কমে গেলো কারিগরি শিক্ষা পরীক্ষার সময়

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে আগামী ০৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ডিপ্লোমা পর্যায়ের পরীক্ষার সময় কমানো হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রস্তুতি কথা বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আজ শনিবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মাে. মােরাদ হােসেন মােল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০১০ ও ২০১৬ প্রবিধানের আওতায় পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে মুদ্রিত মােট নম্বরের ৫০% নম্বরের উত্তর দিতে হবে (সকল বিভাগের যে কোন প্রশ্ন থেকে)। ২০১০ ও ২০১৬ প্রবিধানের সকল বিষয়ের ৩ ঘন্টার পরীক্ষা ১ ঘন্টা এবং ২ ঘন্টার পরীক্ষা ১ ঘন্টা ৩০মিনিট মেয়াদে অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মাে. আমিনুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মাে. সানােয়ার হােসেন। এছাড়া সভায় সরকারি ও বেসরকারি ডিপ্লোমা পর্যায়ের ইন্সটিটিউটের অধ্যক্ষ ও পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুর রহমান বলেন, সভায় আসন্ন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা-২০২০ সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় প্রশাসন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহায়তা কামনা করা হয়েছে।

নোটিস

Leave a Comment