কার্বোনারি শব্দের অর্থ কি, ‘Carbonary’ শব্দের অর্থ কি, ইতালির প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, কাউন্ট কাভার কে ছিলেন
কার্বোনারি শব্দের অর্থ কি, ‘Carbonary’ শব্দের অর্থ কি?
উত্তর : জ্বলন্ত অঙ্গবাহী।
ইতালির প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : কাউন্ট কাতার।
কাউন্ট কাভার কে ছিলেন?
উত্তর : ইতালির ঐক্য আন্দোলনের অন্যতম নেতা
গ্যারিবল্কি কে ছিলেন।
উত্তর : ম্যাজিনির শিষা এবং ইতালির স্বনামধন্য জনপ্রিয় সামরিক নেতা।
ইতালির জনক কে?
উত্তর : জোসেফ গ্যারিবল্ডি।
ইতালির ঐক্য সম্পন্ন হয় কত সালে?
উত্তর : ১৮৭০ সালে ইতালির ঐক্য সম্পন্ন হয়।
রেনেসাঁস প্রথম কোথায় শুরু হয়েছিল?
উত্তর : ইতালিতে।
রেনেসাঁ প্রথম কোন দেশে শুরু হয়।
উত্তর : রেনেসাঁ প্রথম ইতালিতে শুরু হয়।
জার্মান জাতি ঐক্যবদ্ধ হয় কত শতকে?
উত্তর : উনিশ শতকে।
বিসমার্ক কে ছিলেন?
উত্তর : জার্মানির চ্যান্সেলর।
“কনফেডারেশন অফ দি রাইন’ কি?
উত্তর : নেপোলিয়ন কর্তৃক জার্মানির ৩৯টি রাজ্য নিয়ে গঠিত একটি প্রজাতন্ত্র ।
‘জোলভেরেইন’ কি?
উত্তর : জার্মানিতে গঠিত একটি শুল্ক সংঘ।
Policy of Blood and Iran এর প্রবক্তা কে?
উত্তর : বিসমার্ক।
কোন সময়কালকে “বিসমার্কের যুগ’ বলা হয়?
উত্তর : ১৮৭১ থেকে ১৮৯০ সাল পর্যন্ত সময়কে বিসমার্কের যুগ বলা হয় ।
কার নেতৃত্বে জার্মানীর একত্রীকরণ সম্পন্ন হয়েছিল, দুই জার্মানি একত্রিকরণ করেন কে?
উত্তর : অটো ফন বিসমার্কের নেতৃত্বে।
‘কূটনৈতিক জাদুকর’ কাকে বলা হয়?
উত্তর : ‘কূটনৈতিক জাদুকর’ বলা হয় বিসমার্ককে ।
রাইখস্ট্যাগ কি?
উত্তর : রাইখস্ট্যাগ হলো জার্মানির কেন্দ্রীয় · আইনসভার নিম্নকক্ষ ।
প্রাচ্য সমস্যা কি?
উত্তর : তুরস্ক অধিভুক্ত বলকান অঞ্চলকে কেন্দ্ৰ করে বিভিন্ন সময় ইউরোপীয় শক্তিবর্গের পরস্পর বিরোধী স্বার্থ নিয়ে যে সমস্যার উদ্ভব হয় তাই প্রাচ্য সমস্যা নামে পরিচিত।
প্রাচ্য সমস্যা কোন ধরনের সমস্যা?
উত্তর : রাজনৈতিক সমস্যা।
“হিটাইরিয়া ফিলকি কি?
উত্তর : গ্রিসের স্বাধীনতা আন্দোলনের ভ্রাতৃসংঘ।
হিটারিয়া ফিলকি’ সমিতির উদ্দেশ্য কি ছিল?
উত্তর : ইউরোপ থেকে তুর্কিদের বিতাড়িত করে প্রাচীন গ্রিক সাম্রাজ্য পুনপ্রতিষ্ঠা করা এবং ইউরোপীয় ভূখণ্ডে খ্রিস্টধর্মকে পুনরুজ্জীবিত করা ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ইউরোপের রুগ্নব্যক্তি’ কাকে বলা হয়, কাকে ইউরোপের রুগ্নব্যক্তি বলা হয়?
উত্তর : তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় ।
গ্রিক স্বাধীনতা যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : গ্রিক স্বাধীনতা যুদ্ধ ১৮২১ সালে সংঘটিত হয় ।
Hetairia Phike’ কী?
উত্তর : Hetairia Phike হলো একটি গুপ্ত সমিতি এবং এটা গ্রিকের স্বাধীনতা আন্দোলনের ভ্রাতৃসংঘ।
কার নেতৃত্বে গ্রিকগণ প্রথমে বিদ্রোহ করেন?
উত্তর : প্রিন্স ইপসিল্যান্টির নেতৃত্বে গ্রিকগন প্রথম বিদ্রোহ করেন ।
গ্রিক স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন কে ?
উত্তর : প্রিন্স ইনসিল্যান্টি।
গ্রিক স্বাধীনতা পর্ব কয়টি?
উত্তর : ৩টি ।
লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয় কখন?
উত্তর : লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয় ১৮২৭ সালের ৬ জুলাই।
গ্রিকরা কোন ধর্মের লোক ছিল?
উত্তর : গ্রিকরা খ্রিস্টধর্মের লোক ছিল।