কর্মী ছাটাইয়ের ফলে প্রতিষ্ঠানের যে পরিস্থিতির উদ্ভব হয় তা বিশ্লেষণ কর

কর্মী ছাটাইয়ের ফলে প্রতিষ্ঠানের যে পরিস্থিতির উদ্ভব হয় তা বিশ্লেষণ কর।
নির্দেশনাঃ

ক. কমী ও কর্মী ছাটাই এর ধারণা ব্যাখ্যা করবে।
খ, কর্মী ছাটাইয়ের ফলাফল বর্ণনা প্রদান করবে।
গ. ছাটাইয়ের পক্ষে যুক্তি প্রদান করবে।
ঘ, উত্তরের স্বপক্ষে নিজস্ব মতামত প্রদান করবে।

উত্তর সমূহ:


ক. কমী ও কর্মী ছাটাই এর ধারণা ব্যাখ্যা করবে।

উত্তর :

বর্তমান অর্থনৈতিক প্রতিকূলতার কারণে অনেক প্রতিষ্ঠানই প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় কমানোর জন্য কর্মী ছাটাই করছে।

কিন্তু একটা কোম্পানী চাইলেই কি কোন কর্মী ছাটাই করতে পারবে?বাংলাদেশ শ্রম আইন  ২০০৬-এর চ্যাপ্টার দুইতে শ্রমিক ছাটাই সম্পর্কিত পদক্ষেপ নিয়ে আলাদা আলাদা নিয়মের উল্লেখ রয়েছে। কিন্তু চাকুরীর অবসানের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক খাতের কর্মী কি ধরনের আর্থিক সুবিধা পাবেন সেই ব্যাপারেও বাংলাদেশে নির্দিষ্ট কোন আইন নেই। কাজের ধরনের উপর নির্ভর করে শ্রমিক ও কর্মী নির্ধারিত হয়।

[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]

কর্মীরা সাধারণত প্রাতিষ্ঠানিক খাতে অফিস আদালতে কাজ করেন বলে মনে করা হয়। তবে প্রাতিষ্ঠানিক কার্যালয়েও শ্রমিক থাকতে পারেন। শ্রম আইন শুধু শ্রমিকদের ক্ষেত্রেই কাজে আসবে। প্রতিষ্ঠানের নিয়োগের সময় একজন কর্মী কি ধরনের দরকষাকষি করতে পেরেছে তার উপর নির্ভর করে কর্মীর চাকরির অবসায়নের সুযোগ-সুবিধা পরিমাণ নির্ধারিত হবে।

মাসিক মজুরীর ভিত্তিতে নিয়োজিত শ্রমিকের ক্ষেত্রে ৩০ দিনের, অন্য শ্রমিকের ক্ষেত্রে ১৪ দিনের  লিখিত নোটিশ প্রদান করিয়া কোন অস্থায়ী শ্রমিকের চাকুরীর অবসান করিতে পারিবেন, যদি না এই অবসান যে অস্থায়ী কাজ সম্পাদনের জন্য শ্রমিককে নিযুক্ত করা হইয়াছে উহা সম্পূর্ণ হওয়া, বন্ধ হওয়া, বিলুপ্ত হওয়া বা পরিত্যক্ত হওয়ার কারণে হয়৷ ২৬(২)

[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]


খ, কর্মী ছাটাইয়ের ফলাফল বর্ণনা প্রদান করবে।

উত্তর :

ছাটাইয়ের পক্ষে যুক্তি প্রদান করবে
ছাটাইয়ের পক্ষে যুক্তি প্রদান করবে
[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]


গ. ছাটাইয়ের পক্ষে যুক্তি প্রদান করবে।

উত্তর :

c
[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]


ঘ, উত্তরের স্বপক্ষে নিজস্ব মতামত প্রদান করবে।

উত্তর :

উত্তরের স্বপক্ষে নিজস্ব মতামত প্রদান করবে
[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]
[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]

Assignment

Leave a Comment