প্রশ্ন সমাধান: কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?,বিশ্বের কয়েকটি উল্লেখযোগ্য কেন্দ্রীয় ব্যাংকের নাম ও পরিচয় দাও, পৃথিবীর কয়েকটি উল্লেখযােগ্য কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আলােচনা কর,বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার সাল ও মুদ্রার নাম, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের মালিকানার ধরন
কেন্দ্রীয় ব্যাংক
- কেন্দ্রীয় ব্যাংক দেশের আর্থিক ও ব্যাংকিং কাঠামোর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা-
১.দেশে নোট ও মুদ্রার প্রচলন করে
২.বৈদেশিক মুদ্রার সঞ্চিতি সংরক্ষণ করে
৩.মুদ্রানীতি প্রণয়ন ও ব্যবস্থাপনা করে
৪.তালিকাভুক্ত ব্যাংকগুলোর রিজার্ভ সংরক্ষণ করে
৫.দেশের মুদ্রা বাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে
৬.দেশের ঋণের পরিমাণ কাম্যস্তরে বজায় রাখে
৭.দেশের অর্থনীতিতে সমতা বিধান ও মূল্যস্তর স্তিতিশীল রাখে
- কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের সর্বশেষ আশ্রয়স্থল- অধ্যাপক হট্টে
- কেন্দ্রীয় ব্যাংক হলো একটি ঋণ নিয়ন্ত্রণকারী ব্যাংক- অধ্যাপক শ’
কেন্দ্রীয় ব্যাংক
- কেন্দ্রীয় ব্যাংক দেশের আর্থিক ও ব্যাংকিং কাঠামোর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা-
দেশে নোট ও মুদ্রার প্রচলন করে
বৈদেশিক মুদ্রার সঞ্চিতি সংরক্ষণ করে
মুদ্রানীতি প্রণয়ন ও ব্যবস্থাপনা করে
তালিকাভুক্ত ব্যাংকগুলোর রিজার্ভ সংরক্ষণ করে
দেশের মুদ্রা বাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে
দেশের ঋণের পরিমাণ কাম্যস্তরে বজায় রাখে
দেশের অর্থনীতিতে সমতা বিধান ও মূল্যস্তর স্তিতিশীল রাখে
- কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের সর্বশেষ আশ্রয়স্থল- অধ্যাপক হট্টে
- কেন্দ্রীয় ব্যাংক হলো একটি ঋণ নিয়ন্ত্রণকারী ব্যাংক- অধ্যাপক শ’
- সরকারি মালিকানা ও ব্যবস্থাপনায়
- বেসরকারি মালিকানায়
- সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায়
- বাণিজ্যিক ব্যাংকের মালিকানায়
- সরকারি ও বাণিজ্যিক ব্যাংকের মালিকানায়
- সরকারি, বেসরকারি ও বাণিজ্যিক ব্যাংকের মালিকানায়
আরো ও সাজেশন:-
বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, প্রতিষ্ঠার সাল ও মুদ্রার নাম :
দেশের নাম | কেন্দ্রীয় ব্যাংকের নাম | প্রতিষ্ঠার সাল | মুদ্রার নাম |
সুইডেন | দি রিকস ব্যাংক অব সুইডেন | ১৬৫৬ | ক্রোনার |
যুক্তরাজ্য | ব্যাংক অব ইংল্যান্ড | ১৬৯৪ | পাউন্ড স্টালিং |
ফ্রান্স | ব্যাংক অব ফ্রান্স | ১৮০০ | ফ্রাঁ (ইউরো) |
নেদারল্যান্ডস | দি ব্যাংক অব নেদারল্যান্ডস | ১৮১৪ | গিল্ডার (ইউরো) |
ডেনমার্ক | দি ন্যাশনাল ব্যাংক অব ডেনমার্ক | ১৮১৮ | ক্রোনার |
স্পেন | ব্যাংক অব স্পেন | ১৮৫৬ | পেসোটা (ইউরো) |
জাপান | ব্যাংক অব জাপান | ১৮৮২ | ইয়েন |
ইতালি | ব্যাংক অব ইতালি | ১৮৯৩ | লিরা (ইউরো) |
সুইজারল্যান্ড | দি সুইস ন্যাশনাল ব্যাংক | ১৯০৭ | সুইস ফ্রাঙ্ক |
যুক্তরাষ্ট্র | দি ফেডারেল রিজার্ভ সিস্টেম | ১৯১৩ | ডলার |
রাশিয়া | দি গস ব্যাংক (পূর্ব নাম- ব্যাংক অব রাশিয়া) | ১৯১৭ | রুবল |
চিন | ব্যাংক অব চায়না | ১৯২৮ | উয়ান |
তুরস্ক | সেন্ট্রাল ব্যাংক অব রিপাবলিক অব টার্কি | ১৯৩১ | লিরা |
কানাডা | ব্যাংক অব কানাডা | ১৯৩৪ | কানাডিয়ান ডলার |
ভারত | রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া | ১৯৩৫ | রূপি |
ব্রাজিল | ব্যাংকোডা ব্রাজিল | ১৯৪১ | ক্রাজিরো |
পাকিস্তান | স্টেট ব্যাংক অব পাকিস্তান | ১৯৪৮ | রূপি |
বাংলাদেশ | বাংলাদেশ ব্যাংক | ১৯৭২ | টাকা |
জার্মানি | ওয়েন্ডার্সবার্গ | ১৯৯৩ | জার্মান মার্ক (ইউরো) |
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের মালিকানার ধরন :
দেশের নাম | কেন্দ্রীয় ব্যাংকের মালিকানার ধরন |
বাংলাদেশ, ইংল্যান্ড, চিন, ভারত, রাশিয়া, ফ্রান্স, কানাডা | সরকারি মালিকানা ও ব্যবস্থাপনা |
জাপান, দক্ষিণ আফ্রিকা | বেসরকারি মালিকানা |
পাকিস্তান, মেক্সিকো | সরকারি ও বেসরকারি যৌথ মালিকানা |
ব্যাংক অব ইতালি, ফেডারেল রিজার্ভ সিস্টেম (১২টি ব্যাংকের সমন্বয়ে গঠিত) | বাণিজ্যিক ব্যাংকের মালিকানা |
পেরু, চিলি | সরকার ও বাণিজ্যিক ব্যাংকের মালিকানা |
ব্যাংক অব আর্জেন্টিনা | সরকারি, বেসরকারি ও বাণিজ্যিক ব্যাংকের মালিকানা |
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্তির শর্তাবলি (অন্যান্য ব্যাংকের জন্য)
- ন্যূনতম পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল থাকতে হবে। (বাংলাদেশে ব্যাংক কোম্পানির ন্যূনতম আদায়কৃত মূলধন ও সংরক্ষিত তহবিলের পরিমাণ ৪০০ কোটি টাকা, যার মধ্যে আদায়কৃত মূলধন হবে অন্যূন ২০০ কোটি টাকা।)
- সংরক্ষিত জমার হার, যা চলতি ও স্থায়ী আমানতের উপর একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংক নগদ জমা হিসেবে রাখতে হয়। (বাংলাদেশে এর হার ৫%)
- মোট আমানতের নির্দিষ্ট অংশ তরল সম্পদ হিসেবে রাখতে হয়। (বাংলাদেশে এর হার ১৮%)
- প্রতি নির্দিষ্ট সময় অন্তর আর্থিক বিবরণী প্রকাশ করতে হয়।
কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি :
- CRR- Cash Reserve Requirement/Rate/Ratio (নগদ জমার হার/সংরক্ষিত জমার হার)- ৫%
- SLR- Statutory Liquidity Rate/Requirement/Ratio (বিধিবদ্ধ জমার হার/বিধিবদ্ধ তারল্য)- ১৮%
- Bank Rate/Minimum Lending Rate (ব্যাংক হার)- ৫%
- বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করে- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
- বাংলাদেশ ব্যাংকের ১ম গভর্নর- এন হামিদুল্লাহ
- বাংলাদেশ ব্যাংকের ১০ম (বর্তমান) গভর্নর- ড: আতউর রহমান
- বাংলাদেশ ব্যাংকের শাখা-৮টি
- বাংলাদেশ ব্যাংকের লোকাল অফিস- ১টি
- বাংলাদেশ ব্যাংক নোটের বিপরীতে রিজার্ভ রাখে- বৈদেশিক মুদ্রা
- উপমহাদেশে ১ম কাগজের মুদ্রা চালু করেন- লর্ড ক্যানিং, ১৮৫৭ সালে
- কেন্দ্রীয় ব্যাংকের সর্বপ্রথম ও প্রধান দায়িত্ব হল- নোট ইস্যু
- বাংলাদেশে ১ম নোট প্রচলন হয়- ৪ মার্চ ১৯৭২
- বাংলাদেশে ১ম মুদ্রা প্রচলন হয়- ৫ মার্চ ১৯৭২
- ব্যাংক নোট ইস্যু করে- বাংলাদেশ ব্যাংক
- ব্যাংক নোটে স্বাক্ষর থাকে- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের
- ব্যাংক নোট- বিহিত মুদ্রা
- ব্যাংক নোটের উদাহরণ- ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০ টাকার নোট
- সরকারি নোট ইস্যু করে- বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়
- সরকারি নোটে স্বাক্ষর থাকে- অর্থ সচিবের
- সরকারি নোট- আইনসম্মত মুদ্রা
- সরকারি নোটের উদাহরণ- ১, ২ টাকার নোট
- ৫ টাকার কয়েনকে বলা হয়- ব্যাংক কয়েন
- ১ ও ২ টাকার কয়েনকে বলা হয়- সরকারি কয়েন
- বিশ্বের ১ম নিকাশ ঘর ব্যবস্থার প্রচলন করে- ব্যাংক অব ইংল্যান্ড (১৭৭৩ সালে)
- আধুনিক নিকাশ ঘরের উৎপত্তি- ১৭৭৫ সালে ‘লন্ডন নিকাশ ঘর’ উৎপত্তির মাধ্যমে
- বাংলাদেশে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে- বাংলাদেশ ব্যাংক
- ACU-এর পূর্ণরূপ- Asian Clearing Union
- ACU-এর সদস্য দেশ- ৯টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার, মালদ্বীপ, ইরান ও ভুটান)
- ACU গঠিত হয়- ৯ ডিসেম্বর ১৯৭৪
- ACU-এর সদর দপ্তর- তেহরান
- ACU-এর অন্তর্ভুক্ত সার্কভুক্ত দেশ- ৭টি (আফগানিস্তান সদস্য নয়)
- বাংলাদেশে নিকাশ ঘরের সংখ্যা- ৯টি
- বাংলাদেশের যেসব স্থানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই সেই সব স্থানে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে- সোনালী ব্যাংক
- বাংলাদেশ ব্যাংকের কাছে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক আর্থিক বিবরণী জমা দিতে হয়- বৃহস্পতিবার
- চেক, বিল, হুন্ডি ইত্যাদির সমষ্টিকে বলা হয়- Articles
- বাংলাদেশের পক্ষে বার্ষিক বৈদেশিক সাহয্যের পরিমাণ নির্ধারণ করে- BDF (Bangladesh Development Forum)
- ব্যাংকিং বিষয়ক আন্তর্জাতিক মানসম্পন্ন কমিটিকে বলা হয়- ব্যাসেল
- BIS- Bank for International Settlement
- BIS হচ্ছে বিশ্বের সকল কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাংক
- সুইজারল্যান্ডের Basic Basle শহরে BIS প্রতিষ্ঠিত হয়
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডারদের অসুবিধা সমূহ বর্ণনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডার টি সুবিধা সমূহ বর্ণনা কর
- OECD নীতি শেয়ার হোল্ডারদের অধিকারের তালিকা সমূহ লিখ
- ইজারার দাতার বইতে ইজারা হিসাব সমূহ কেমন ধরনের হয়ে থাকে
- স্বল্প বিক্রয়ের সুবিধা লিখ, স্বল্প বিক্রয়ের সুবিধা আলোচনা করো
- ইজারা অর্থায়নের বিকল্প হিসেবে অর্থায়নের প্রক্রিয়া আলোচনা কর,ইজারা অর্থায়নের বিকল্প হিসেবে অর্থায়নের প্রক্রিয়া