কে ‘লক্ষ্মীভাণ্ডার’ নামে একটি বিক্রয়কেন্দ্র খোলেন, কেন সরলা দেবী ‘লক্ষ্মীভাণ্ডার’ বিক্রয়কেন্দ্রটি খোলেন, কে অসহযোগ আন্দোলনের ডাক দেন, কত সালে অসহযোগ আন্দোলন হয়
কত সালে ‘সহবাস সম্মতি আইন’ জারি হয়?
উত্তর : ১৮৯১ সালে ‘সহবাস সম্মতি আইন’ জারি হয়।
বাংলার নারী আন্দোলনের প্রথম প্লাটফর্ম কোনটি?
উত্তর : বাংলার নারী আন্দোলনের প্রথম প্লাটফর্ম হলো ‘ভাগলপুর মহিলা সমিতি’।
‘ভাগলপুর মহিলা সমিতি’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ‘ভাগলপুর মহিলা সমিতি’ ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।
কোন সংগঠনকে নারীর নিজস্ব চাহিদা ও দাবি সম্পৃক্ত প্রথম সংস্কারধর্মী সংগঠন বলা যায়?
উত্তর : ‘বামা হিতৈষিণী সভা’ সংগঠনকে নারীর নিজস্ব চাহিদা ও দাবি সম্পৃক্ত প্রথম সংস্কারধর্মী সংগঠন বলা যায় ।
১৮৮৩ সালে কোন আন্দোলন গড়ে উঠে?
উত্তর : ১৮৮৩ সালে ‘ইলবার্ট বিল’ আন্দোলন গড়ে উঠে।
কামিনী রায় কোন স্কুলের ছাত্রী ছিলেন?
উত্তর : কামিনী রায় বেথুন স্কুলের ছাত্রী ছিলেন।
সরলা চৌধুরানী কার মেয়ে?
উত্তর : সরলা চৌধুরানী স্বর্ণকুমারী দেবীর মেয়ে।
কত সালে ‘সর্ব-ভারতীয় কংগ্রেস’ প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৮৫ সালে ‘সর্ব-ভারতীয় কংগ্রেস’ প্রতিষ্ঠিত হয়।
১৮৯০ সালে কংগ্রেসের সভায় মহিলারা কোন অধিকার পান?
উত্তর : ১৮৯০ সালে কংগ্রেসের সভায় মহিলারা প্রস্তাব উত্থাপনের অধিকার পান
মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়।
উত্তর : মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়।
নারী আন্দোলনের সূচনা পর্বে নারীসমাজের স্লোগান কী ছিল?
উত্তর : নারী আন্দোলনের সূচনা পর্বে নারী সমাজের স্লোগান ছিল ‘নারীসমাজের শৃঙ্খল মোচনের জন্য দেশমাতার শৃঙ্খল মোচন প্রয়োজন’ ।
ব্রিটিশ আমলে পরিচালিত নারী আন্দোলনকে কয়টি ধারায় বিভক্ত করা যায়?
উত্তর : ব্রিটিশ আমলে পরিচালিত নারী আন্দোলনকে চারটি ধারায় বিভক্ত করা যায় ।
বাংলার নারী আন্দোলনের প্রথম নিদর্শন কোথায় রয়েছে?
উত্তর : বাংলার নারী আন্দোলনের প্রথম নিদর্শন রয়েছে স্বদেশী আন্দোলনে নারীর অংশগ্রহণ ঘটনায়।
ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে কে নারীদের মধ্যে গতি সঞ্চার করেন?
উত্তর : ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে মহাত্মা গান্ধী নারীদের মধ্যে গতি সঞ্চার করেন
কত সালে বঙ্গভঙ্গ হয়?
উত্তর : ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়।
কে ‘লক্ষ্মীভাণ্ডার’ নামে একটি বিক্রয়কেন্দ্র খোলেন?
উত্তর : সরলা দেবী ‘লক্ষ্মীভাণ্ডার’ নামে একটি বিক্রয়কেন্দ্র খোলেন।
কেন সরলা দেবী ‘লক্ষ্মীভাণ্ডার’ বিক্রয়কেন্দ্রটি খোলেন?
উত্তর : জনগণকে স্বদেশী সামগ্রী ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য সরলা দেবী ‘লক্ষ্মীভাণ্ডার’ বিক্রয়কেন্দ্রটি খোলেন।
কে অসহযোগ আন্দোলনের ডাক দেন?
উত্তর : মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেন।
কত সালে অসহযোগ আন্দোলন হয়?
উত্তর : ১৯২০ সালে অসহযোগ আন্দোলন হয়।
কে ‘নারী কর্ম মন্দির’ প্রতিষ্ঠা করেন?
উত্তর : ঊর্মিলা দেবী ‘নারী কর্ম মন্দির’ প্রতিষ্ঠা করেন।
‘নারী কর্ম মন্দির’- এর কাজ কী ছিল?
উত্তর : ‘নারী কর্ম মন্দির’- এর কাজ ছিল মেয়েদের সত্যাগ্রহের শিক্ষা দেয়া
১৯৩০ সালে ‘নারী সত্যাগ্রহ সমিতি’ কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৩০ সালে ‘নারী সত্যাগ্রহ সমিতি’ কলকাতায় প্রতিষ্ঠিত হয়।
নারী সত্যাগ্রহ সমিতির লক্ষ্য কী ছিল?
উত্তর : নারী সত্যাগ্রহ সমিতির লক্ষ্য ছিল রাজনৈতিক সচেতনতা সম্পন্ন মহিলাদের সংগঠিত করা।
নারী সত্যাগ্রহ সমিতির কাজ কী ছিল?
উত্তর : নারী সত্যাগ্রহ সমিতির কাজ ছিল বিলাতি জিনিস বিক্রির কাজে বাধা দেয়া, মদ বিক্রি করতে না দেয়া এবং সভা ও শোভাযাত্রা করা।
১৯৩২ সালের জানুয়ারি মাসে কোন সমিতিকে বেআইনি ঘোষণা করা হয়?
উত্তর : ১৯৩২ সালের জানুয়ারি মাসে গেন্ডারিয়া মহিলা সমিতিকে বেআইনি ঘোষণা করা হয়।
মার্গারেট কাজিন্স কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর : মার্গারেট কাজিন্স আয়ারল্যান্ডের অধিবাসী ছিলেন।
কার উদ্যোগে ‘উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গড়ে উঠে?
উত্তর : মার্গারেট কাজিন্স- এর উদ্যোগে ‘উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গড়ে উঠে।
কত সালে ‘উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গড়ে উঠে?
উত্তর : ১৯১৭ সালে ‘উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গড়ে উঠে।
কত সালে ‘বঙ্গীয় নারীসমাজ’ গঠিত হয়?
উত্তর : ১৯২১ সালে ‘বঙ্গীয় নারীসমাজ’ গঠিত হয়।
‘বঙ্গীয় নারীসমাজ’ কোন লক্ষ্যে গঠিত হয়?
উত্তর : ‘বঙ্গীয় নারীসমাজ’ নারীদের ভোটাধিকারের লক্ষ্যে গঠিত হয়।
প্রথম কোথাকার নারীদের ভোটাধিকার দেয়া হয়?
উত্তর : প্রথম মাদ্রাজের নারীদের ভোটাধিকার দেয়া হয়।
কত সালে প্রথম নারীদের ভোটাধিকার দেয়া হয়?
উত্তর : ১৮৯৩ সালে প্রথম নারীদের ভোটাধিকার দেয়া হয়।
কত সালে ভারতের নারীসমাজ ভোটের অধিকার লাভ করেন?
উত্তর : ১৯৩৫ সালে ভারতের নারীসমাজ ভোটের অধিকার লাভ করেন।
১৯৩৫ সালে ভারত শাসন আইনে প্রাদেশিক আইন পরিষদে নারীদের জন্য কতটি আসন সংরক্ষিত করা হয়?
উত্তর : ১৯৩৫ সালে ভারত শাসন আইনে প্রাদেশিক আইন পরিষদে নারীদের জন্য ৪১টি আসন সংরক্ষিত করা হয়
‘১৯১৮ সালে একমাত্র মহিলা রাজবন্দী কে ছিলেন?
উত্তর : ১৯১৮ সালে একমাত্র মহিলা রাজবন্দী ছিলেন ননীবালা দেবী।
১৯৩২ সালে ভারতে ইংরেজ গভর্নর কে ছিলেন।
উত্তর : ১৯৩২ সালে ভারতে ইংরেজ গভর্নর ছিলেন স্টানলি জ্যাকসন।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
বিপ্লবী প্রীতিলতা কিভাবে আত্মহত্যা করেন?
উত্তর : বিপ্লবী প্রীতিলতা, পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন।
কে ‘শ্রমিক’ পত্রিকা প্রকাশ করেন?
উত্তর : সন্তোষ কুমারী দেবী ‘শ্রমিক’ পত্রিকা প্রকাশ করেন।
প্রভাবতী কে ছিলেন?
উত্তর : প্রভাবতী ছিলেন ‘দি স্ক্যাভেঞ্জার্য ইউনিয়ন অফ বেঙ্গল’ এর সভানেত্রী।
নাচোলের কৃষক আন্দোলনের নেত্রী কে ছিলেন?
উত্তর : নাচোলের কৃষক আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র।
কার নেতৃত্বে ফকির সন্ন্যাসীরা ব্রিটিশ বিরোধী সংগ্রামে অংশ নিয়েছিল?
উত্তর : ‘দেবী চৌধুরানী’- এর নেতৃত্বে ফকির সন্ন্যাসীরা ব্রিটিশ বিরোধী সংগ্রামে অংশ নিয়েছিল।
১৭৮৩ সালের রংপুর কৃষক বিদ্রোহের নেতৃত্ব কে দেন?
উত্তর : ১৭৮৩ সালের রংপুর কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন জয়দুর্গা নামে একজন মহিলা জমিদার।
ভারত স্বাধীনতা লাভ করে কত সালে?
উত্তর : ভারত স্বাধীনতা লাভ করে ১৯৪৭ সালে।
কত সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠিত হয়।
কার নেতৃত্বে ১৯৪৮ সালে ‘মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে উঠে?
উত্তর : বেগম রানা লিয়াকত আলী খানের নেতৃত্বে ১৯৪৮ সালে ‘মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা’ গড়ে উঠে।
কোন তিনটি মহিলা সংগঠনের মূল নিয়ন্ত্রক ছিল মুসলিম লীগ সরকার?
উত্তর : নিম্নোক্ত তিনটি মহিলা সংগঠনের মূল নিয়ন্ত্রক ছিল মুসলিম লীগ সরকার। যথা : ক. উইমেন্স ভলান্টারি
অ্যাসোসিয়েশন; খ. পাকিস্তান উইমেন্স ন্যাশনাল গার্ড এবং গ. পাকিস্তান উইমেন্স নেকাল রিজার্ভ।
‘APWA’ -এর পূর্ণরূপ কী?
উত্তর : ‘APWA’ – এর পূর্ণরূপ হচ্ছে, ‘All Pakistan Women Association’।
‘APWA’ সংগঠনের মূল সংগঠক কারা ছিলেন?
উত্তর : ‘APWA’ সংগঠনের মূল সংগঠক ছিলেন সরকারি উচ্চ পর্যায়ের অফিসারদের স্ত্রী।
‘APWA’ লক্ষ্য কী ছিল?
উত্তর : ‘APWA’ লক্ষ্য ছিল সমাজের দুঃস্থ এবং নিঃস্ব মহিলাদের সাহায্য দান।
‘APWA’ এর পূর্ব পাকিস্তান শাখার প্রথম সভানেত্রী কে ছিলেন?
উত্তর’ : ‘APWA’ এর পূর্ব পাকিস্তান শাখার প্রথম সভানেত্রী ছিলেন বেগম নুরুল আমীন খান।
বাংলাদেশের প্রথম মুসলমান মহিলা রাজনীতিবিদ কে?
উত্তর : বাংলাদেশের প্রথম মুসলমান মহিলা রাজনীতিবিদ হলেন জোবেদা খাতুন চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা রায় (নাগ)।
কার নেতৃত্বে পূর্ব পাকিস্তানে প্রথম মহিলারা প্রকাশ্য রাজপথে ঘেরাও আন্দোলন করেন?
উত্তর : কবি সুফিয়া কামালের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে প্রথম মহিলারা প্রকাশ্য রাজপথে ঘেরাও দালন করেন।
১৯৬৬ সালে কার উদ্যোগে ‘নারী কল্যাণ সমিতি’ গঠিত হয়?
উত্তর : ১৯৬৬ সালে আয়শা জাফরের উদ্যোগে ‘নারী কল্যাণ সমিতি’ গঠিত হয়।
কত সালে ‘পারিবারিক আইন প্রণীত’ হয়?
উত্তর : ১৯৬১ সালে ‘পারিবারিক আইন প্রণীত’ হয়।
কত সালে ৬৯-এর গণ-আন্দোলন হয়?
উত্তর : ১৯৬৯ সালে ৬৯-এর গণ-আন্দোলন হয়।
‘মহিলা সংগ্রাম পরিষদ’ -এর সভানেত্রী কে ছিলেন?
উত্তর : ‘মহিলা সংগ্রাম পরিষদ’ -এর সভানেত্রী ছিলেন কবি সুফিয়া কামাল ।
‘মহিলা সংগ্রাম পরিষদ’-এর আহবায়িকা কে ছিলেন?
উত্তর : ‘মহিলা সংগ্রাম পরিষদ’-এর আহবায়িকা ছিলেন মালেকা বেগম।