আজকের বিষয়: কার্য সহকারী এর কাজ করতে কি কি যোগ্যতা দরকার, কার্য সহকারী কাজটি কি আপনার জন্য, একজন কার্য সহকারী প্রতিদিনের কাজের তালিকা, কার্য সহকারী এর দায়িত্ব ও কর্তব্য বা কাজ গুলো নিয়ে আলোচনা করা হলো
কার্য সহকারী এর কাজ কি সম্পর্কে প্রাথমিক কথাঃ
স্থানীয় সরকার (এলজিইডি) এর অধীনে কার্য সহকারী পদে কার্য সহকারী এর কাজ সম্পর্কে জেনে নিন এখনই। Here is the activities of lged karjo sohokari post.
কার্য সহকারী এর কাজ কি সম্পর্কে নিয়োগ বিজ্ঞপ্তিঃ
আমরা ইতিমধ্যেই জেনেছি যে, কার্য সহকারী পদে lged এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবার অন্য একটি পোস্টে আমরা কার্য সহকারী পদের জন্য কার্য সহকারী নিয়োগ প্রশ্ন সমাধান এর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। কার্য সহকারী পদে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা আবেদন করেছেন। কার্য সহকারী পদটি তৃতীয় শ্রেণী। কার্য সহকারী পদটি ১৬তম গ্রেডের হলেও এ পদে চাকরি করার জন্য রয়েছে হাজারো প্রার্থীদের প্রতিযোগিতা। বাংলাদেশের অন্যতম প্রকৌশলী সংস্থার মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা lged বাংলাদেশ সরকারের বিভিন্ন মিশন এবং ভিশন পূরণে কাজ করে যাচ্ছে। এ কার্যালয়ের কাজের পরিধি অন্য মন্ত্রণালয়ের চেয়ে কম নয়।
যেহেতু ইতিমধ্যে কার্য সহকারী পদের সার্কুলার প্রচার হওয়ার পাশাপাশি আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে। কিন্তু কার্য সহকারী এর কাজ জানার জন্য আমাদের ফেসবুক পেইজে অনেকে জানতে চেয়েছেন। এ প্রেক্ষিতে কার্য সহকারী এর কাজ নিয়ে আমাদের এ বিশেষ আয়োজন।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
কার্য সহকারী এর কাজ কি
কার্য সহকারী পদ যেহেতু ১৬ তম গ্রেডের তাই সরকারি নিয়ম কানুনের সাথে তাল মিলিয়েই সার্কুলার দেওয়া হয়েছে।
এ পদে সাধারণত এইচ, এস, সি পাশেই নিয়োগ প্রদান করা হচ্ছে। কার্য সহকারী এর কাজ কি সম্পর্কে অনেক সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা আমাদের নিচের কাজ জানিয়েছেন। “নিত্য নৈমিত্তিক হাজিরা দেওয়ার পাশাপাশি অফিসে দৈনন্দিন কাজে যে ফাইল বা নথি গুলো আছে তার সংরক্ষণ করা।” অফিসের ফাইল বা নথিপত্র থেকে মন্ত্রণালয়ে কর্মকর্তার আদেশে যে চিঠি প্রেরণ করতে হবে সে অনুযায়ী চিঠি ড্রাফটকরণ। চিঠিতে ভুল হলে কর্মকর্তার আদেশে চিঠি নির্ভুল টাইপ করা।
কার্য সহকারী এর কাজ কি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে?
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মতে, “এ অধিদপ্তরে শাখা অনুযায়ী অনেক শাখা রয়েছে। প্রত্যেক শাখায় কাজের ধরণ অনুযায়ী কাজ আলাদ আলাদা করে কর্মচারীদের মাঝে বন্টন করা হয়। যেমন,
- রেজিস্টার মেইন্টেন করা
- হাজিরা খাতা রক্ষণাবেক্ষণ
- বিভিন্ন সরকারি আদেশ/ নির্দেশ সংক্রান্ত রেজিস্টার
- বিভিন্ন প্রশিক্ষণ সংক্রান্ত রেজিস্টার
- সম্পদ রেজিস্টার
- ইলেকট্রনিক্স সামগ্রীর রেজিস্টার
- বেতন বিল তৈরিতে সহায়তা করা ইত্যাদি রক্ষণাবেক্ষণের করা কার্য সহকারী এর কাজ।
তবে অনেক অফিসে কার্য সহকারী পদ রয়েছে, সে সব অফিসে এলজিইডি দপ্তর থেকে কিছুটা ভিন্ন। বিভিন্ন অফিসের কর্মকর্তারা অবহিত করেছেন যে, “প্রশাসনসহ দাপ্তরিক কাজে সহায়তা প্রদানই মূল কাজ। মন্ত্রণালয়ের আদেশ নির্দেশ সংরক্ষণ করাও কার্য সহকারীদের কাজ।” আমাদের জেনে রাখা উচিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান হচ্ছেন প্রধান প্রকৌশলী। এঁর অধীনে আরো কয়েকজন কর্মকর্তা হচ্ছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সহকারী প্রধান প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী সহ আরো গুরুত্বপূর্ণ পদবী। এঁদের অধীনে অনেক ছোট ছোট শাখার দায়িত্ব অর্পিত আছে।
শেষ কথাঃ
উপরে বর্ণিত পোস্ট থেকে আমরা জানতে পারলাম যে, কার্য সহকারী এর কাজ অনেক। এরা মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রধান প্রকৌশলীর আদেশ নির্দেশ মোতাবেক কাজ করাই কার্য সহকারী এর প্রধান কাজ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- বাংলাদেশের সেরা FTP সার্ভারগুলি এক সাথে
- Best FTP Servers in Bangladesh FTP + 200 High
- BA/BSS/BBA ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন
- adult ftp server
- FTP Server
- লিংক শেয়ার করে ইনকাম করুন,লিংক শেয়ার করে কিভাবে আয় করা যায়