DTEV Exam Question Solution 2021 from below:
Post Name And Vacancy:
1. Office Sohayok/Gardener – 06
2. Office Sohayok – 118
Exam Date: 12 November 2021
Exam Time: 10.00 AM to 11.15 AM
সেটঃ খ
গণিত অংশ সমাধানঃ
১. a2-3a, a2-9, এবং a2-4a+3 এর গ.সা.গু কোনটি?
উত্তরঃ a-3
২. একটি শ্রেণিতে ৫০০ জন শিক্ষার্থী আছে, তাদের মধ্যে ৩০% ছাত্রী। ঐ শ্রেণিতে ছাত্র সংখ্যা কত?
উত্তরঃ ৩৫০
৩. ০.১ × ০.০০১ এর মান কোনটি?
উত্তরঃ ০.০০০১
৪. বার্ষিক ৫% হার সরল সুদে ৩০০০ টাকা কত বছরের সুদ ৪৫০ টাকা?
উত্তরঃ ৩ বছরে
৫. যে চতুর্ভুজের বাহুগুলো সমান্তরাল এবং সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কী বলা হয়?
উত্তরঃ রম্বস
৬. একটি সংখ্যাকে ১০ দিয়ে ভাগ করে ৮ দিয়ে গুণ করলে ১২০ হয়। সংখ্যাটি কত?
উত্তরঃ ১৫০
৭. একটি আয়তাকার ভূমির দৈর্ঘ্য প্রস্থের ৫ গুণ। প্রস্থ ৪ মিটার হলে ঐ ক্ষেত্রের পরিসীমা কত মিটার হবে?
উত্তরঃ ৪৮
৮. প্রথম ৭টি মৌলিক সংখ্যার যোগফল কত?
উত্তরঃ ৫৮
৯. ৪৫০কোণের সম্পূরক কোণের মান কত?
উত্তরঃ ১৩৫
১০. কবীর একটি কাজ ২০ দিনে এবং রহিম ঐ কাজটি ৩০ দিনে করতে পারে। তারা দুই জন মিলে একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে?
উত্তরঃ ১২ দিনে
১১. একটি শ্রেণির ২৫ জন ছাত্রের প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান পরিমাণ চাঁদা প্রদান করলে মোট কত টাকা উঠবে?
উত্তরঃ ৬০০
১২. চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে ৩ অংকের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
উত্তরঃ ১
১৩. p-1p=3 হলে p2+(1p)2 এর মান কত হবে?
উত্তরঃ ১১
১৪. এক হালি কলার দাম ১০ টাকা হলে ৫ সদস্য বিশিষ্ট পরিবারের প্রত্যেকে প্রতিদিন ০২টি কলা খেলে ঐ পরিবারের এক সপ্তাহে কলা বাবদ কত টাকা ব্যয় হবে?
উত্তর: ১৭৫
১৫. x এর মান কত হলে p(x – p) = q (x – q) হবে?
উত্তরঃ p + q
১৬. সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত?
উত্তরঃ ১৩ঃ১২ঃ৫
১৭. একটি দ্রব্য ২৫ টাকায় ক্রয় করে ২০ টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা ক্ষতি হবে?
উত্তরঃ ২০ টাকা
১৮. ৫০০ মি.লি. হ্যান্ড স্যানিটাইজারে অ্যালকোহল ও পানির অনুপাত ৩:২। উক্ত সেনিটাইজারে কত মি.লি পানি মিশালে অ্যালকোহল ও পানির অনুপাত ২:৩ হবে?
উত্তরঃ ২৫০ মি.লি
১৯. x+1x=5 হলে x3+1×3এর মান কত?
উত্তরঃ 2√5
২০. একজন ব্যাটসম্যান টি-২০ বিশ্বকাপে ৩ ইনিংসে ৩০,৪৫ ও ৫৫ রান করেন। চতুর্থ ইনিংসে কত রান করলে তার রানের গড় ৫০ হবে?
উত্তরঃ ৭০
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
২১. বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে?
উত্তর: রাষ্ট্রপতি
২২. প্রাকৃতিক লাঙ্গল বা কৃষকের বন্ধুু বলা হয় কাকে?
উত্তর: কেঁচোকে
২৩. চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে?
উত্তর: লর্ড কর্নওয়ালিশ
২৪. ২০২০ সালে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
২৫. টুইটার কী?
উত্তরঃ সামাজিক নেটওয়ার্কিং
২৬. বাংলাদেশে ‘হোয়াইট গোল্ড’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: চিংড়ি
২৭. বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
উত্তর: মেঘনা
২৮. বাংলাদেশের ব-দ্বীপ পরিকল্পনার মেয়াদ কত বছর?
উত্তর: ১০০ বছর
২৯. ইউনিয়ন পরিষদ কতজন প্রতিনিধি নিয়ে গঠিত?
উত্তর:১৩
৩০. বৃটিশ শাসনের বিরুদ্ধে বাঙ্গালীদের প্রথম বিদ্রোহ-
উত্তর: ফকির-সন্ন্যাসী বিদ্রোহ (১৭৬০-১৮০০ খ্রিস্টাব্দ)
বাংলা অংশ সমাধানঃ
৩১. ‘অনুরাগ’ এর বিপরীত শব্দ কোনটি?
উত্তর: বিরাগ
৩২. ‘জমিদার’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
উত্তর: জমিদারনি
৩৩. ‘পরীক্ষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর: পরি+ঈক্ষা
৩৪. ‘গোফ খেজুরে’ বাগধারাটির অর্থ-
উত্তর: নিতান্ত অলস
৩৫. বাক্যের মৌলিক উপাদান কোনটি?
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- মাইগ্রেন ব্যথার কারণ, মাইগ্রেন ব্যথার উপসর্গ,মাইগ্রেন ব্যথার প্রতিকার ,মাইগ্রেন ব্যথার প্রতিরোধ – বিস্তারিত গাইড
- মাথাব্যথার কারণ ও প্রতিকার: একটি সম্পূর্ণ গাইড
- কেন আপনার ওষুধের বাক্সে প্যারাসিটামল থাকা উচিত,কীভাবে প্যারাসিটামলের পার্শ্বপ্রতিক্রিয়া চিনবেন
- শীর্ষ ১০টি সবচেয়ে জনপ্রিয় অ্যানিমে কী কী?, সর্বকালের সেরা ২০টি সবচেয়ে জনপ্রিয় অ্যানিমে
- ঠান্ডার লক্ষণগুলির জন্য প্যারাসিটামল ভালো,কীভাবে প্যারাসিটামলের লেবেল পড়ে সঠিকভাবে ব্যবহার করবেন
উত্তর: শব্দ
৩৬. বঙ্গবন্ধুর লেখা প্রকাশিত দ্বিতীয় বইয়ের নাম কী?
উত্তরঃ কারাগারের রোজনামচা (২০১৭)
৩৭. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
উত্তর: ১০
৩৮. ‘কন্যা’ শব্দের সামার্থক শব্দ কোনটি?
উত্তর: তনয়া
৩৯. ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু’ বাক্যটির ‘চিনিপাতা’ কোন কারক?
উত্তরঃ অপাদান কারক
৪০. দেশী শব্দ কোনটি?
উত্তর: কুলা
৪১. রবীন্দ্রনাথের শেষ কাব্য গ্রন্থ কোনটি?
উত্তর: শেষ লেখা
৪২. ‘ভাত’ কোন ধরনের শব্দ? উত্তর: খাঁটি বাংলা
৪৩. ‘নীপা’ শব্দের অর্থ কোনটি?
উত্তর: কদম
৪৪. ‘সৌম্য’ এর বিপরীত শব্দ কোনটি?
উত্তর: উগ্র
৪৫. বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি?
উত্তর: ২৫টি
৪৬. কোনটি ‘নিরাময়’ শব্দের সন্ধি বিচ্ছেদ?
উত্তর: নির + আময়
৪৭. ‘ইতর’ শব্দ কোনটি?
উত্তর: গেঁজানো
৪৮. ‘অবলা’ শব্দটির অর্থ কী?
উত্তর: নারী
৪৯. যা চিরস্থায়ী নয়?
উত্তর: নশ্বর
৫০. ‘হর্ষ’ শব্দের অর্থ কী?
উত্তর: আনন্দ
ইংরেজি অংশ সমাধানঃ
৫১. Bibliography means-
উত্তর: Collection of Books
৫২. What is ‘Linguistics’?
উত্তর: The scientific study of language
৫৩. Choose the correct sentence?
উত্তর: You are mistaken in holding this view
৫৪. “White elephant” means-
উত্তর: A very expensive possession
৫৫. The greater the demand _____ the price.
উত্তর: the higher
৫৬. What is the plural of “Sheep”?
উত্তর: sheep
৫৭. SOS stands for?
উত্তর: Save Our Soul
৫৮. The antonym of “repulse”?
উত্তর: Attract
৫৯. What is the synonym of the word ‘active’?
উত্তর: able
৬০. The word homogeneous means?
উত্তর: of the same kind
৬১. The word ‘plight’ means’
উত্তর:an unpleasant condition
৬২. William Wordsworth is pre-eminently-
উত্তর: a poet of nature
৬৩. Select the right word for “A speech made without previous preparation’-
উত্তর: Extemphore speech
৬৪. A person who writes about his own life. Writes-
উত্তর: a biography
৬৫. Verdict means-
উত্তর: judgment
৬৬. What does ‘capital punishment’ mean-
উত্তর: Death penalty
৬৭. Which one of the following sentences is correct?
উত্তর: Why have you done this?
৬৮. What is the noun of ‘innocent’?
উত্তর: innocence
৬৯. Change the following sentence into present perfect.
উত্তর: I have done the sum
৭০. What does e-mail means?
উত্তর: Electronic mail
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ নিয়োগ পরীক্ষার সাজেশন
I’m a candidet