কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?,বিশ্বের কয়েকটি উল্লেখযোগ্য কেন্দ্রীয় ব্যাংকের নাম ও পরিচয় দাও, পৃথিবীর কয়েকটি উল্লেখযােগ্য কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আলােচনা কর,বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার সাল ও মুদ্রার নাম, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের মালিকানার ধরন

প্রশ্ন সমাধান: কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?,বিশ্বের কয়েকটি উল্লেখযোগ্য কেন্দ্রীয় ব্যাংকের নাম ও পরিচয় দাও, পৃথিবীর কয়েকটি উল্লেখযােগ্য কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আলােচনা কর,বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার সাল ও মুদ্রার নাম, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের মালিকানার ধরন

কেন্দ্রীয় ব্যাংক

  • কেন্দ্রীয় ব্যাংক দেশের আর্থিক ও ব্যাংকিং কাঠামোর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা-

১.দেশে নোট ও মুদ্রার প্রচলন করে
২.বৈদেশিক মুদ্রার সঞ্চিতি সংরক্ষণ করে
৩.মুদ্রানীতি প্রণয়ন ও ব্যবস্থাপনা করে
৪.তালিকাভুক্ত ব্যাংকগুলোর রিজার্ভ সংরক্ষণ করে
৫.দেশের মুদ্রা বাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে
৬.দেশের ঋণের পরিমাণ কাম্যস্তরে বজায় রাখে
৭.দেশের অর্থনীতিতে সমতা বিধান ও মূল্যস্তর স্তিতিশীল রাখে

  • কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের সর্বশেষ আশ্রয়স্থল- অধ্যাপক হট্টে
  • কেন্দ্রীয় ব্যাংক হলো একটি ঋণ নিয়ন্ত্রণকারী ব্যাংক- অধ্যাপক শ’

কেন্দ্রীয় ব্যাংক

  • কেন্দ্রীয় ব্যাংক দেশের আর্থিক ও ব্যাংকিং কাঠামোর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা-

দেশে নোট ও মুদ্রার প্রচলন করে
বৈদেশিক মুদ্রার সঞ্চিতি সংরক্ষণ করে
মুদ্রানীতি প্রণয়ন ও ব্যবস্থাপনা করে
তালিকাভুক্ত ব্যাংকগুলোর রিজার্ভ সংরক্ষণ করে
দেশের মুদ্রা বাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে
দেশের ঋণের পরিমাণ কাম্যস্তরে বজায় রাখে
দেশের অর্থনীতিতে সমতা বিধান ও মূল্যস্তর স্তিতিশীল রাখে

  • কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের সর্বশেষ আশ্রয়স্থল- অধ্যাপক হট্টে
  • কেন্দ্রীয় ব্যাংক হলো একটি ঋণ নিয়ন্ত্রণকারী ব্যাংক- অধ্যাপক শ’

কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা

  • সরকারি মালিকানা ও ব্যবস্থাপনায়
  • বেসরকারি মালিকানায়
  • সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায়
  • বাণিজ্যিক ব্যাংকের মালিকানায়
  • সরকারি ও বাণিজ্যিক ব্যাংকের মালিকানায়
  • সরকারি, বেসরকারি ও বাণিজ্যিক ব্যাংকের মালিকানায়

আরো ও সাজেশন:-

বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, প্রতিষ্ঠার সাল ও মুদ্রার নাম :


দেশের নাম
কেন্দ্রীয় ব্যাংকের নামপ্রতিষ্ঠার সালমুদ্রার নাম
সুইডেনদি রিকস ব্যাংক অব সুইডেন১৬৫৬ক্রোনার
যুক্তরাজ্যব্যাংক অব ইংল্যান্ড১৬৯৪পাউন্ড স্টালিং
ফ্রান্সব্যাংক অব ফ্রান্স১৮০০ফ্রাঁ (ইউরো)
নেদারল্যান্ডসদি ব্যাংক অব নেদারল্যান্ডস১৮১৪গিল্ডার (ইউরো)
ডেনমার্কদি ন্যাশনাল ব্যাংক অব ডেনমার্ক১৮১৮ক্রোনার
স্পেনব্যাংক অব স্পেন১৮৫৬পেসোটা (ইউরো)
জাপানব্যাংক অব জাপান১৮৮২ইয়েন
ইতালিব্যাংক অব ইতালি১৮৯৩লিরা (ইউরো)
সুইজারল্যান্ডদি সুইস ন্যাশনাল ব্যাংক১৯০৭সুইস ফ্রাঙ্ক
যুক্তরাষ্ট্রদি ফেডারেল রিজার্ভ সিস্টেম১৯১৩ডলার
রাশিয়াদি গস ব্যাংক (পূর্ব নাম- ব্যাংক অব রাশিয়া)১৯১৭রুবল
চিনব্যাংক অব চায়না১৯২৮উয়ান
তুরস্কসেন্ট্রাল ব্যাংক অব রিপাবলিক অব টার্কি১৯৩১লিরা
কানাডাব্যাংক অব কানাডা১৯৩৪কানাডিয়ান ডলার
ভারতরিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া১৯৩৫রূপি
ব্রাজিলব্যাংকোডা ব্রাজিল১৯৪১ক্রাজিরো
পাকিস্তানস্টেট ব্যাংক অব পাকিস্তান১৯৪৮রূপি
বাংলাদেশবাংলাদেশ ব্যাংক১৯৭২টাকা
জার্মানিওয়েন্ডার্সবার্গ১৯৯৩জার্মান মার্ক (ইউরো)

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের মালিকানার ধরন :


দেশের নাম
কেন্দ্রীয় ব্যাংকের মালিকানার ধরন
বাংলাদেশ, ইংল্যান্ড, চিন, ভারত, রাশিয়া, ফ্রান্স, কানাডাসরকারি মালিকানা ও ব্যবস্থাপনা
জাপান, দক্ষিণ আফ্রিকাবেসরকারি মালিকানা
পাকিস্তান, মেক্সিকোসরকারি ও বেসরকারি যৌথ মালিকানা
ব্যাংক অব ইতালি, ফেডারেল রিজার্ভ সিস্টেম (১২টি ব্যাংকের সমন্বয়ে গঠিত)বাণিজ্যিক ব্যাংকের মালিকানা
পেরু, চিলিসরকার ও বাণিজ্যিক ব্যাংকের মালিকানা
ব্যাংক অব আর্জেন্টিনাসরকারি, বেসরকারি ও বাণিজ্যিক ব্যাংকের মালিকানা


Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্তির শর্তাবলি (অন্যান্য ব্যাংকের জন্য)

  • ন্যূনতম পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল থাকতে হবে। (বাংলাদেশে ব্যাংক কোম্পানির ন্যূনতম আদায়কৃত মূলধন ও সংরক্ষিত তহবিলের পরিমাণ ৪০০ কোটি টাকা, যার মধ্যে আদায়কৃত মূলধন হবে অন্যূন ২০০ কোটি টাকা।)
  • সংরক্ষিত জমার হার, যা চলতি ও স্থায়ী আমানতের উপর একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংক নগদ জমা হিসেবে রাখতে হয়। (বাংলাদেশে এর হার ৫%)
  • মোট আমানতের নির্দিষ্ট অংশ তরল সম্পদ হিসেবে রাখতে হয়। (বাংলাদেশে এর হার ১৮%)
  • প্রতি নির্দিষ্ট সময় অন্তর আর্থিক বিবরণী প্রকাশ করতে হয়।

কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি :

  • CRR- Cash Reserve Requirement/Rate/Ratio (নগদ জমার হার/সংরক্ষিত জমার হার)- ৫%
  • SLR- Statutory Liquidity Rate/Requirement/Ratio (বিধিবদ্ধ জমার হার/বিধিবদ্ধ তারল্য)- ১৮%
  • Bank Rate/Minimum Lending Rate (ব্যাংক হার)- ৫%
  • বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করে- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
  • বাংলাদেশ ব্যাংকের ১ম গভর্নর- এন হামিদুল্লাহ
  • বাংলাদেশ ব্যাংকের ১০ম (বর্তমান) গভর্নর- ড: আতউর রহমান
  • বাংলাদেশ ব্যাংকের শাখা-৮টি
  • বাংলাদেশ ব্যাংকের লোকাল অফিস- ১টি
  • বাংলাদেশ ব্যাংক নোটের বিপরীতে রিজার্ভ রাখে- বৈদেশিক মুদ্রা
  • উপমহাদেশে ১ম কাগজের মুদ্রা চালু করেন- লর্ড ক্যানিং, ১৮৫৭ সালে
  • কেন্দ্রীয় ব্যাংকের সর্বপ্রথম ও প্রধান দায়িত্ব হল- নোট ইস্যু
  • বাংলাদেশে ১ম নোট প্রচলন হয়- ৪ মার্চ ১৯৭২
  • বাংলাদেশে ১ম মুদ্রা প্রচলন হয়- ৫ মার্চ ১৯৭২
  • ব্যাংক নোট ইস্যু করে- বাংলাদেশ ব্যাংক
  • ব্যাংক নোটে স্বাক্ষর থাকে- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের
  • ব্যাংক নোট- বিহিত মুদ্রা
  • ব্যাংক নোটের উদাহরণ- ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০ টাকার নোট
  • সরকারি নোট ইস্যু করে- বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়
  • সরকারি নোটে স্বাক্ষর থাকে- অর্থ সচিবের
  • সরকারি নোট- আইনসম্মত মুদ্রা
  • সরকারি নোটের উদাহরণ- ১, ২ টাকার নোট
  • ৫ টাকার কয়েনকে বলা হয়- ব্যাংক কয়েন
  • ১ ও ২ টাকার কয়েনকে বলা হয়- সরকারি কয়েন
  • বিশ্বের ১ম নিকাশ ঘর ব্যবস্থার প্রচলন করে- ব্যাংক অব ইংল্যান্ড (১৭৭৩ সালে)
  • আধুনিক নিকাশ ঘরের উৎপত্তি- ১৭৭৫ সালে ‘লন্ডন নিকাশ ঘর’ উৎপত্তির মাধ্যমে
  • বাংলাদেশে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে- বাংলাদেশ ব্যাংক
  • ACU-এর পূর্ণরূপ- Asian Clearing Union
  • ACU-এর সদস্য দেশ- ৯টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার, মালদ্বীপ, ইরান ও ভুটান)
  • ACU গঠিত হয়- ৯ ডিসেম্বর ১৯৭৪
  • ACU-এর সদর দপ্তর- তেহরান
  • ACU-এর অন্তর্ভুক্ত সার্কভুক্ত দেশ- ৭টি (আফগানিস্তান সদস্য নয়)
  • বাংলাদেশে নিকাশ ঘরের সংখ্যা- ৯টি
  • বাংলাদেশের যেসব স্থানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই সেই সব স্থানে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে- সোনালী ব্যাংক
  • বাংলাদেশ ব্যাংকের কাছে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক আর্থিক বিবরণী জমা দিতে হয়- বৃহস্পতিবার
  • চেক, বিল, হুন্ডি ইত্যাদির সমষ্টিকে বলা হয়- Articles
  • বাংলাদেশের পক্ষে বার্ষিক বৈদেশিক সাহয্যের পরিমাণ নির্ধারণ করে- BDF (Bangladesh Development Forum)
  • ব্যাংকিং বিষয়ক আন্তর্জাতিক মানসম্পন্ন কমিটিকে বলা হয়- ব্যাসেল
  • BIS- Bank for International Settlement
  • BIS হচ্ছে বিশ্বের সকল কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাংক
  • সুইজারল্যান্ডের  Basic Basle শহরে BIS প্রতিষ্ঠিত হয়

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment