কীসের স্রোতে নদীখাত গভীর হয় ?, বাংলাদেশের সুন্দরবনে কতো প্রজাতির হরিণ দেখা যায় ?, কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলক ভাবে অধিক ? , জোয়ার-ভাটার প্রধান কারণ- , উষ্ণস্রোত ও শীতল স্রোতের মিলনে- , জোয়ার ভাটার তেজকটাল কখন হয়? , জোয়ারের কত সময় পর ভাঁটা হয়? ,

প্রশ্নঃ কীসের স্রোতে নদীখাত গভীর হয় ?

উত্তরঃ জোয়ার – ভাটার স্রোত

প্রশ্নঃ বাংলাদেশের সুন্দরবনে কতো প্রজাতির হরিণ দেখা যায় ?

উত্তরঃ ২

প্রশ্নঃ কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলক ভাবে অধিক ?

উত্তরঃ শুক্র

প্রশ্নঃ জোয়ার-ভাটার প্রধান কারণ-

উত্তরঃ চাঁদের আকর্ষণ

প্রশ্নঃ উষ্ণস্রোত ও শীতল স্রোতের মিলনে-

উত্তরঃ কুয়াশা ও ঝড় হয়

প্রশ্নঃ জোয়ার ভাটার তেজকটাল কখন হয়?

উত্তরঃ অমাবস্যায়

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

প্রশ্নঃ জোয়ারের কত সময় পর ভাঁটা হয়?

উত্তরঃ ৬ ঘন্টা ১৩ মিনিট

প্রশ্নঃ জলভাগের পরিমান বেশি-

উত্তরঃ দক্ষিণ গোলার্ধে

প্রশ্নঃ সমুদ্রে দ্রাঘিমাংশ নির্নয়ের যন্ত্রের নাম—–

উত্তরঃ ক্রনোমিটার

প্রশ্নঃ সমুদ্র স্রোতের অন্যতম কারণ-

উত্তরঃ বায়ু প্রবাহের প্রভাব

প্রশ্নঃ উপকূলে কোন একটি স্থানে পর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো-

উত্তরঃ প্রায় ১২ ঘন্টা

প্রশ্নঃ পৃথিবীতে কয়টি মাহাসাগর আছে-

উত্তরঃ ৫টি

প্রশ্নঃ নিরক্ষীয় অঞ্চলের পানি-

উত্তরঃ উষ্ণ ও হালকা

প্রশ্নঃ অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে অবস্থান করে–

উত্তরঃ সমকোণে

প্রশ্নঃ ভূ-পৃষ্টের সর্বনিম্ন স্থান কোথায় ও তার গভীরতা কত-

উত্তরঃ প্রশান্ত মহাসাগরে এবং গভীরতা প্রায় ৩৯১৯৯ ফুট

প্রশ্নঃ সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কি অনুসরণ করতে হবে?

উত্তরঃ সমুদ্রস্রোত

প্রশ্নঃ গভীরতম মহাসাগর-

উত্তরঃ প্রশান্ত মহাসাগর

প্রশ্নঃ যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-

উত্তরঃ সূর্যগ্রহণ

প্রশ্নঃ সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায়

উত্তরঃ দ্বিগুণ

প্রশ্নঃ প্রবল জোয়ারের কারণ, এ সময়-

উত্তরঃ সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে

প্রশ্নঃ বায়ুমণ্ডলের উচ্চতম স্তর কোনটি?

উত্তরঃ আয়নোস্ফিয়ার

প্রশ্নঃ বাতাসে মিথেনের পরিমাণ কত?

উত্তরঃ ০.০০০০২%

প্রশ্নঃ বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ভাগ?

উত্তরঃ ৭৮.০২%

প্রশ্নঃ বায়ুমন্ডলে শতকরা কতভাগ আরগন বিদ্যমান?

উত্তরঃ ০.৮

প্রশ্নঃ বায়ুমণ্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ-

উত্তরঃ CFC বা ক্লেরোফ্লোরো কার্বন

প্রশ্নঃ আয়তন অনুযায়ী বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত?

উত্তরঃ ২১%

প্রশ্নঃ পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তরকে নষ্ট করে?

উত্তরঃ নাইট্রিক অক্সাইড

প্রশ্নঃ বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয় যায়/বায়ুতে সর্বোচ্চ আয়তনিক কোনটি-

উত্তরঃ নাইট্রোজেন

প্রশ্নঃ বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?

উত্তরঃ ২০.৯৯%

প্রশ্নঃ বায়ুর উপাদান নয় যা তা হলো-

উত্তরঃ হাইড্রোজেন

প্রশ্নঃ নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি?

উত্তরঃ বায়ুমণ্ডল

প্রশ্নঃ পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

উত্তরঃ আর্লিবাড হল

প্রশ্নঃ বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম

উত্তরঃ স্ট্রাটোমণ্ডল

প্রশ্নঃ বায়ুর কার্বন ডাই-অক্সাইড এর পরিমাণ কত?

উত্তরঃ ০.০৩৫%

প্রশ্নঃ কোনটি বায়ুর উপাদান নহে?

উত্তরঃ ফসফরাস

প্রশ্নঃ বায়ুর কোন উপাদান জীবন ধারণের জন্য অবশ্য প্রয়োজনীয়?

উত্তরঃ অক্সিজেন

প্রশ্নঃ ভূ-পৃষ্ঠের নিকটমত বায়ু স্তরকে কি বলা হয়?

উত্তরঃ ট্রপোস্ফিয়ার

প্রশ্নঃ বায়ুমণ্ডলের স্তর কয়টি?

উত্তরঃ ৪টি

প্রশ্নঃ বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে আসে?

উত্তরঃ ৯৯.৯৭ শতাংশ

প্রশ্নঃ বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?

উত্তরঃ ২০.৭১%

প্রশ্নঃ বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-

উত্তরঃ আয়নোস্ফিয়ার

প্রশ্নঃ বায়ুর কার্বন ডাই-অক্সাইড এর পরিমাণ কত?

উত্তরঃ ০.০৩%

প্রশ্নঃ বায়ুর প্রধান দুটি উপাদান হলো-

উত্তরঃ অক্সিজেন ও নাইট্রোজেন

প্রশ্নঃ কোন গ্রহের উপগ্রহের সংখ্যা বেশি?

উত্তরঃ বৃহস্পতি

প্রশ্নঃ বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন স্তর রয়েছে-

উত্তরঃ স্ট্র্যাটোমণ্ডল

প্রশ্নঃ কোনটি বায়ুর উপাদান?

উত্তরঃ নাইট্রোজেন

প্রশ্নঃ বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?

উত্তরঃ ট্রপোমন্ডল (Troposphere)

প্রশ্নঃ উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে-

উত্তরঃ আয়নোমণ্ডলের উর্ধ্বস্তরে

প্রশ্নঃ ওজোনস্তরের ফাটলের জন্যমুখ্যতঃ দায়ী কোন গ্যাস?

উত্তরঃ ক্লোরো ফ্লোরো কার্বন

প্রশ্নঃ নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?

উত্তরঃ বায়ু দূষণ

প্রশ্নঃ সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেঃ মিঃ এ-

উত্তরঃ ১০ নিউটন

প্রশ্নঃ ২৩ আগস্ট ২০১৭ চীনে আঘাত হানা ঘূর্ণীঝড়ের নাম কি?

উত্তরঃ হাতো

প্রশ্নঃ বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা

উত্তরঃ বাড়ে

প্রশ্নঃ গর্জনশীল চল্লিশার অবস্থার কোনটি?

উত্তরঃ ৪০° দক্ষিণ তেকে ৪৭° দক্ষিণ

প্রশ্নঃ আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম কি?

উত্তরঃ সাইমুম

প্রশ্নঃ ব্যারোমিটার যন্ত্রে কোন তরল পদার্থটি ব্যবহার করা হয়?

উত্তরঃ পারদ

প্রশ্নঃ বায়ু প্রবাহিত হয়-

উত্তরঃ উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের দিকে

প্রশ্নঃ বায়ুর শক্তি/তাপের প্রধান উৎস কি?

উত্তরঃ সূর্য

প্রশ্নঃ শীতকালে আমাদের দেশে ভিজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া বা ঠোঁট ফেটে যায় কারণ-

উত্তরঃ আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে

প্রশ্নঃ পানির স্তম্ভের হিসাবে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ-

উত্তরঃ ১০.৩০ মিটার

প্রশ্নঃ সূর্য পৃষ্ঠের উত্তাপ কত?

উত্তরঃ ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড

প্রশ্নঃ হাতো (Hato) জাপানি শব্দ এর অর্থ কি?

উত্তরঃ কবুতর

প্রশ্নঃ আবহাওয়া সম্পর্কীয় বিজ্ঞান–

উত্তরঃ মেটিওরোলজি

প্রশ্নঃ ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয়, তাকে বলে-

উত্তরঃ মৌসুমী বায়ু

প্রশ্নঃ ভূ-পৃষ্ঠের উচ্চচাপ ও নিম্নচাপ মণ্ডলের সাথে কোনটি জড়িত?

উত্তরঃ বায়ুপ্রবাহ

প্রশ্নঃ বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি হয় কখন

উত্তরঃ ঠাণ্ডা ও শুষ্ক থাকলে

প্রশ্নঃ সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তরঃ নতুন দিল্লি

প্রশ্নঃ জলবায়ু নির্ণয়ে কোনটি অপ্রয়োজনীয়?

উত্তরঃ তুষার রেখা

প্রশ্নঃ শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায়, কারণ-

উত্তরঃ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলে

প্রশ্নঃ কোনটি স্থানীয় বায়ু?

উত্তরঃ সাইমুম

প্রশ্নঃ স্বাভাবিক অবস্থায় এক জন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ প্রায়-

উত্তরঃ ১৪.৫ পাউণ্ড

প্রশ্নঃ সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?

উত্তরঃ ৭৬ সেঃ মিঃ

প্রশ্নঃ কর্কটীয় ও মকরীয় উচ্চাচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সাদা প্রবাহিত বায়ুকে কি বলা হয়-

উত্তরঃ অয়ন বায়ু

প্রশ্নঃ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কি পরিবর্তন হয়?

উত্তরঃ বায়ুচাপ কমে যায়

প্রশ্নঃ উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়?

উত্তরঃ ঘড়ির কাঁটার বিপরীত দিকে

প্রশ্নঃ সমুদ্রবায়ু প্রবল বেগে প্রবাহিত হয়-

উত্তরঃ বিকালে

প্রশ্নঃ কোন স্থানের জলবায়ু কিসের উপর নির্ভর করে?

উত্তরঃ উপরের সবগুলোই

প্রশ্নঃ শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায় কেন?

উত্তরঃ বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে

প্রশ্নঃ স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায়-

উত্তরঃ ১৫ পাউন্ড

প্রশ্নঃ Viscosity of air-

উত্তরঃ Decrease with increase of temperature

প্রশ্নঃ বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরী হয়, কারণ-

উত্তরঃ বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকে

প্রশ্নঃ কোন স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয়?

উত্তরঃ বায়ু প্রবাহ বেড়ে যায়

প্রশ্নঃ নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না?

উত্তরঃ দ্রাঘিমারেখা

প্রশ্নঃ সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে?

উত্তরঃ বিকিরণ (Radiation)

প্রশ্নঃ শীতকালে চামড়া ফাটে কেন?

উত্তরঃ আদ্রতার অভবে

প্রশ্নঃ বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে দেখা দেয়-

উত্তরঃ ক ও গ

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

প্রশ্নঃ ক্রমশঃ ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়?

উত্তরঃ ভাল আবহাওয়া

প্রশ্নঃ আবহাওয়ার ৯০% আর্দ্রতা মানে-

উত্তরঃ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবসথার ৯০%

প্রশ্নঃ বায়ুমণ্ডলের চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠান যায়-

উত্তরঃ ১০ মিটার

প্রশ্নঃ ভূ-পৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ-

উত্তরঃ ১৪.৭২ পাউণ্ড

প্রশ্নঃ মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো-

উত্তরঃ উত্তর আয়ন ও দক্ষিণ আয়ন

প্রশ্নঃ ব্যরোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে-

উত্তরঃ ঝড়ের পূর্বাভাস পাওয়া যয়

প্রশ্নঃ যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয়–

উত্তরঃ নিয়ত বায়ু

প্রশ্নঃ দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ৫০% ও ৭৫% হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে?

উত্তরঃ প্রথমটি

প্রশ্নঃ বৃষ্টিপাত সাধারণত কতপ্রকার?

উত্তরঃ চার প্রকার

প্রশ্নঃ কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি পরিমাণ আচে?

উত্তরঃ অক্সিজেন

প্রশ্নঃ পৃথিবীর বহিরাবরণকে কি বলে?

উত্তরঃ ভূ-ত্বক

প্রশ্নঃ ভূ-পৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায়, তাকে বলে

উত্তরঃ ভূ-ত্বক

প্রশ্নঃ সাগর গর্ভে নির্গত লাভা স্তূপীকৃত হয়ে সৃষ্টি হয়েছে

উত্তরঃ হাওয়াই দ্বীপপুঞ্জ

প্রশ্নঃ জীবাশ্মা জ্বালানী দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সবচাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে-

উত্তরঃ কার্বন ডাই অক্সাইড

প্রশ্নঃ কোনটি রূপান্তরিত শিলা নয়?

উত্তরঃ কেওলন

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

প্রশ্নঃ Most abundtant element in the earth is–

উত্তরঃ Oxygen

প্রশ্নঃ ভূ-পৃষ্ঠ থেকে গর্ত করে নিচে যেতে থাকলে

উত্তরঃ তাপ ও চাপ উভয়ই বাড়বে

প্রশ্নঃ Core of the earth is made of

উত্তরঃ NiFe

প্রশ্নঃ গ্রাফাইট কোন ধরনের শিলা?

উত্তরঃ রূপান্তরিত শিলা

প্রশ্নঃ Highest amount in volcanic gas is

উত্তরঃ CO2

প্রশ্নঃ কোনটি সুপ্ত আগ্নেগিরি?

উত্তরঃ ফুজিয়ামা

প্রশ্নঃ ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

উত্তরঃ অ্যালুমিনিয়াম

প্রশ্নঃ ভূ-ত্বকের গভীরতা প্রায়

উত্তরঃ ১৬ কিলোমিটার

প্রশ্নঃ লাভা গঠিত মালভূমি কোনটি?

উত্তরঃ দাক্ষিণাত্য

প্রশ্নঃ ভূ-পৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায়-

উত্তরঃ অক্সিজেন

প্রশ্নঃ পৃথিবীর মণ্ডল তিনটির নাম

উত্তরঃ অশ্মমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল

প্রশ্নঃ পাললিক শিলার অপর নাম কি?

উত্তরঃ স্তরীভূত শিলা

প্রশ্নঃ মার্বেল পাথর কোন শ্রেণীর পাথর?

উত্তরঃ রূপান্তরিত শিলা

প্রশ্নঃ ভূ-ত্বকের প্রধান উপাদান কোনটি?

উত্তরঃ অক্সিজেন

প্রশ্নঃ চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়?

উত্তরঃ মার্বেল

প্রশ্নঃ পাললিক শিলায়-

উত্তরঃ স্তর ও জীবাশ্ম দুটোই আছে

প্রশ্নঃ কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়?

উত্তরঃ পামীর

প্রশ্নঃ হিমবাহ কি?

উত্তরঃ এক ধরনের চলন্ত বরফ স্তুপ

প্রশ্নঃ পলি দ্বারা গঠিত কোন শিলা?

উত্তরঃ পাললিক শিলা

প্রশ্নঃ যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে-

উত্তরঃ ফসিওলজি

প্রশ্নঃ পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে-

উত্তরঃ সিলিকন

প্রশ্নঃ সুনামীর কারণ হলো–

উত্তরঃ সমুদ্রের তলদেশে ভূমিকম্প

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

প্রশ্নঃ পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংগঠন কোনটি?

উত্তরঃ UNEP

প্রশ্নঃ নিম্নের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?

উত্তরঃ অক্সিজেন

প্রশ্নঃ পানি দূষণের জন্য দায়ী

উত্তরঃ উপরের সবকয়টিই

প্রশ্নঃ লা নিনা কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কি বুঝায়?

উত্তরঃ স্পেনীয়ঃ দূরন্ত বালিকা প্রকৃত অর্থে প্রবল বৃষ্টিপাত ও বন্যা

প্রশ্নঃ ধরিত্রি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ব্রাজিলের রিওডিজোনিরোতে

প্রশ্নঃ গ্রিন হাউস কি?

উত্তরঃ কাঁচের তৈরি ঘর

প্রশ্নঃ যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে-

উত্তরঃ ১০৫ ডিবি

প্রশ্নঃ প্রাকৃতিক পরিবেশ নষ্ট করবার জন্য সবচেয়ে বেশি দায়ী কে?

উত্তরঃ কারখানা, যানবাহন

প্রশ্নঃ পরিবেশের কোন দূষণের ফলে প্রধানতঃ উচ্চ রক্তচাপ হতে পারে?

উত্তরঃ শব্দ দূষণ

প্রশ্নঃ আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ-

উত্তরঃ গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীবব জগতকে বাঁচায়

প্রশ্নঃ কোন জ্বালানী পোড়ালে সালফার ডাই-অক্সাইড গ্যাস বাতাসে আসে?

উত্তরঃ ডিজেল

প্রশ্নঃ গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে, তা হল-

উত্তরঃ কার্বন মনোক্সাইড

প্রশ্নঃ যানবাহনের কালো ধোয়া কিভাবে পরিবেশকে দূষিত করে?

উত্তরঃ বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে

প্রশ্নঃ বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়।

উত্তরঃ ডাইক্লোরো ডাইফ্লুরো ইথেন

প্রশ্নঃ কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির-

উত্তরঃ ২৫ শতাংশ

প্রশ্নঃ সুন্দরবন বাংলাদেশের কতটি জেলায় রয়েছে?

উত্তরঃ ৫টি

প্রশ্নঃ নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?

উত্তরঃ নিপা পাম

প্রশ্নঃ দুই স্ট্রোকবিশিষ্ট ইঞ্জিনে চার স্ট্রোকবিশিষ্ট ইঞ্জিনের চাইতে বায়ু দূষণ– হয়

উত্তরঃ বেশি

প্রশ্নঃ জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি?

উত্তরঃ প্রাকৃতিক পরিবেশ

সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন

১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক

Professor Primary Assistant Teacher book লিংক

ইংরেজি

প্রশ্ন বিগত ৩০ বছরের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
Parts of Speech বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Article বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Appropriate Preposition  বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Preposition বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Right forms of verb বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Voice বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Narration বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Phrase and Idioms বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
prefix and suffix বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Word Meaning বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Synonym-Antonym বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Spelling বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Translation /Vocabulary বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Sentence Correction বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
English literature বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
One word Substitutions বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহবিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক

বাংলা

বিগত ৩০ বছরে বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়োগ পরীক্ষায় আষার সকল MCQ নৈবিত্তিক প্রশ্ন সমাধান এক সাথে, নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান প্রশ্ন ও উত্তর লিংক

বাংলা ব্যাকরণ

প্রশ্ন বিগত ৩০ বছরের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
সন্ধি বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বিপরীত শব্দ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
সমার্থক শব্দ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
শুদ্ধ বানান বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
এককথায় প্রকাশ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
তৎসম অর্ধতৎসম তদ্ভব
বিদেশী ও দেশি শব্দ
বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
উপসর্গ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
সমাস বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বাগধারা, প্রবাদ ও প্রবচন বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
কারক-বিভক্তি বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
যুক্ত বর্ণের বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
ধ্বনি, বর্ণ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বাক্য (সরল, জটিল, যৌগিক) বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
পদ নির্ণয় বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক

গণিত

প্রশ্ন বিগত ৩০ বছরের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফা বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
ল.সা.গু, গ.সা.গু বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য) বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
অনুপাত:সমানুপাত বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
সংখ্যা পদ্ধতি বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বীজগাণিতিক মান নির্ণয় বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
আয়তক্ষেত্রের বেসিক সূত্রের অংকসমূহ, সরলরেখা বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
গাছের উচ্চতা/মিনারের উচ্চতা/
মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি
বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
পরিমাপ ও পরিমান বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বিগত সালে প্রশ্ন বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

চাকুরি

    1 thought on “কীসের স্রোতে নদীখাত গভীর হয় ?, বাংলাদেশের সুন্দরবনে কতো প্রজাতির হরিণ দেখা যায় ?, কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলক ভাবে অধিক ? , জোয়ার-ভাটার প্রধান কারণ- , উষ্ণস্রোত ও শীতল স্রোতের মিলনে- , জোয়ার ভাটার তেজকটাল কখন হয়? , জোয়ারের কত সময় পর ভাঁটা হয়? ,”

    1. সাধারন জ্ঞানের অনেক কিছুই জানা গেল। এসব তথ্য অনেকের জানা আবার সবাই সব কিছু জানে না।

      Reply

    Leave a Comment