যেকোনো বিষয়ে ভুল ধারণা দূর করার প্রধান হাতিয়ার হল সঠিক তথ্য এবং সংশ্লিষ্ট-বিষয়ক পরিসংখ্যানগুলো জানা।
করোনাভাইরাস বা কোভিড-১৯ নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করার লক্ষ্যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু তথ্য তুলে ধরা হলো জনস্বাস্থ্য-বিষয়ক সংস্থা ‘গ্যাভি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন্স অ্যান্ড ইমিউনাইজেইশন’য়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।
‘কোভিড-১৯’ কি ‘ফ্লু’য়ের চাইতেও খারাপ?
সব বয়সের মানুষের জন্যই ‘ইনফ্লুয়েঞ্জা’ বা ‘ফ্লু’য়ের তুলনায় ‘কোভিড-১৯’ কয়েকগুন বেশি ভয়ঙ্কর।
‘জন হপকিনস ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথ’য়ের প্রতিবেদন বলে, “শুধু যুক্তরাষ্ট্রে ‘কোভিড-১৯’ এখন পর্যন্ত যতগুলো প্রাণ কেড়ে নিয়েছে তা গত পাঁচ বছরে ‘ফ্লু’য়ে প্রাণহানির তুলনায় বেশি। যুক্তরাজ্যে ২০২০ সালের জানুয়ারি থেকে অগাস্ট মাসের মধ্যে কোভিড-১৯’য়ে মৃতের সংখ্যা ‘ফ্লু’ ও ‘নিউমোনিয়া’তে মোট প্রাণহানির তুলনায় ৩.৪ শতাংশ বেশি।”
যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভনশন (সিডিসি)’ তথ্যানুসারে, “যুক্তরাষ্ট্রে ২০১০ সাল থেকে হিসাব করলে প্রতিবছর ‘ফ্লু’ কেড়ে নিয়েছে ১২ হাজার থেকে ৬১ হাজার প্রাণ। আর ‘কোভিড-১৯’য়ে ঝরে গেছে তিন লাখ চার হাজারেরও বেশি জীবন।”
জনস্বাস্থ্যের অন্যান্য হুমকির সঙ্গে তুলনায় কোভিড-১৯’য়ের স্থান কোথায়?
এই বিষয়টা নির্ভর করে মানুষ কোথায় থাকে, তার বয়স কেমন- এসবের ওপর।
কিছু দেশে কোভিড-১৯’য়ের ধাক্কা প্রলয়ঙ্কারী, কোথাও আবার মৃদু।
কিছু বয়সের মানুষের জন্য কোভিড-১৯ প্রাণঘাতি, কিছু বয়সের মানুষের জন্য শুধুই শারীরিক অসুস্থতা।
শুধু করোনাভাইরাস-ই যে এর জন্য দায়ী সেটাও কিছু দেশের জন্য পুরোপুরি সত্য নয়।
একটি দেশের চিকিৎসা সেবার নিম্নমান, টিকার দুষ্প্রাপ্যতা, জনসাধারণের অসচেনতা ও চিকিৎসা নিতে অনিহা ইত্যাদির কারণেও লাখো মানুষ ঝুঁকির মুখে পড়ে।
প্রাপ্তবয়স্কদের সঙ্গে তুলনা করলে করোনাভাইরাস শিশুদেরকে আঘাত হেনেছে সামান্যই, তবে শিশুদের ওপর এই মহামারীর পরোক্ষ প্রভাব সামান্য হবে না।
নিউ ইয়র্কের স্বাস্থ্য ও গবেষণামূলক প্রতিষ্ঠান ‘গুটমাকার ইন্সটিটিউট’য়ের হিসেবে অনুযায়ী, “গর্ভবতী মা ও নবজাতক শিশুর চিকিৎসা ব্যবস্থার মান মাত্র ১০ শতাংশ নিচে নামার কারণে প্রায় এক লাখ ৬৮ হাজার নবজাতক ও ২৮ হাজার মায়ের প্রসবকালীন জটিলতা থেকে মৃত্যু হওয়া সম্ভব। শুধু তাই নয়, প্রায় সাড়ে ২০ লাখ শিশুর গুরুতর দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে একই কারণে।”
“ইউরোপে ‘কোভিড-১৯’ রোগীর সংখ্যা যখন সর্বোচ্চ তখন এই রোগে ওই দেশে মারা যাওয়া মানুষের সংখ্যা সাধারণ সময়ে ক্যান্সারের মারা যাওয়া মানুষের সংখ্যার প্রায় দ্বিগুন ছিল।”
মাস্ক ব্যবহার কতটা জরুরি? আর তা দিয়ে নাক ঢাকাও কি দরকার?
সংক্রমণ ঠেকাতে মাস্ক কার্যকর উপায়। মাস্ক কতটুকু সুরক্ষা দেবে তা নির্ভর করে এর গুনগত মান, পরার ধরন এবং কতটা সময় ভালোভাবে পরে থাকছে এবং ওই ব্যক্তির আশপাশে থাকা তরলকণার বিচরণের ধরনের ওপর।
শুধু মাস্ক পুরোপুরি ভাইরাস থেকে সুরক্ষা দিতে পারে না ঠিক। তবে সুরক্ষা কবচ হিসেবে মাস্কের ভূমিকাটাই বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই মাস্ক পরার উদ্দেশ্য নিজেকে সুরক্ষিত রাখা নয়, আশপাশের মানুষকে সুরক্ষিত রাখা। এরসঙ্গে সামাজিক দূরত্ব আর ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা যুক্ত হলে তবেই একটি শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা তৈরি হয়।
এখন মাস্ক দিয়ে শুধু মুখ ঢেকে আর নাক অনাবৃত রাখলে সুরক্ষার মাত্রা অর্ধেকটাই কমে গেল, ফলে মাস্ক পরাটাই অনেকাংশে পণ্ডশ্রমে পরিণত হলো।
মুখ মাস্কে ঢাকা থাকলেও নাক দিয়ে নিঃশ্বাসের সঙ্গে ভাইরাসযুক্ত তরলকণা প্রবেশ করতেই পারে বিনা বাধায়। একইভাবে চোখ সুরক্ষিত রাখাও জরুরি। বিশেষত, যেসব পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব।
অন্যদেশকে টিকা পেতে সাহায্য করায় সরকারে লাভ কী?
শুধু দান কিংবা বিবেকের তাড়না থেকে নয়, একটি দুস্থ রাষ্ট্রকে টিকা সরবরাহের মাধ্যমে সরবরাহকারী রাষ্ট্রেরও সুবিধা নিহিত।
চীনের উহান থেকে শুরু হওয়া মহামারী মাত্র তিন মাসের ব্যবধানে বিশ্বের ১৮০টি দেশে আঘাত হানে।
এর মানে হল বিশ্বের একটি দেশেও যদি ভাইরাসের অস্তিত্ব থেকে যায় তবে পুরো পৃথিবীরই ঝুঁকি থেকে যায়। তাই পৃথিবীর সবগুলো দেশে পর্যাপ্ত টিকা পৌঁছানো এবং সিংহভাগ জনগোষ্ঠীর টিকা গ্রহণ নিশ্চিত করার মাধ্যমে মৃত্যু ও অসুস্থতার তীব্রতা কমাতে না পারলে আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন কোনো কিছুই স্বাভাবিক হওয়া সম্ভব নয়।
২০০৯ সালের ‘এইচওয়ানএনওয়ান সোয়াইন ফ্লু’ মহামারীর সময় কিছু দেশ টিকা মজুদ করে। একই ঘটনা পুনরায় যদি ঘটে তবে বর্তমান মহামারী আরও অনেক দীর্ঘায়িত হবে।
বিশ্বের দরিদ্র দেশগুলোতে টিকা দান করা লাভ-ক্ষতির হিসাব বলে, প্রতি এক মার্কিন ডলার খরচ করার সুবাদে পরবর্তী সময়ে ধনী দেশগুলো ভবিষ্যত লোকসান কমাতে পারবে প্রায় ৪.৮০ মার্কিন ডলার পরিমাণ।
টিকা ছাড়া কি ‘হার্ড ইমিউনিটি’ পাওয়া সম্ভব?
‘হার্ড ইমিউনিটি’ অর্জন করার সবচাইতে কার্যকর উপায় যে গনহারে টিকাদান তার স্বপক্ষে সাক্ষ্য দেয় ইতিহাস।
এর বিকল্প হল প্রায় ৬০ শতাংশ জনগোষ্ঠী সংক্রমিত থেকে যাওয়া, অর্থাৎ সংক্রমণের লাগাম ছেড়ে দেওয়া।
এভাবে সংক্রমণের শিকার হওয়ার মাধ্যমে প্রাকৃতিকভাবে ‘হার্ড ইমিউনিটি’ অর্জনের চেষ্টা করলে মৃত্যুর হার হবে আরও অনেক বেশি বর্বর।
যুক্তরাষ্ট্রের ‘স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউট’য়ের রোগ-প্রতিষোধক বিশেষজ্ঞ ক্রিস্টিন অ্যান্ডারসেন’য়ের মতে, “করোনাভাইরাসের বিরুদ্ধে প্রাকৃতিক ‘ইমিউনিটি’ টিকে থাকে সর্বোচ্চ কয়েক বছর। তাই প্রাকৃতিকভাবে ‘হার্ড ইমিউনিটি’ অর্জন করতে চাওয়া ডেকে আনবে অপ্রয়োজনীয় এবং অবর্নণীয় মাত্রার মৃত্যু।”
অল্প সময়ে তৈরি হওয়া টিকা কী ভরসাযোগ্য?
‘কোভিড-১৯’ টিকা যে অল্প সময়ে তৈরি হয়েছে তা বিশ্বে নজিরবিহীন। এর পেছনে ছিল অভূতপূর্ব বৈশ্বিক আর্থিক ও মেধার বিনিয়োগ। এখন পর্যন্ত যতগুলো টিকা স্বীকৃতি পেয়েছে সবগুলোই বিশদ ‘ক্লিনিকাল ট্রায়াল’য়ের মধ্য দিয়ে গেছে, সঙ্গে ছিল শক্ত নিরাপত্তা ব্যবস্থাও।
‘কোভ্যাক্স’ টিকার উৎপাদন তদারকি হয় ‘গ্যাভি, দ্য কোয়ালিশন ফল এপিডেমিক প্রিপেয়ারডনেস ইনোভেইশন (সিইপিআই)’ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইডও)’র মিলিত উদ্যোগে।
প্রস্তুতকারকরা উৎপাদন শুরু করে টিকা অনুমোদন পাওয়ার আগে থেকেই। এমন উৎপাদন সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ হলেও অনুমোদন পাওয়া সঙ্গে সঙ্গেই টিকা সরবরাহ করা সম্ভব এমন নিশ্চয়তা আসে সেই ঝুঁকি থেকেই।
আর এর বিকল্প হতে পারতো কয়েক বছরের বিলম্ব।
পুনরায় বা একাধিকবার সংক্রমিত হওয়ার ঝুঁকি কেমন?
সাধারণ সর্দিজ্বরের পেছনেও দায়ী করোনাভাইরাসের-ই একটি ধরণ। সেগুলোর মতো ‘কোভিড-১৯’ রোগ সৃষ্টিকারী করোনাভাইরাসও একজন মানুষকে একাধিকবার সংক্রমিত করতে সক্ষম, আর এমন ঘটনার নজির দেখাও গেছে একাধিকবার।
পর্যালোচনামূলক মেডিকেল সাময়িকী ‘দ্য ল্যানসেট’য়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, “দ্বিতীয়বার সংক্রমিত হলে উপসর্গের দিক থেকে তা প্রথম সংক্রমণের তুলনায় আরও ভয়ানক হয়। এমনকি ‘অ্যান্টিবডি টেস্ট’ থেকে দেখা যায় যে, শরীরে ভাইরাসের বিরুদ্ধে ‘অ্যান্টিবডি’ তৈরি হয়েছে, তারপরও পুনরায় সংক্রমণ সম্ভব। তবে হ্যাঁ, সম্ভাবনা কম।”
একটি ভাইরাস সংক্রমণের শিকার হওয়ার পর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার সেই ভাইরাসের বিরুদ্ধে নেওয়া বিশদ জটিল প্রতিক্রিয়ার একটি অংশ হল ‘অ্যান্টিবডি’।
তাই শুধু ‘অ্যান্টিবডি’ করোনাভাইরাসকে প্রতিহত করার জন্য যথেষ্ট নয়।
নিয়মিত সাবান দিয়ে ধোয়া কি করোনাভাইরাস থেকে বাঁচাতে যথেষ্ট?
মাস্ক ব্যবহারের মতো নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু এটাই করোনাভাইরাস থেকে বাঁচাতে সর্বেসর্বা নয়। সকল স্বাস্থ্যবিধি একে অপরের পরিপূরক, সবকিছু সঠিকভাবে মেনে চলার মিলিত প্রয়াসেই সৃষ্টি হয় সুরক্ষা।
তাই হাত ধোয়া যেমন বন্ধ করা যাবে না তেমনি শুধু হাত ধুয়ে অন্যান্য স্বাস্থ্যবিধি না মানলে কাজ হবে না।
সুস্থ আর স্বাস্থ্যবান হলেই কি একজন মানুষ নিশ্চিন্ত থাকতে পারে?
স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চলা অনেক খেলোয়াড়, ব্যায়ামবীরও করোনাভাইরাসের কাছে ধরাশায়ী হয়েছেন, এমনকি প্রাণও হারিয়েছেন অকালে।
২৫ থেকে ৪৪ বছর বয়সিদের ‘কোভিড-১৯’য়ে মৃত্যুর হার নিয়ে যুক্তরাষ্ট্র-ভিত্তিক পরিসংখ্যান বলে, ২০২০ সালের জুলাই মাসে অন্যান্য মাসগুলোর তুলনার ‘কোভিড-১৯’য়ে প্রায় ১২ হাজারের বেশি ওই বয়সের মানুষের মৃত্যু হয়েছে।
যার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে বিশের কোঠায় যাদের বয়স তাদের জন্য ২০২০ সালের জুলাই মাসটি ছিল সবচাইতে প্রাণঘাতি।
আবার এটাও ঠিক যে তাদের সবার মৃত্যুর কারণ সরাসরি করোনাভাইরাস ছিল না, তবে ছিল বড় ধরনের ভূমিকা।
১. করোনা (কভিড-১৯) কোন ধরনের ভাইরাস?
ক) আরএনএ ভাইরাস
খ) ডিএনএ ভাইরাস গ) এমআরএনএ ঘ) আরএনএ+ডিএনএ
২. বাংলাদেশে প্রথম কত তারিখে করোনা রোগী শনাক্ত হয়?
ক) ৩ মার্চ, ২০২০ খ) ৮ মার্চ, ২০২০ গ) ২ এপ্রিল, ২০২০ ঘ) ৮ এপ্রিল, ২০২০৩. কোন দেশ থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়? করোনাভাইরাস রোগের প্রাদুর্ভাব প্রথম কোন দেশে দেখা দেয়?
ক) ইতালি খ) দক্ষিণ কোরিয়া গ) চীন ঘ) জাপান
৪. চীনের কোন প্রদেশে প্রথম করোনাভাইরাস দেখা যায়?
ক) উহান খ) উনবেন গ) সাংহাই ঘ) হুবেই
৫. ২০২০ সালের জানুয়ারিতে চীনের কোন শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়?
ক) হুবেই খ) উহান গ) বেইজিং ঘ) সাংহাই
৬. করোনাভাইরাসকে আন্তর্জাতিকভাবে কী নামে আখ্যায়িত করা হয়েছে?
ক)COVID-19 খ) NOVEL গ) CORONA-19 ঘ) NOVEL-19
৭. করোনাভাইরাস নিয়ে তথ্য গোপন করার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য চীনের বিরুদ্ধে মামলা করেছে?
ক) মিজৌরি খ) নিউ ইয়র্ক গ) ক্যালিফোর্নিয়া ঘ) আলাস্কা
৮. জাতিসংঘের কোন সংস্থাটি করোনাভাইরাসকে ‘Pandemic’ ঘোষণা করে?
ক) ECOSOC খ) FAO গ) HRC ঘ) WHO
৯. বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম ব্যক্তি কবে মারা যায়?
ক) ১৮ মার্চ, ২০২০
খ) ২৮ মার্চ, ২০২০
গ) ১৮ এপ্রিল, ২০২০
ঘ) ২৮ এপ্রিল, ২০২০
১০. করোনাভাইরাসে পৃথিবীতে সেপ্টেম্বর-২০২১ পর্যন্ত আনুমানিক কত লোক মারা গিয়েছে?
ক) ১ মিলিয়ন খ) ২ মিলিয়ন গ) ২.৫ মিলিয়ন
ঘ) ২.৭ মিলিয়ন
১১. বাংলাদেশে এখন পর্যন্ত কতটি করোনা ভ্যাকসিনের টিকার অনুমোদন দেওয়া হয়? ক) ৪ খ) ৫ গ) ৬ ঘ) ৭
১২. করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বের কোন দেশ প্রথম প্রাণীর জন্য ভ্যাকসিন প্রবর্তন করে?
ক) চীন খ) রাশিয়া গ) যুক্তরাষ্ট্র ঘ) ইসরায়েল
১৩. বাংলাদেশে কোন বছর বয়সসীমার গ্রুপের শিক্ষার্থীদের করোনা টিকাদান শুরু হয়েছে?
ক) ১২-১৭ খ) ১২-১৮ গ) ১১-১৬ ঘ) ১১-১৮
১৪. করোনার টিকা উৎপাদনকারী ‘অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা’ কোন দেশের প্রতিষ্ঠান?
ক) যুক্তরাজ্য খ) ভারত
গ) জার্মানি ঘ) যুক্তরাষ্ট্র
১৫. অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা সর্বপ্রথম ব্যবহারের অনুমতি দেয়—
ক) যুক্তরাজ্য খ) ভারত গ) জার্মানি ঘ) যুক্তরাষ্ট্র
১৬. রাশিয়া কর্তৃক উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের নাম কী?
ক) সিনোভ্যাক খ) কোভিশিল্ড গ) স্পুটনিক-ভি ঘ) ভস্টক
১৭. করোনার ভ্যাকসিন প্রস্তুতকারক ‘সিনোভ্যাক বায়োটেক’ কোন দেশের প্রতিষ্ঠান?
ক) চীন খ) রাশিয়া গ) যুক্তরাজ্য ঘ) যুক্তরাষ্ট্র
১৮. করোনাভাইরাস প্রতিরোধে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৫০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়? [জীবন বীমা করপোরেশনের কম্পিউটার অপারেটর-২০২১]
ক) চীন খ) যুক্তরাষ্ট্র গ) রাশিয়া ঘ) সৌদি আরব
১৯. করোনা প্রতিরোধে প্রথম ট্যাবলেট ‘মলনুপিরাভির’-এর প্রস্তুতকারক কে? [নার্সিং অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স-২০২১]
ক) যুক্তরাষ্ট্র খ) চীন গ) যুক্তরাজ্য ঘ) রাশিয়া
২০. বাংলাদেশে কভিড-১৯ টিকা কার্যক্রম ব্যবস্থাপনার ওয়েবসাইট বা অ্যাপ কোনটি?/কভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে তথ্য-প্রযুক্তি বিভাগের প্রস্তুতকৃত অ্যাপের নাম কী?
ক) সুরক্ষা খ) বঙ্গভ্যাক্স গ) কভিড ঘ) সেবা
২১. কুর্মিটোলা হাসপাতালে রুনু ভেরোনিকা কস্তাকে টিকা প্রদানের মাধ্যমে কোন তারিখে বাংলাদেশে কভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়?
ক) ২০-০১-২০২১ খ) ২২-০৭-২০২১ গ) ২৫-০১-২০২১
ঘ) ২৭-০১-২০২১
২২. বাংলাদেশে প্রথমে করোনার কোন ভ্যাকসিন প্রয়োগ হয়েছে?
ক) ফাইজারের বায়োএনটেক খ) সিনোভ্যাকের করোনাভ্যাক
গ) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড
ঘ) জনসন অ্যান্ড জনসনের জনসেন
উত্তর মিলিয়ে নিন : ১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. ক ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. ক ২০. ক ২১. ঘ ২২. গ।
কখন মাস্ক ব্যবহার করা উচিত
কোভিড-নাইন্টিননে আক্রান্ত কোনো রোগীকে সেবা করার সময় মাস্ক ব্যবহার করা উচিত। এছাড়া মাস্ক ব্যবহার তখনই সঠিক হবে যখন আপনি মাস্ক ব্যবহারের পাশাপাশি অবশ্যই আপনার হাত দুটিকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার রাখবেন। সেই সঙ্গে আপনার ব্যবহৃত মাস্ক কখন ফেলে দেবেন সেটাও জানা উচিত।
করোনা ভাইরাস কি শুধু বৃদ্ধদের আক্রান্ত করে, কমবয়সীদের ওপর এর কোনো কার্যকারিতা কি নেই?
সব বয়সের মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এর মধ্যে বয়স্ক মানুষ এবং কিছু জটিল রোগে আক্রান্ত যেমন যাদের এজমা, ডায়াবেটিক, হৃদরোগ রয়েছে তাদের এই ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হওয়ার শঙ্কা বেশি রয়েছে।
এন্টিবায়োটিক ওষুধ কি করোনা ভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত হয়?
কোনো এন্টিবায়োটিক ওষুধ করোনা ভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত হয় না। শুধুমাত্র ব্যাকটেরিয়াল ডিজিজে এন্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা হয়। তবে আপনি যদি কোভিড-নাইন্টিনের কারণে হাসপাতালে ভর্তি হন। তখন আপনার চিকিৎসায় এন্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা হতে পারে। কারণ একই সঙ্গে আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশনের সম্ভাবনাও রয়েছে।
করোনা ভাইরাসের চিকিৎসায় কি সুনির্দিষ্ট ওষুধ আছে?
এখন পর্যন্ত করোনা ভাইরাসের চিকিৎসায় সুনির্দিষ্ট ওষুধ আবিষ্কার হয়নি।
চীন থেকে আসা কোনো চিঠি বা লাগেজ গ্রহণ করলে কি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে?
না। কোনো সম্ভাবনা নেই। চীন থেকে আসা চিঠি বা পার্সেল বা লাগেজ গ্রহণ করলে কিছু হবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে লাগেজ, চিঠি বা পার্সেলের মতো বস্তু দীর্ঘ সময় করোনার জীবানু বেঁচে থাকতে পারে না।
গৃহপালিত পশুপাখি থেকে কি করোনা ভাইরাস ছড়াতে পারে?
এই মুহূর্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে গৃহপালিত পশুপাখি থেকে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে গৃহপালিত পশুপাখিকে ধরার পর অবশ্যই পানি ও সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া উচিত।
নিউমোনিয়ার ভ্যাকসিন কি করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে কাজ করে?
নিউমোনিয়ার প্রতিষেধক ভ্যাকসিন করোনা ভাইরাস প্রতিষেধক হিসেবে কোনো কাজ করে না।
প্রতিদিন লবণ পানি বা স্যালাইন দিয়ে নাক ধুলে কি করোনা ভাইরাস আক্রান্ত হওয়া ঠেকানো যায়?
না। এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, নিয়মিত লবণ পানি বা স্যালাইন দিয়ে নাক ধুলে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব।
১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক
Professor Primary Assistant Teacher book লিংক
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
ইংরেজি
ইংরেজি ব্যাকরণ
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
Parts of Speech | প্রশ্ন ও উত্তর লিংক | Abbreviations or Elaboration Terms | প্রশ্ন ও উত্তর লিংক |
Article | প্রশ্ন ও উত্তর লিংক | One word Substitutions | প্রশ্ন ও উত্তর লিংক |
Appropriate Preposition | প্রশ্ন ও উত্তর লিংক | English literature | প্রশ্ন ও উত্তর লিংক |
Preposition | প্রশ্ন ও উত্তর লিংক | Sentence Correction | প্রশ্ন ও উত্তর লিংক |
Right forms of verb | প্রশ্ন ও উত্তর লিংক | Translation /Vocabulary | প্রশ্ন ও উত্তর লিংক |
Voice | প্রশ্ন ও উত্তর লিংক | Spelling | প্রশ্ন ও উত্তর লিংক |
Narration | প্রশ্ন ও উত্তর লিংক | Synonym-Antonym | প্রশ্ন ও উত্তর লিংক |
Phrase and Idioms | প্রশ্ন ও উত্তর লিংক | Word Meaning | প্রশ্ন ও উত্তর লিংক |
prefix and suffix | প্রশ্ন ও উত্তর লিংক | প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
বাংলা
বাংলা ব্যাকরণ
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
সন্ধি | প্রশ্ন ও উত্তর লিংক | শেখ হাসিনা | প্রশ্ন ও উত্তর লিংক |
বিপরীত শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান | প্রশ্ন ও উত্তর লিংক |
সমার্থক শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | জাতীর ৪ নেতা | প্রশ্ন ও উত্তর লিংক |
শুদ্ধ বানান | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন চুক্তি বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত | প্রশ্ন ও উত্তর লিংক |
এককথায় প্রকাশ | প্রশ্ন ও উত্তর লিংক | মুক্তিযুদ্ধ সেক্টর | প্রশ্ন ও উত্তর লিংক |
তৎসম অর্ধতৎসম তদ্ভব বিদেশী ও দেশি শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | রােহিঙ্গা সমস্যা | প্রশ্ন ও উত্তর লিংক |
উপসর্গ | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের জনপদ | প্রশ্ন ও উত্তর লিংক |
সমাস | প্রশ্ন ও উত্তর লিংক | সংবিধান | প্রশ্ন ও উত্তর লিংক |
বাগধারা, প্রবাদ ও প্রবচন | প্রশ্ন ও উত্তর লিংক | মুক্তিযুদ্ধ | প্রশ্ন ও উত্তর লিংক |
কারক-বিভক্তি | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের ভৌগলিক | প্রশ্ন ও উত্তর লিংক |
যুক্ত বর্ণের | প্রশ্ন ও উত্তর লিংক | কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যু | প্রশ্ন ও উত্তর লিংক |
ধ্বনি, বর্ণ | প্রশ্ন ও উত্তর লিংক | উপন্যাস/রচনাসমগ্র | প্রশ্ন ও উত্তর লিংক |
বাক্য (সরল, জটিল, যৌগিক) | প্রশ্ন ও উত্তর লিংক | ভাষা আন্দোল | প্রশ্ন ও উত্তর লিংক |
পদ নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক | বিখ্যাত স্থান | প্রশ্ন ও উত্তর লিংক |
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব | প্রশ্ন ও উত্তর লিংক | স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের চলচ্চিত্র | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
গণিত
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) | প্রশ্ন ও উত্তর লিংক | বীজগাণিতিক মান নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক |
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফা | প্রশ্ন ও উত্তর লিংক | উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক |
ল.সা.গু, গ.সা.গু | প্রশ্ন ও উত্তর লিংক | ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র | প্রশ্ন ও উত্তর লিংক |
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য) | প্রশ্ন ও উত্তর লিংক | আয়তক্ষেত্রের বেসিক সূত্রের অংকসমূহ, সরলরেখা | প্রশ্ন ও উত্তর লিংক |
অনুপাত:সমানুপাত | প্রশ্ন ও উত্তর লিংক | গাছের উচ্চতা/ মিনারের উচ্চতা | প্রশ্ন ও উত্তর লিংক |
সংখ্যা পদ্ধতি | প্রশ্ন ও উত্তর লিংক | মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি | প্রশ্ন ও উত্তর লিংক |
বিগত সালে প্রশ্ন | প্রশ্ন ও উত্তর লিংক | পরিমাপ ও পরিমান | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
কম্পিউটার
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
তথ্য ও প্রযুক্তি লিখিত প্রশ্ন উত্তর | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | প্রশ্ন ও উত্তর লিংক |
কম্পিউটার | প্রশ্ন ও উত্তর লিংক | সেটেলাইট-১ | প্রশ্ন ও উত্তর লিংক |
LAN, WAN কম্পিউটার নেটওয়ার্ক | প্রশ্ন ও উত্তর লিংক | কম্পিউটার সংক্ষিপ্ত শব্দের পূর্ণরুপ | প্রশ্ন ও উত্তর লিংক |
গুগল | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীড | প্রশ্ন ও উত্তর লিংক |
৩জি,৪জি, ৫ জি | প্রশ্ন ও উত্তর লিংক | ||
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
General Knowledge (GK) সাধারণ জ্ঞান ও বিজ্ঞান
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
ইতিহাস , সভ্যতা ও সংস্কৃতি | প্রশ্ন ও উত্তর লিংক | পুরস্কার ও সম্মাননা | প্রশ্ন ও উত্তর লিংক |
গভর্নর জেনারেল ও ভাইসরয়দের তালিকা | প্রশ্ন ও উত্তর লিংক | খেলাধুলা | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলার শাসন আমল | প্রশ্ন ও উত্তর লিংক | জিন-কোষ | প্রশ্ন ও উত্তর লিংক |
ভূপ্রকৃতি ও জলবায়ু | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন রোগব্যাধি | প্রশ্ন ও উত্তর লিংক |
বিখ্যাত উক্তি | প্রশ্ন ও উত্তর লিংক | পরিমাপক যন্ত্র | প্রশ্ন ও উত্তর লিংক |
সংক্ষিপ্ত রূপ বা বিস্তারিত শর্তাবলী | প্রশ্ন ও উত্তর লিংক | রসায়ন | প্রশ্ন ও উত্তর লিংক |
আন্তর্জাতিক সংস্থার সংক্ষিপ্ত নাম | প্রশ্ন ও উত্তর লিংক | ভূগোল | প্রশ্ন ও উত্তর লিংক |
আন্তর্জাতিক দিবস ও জাতীয় দিবস | প্রশ্ন ও উত্তর লিংক | পদার্থ বিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
বিভিন্ন দেশের আয়তন ও রাজধানী | প্রশ্ন ও উত্তর লিংক | জীববিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
বিভিন্ন দেশের মুদ্রা নাম | প্রশ্ন ও উত্তর লিংক | গাণিতিক পরিমাপের একক | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের আলােচিত ঘটনাবলী | প্রশ্ন ও উত্তর লিংক | সাধারণ বিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
সাম্প্রতিক সোস্যাল মিডিয়া | প্রশ্ন ও উত্তর লিংক | ||
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
বাংলাদেশ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ নিয়োগ পরীক্ষার সাজেশন