করণীয়ঃ উপরিউক্ত তথ্যাবলি হতে একটি সমম্বয় দাক্ষিণা তৈরি কর

২. নিম্নোক্ত লেনদেনগুলের সমন্বয় দাখিল প্রদান কর ।

ক ) সমাপনী মজুদ পণ্য ১৮,০০০ টাকায় মূল্যায়ন হয়েছে ; কিন্তু এর মধ্যে আগুনে বিনষ্ট পনা ৫০০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে । বীমা কোম্পানি মাত্র ৩০০ টাকা দাবি স্বীকার করেছে ।
খ ) মজুরি ও বেতন যথাক্রমে ৫০ টাকা ও ৮০০ টাকা বকেয়া রয়েছে ।
গ ) বীমা সেলামি অগ্রিম প্রদত্ত হয়েছে ৬০০ টাকা ।
ঘ ) যন্ত্রপাতি ও আসবাবপত্রের উপর যথাক্রমে ১,২০০ টাকা এবং ৪০০ টাকা অবচয় ধার্য করতে হবে ।
ঙ ) প্রাপ্য হিসাবের ৩,০০০ টাকা আদায়যােগ্য নয় ।
চ ) প্রদেয় হিসাবের উপর বাট্টা সঞ্চিতির পরিমান ৫৫০ টাকা ।
ছ ) ৭,০০০ টাকার আসবাবপত্র বিক্রয় ভুলে বিক্রয় হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে ।
জ ) অগ্রিম প্রাপ্ত উপভাড়ার পরিমাণ ১,৩০০ টাকা ।
এ ) বিজ্ঞাপন বিলম্বিত করতে হবে ৩,০০০ টাকা ।

করণীয়ঃ উপরিউক্ত তথ্যাবলি হতে একটি সমম্বয় দাক্ষিণা তৈরি কর ।

Untitled 1

Honers

1 thought on “করণীয়ঃ উপরিউক্ত তথ্যাবলি হতে একটি সমম্বয় দাক্ষিণা তৈরি কর”

Leave a Comment