, লহরী, জলপ্রবাহ, |
৮৩ | ঊষা | প্রভাত, প্রত্যুষ, ভোর, সকাল |
৮৪ | ঋতু | আর্তব, কাল, মৌসুম, মরশুম |
৮৫ | ঋদ্ধ | সমৃদ্ধ, উন্নত, পুষ্ট, কল্যাণকর |
৮৬ | ঋষি | তপস্বী, মুনি, যোগী, সাধুপুরুষ |
৮৭ | একতা | ঐক্য, মিলন, একত্ব, অভেদ, অভিন্নতা |
৮৮ | ঐক্য | একতা, একত্ব, মিল, অভিন্ন, সমতা |
৮৯ | ঐশ্বর্য | ধন, সম্পত্তি, বিত্ত, প্রতিপত্তি |
৯০ | কঠিন | শক্ত, দৃঢ়, কঠোর, কড়া, জটিল, রুক্ষ |
৯১ | কথা | উক্তি, বচন, কথন, বাক্য, বাণী |
৯২ | কন্যা | মেয়ে, নন্দিনী, কুমারী, ঝি, বেটি |
৯৩ | কপাল | ভাল্, অদৃষ্ট, ভাগ্য, নিয়তি |
৯৪ | কলহ | ঝগড়া, বিরোধ, বিবাদ, দ্বন্দ্ব, কাইয়া |
৯৫ | কল্যাণ | মঙ্গল, শুভ, সুখ, কল্যাণযুক্ত, সমৃদ্ধি |
৯৬ | কষ্ট | ক্লেশ, আয়াশ, পরিশ্রম, দুঃখ |
৯৭ | কাঁদা | ক্রন্দন, কান্না, রোদন, কান্নাকাটি, অশ্রুত্যাগ |
৯৮ | কাটা | কর্তন করা, খণ্ডন করা, খনন করা |
৯৯ | কারণ | হেতু, নিমিত্ত, প্রয়োজন, উদ্দেশ্য, মূল |
১০০ | কুল | বংশ, গোত্র, গোষ্ঠী, জাতি, বর্ণ |
১০১ | কূল | তীর, তট, কিনারা, ধার, পার, পাড় |
১০২ | কৃষক | চাষি, কৃষিজীবী, কর্ষক |
১০৩ | কেনা | ক্রয়, খরিদ, কেনাকাটা, সওদা |
১০৪ | কেশ | অলক, চিকুর, কুন্তল, চুল, কবরী |
১০৫ | কোন্দল | বিবাদ, বিরোধ, ঝগড়া, কলহ |
১০৬ | খবর | সংবাদ, বার্তা, তত্ত্ব, তথ্য, সমাচার, নিউজ |
১০৭ | খাঁটি | বিশুদ্ধ, আসল, প্রকৃত, যথার্থ, সাচ্চা |
১০৮ | খাদ্য | খাবার, ভোজ্য, অন্ন, রসদ, খানা |
১০৯ | খারাপ | মন্দ, কু, বদ, নিকৃষ্ট, দুষ্ট, নষ্ট, অভদ্র |
১১০ | খুব | ভীষণ, প্রচণ্ড, প্রচুর, অনেক, অত্যন্ত , অতিশয় |
১১১ | খেচর | পাখি, পক্ষি, বিহঙ্গ, দ্বিজ, খগ |
১১২ | খোঁজা | অন্বেষণ, সন্ধান, অন্বেষা, এষণা, তালাশ |
১১৩ | খ্যাতি | যশ, সুনাম, নাম, নামযশ, প্রতিষ্ঠা |
১১৪ | গভীর | অগাধ, প্রগাঢ়, নিবিড়, অতল, গহন |
১১৫ | গরু | ধেনু, গো, গাভী, পয়স্বিনী |
১১৬ | গৃহ | ভবন, আলয়, নিলয়, সদন, ঘর, বাড়ি |
১১৭ | ঘরনি | গৃহিণী, গিন্নী, বউ, স্ত্রী, পত্নী, জায়া, বিবি |
১১৮ | চক্ষু | চোখ, লোচন, নয়ন, নেত্র, অক্ষি, আঁখি |
১১৯ | চঞ্চল | অস্থির, চপল, ব্যাকুল, কম্পিত, বিচলিত |
১২০ | চতুর | চালাক, ধূর্ত, |
১২১ | চন্দ্র | চাঁদ, শশী, শশাঙ্ক, ইন্দু, হিমাংশু |
১২২ | চিত্র | ছবি, আলেখ্য, প্রতিমূর্তি, নকশা |
১২৩ | চিন্তা | মনন, ভাবা, স্মরণ, ধ্যান, ভাবনা |
১২৪ | চির | অনন্ত , নিরবধি, নিত্য, অটুট |
১২৫ | ছাত্র | বিদ্যার্থী, শিষ্য, শিক্ষার্থী, শিক্ষানবিশ |
১২৬ | ছেদ | যতি, ছেদন, বিরাম, খণ্ড, দাঁড়ি |
১২৭ | জন্ম | উৎপত্তি, উদ্ভব, সৃষ্টি, ভূমিষ্ঠ, জনম, আবির্ভাব |
১২৮ | জলাশয় | পুকুর, সরোবর, দিঘি, জলাধার, জলাভূমি |
১২৯ | জাত | জাতি, গোষ্ঠী, গোত্র, বংশ, প্রকার, কুল |
১৩০ | জ্ঞান | বোধ, বুদ্ধি, পাণ্ডিত্য, শিক্ষা, চেতনা |
১৩১ | ঝড় | সাইক্লোন, ঝটিকা, ঝঞ্ঝা, তুফান |
১৩২ | ঝোঁক | টান, আকর্ষণ, মমতা, মায়া, ভালবাসা |
১৩৩ | ঠাট্টা | উপহাস, রসিকতা, বিদ্রুপ, শ্লেষ, মশকরা |
১৩৪ | ঠিক | সত্য, যথার্থ, নির্ভুল, ন্যায্য, ভাল, উত্তম |
১৩৫ | ডগা | শীর্ষ, শিখর, অগ্রভাগ, আগা, মাথা |
১৩৬ | ঢাকনা | আবরণ, আচ্ছাদন, ঢাকা, ছাদ, সরা |
১৩৭ | ঢেউ | ঊর্মি, তরঙ্গ, কলল, হিলল, জোয়ার |
১৩৮ | ঢের | প্রচুর, অনেক, বেশি, রাশি, স্তুপ |
১৩৯ | তপন | সূর্য, রবি, ভানু, প্রভাকর, দিনপতি |
১৪০ | তুষার | বরফ, হিম, হিমানী, তুহীন, নীহার |
১৪১ | তৃষ্ণা | পিপাসা, তেষ্টা, পিয়াসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা |
১৪২ | তৈরি | গঠন, নির্মাণ, গড়া, বানানো, প্রস্তুত |
১৪৩ | দক্ষ | নিপুণ, পটু, পারদর্শী |
১৪৪ | দয়া | অনুগ্রহ, করুণা, কৃপা, অনুকম্পা, মায়া |
১৪৫ | দরদ | ব্যথা, বেদনা, মমতা, টান, আকর্ষণ |
১৪৬ | দরিদ্র | দুর্গত, নির্ধন, গরিব, বিত্তহীন, নির্বিত্ত |
১৪৭ | দলিল | নথি, নথিপত্র, কাগজপত্র, পাট্টা, দস্তাবেজ |
১৪৮ | দান | দেওয়া, অর্পণ, সম্প্রদান, বিতরণ, উৎসর্গ |
১৪৯ | দাস | ভৃত্য, চাকর, ক্রীতদাস, অনুগত, অধীন |
১৫০ | দাহ | দহন, জ্বালা, পোড়া, সৎকার |
১৫১ | দীন | দরিদ্র, কাতর, অসহায়, দুঃখ, করুণ |
১৫২ | দুঃখ | কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, দুখ, ব্যথা, বেদনা |
১৫৩ | ধন | বিত্ত, অর্থ, সম্পদ, বিভব, টাকা-পয়সা |
১৫৪ | ধবল | সাদা/শাদা, শ্বেত, শুভ্র, শুল্ক, ধলা, সিতা |
১৫৫ | ধর্ম | রীতি, আচরণ, আইন, সৎকর্ম, পূণ্যকর্ম |
১৫৬ | ধ্বংস | নাশ, বিনাশ, বিলপ, শেষ, ভস্ম, কেয়ামত |
১৫৭ | নদী | তটিনী, প্রবাহিনী, তরঙ্গিণী, দরিয়া, গাঙ |
১৫৮ | নবীন | আনকোরা, নতুন, আধুনিক, অধুনা, নব, নয়া |
১৫৯ | নম্র | ভদ্র, বিনয়ী, বিনয়াবনত, কোমল, নরম |
১৬০ | নর | মানব, মানুষ, মনুষ্য, লোক, জন, পুরুষ |
১৬১ | নাম | খ্যাতি, সুনাম, অভিধা, পরিচয়, মর্যাদা |
১৬২ | নারী | রমণী, মহিলা, স্ত্রী, মেয়ে, ললনা, মানবী |
১৬৩ | নিকট | সন্নিহিত, কাছে, অদূর, অদূরবর্তী |
১৬৪ | নিজ | আপন, স্বীয়, স্বয়ং, নিজস্ব, ব্যক্তিগত |
১৬৫ | নিত্য | সতত, সর্বদা, প্রত্যহ, নিয়মিত, রোজ |
১৬৬ | নিদ্রা | ঘুম, বিশ্রাম, রাতের অবসান, অসাড় |
১৬৭ | পণ্ডিত | বিদ্বান, বিজ্ঞ, প্রাজ্ঞ, বিশারদ, মনীষী |
১৬৮ | পতন | পড়া, অধোগতি, অবনতি, ধ্বংস, স্থলন |
১৬৯ | পতাকা | কেতন, ঝাণ্ডা, ধ্বজা, নিশান |
১৭০ | পত্নী | বউ, জায়া, সহধর্মিণী, জীবনসাথী, স্ত্রী |
১৭১ | পত্র | পাতা, পল্লব, পত্তর, চিঠি, দ্রব্যাদি |
১৭২ | পথ | রাস্তা, সরণি, সড়ক, নির্গমন, রাহা, দ্বার |
১৭৩ | পদ্ম | কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, শতদল |
১৭৪ | পরম | শ্রেষ্ঠ, মহৎ, অত্যন্ত , প্রধান, চরম |
১৭৫ | পরিবর্তন | বদল, পাল্টানো, সংস্কার, সংশোধন |
১৭৬ | পর্বত | গিরি, পাহাড়, নগ, অচল, ক্ষিতিধর |
১৭৭ | পাথর | পাষাণ, প্রস্তর, শিলা, কাঁকর, কঙ্কর |
১৭৮ | পানি | জল, বারি, সলিল, নীর, পয়ঃ |
১৭৯ | পাপ | পাতক, কুলুষ, দুষ্কর্ম, দুষ্কৃতি |
১৮০ | পিতা | জনক, জন্মদাতা, বাবা, আব্বা, বাপ |
১৮১ | পুত্র | আত্মজ, দুলাল, তনয়, ছেলে, কুমার, পোলা |
১৮২ | পুষ্প | কুসুম, ফুল, রঙ্গনা, প্রসূন |
১৮৩ | পূর্ণ | পুরা, ভর্তি, সফল, সিদ্ধ, সম্পূর্ণ, সমাপ্ত |
১৮৪ | পৃথিবী | ভুবন, জগৎ, ধরনী, ধরা, বিশ্ব, অদিতি, পৃথ্বি |
১৮৫ | পেলব | কোমল, মৃদু, লঘু, সুন্দর, নিপুণ, নরম |
১৮৬ | পেষণ | দলন, মর্দন, বাঁটা, চূর্ণন, পেষা |
১৮৭ | প্রকৃতি | স্বভাব, চরিত্র, ধর্ম, নিসর্গ |
১৮৮ | প্রবৃত্তি | অভিরুচি, স্পৃহা, ব্যাপৃত, চেষ্টা, নিয়োগ |
১৮৯ | প্রভু | মনিব, স্বামী, ঈশ্বর, কর্তা, অধিপতি |
১৯০ | ফাঁকি | অবহেলা, বঞ্চনা, প্রতারণা, ঠকামি, ভোগা |
১৯১ | বড় | জ্যেষ্ঠ, ধনী, শ্রেষ্ঠ, শীর্ষ, উচ্চ, মহৎ |
১৯২ | বদ | দুষ্ট, মন্দ, অসাধু, অসৎ, কর্কশ, খারাপ |
১৯৩ | বন | অরণ্য, অটবী, জঙ্গল, কানন, বনানী, বনভূমি |
১৯৪ | বন্ধ | বাঁধা, আবদ্ধ, রুদ্ধ, যুক্ত, ন্যস্ত , বিন্যস্ত |
১৯৫ | বন্ধু | সখা, মিত্র, সুহৃদ, বান্ধব, স্বজন, প্রিয়জন |
১৯৬ | বন্ধুত্ব | মৈত্রী, সৌহার্দ, সখ্য, মিতালি, দোস্তি |
১৯৭ | বন্যা | প্লাবন, বান, জলচ্ছ্বাস, জোয়ার, কোটাল |
১৯৮ | বর | বরণীয়, পতি, স্বামী, জামাই |
১৯৯ | বশ | অধীন, আয়ত্ত, অধীনতা, বশবর্তিতা |
২০০ | বসন্ত | মধুকাল, রাগ, ঋতুরাজ, মধুমাস |
২০১ | বসা | উপবেশন, স্থাপন, সক্রিয় হওয়া |
২০২ | বস্ত্র | বসন, পরিধেয়, কাপড়, পোশাক |
২০৩ | বহু | যথেষ্ট, অধিক, অনেক, প্রচুর, বেশি |
২০৪ | বাদ | বাতিল, কথন, ভাষণ, উক্তি, বিয়োগ, ত্যাগ |
২০৫ | বায়ু | হাওয়া, বাতাস, পবন, সমীর, সমীরণ |
২০৬ | বাস্তু | বাসস্থান, বাসগৃহ, বাসভূমি, আবাস |
২০৭ | বিচক্ষণ | বহুদর্শী, দূরদর্শী, অভিজ্ঞ, কর্মদক্ষ |
২০৮ | বিচার | বিবেচনা, যুক্তিপ্রয়োগ, তর্ক, মীমাংসা |
২০৯ | বিচিত্র | বিভিন্ন, রকমারি, রকমফের, বিবিধ, নানান |
২১০ | বিদ্যুৎ | তড়িৎ, বিজলি, শম্পা, চপলা, চঞ্চলা |
২১১ | বিধি | নিয়ম, বিধান, আইন, পদ্ধতি, উপায় |
২১২ | বিফল | ফলহীন, অচল, নিষ্ফল, অসমর্থ, ব্যর্থ |
২১৩ | বিবাহ | বিয়ে, পরিণয়, পাণিগ্রহণ, উদ্বাহ, শাদি |
২১৪ | বিমান | উড়োজাহাজ, হাওয়াই জাহাজ, আকাশযান |
২১৫ | বিয়োগ | বিচ্ছেদ, বিরহ, মৃত্যু, অভাব |
২১৬ | বিরক্ত | বিমুখ, বিপ, অপ্রসন্ন, বিদ্বিষ্ট, ক্ষুব্ধ |
২১৭ | বিশৃঙ্খল | ব্যতয়, গোলমাল, গোলযোগ |
২১৮ | বৃক্ষ | তরু, মহিরুহ, উদ্ভিদ, গাছপালা |
২১৯ | বৃহৎ | বিশাল, প্রকাণ্ড, মস্ত , বিপুল, বড় |
২২০ | ভগ্ন | ভাঙা, খণ্ডিত, চূর্ণিত, দুমড়ানো, কুঞ্চিত |
২২১ | ভজন | স্তুতি, আরাধনা, সেবা, প্রশংসা |
২২২ | ভয় | শঙ্কা, ত্রাস, ভীতি, ডর |
২২৩ | ভয়ানক | ভয়ঙ্কর, ভয়াবহ, খুব, ভীষণ |
২২৪ | ভর | অবলম্বন, নির্ভর, সহযোগিতা, ভার |
২২৫ | ভাই | ভ্রাতা, সহোদর, ভাইয়া, ভায়া |
২২৬ | ভাগ্য | বিধি, কপাল, নসিব, তকদির, নিয়তি |
২২৭ | ভাব | সত্তা, অস্তিত্ব, স্থিতি হওয়া |
২২৮ | ভুল | ভ্রম, ভ্রান্তি , ত্রুটি, প্রমাদ, গলদ, দোষ |
২২৯ | ভ্রমর | ভোমরা, মৌমাছি, মধুকর, মধুপ, অলি |
২৩০ | মাতা | জননী, মা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মধাত্রী |
২৩১ | মৃত্যু | মরণ, নিধন, ইন্তেকাল, মহাপ্রস্থান |
২৩২ | রাজা | রাজ্যপাল, নৃপতি, ভূপতি, মহীপাল, সম্রাট |
২৩৩ | রানি | রাজ্ঞী, মহিষী, সম্রাজ্ঞী, রাজমহিষী, বেগম |
২৩৪ | শিক্ষক | গুরু, ওস্তাদ, মাষ্টার, টিচার |
২৩৫ | হরিণ | মৃগ, কুরঙ্গ, সাঙ্গ, সৃনয়ন |
২৩৬ | হস্তি | হাতি, করী, গজ, দ্বিপ, মাতঙ্গ |
2016 – 2024 সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন
চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ, নিয়োগ পরিক্ষা আসা গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ এক সাথে
আজকের : সমার্থক শব্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগ ও চাকরির পরীক্ষায় জন্য কমন, সমার্থক শব্দ ব্যাংক বিসিএস সরকারি চাকরির জন্য কমন উপযোগী গুরুত্বপূর্ণ