প্রশ্ন সমাধান: কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য ও লক্ষ্য, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য ও লক্ষ্য ও কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংক কী?, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী কী কী, কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য,ব্যাংকের উদ্দেশ্য ও লক্ষ্য কেন্দ্রীয়
কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?
সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার বিভিন্ন ব্যাংকের আবির্ভাব হওয়ায় মুদ্রা বাজার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই উপলব্ধি থেকে অর্থব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক জন্মলাভ করে।
বিভিন্ন অর্থনীতিবিদগণ কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা বিভিন্নভাবে প্রদান করেছেন। যা নিম্নে তুলে ধরা হলোঃ
কেন্দ্রীয় ব্যাংক এর সংজ্ঞায়, A Dictionary of Economics তে বলা হয়েছে,
“A bank which controls a country’s money supply and monetary policy. It acts as a banker to other banks and a lender of last resort.”
অর্থাৎ এমন একটি ব্যাংক যা একটি দেশের অর্থ সরবরাহ এবং আর্থিক নীতি নিয়ন্ত্রণ করে। এটি অন্য ব্যাংকের ব্যাংকার হিসাবে কাজ করে এবং শেষ অবলম্বনকারীদের ঋণদাতা হিসাবে কাজ করে।
কেন্দ্রীয় ব্যাংক এর সংজ্ঞা দিতে গিয়ে Farlex Financial Dictionary তে বলা হয়েছে, “A bank that is constituted by a government or international organization to issue and regulate currency, regulate banks under its jurisdiction, act as a lender of last resort, and generally ensure a sustainable monetary policy”.
অর্থাৎ মুদ্রা ইস্যু ও নিয়তন্ত্রণের জন্য সরকার বা আন্তর্জাতিক সংস্থা দ্বারা গঠিত একটি ব্যাংক, তার আঞ্চলিক অধীন ব্যাংকগুলিকে নিয়ন্ত্রণ করে, শেষ অবলম্বনকারী হিসাবে কাজ করে এবং সাধারণত টেকসই আর্থিক নীতি নিশ্চিত করে।
কেন্দ্রীয় ব্যাংক এর সংজ্ঞা দিতে গিয়ে, Cambridge Advanced Learner’s Dictionary তে বলা হয়েছে,
“A bank that provides services to a national government, puts the official financial plans of that government into operation, and controls the amount of money in the economy”.
অর্থাৎ জাতীয় সরকারকে সেবা সরবরাহকারী একটি ব্যাংক, সেই সরকারের সরকারী আর্থিক পরিকল্পনাগুলি পরিচালনা করে এবং অর্থনীতিতে অর্থের পরিমাণ নিয়ন্ত্রণ করে।”
কেন্দ্রীয় ব্যাংক এর সংজ্ঞায় উইকিপিডিয়াতে বলা হয়েছে,
“A central bank, reserve bank, or monetary authority is an institution that manages a state’s currency, money supply, and interest rates. Central banks also usually oversee the commercial banking system of their respective countries.”
অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক বা আর্থিক কর্তৃপক্ষ এমন একটি প্রতিষ্ঠান যারা কোন একটি দেশের মুদ্রা, অর্থ সরবরাহ এবং সুদের হার নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত তাদের নিজ নিজ দেশের বাণিজ্যিক ব্যাংকিং পদ্ধতির তত্ত্বাবধায়ক।
কেন্দ্রীয় ব্যাংক এর সংজ্ঞায়, Investopedia তে বলা হয়েছে,
A central bank or monetary authority is a monopolized and often nationalized institution given privileged control over the production and distribution of money and credit”.
অর্থাৎ একটি কেন্দ্রীয় ব্যাংক বা আর্থিক কর্তৃপক্ষ একটি একচেটিয়া এবং প্রায়শই জাতীয়করণকৃত সংস্থা যা অর্থ এবং ক্রেডিট তৈরি ও প্রদানের উপর বিশেষাধিকার প্রদান করে।ডি.কক (De.Kock)-এর মতে, ‘কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য হলো জনস্বার্থে কাজ করে দেশের সার্বিক অর্থনৈতিক কল্যাণ সাধন করা, মুনাফা অর্জন নয়।’ অধ্যাপক আর পি কেন্ট বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক হলো সার্বিক জনকল্যাণ সাধনের উদ্দেশ্য দেশের মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান।’ সুতরাং যে আর্থিক প্রতিষ্ঠান দেশের ব্যাংকিং পিরামিডের শীর্ষে অবস্থান করে অন্য সব ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণ করে এবং দেশের কল্যাণে মুদ্রার প্রচলন, ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়।
আরো ও সাজেশন:-
কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য ও লক্ষ্য
কেন্দ্রীয় ব্যাংক একটি জনকল্যাণমূলক অমুনাফাভোগী জাতীয় প্রতিষ্ঠান। সর্বসাধারণের মঙ্গল নিশ্চিত করাই এবং দেশের অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করানোই কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। বিচার-বিশ্লেষণের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যাবলিকে নিম্নলিখিতভাবে উপস্থাপন করা যায়-
১) Strong currency market structure and control (বলিষ্ঠ মুদ্রা বাজার গঠন ও নিয়ন্ত্রণ)
কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হলো সুসংগঠিত মুদ্রা বাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করা।
২) Economic development (অর্থনৈতিক উন্নয়ন)
অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত অর্থে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের উদ্দেশ্যেই কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে।
৩) Notes and currency circulation (নোট ও মুদ্রা প্রচলন)
বাজারে চাহিদা অনুযায়ী নোট ও মুদ্রা প্রচলন ও নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রধান উদ্দেশ্য।
৪) Foreign currency control (বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ)
কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার আগমন ও নির্গমন নিয়ন্ত্রণ করে থাকে। আমদানি ও রপ্তানিকে দেশের অর্থনীতির অনুকূলে রাখতে হলে বৈদেশিক মুদ্রার ওপর নিয়ন্ত্রণ অপরিহার্য।
৫) Currency quality control (মুদ্রার মান নিয়ন্ত্রণ)
কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করে দেশীয় মুদ্রার মান অক্ষুন্ন রাখতে চেষ্টা করে।
৬) Banker’s Bank (ব্যাংকসমূহের ব্যাংকার)
অন্যান্য তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত ব্যাংকগুলোর ব্যাংক হিসেবে কাজ করা কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য।
৭) Clearing House (নিকাশ ঘর)
গোটা ব্যাংকিং ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যকার লেনদেন নিষ্পত্তি করে থাকে কেন্দ্রীয় ব্যাংক।
৮) Credit Control (ঋণ নিয়ন্ত্রণ)
বাণিজ্যিক ব্যাংকের পর্যাপ্ত হারে ঋণ সরবরাহ এবং অতিরিক্ত ঋণ সরবরাহ করলে ঋণ সংকোচন নিশ্চিত করে অর্থ বাজারকে স্থিতিশীল করা কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে।
৯) Adviser of Government (সরকারের পরামর্শক)
অভ্যন্তরীণ ও বৈদেশিক সব ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন ও সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য।
১০) Stabilize Price-Level (মূল্যস্তর স্থিতিশীল রাখা)
অস্থিতিশীল মূল্যস্তর অর্থনীতিতে মন্দাভাব দেখা দিয়ে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংক অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রেখে মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা করে থাকে।
১১) Government bank (সরকারের ব্যাংক)
সরকারের অর্থ সংরক্ষণ এবং সরকারের যাবতীয় লেনদেন সম্পাদন কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
১২) Public welfare (জনকল্যাণ)
যেহেতু কেন্দ্রীয় ব্যাংক কোন মুনাফাভোগী প্রতিষ্ঠানের নয় তাই জনগণের কল্যাণে নিয়োজিত থাকায় কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য।
১৩) Equitable distribution of assets (সম্পদের সুষম বন্টন)
বিভিন্ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দেশের সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য।
১৪) Help in the formation of capital (মূলধন গঠনে সহায়তা করা)
কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান করে তাদের গ্রাহকদের ঋণ প্রদানের ক্ষমতা বৃদ্ধি করে থাকে।
১৫) Build a well organized banking system (সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা)
পরিকল্পিতভাবে একটি সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা করে তোলা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটি উদ্দেশ্য।
১৬) Leader of banking system (ব্যাংক ব্যবস্থার পথপ্রদর্শক)
দেশের অন্যান্য ব্যাংকসমূহের পথপ্রদর্শক হিসেবে কাজ করা কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী
কেন্দ্রীয় ব্যাংক বাজার নিয়ন্ত্রক হিসেবে সরকার জনগণ ও অন্যান্য ব্যাংক এবং সর্বোপরি দেশের উন্নয়নে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক কার্যাবলীকে আমরা সাধারণত চার ভাগে ভাগ করে থাকি। যথা-
ক) General functions বা সাধারণ কার্যাবলী;
খ) Functions performed as a bank of government বা সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী;
গ) Functions performed as bankers of all banks বা সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে সম্পাদিত কার্যাবলী; ও
ঘ) Other functions বা অন্যান্য কার্যাবলী।
ক) General functions (সাধারণ কার্যাবলী)
নিম্নে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীসমূহ আলোকপাত করা হলো-
১) Issue of notes and coins (নোট ও মুদ্রা প্রচলন)
দেশের নোট ও মুদ্রা প্রচলনের ক্ষমতা প্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক।
২) Guardian of the money market (মুদ্রা বাজারের অভিভাবক)
কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক এবং মুদ্রার পূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকে।
৩) Creation of easy medium of exchange (সহজ বিনিময়ের মাধ্যম সৃষ্টি)
কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বিল, হুন্ডি ইত্যাদির মাধ্যমে সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে থাকে।
৪) Credit Control (ঋণ নিয়ন্ত্রণ)
ব্যাংক হার নীতি, খোলাবাজার নীতি, জমার হার পরিবর্তন, নৈতিক প্ররোচনা ইত্যাদি পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে।
৫) Currency Purchasing Control (মুদ্রার ক্রয়ক্ষমতা নিয়ন্ত্রণ)
বাজারের অর্থ সরবরাহের হ্রাস-বৃদ্ধি করে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান তথা ক্রয় ক্ষমতা সংরক্ষণ করে থাকে।
৬) Foreign exchange control (বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ)
কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার বৈদেশিক মূল্য নিয়ন্ত্রণ করে থাকে, দেশীয় মুদ্রার সম্মানজনক বিনিময় হার সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে।
৭) Stabilize Price-Level (মূল্যস্তর স্থিতিশীল রাখা)
যেহেতু কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে, ফলে মূল্যস্তরকে স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি অন্যতম কাজ।
৮) Maintaining Foreign exchange reserve (বৈদেশিক মুদ্রা তহবিল সংরক্ষণ)
একটি দেশের মুদ্রার বিনিময় হার নির্ভর করে সেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর। তাই কেন্দ্রীয় ব্যাংক পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা তহবিল সংরক্ষণ করে থাকে।
৯) Development of banking system (ব্যাংক ব্যবস্থার উন্নয়ন)
কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংকব্যবস্থার সেবা ব্যবস্থাপনাসহ অন্যান্য উন্নয়নে ভূমিকা পালন করে থাকে।
১০) Creating employment (কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি)
নতুন নতুন ব্যাংক প্রতিষ্ঠা ও নতুন শাখা খোলার অনুমতি প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে থাকে।
১১) Supervision of loans taken by government (সরকার কর্তৃক গৃহীত ঋণের তদারক)
কেন্দ্রীয় ব্যাংক সরকারি ঋণের তদারকি করে এর যথার্থ ব্যবহার নিশ্চিত করে থাকে।
খ) Functions performed as a bank of government (সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী)
নিম্নে কেন্দ্রীয় ব্যাংকের সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলীসমূহ আলোকপাত করা হলো-
১) Source of credit (ঋণের উৎস)
সরকার আর্থিক সংকটের সময় কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে ঋণ গ্রহণ করে থাকে, তাই এটি সরকারি ঋণের উৎস হিসেবে কাজ করে থাকে।
২) Maintaining of government fund (সরকারের তহবিল সংরক্ষণ)
কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থ ও অন্যন্য সম্পাদক তবে সংরক্ষণ করে থাকে।
৩) Maintaining govt. account (সরকারের হিসাব সংরক্ষণ)
সরকারের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব কেন্দ্রীয় ব্যাংক সংরক্ষণ করে থাকে।
৪) Handle govt. transactions (সরকারের লেনদেন সম্পাদন)
কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে লেনদেন সম্পাদন করে থাকে।
৫) Purchase & sale of foreign exchange (বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়)
দেশের পক্ষে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় কেন্দ্রীয় ব্যাংকের একটি উল্লেখযোগ্য কাজ।
৬) Advisor (উপদেষ্টা)
কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উপদেষ্টা হিসেবে কাজ করে থাকে।
৭) Coordination & maintenance of different statistics (তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ)
বিভিন্ন পরিকল্পনা প্রণয়নে সহায়ক যাবতীয় তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটি কাজ।
৮) International Relations (আন্তর্জাতিক সম্পর্ক)
কেন্দ্রীয় ব্যাংক বিদেশী ব্যাংক এবং বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার সাথে সরকারের সম্পর্ক স্থাপন করে এবং সমন্বয় সাধন করে থাকে।
৯) Government Representative (সরকারের প্রতিনিধিত্বকারী)
সরকারের প্রতিনিধি হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
গ) Functions performed as bankers of all banks (সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে সম্পাদিত কার্যাবলী)
নিম্নে কেন্দ্রীয় ব্যাংকের সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে সম্পাদিত কার্যাবলীসমূহ আলোকপাত করা হলো-
১) Permission and enlistment (অনুমতি দান ও তালিকাভুক্তকরণ)
কেন্দ্রীয় ব্যাংক নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি ও তালিকাভুক্তির কাজ করে থাকে।
২) New bank branch (ব্যাংকের নতুন শাখা)
বাণিজ্যিক ও অন্যান্য ব্যাংকের নতুন শাখার অনুমোদন কেন্দ্রীয় ব্যাংক প্রদান করে থাকে।
৩) Clearing house (নিকাশ ঘর)
একমাত্র কেন্দ্রীয় ব্যাংকই এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকের লেনদেন নিষ্পত্তি করে নিকাশ ঘরের মাধ্যমে কাজ করে থাকে।
৪) Lender of the last resort (ঋণের শেষ আশ্রয়স্থল)
ব্যাংকগুলোর আর্থিক সংকটের সময় যখন কোন উৎস হতে তহবিল সংগ্রহ করা সম্ভব হয় না সে সময় কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকসমূহকে দিয়ে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়ে থাকে।
৫) Controlling the function of commercial banks (বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণ)
কেন্দ্রীয় ব্যাংক সুসংগঠিত নিয়মনীতি দ্বারা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণ করে থাকে।
৬) Accountancy test (হিসাবপত্র পরীক্ষা)
কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের হিসাব পরিক্ষা-নিরীক্ষা করে থাকে এবং বাণিজ্যিক ব্যাংকসমূহকে সঠিক হিসাব সংরক্ষণে বাধ্য করে রাখে।
৭) Advisors and consultants (উপদেষ্টা ও পরামর্শদাতা)
কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বিষয়ে বাণিজ্যিক ব্যাংকসমূহকে বিভিন্ন উপদেশ ও পরামর্শ দিয়ে থাকে।
৮) Liquidity Reserve (তারল্য সংরক্ষণ)
আমানতকারীর স্বার্থ সংরক্ষণে বাণিজ্যিক ব্যাংকসমূহকে মোট আমানতের একটা অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হিসেবে জমা রাখতে হয়।
৯) Representatives of other banks (অন্যান্য ব্যাংকের প্রতিনিধি)
কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য সদস্য ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে।
১০) Recovery of loan (ঋণ আদায়)
বাণিজ্যিক ব্যাংকের প্রদত্ত ঋণ আদায়ে কেন্দ্রীয় ব্যাংক সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকে।
১১) Developing foreign trade (বৈদেশিক বাণিজ্যে উন্নয়ন)
কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বাণিজ্যের উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকসমূহকে সহায়তা করে থাকে।
ঘ) Other functions (অন্যান্য কার্যাবলী)
নিম্নে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যাবলীসমূহ আলোকপাত করা হলো-
১) Agricultural development (কৃষি উন্নয়ন)
কৃষি খাতে উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে কৃষি ব্যাংক স্থাপন বা কৃষি ঋণ কার্যক্রম গ্রহণ করে থাকে।
২) Industrial development (শিল্প উন্নয়ন)
শিল্প বিনিয়োগে উৎসাহ মূলক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে নীতি নির্ধারণসহ ঋণ সহযোগিতা করে থাকে।
৩) Development of cooperative banks (সমবায় ব্যাংকের উন্নয়ন)
কেন্দ্রীয় ব্যাংক সমবায়ের উন্নয়নে ঋণ-সুবিধাসহ নানাবিদ কার্যক্রমের মাধ্যমে সহায়তা করে থাকে।
৪) Research work (গবেষণা কার্যক্রম)
শিল্প-বাণিজ্য তথা সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি সাধনের উপায় উদ্ভাবন, পরিকল্পনা প্রণয়ন এবং এর বাস্তবায়নের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে।
৫) Confirmation of Credit Usage (ঋণের ব্যবহার নিশ্চিতকরণ)
বাজারে প্রদত্ত ঋণের যথাযোগ্য উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডারদের অসুবিধা সমূহ বর্ণনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডার টি সুবিধা সমূহ বর্ণনা কর
- OECD নীতি শেয়ার হোল্ডারদের অধিকারের তালিকা সমূহ লিখ
- ইজারার দাতার বইতে ইজারা হিসাব সমূহ কেমন ধরনের হয়ে থাকে
- স্বল্প বিক্রয়ের সুবিধা লিখ, স্বল্প বিক্রয়ের সুবিধা আলোচনা করো
- ইজারা অর্থায়নের বিকল্প হিসেবে অর্থায়নের প্রক্রিয়া আলোচনা কর,ইজারা অর্থায়নের বিকল্প হিসেবে অর্থায়নের প্রক্রিয়া