কুরআন ও হাদিসের আলোকে তাকাফুলের বৈধতা আলোচনা কর, ইসলামি বিমার বৈধতা আলোচনা কর

প্রশ্ন সমাধান: কুরআন ও হাদিসের আলোকে তাকাফুলের বৈধতা আলোচনা কর, ইসলামি বিমার বৈধতা আলোচনা কর

নিম্নোক্ত কারণে বাংলাদেশে ইসলামি বিমা কোম্পানি প্রতিষ্ঠা করা প্রয়োজন :

১. শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য;

২. সরকারি প্রতিষ্ঠানগুলো বেসরকারি বিমার উপর নির্ভরশীলতা কমানোর জন্য;

৩. আর্থসামাজিক উন্নয়নে কার্যকরি ভূমিকা পালনের জন্য;

৪. দুর্নীতি ও প্রতারণা নিয়ন্ত্রণ করার জন্য;

৫. বিমা কোম্পানিগুলোর ইসলাম বিরোধী ফটকা কারবার বন্ধ করার জন্য;

৬. সুদমুক্ত বিমা চালু করার জন্য ।


আরো ও সাজেশন:-

ইসলামি বিমা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশে এ যাব গৃহীত পদক্ষেপসমূহ :

(ক) ১৯৪৮ সালে ঢাকায় অনুষ্ঠিত দেশসমূহের চেম্বার অব কমার্সের সদস্যদের আন্তর্জাতিক সম্মেলনে ইসলামি বিমা প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় ৷

(খ) ১৯৯১ সালে সেনেগালের ডাকারে অনুষ্ঠিত ও.আই. সি সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী ইসলামি বিমা কোম্পানি প্রতিষ্ঠার জন্য আগ্রহ ব্যক্ত করেন।

(গ) ১৯৮৯ সালে ইসলামি অর্থনীতি রিসার্চ ব্যুরো বিমার উপর একটি আন্তর্জাতিক সেমিনারের ব্যবস্থা করে এবং ৪৫০ জন লোককে ইসলামি বিমার উপর প্রশিক্ষণ প্রদান করে।

(ঘ) ইসলামি বিমা কোম্পানি প্রতিষ্ঠার জন্য বারবার আবেদনপত্র দাখিল করার করার প্রেক্ষিতে সাম্প্রতিককালে বেসরকারি সেক্টরে ইসলামি বিমা প্রতিষ্ঠার জন্য সরকার অনুমতি দিয়েছে

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment